কর্কট রাশির বার্ষিক রাশিফল 2025

কর্কট রাশির বার্ষিক রাশিফল 2025

২০২৫ সাল স্বাগত | আমাদের প্রত্যেকেরই আগ্রহ থাকে নতুন বছর কেমন যাবে ? কি লেখা আছে কপালে ? আমরা সকলেই চাই উন্নতি , সাফল্য , সুস্বাস্থ্য , শান্তি | শুধু একা নয় , আগ্রহ থাকে পরিবারের অন্যান্য সদস্যদের জন্য | রাশিফল অনুযায়ী কি আছে আপনার ভাগ্যে ? 

ইংরেজী নতুন বছরের ভাগ্যফলটা একবার দেখে নেওয়া যাক | বছরটিতে শুভ ভাব যথেষ্ট বেশী | অশুভ ভাব অনেকটা কম | বর্ষারম্ভের প্রথম দিকে দেবগুরু বৃহস্পতি বৃষে , মঙ্গল কর্কটে , কেতু কন্যাতে , বুধ বৃশ্চিকে , রবি এবং চন্দ্র ধনুতে , শুক্র এবং শনি কুম্ভে মীনে রাহু | দুই মহাগ্রহ শনিদেব এবং দেবগুরু বৃহস্পতি এবং পাপগ্রহ রাহু কেতু এবছর স্থান পরিবর্তন করবে | তাই কর্কট রাশি সহ বারোটি রাশির নতুন বছরের সার্বিক ভাগ্য কেমন যেতে পারে , সে বিষয়ে আলোকপাত করছি |

কর্কট রাশির মানুষদের ২০২৫ সাল কেমন যাবে ?  

বর্ষলগ্নে আপনার মন্থরস্থান ঘরে অবস্থিত | এই সময় ব্যবসায়ী চাকরিজীবীদের পদোন্নতি এবং সম্মানের পক্ষে খুব ভালো সময় কিন্তু আপনি পরিবেশের পরিবর্তন উপলব্ধি করবেন | দক্ষতার উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটবে | পরিবারে বৃদ্ধি ঘটতে পারে | শত্রু হ্রাস পাবে | আপনি কর্মক্ষমী এবং প্রাণবন্ত হবেন |

জানুয়ারী

আপনার আয়ত্তের বাইরে আপনার খরচ বৃদ্ধি পাবে | শারীরিক সমস্যা দেখা দিতে পারে | বিরোধীরা আপনার সন্মান ক্ষুন্ন করতে চেষ্টা করবে | আপনার চাকরি হবে সন্তোষজনক কিন্তু তাতে কাজের চাপ থাকবে | এর পাশাপাশি আপনি যে কাজই করবেন ধন্যবাদ পাবেন না | রূঢ় কথাবার্তা বলবেন না এবং অন্যের সমালোচনা করা থেকে দূরে থাকুন | পারিবারিক জীবন আপনাকে চিন্তান্বিত করবে | যতদূর পারবেন ভ্রমণ এড়িয়ে চলুন |

ফেব্রুয়ারী

আপনি বুদ্ধিমত্তা সহকারে কোন কাজ লাভ করতে পারবেন না | এই সময় আপনার সব বিষয়ে আশা ভরসা করার প্রবৃত্তি থাকবে | যোগাযোগের মাধ্যমে যে খবর আসবে তাতে আপনি উপকৃত হবেন | হঠাৎ ভ্রমণ আপনার পক্ষে ভালো হবে | উপার্জন বৃদ্ধি পাবে | আপনার পারিবারিক জীবনে যদি উন্নতি  করতে চান তবে আপনি সফল হবেন | বন্ধুত্বের পরিধি বৃদ্ধি পাবে | আধ্যাত্মিকতার দিকে আপনার মন ঝুঁকবে | এই সময় আপনার জীবনে যথার্থ ভালো সময় হবে |

মার্চ

কোন ন্যাক্কার জনক ঘটনার সঙ্গে জড়িয়ে পড়বেন , ফলে  আপনার সুনামের ক্ষতি হতে পারে | স্বাস্থ্যজনিত কারণে এই সময় শুভ নয় | অযাচিত ভাবে অর্থ উপার্জন করতে পারেন এবং সেই সঙ্গে খরচও  বৃদ্ধি পাবে | গুপ্ত বা লুকায়িত সুখগুলি পাওয়ার ইচ্ছা কমাতে হবে কারণ তা আপনাকে খুবই বিপদে ফেলবে | মতের অমিল থাকা সত্বেও পরিবারের সদস্যদের সহযোগিতা থাকবে | যতটা সম্ভব ভ্রমণ থেকে বিরত থাকুন |  

কর্কট রাশির বার্ষিক রাশিফল

এপ্রিল

এই সময়টি খুবই কঠিন | কঠোর পরিশ্রমের ফল পাবেন না এবং সুফল লাভেও বঞ্চিত থাকবেন | ব্যবসায়ীক সঙ্গীরা ক্ষতিকারক হবে এবং আপনাকে সব ক্ষেত্রে বাধা দেবে | বদরাগী স্বভাবকে আয়ত্তে রাখুন যা আপনাকে সাংসারিক জীবনে অপ্রীতিকর অবস্থা থেকে মুক্ত করতে সাহায্য করবে | স্বামী বা স্ত্রীর খারাপ স্বাস্থ্য সম্পর্কে চিন্তায় থাকবেন | আপনি নিজেও শারীরিক কষ্টে মানসিক চাপে ভুগবেন

এই সময় মিশ্র ফললাভ হবে |প্রচুর সুযোগ সুবিধা আসবে কিন্তু আপনি সেগুলি সদ্ব্যবহার নাও করতে পারেন | বন্ধুবান্ধব , আত্মীয় এবং সঙ্গীদের থেকে সাবধান থাকুন | ভ্রমণ সফল নাও হতে পারে , তাই তা থেকে বিরত থাকুন | পিতা বা মাতার খারাপ স্বাস্থ্য নিয়ে দুঃচিন্তা থাকবে |

মে

এই সময় মিশ্র ফললাভ করবেন | ফলের ব্যাপারে অতিউৎসাহ হবার প্রবণতাকে পরিত্যাগ করুন |কারণ আপনার ইচ্ছানুযায়ী কাজ নাও হতে পারে | ধারণার থেকে কোন সিদ্ধান্ত নেবার বা ঝুঁকি নেবার সময় এটা নয় | পারিবারিক সমস্যাও আপনার মানসিক শান্তি বিঘ্নিত করবে |

জুন

এই সময় মিশ্র ফললাভ করবেন | কর্মস্থানে বা ব্যবসায় ভালো ফল হবে | আপনার স্থির চিত্ত স্থিরই থাকবে এবং একবার হাতে নেওয়া কোন কাজ বাতিল করবেন না অথবা আত্মপ্রত্যয় হারাবেন না | আপনার ভাই বা বোনেদের সহায়তা করার ইচ্ছা থাকবে | তবুও আপনার পিতামাতা বা গুরুজনদের সঙ্গে সম্পর্ক ঠিক থাকবে না | কোনো কোনো সময় আপনি কোনো ঘটনার সারমর্ম বুঝতে খুবই বোধশক্তির পরিচয় দেবেন | আপনার ব্যক্তিত্বে ঠুনকো মর্যাদা বোধ গড়ে উঠার সম্ভাবনা রয়েছে | আপনার এই চরিত্র আপনাকে জনপ্রিয়তা হীন করবে | আপনার ভিতরের দিকে তাকাবার চেষ্টা করুন |

জুলাই

এই সময় বৃহস্পতি থাকায় সময় খুবই প্রাণবন্ত হবে , এবং পরবর্তী কালে উচ্চফল প্রদায়ী হবে | দূরবর্তী স্থানের ব্যক্তিদের সাথে বা বিদেশীদের সাথে ছন্দময় সম্পর্ক গঠন করবেন | নতুন কোন কাজ শুরু করবেন | ভাই বোনেরা উন্নতি করবে | প্রতিযোগিতামূলক পরীক্ষা দিলে তাতে সাফল্য অবশ্যাম্ভাবী | এই সময় আপনার ধ্যান যোগ আছে এবং মানুষের অস্তিত্ব সততা সম্পর্কে কৌতূহলী হবেন | দার্শনিক মতিগতিও খুব প্রচ্ছন্ন |

অগাস্ট

জরুরি কিছু জিনিস হারাবার ভয় আছে | আপনার উচ্চপদস্থ বা কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে | ব্যবসায় ক্ষতি হতে পারে | আপনার বন্ধুবান্ধবরা তাদের কথা রাখবে না | পরিবারের লোকেদের দৃষ্টিভঙ্গির আমূল পরিবর্তন হবে | আপনার কাজকর্মে মানসিক দুশ্চিন্তার প্রভাব পড়বে | এই সময় আপনাকে দুর্বোধ্য বিজ্ঞান মনস্তাত্ত্বিক আবর্তে সহায়তা করবে | এটা ভালো হবে আপনার নিজস্ব বুদ্ধিশক্তি দক্ষতার উপর নির্ভর করা | আপনার যদি পৈতৃক সম্পত্তি বা অস্থাবর জিনিসের প্রতি উচ্চাকাঙ্খা থাকে তবে তা বিস্ময়কর ভাবে আপনার কাছে আসবে | শরীরের দিকে যত্ন নেবেন | কারো মৃত্যু সম্পর্কে আপনি বাজে সংবাদ পাবেন |

সেপ্টেম্বর

এটি আপনার জীবনের সর্বশ্রেষ্ট সময় হবে | বিরাট সাফল্য সন্মান ভোগ করবেন | এই সময়টি আপনি মনসংযোগ, ধ্যান যোগাভ্যাসে ব্যবহার করবেন | কোনো সামাজিক কর্তার বা ধর্মীয় সংস্থার সাথে যোগাযোগ হবে | আপনার কাজ করার ক্ষেত্রে প্রভূত আত্মবিশ্বাস থাকবে | গৃহে সহযোগিতা পাবেন | দূর ভ্রমণ ফলদায়ী হবে | পরিবারের সদস্য সংখ্যা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে

অক্টোবর

আপনি কাজের ক্ষেত্রে খুব ভালো ফল করবেন | আপনার চাকরির কাজ উন্নত হবে | ক্ষমতাসম্পন্ন ব্যক্তিদের সঙ্গে আপনার যোগাযোগ বৃদ্ধি পাবে | দৈনন্দিন কাজ করার জন্য প্রচুর শক্তি থাকবে | বিরোধীরা আপনার মুখোমুখি হতে ভয় পাবে এবং হতোদ্যম হয়ে পড়বে | আর্থিক দিক থেকে আপনার পক্ষে এই সময় ভালো | ছোটখাট ভ্রমণের সাহায্য নেবে | পারিবারিক পরিবেশ মোটামুটি সন্তোষজনক | এই সময়ের মাঝামাঝি আপনি ছোটখাট অসুখে ভুগবেন | ব্যাপারে যত্ন নেওয়া প্রয়োজন

নভেম্বর

এই সময় আপনার সূক্ষ্ম বিচারশক্তি এবং ভেদাভেদ আপনাকে শ্রদ্ধা অর্জনে সাহায্য করবে | আপনার কল্পনাশক্তি অসাধারণ | নতুন কাজে কর্মে সাফল্য অবধারিত | প্রেম প্রণয়ের ক্ষেত্রে এই সময় সুবিধাজনক | আপনার উদ্ভাবনী শক্তি প্রশংসিত হবে | পারিবারিক সুখও অবশ্যম্ভাবী | বন্ধু হিতাকাঙ্খীরা পূর্ণ সাহায্য প্রদান করবে | এই সময় আপনাকে বিখ্যাত লোকেদের মাঝখানে এনে দেবেভ্রমণ স্মরণীয় হবে |  

ডিসেম্বর

এই সময় আপনি বাস্তববোধ সম্পন্ন হওয়ার চেষ্টা করবেন | ফলহীন কাজে আপনার ঝোঁক থাকবে | এই সময় কিছুর জন্য আপনি বিব্রত থাকবেন | অত্যাধিক আত্মবিশ্বাস দুর্দশার কারণ হবে | আর্থিক ক্ষতির থেকে সাবধানে থাকুন | এই সময় আপনার সুনাম সম্পর্কে সচেষ্ট থাকুন , পরিবারের সহযোগিতা আশা করবেন না | আপনার বন্ধু হিতাকাঙ্খীরা তাদের কথা রাখবে না | যতদূর সম্ভব হয় ভ্রমণ থেকে বিরত থাকুন | আপনার বিরোধীরা আপনাকে উত্তেজিত করতে পারে | শরীর ভাল যাবে না | আপনি শরীরের দিকে যত্ন নেবেন |

Author Bio

Related Posts