মকর রাশিফল 2023: শনির দশা থেকে মুক্তিতে ভাগ্যের চাকা ঘুরবে কি?

Capricorn Horoscope 2023

মকর রাশিফল 2023: নতুন বছর মকর রাশির জাতকদের কেমন যাবে?

জ্যোতিষশাস্ত্র অনুসারে, মকর রাশিফল 2023 (Capricorn Horoscope 2023 in Bengali) কেমন যাবে তা জানার জন্য, এই বিশেষ প্রবন্ধটি পড়ুন কারণ মকর রাশিফল 2023 -এর অধীনে প্রতি মাসের আলাদা আলাদা মকর রাশির ভবিষ্যৎ বাণী দেওয়া আছে। এখানে মকর রাশির জাতক/জাতিকাদের কেরিয়ার অর্থাৎ চাকরি এবং ব্যবসা আপনার আর্থিক অবস্থা, শিক্ষা, প্রেম, দাম্পত্য জীবন, শত্রুতা এবং স্বাস্থ্যের মতো ক্ষেত্রে কী ধরনের ফলাফল নিয়ে আসছে তা উল্লেখ করা আছে। এই নিবন্ধে সমস্ত ক্ষেত্রে মকর রাশির ভবিষ্যৎ বাণী 2023 দেওয়া হয়েছে।

মকর রাশিফল 2023 অনুসারে, বর্তমান বৎসরে বয়স্কদের দেহভাব কষ্ট দেবে, কম বয়সীদের মধ্যম দেহভাব। বন্ধুভাব শুভ তবুও বন্ধুর দ্বারা মানসিক আঘাত। মনভাব মিশ্রফল দিলেও আর্থিক দিক শুভ, সঞ্চয় কম ব্যয় বেশি। বিদ্যার্থীদের কিছু চিন্তা থাকবে। শত্রুরা ক্ষতি করার চেষ্টা করলেও সহজ হবে না। আয়ভাব মধ্যম, নতুন যোগাযোগ আসতে পারে। জেনে নেওয়া যাক মকর রাশির বার্ষিক রাশিফল ​​2023 (Capricorn Yearly Horoscope 2023) ।

শনির সাড়েসাতির (Shani Sade Sati) শেষ পর্যায়ে, রাশিফল ২০২৩-এ কী আছে মকর জাতকের ভাগ্যে?

মকর রাশিফল 2023

মকর রাশির জানুয়ারী মাস কেমন যাবে?

মকর রাশিফল 2023 (Capricorn Rashifal 2023 in Bengali) র অনুসারে, এ মাসটা মকর রাশির জাতক জাতিকাদের শুভ।

১ জানুয়ারী-৭ জানুয়ারী, কর্মে কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করা যায়, কর্মে উদ্যম সত্ত্বেও বাধা, রোগব্যাধিতে অর্থব্যয়।

৮ জানুয়ারী-১৪ জানুয়ারী, অযথা অর্থনাশের আশঙ্কা, দেহে আঘাত, দেহ কষ্ট, প্রেম দাম্পত্য, ব্যবসা চাকুরীতে জটিলতা ।

১৫ জানুয়ারী-২১ জানুয়ারী, গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব, বর্তমান সময় শুভ নয়, হটাৎ লটারিতে অর্থ প্রাপ্তিযোগ।

২২ জানুয়ারী-২৯ জানুয়ারী, দিনগুলি শুভ অশুভ মিশ্রফল দাতা, দীর্ঘদিনের পরিশ্রমের সার্থকতা যোগ।

৩০ জানুয়ারী-৩১ জানুয়ারী, প্রীতি সাফল্য যোগ, কিছুটা কর্মে সার্থকতা, অর্থনৈতিক ক্ষেত্রে মিশ্রফল।

মকর রাশির ফেব্রুয়ারী মাস কেমন যাবে?

মকর রাশিফল 2023 অনুসারে, মাসটি আর্থিক দিক থেকে মোটামুটি শুভ।

১ ফেব্রুয়ারী-৭ ফেব্রুয়ারী, ভ্রমণ ব্যবসায় লাভ, দুশ্চিন্তা, গৃহ অশান্তি, কর্মে জটিলতা, অর্থ আমদানি।

৮ ফেব্রুয়ারী-১৪ ফেব্রুয়ারী, অবৈধ প্রেম, অশান্তি, ক্লান্তি বোধ, পরিচিতিতে প্রতারণা, চাকুরীতে দায়িত্ব বৃদ্ধি।

১৫ ফেব্রুয়ারী-২১ ফেব্রুয়ারী, পুরাতন যোগাযোগ পুনঃ শুরু হবে, আনন্দে অর্থব্যয়, অর্থাগম নেই, স্বাস্থ্য মধ্যম।

২২ ফেব্রুয়ারী-২৭ ফেব্রুয়ারী, আত্মীয় সমাগম, পারিবারিক কর্ম চাপে ব্যবসা চাকুরীতে মন্থর গতি, দেহ মধ্যম।

২৮ ফেব্রুয়ারী, নুতন অর্থ নিয়োগে ক্ষতি, ব্যবসা মধ্যম, শিক্ষক বিদ্যার্থীর অর্থাগম, দেহ মধ্যম।

মকর রাশির মার্চ মাস কেমন যাবে?

আপনার কর্মের জন্য এই মাসের শুরুটা মকর রাশিফল ​​2023 র অনুসারে খুব একটা মন্দ যাবে না।

১ মার্চ-৭ মার্চ, মানসিক চিন্তা বৃদ্ধি, অর্থচাপ, পুরাতন আশা রূপায়ণের পথে, দেহ সুস্থ।

৮ মার্চ-১৪ মার্চ, পারিবারিক মতানৈক্য, অযথা অর্থব্যয়, প্রতারকের দ্বারা ক্ষতি চিন্তা।

১৫ মার্চ-২১ মার্চ, কর্ম মধ্যম, বিবাহ চিন্তা, পুরাতন যোগাযোগ, শুভ সংবাদ দানে আনন্দ।

২২ মার্চ-৩১ মার্চ, অর্থ চিন্তা বিব্রত করে তুলবে, বিবাহ যোগাযোগ, চাকুরীতে মতানৈক্য, চঞ্চলতা।

মকর রাশির এপ্রিল মাস কেমন যাবে?

মকর রাশিফল 2023 র অনুসারে মকর রাশির জাতক/জাতিকাদের জন্য এ মাসের শুরুটা উত্থান-পতনের মধ্য দিয়ে যাবে।

১ এপ্রিল-৭ এপ্রিল, নতুন কাজে হাত দেবার পক্ষে শুভ নয়, দিনটি মিশ্রফল, দেহ মধ্যম, অর্থটান।

৮ এপ্রিল-১৪ এপ্রিল, সংবাদ শুনে চঞ্চলতা, স্বামী-স্ত্রী দেহ চিন্তা, ঋণ, অযথা অপবাদ।

১৫ এপ্রিল-২১ এপ্রিল, প্রথম দিন দুপুরের পর শুভ, বাধা প্রাপ্ত কাজে অগ্রগতি, শত্রু বশ হবে।

২২ এপ্রিল-২৮ এপ্রিল, মিশ্রফল, নতুন কাজে হাত দেবার সময়, অর্থ সমস্যা।

২৯ এপ্রিল-৩০ এপ্রিল, বুদ্ধি ভুলে অকারণ শত্রু, অর্থাগম, অতিথি সমাগম।

মকর রাশির মে মাস কেমন যাবে?

এ মাসের শেষটা মকর রাশিফল ​​2023 (Mokor rashifal 2023 in bengali) র অনুসারে ভালো যাবে।

১ মে-৭ মে, সামাজিক কাজে উৎসাহ, ব্যবসায় মতানৈক্য, বিদেশি বন্ধু দ্বারা উপকার, আয় ব্যায় সমান।

৮ মে-১৪ মে, লেনদেনে অর্থ ক্ষতি, আশার আলো দেখা যায়, বস্ত্র ব্যবসায় লাভ কম, ক্ষতি।

১৫ মে-২১ মে, পারিবারিক ব্যাধির জন্য অর্থচাপ, ভ্রাতার সঙ্গে মতানৈক্য, কর্ম চাপ বৃদ্ধি।

২২ মে-২৮ মে, শুভ সংবাদে আনন্দ, আপনজনের মৃত্যু সংবাদে কষ্ট, কিছুটা কর্ম সুরাহা।

২৯ মে-৩১ মে, নতুন আত্মীয়তা বন্ধন যোগ, ব্যায় বৃদ্ধি।

মকর রাশির জুন মাস কেমন যাবে?

মকর রাশির ভবিষ্যৎ বাণী 2023 অনুসারে, এ মাসে মকর রাশির প্রেম ও কর্মে সাফল্য আসছে।

১ জুন-৭ জুন, তিক্ত ব্যবহার, ক্রোধ বৃদ্ধি, প্রেম শুভ, অর্থাগম বাধা, দেহ সুস্থ, অর্থ চিন্তা।

৮ জুন-১৪ জুন, কোন কর্মে শুভ আশা করা যায়, মিশ্রফল, দেহ মধ্যম, কিছু শুভ আশা।

১৫ জুন-২১ জুন, কর্মে জটিলতা সৃষ্টি করবে, কর্মে উদ্যম বাড়বে, অন্যান্য দিক মিশ্রফল দেবে।

২২ জুন-২৮ জুন, দীর্ঘদিন আটকে থাকা কাজ সফল হবে, কাজের গতি বৃদ্ধি।

২৯ জুন-৩০ জুন, কর্ম উদ্যম, সফলতা, ব্যায়, চাপ, লটারি যোগ, শত্রু বৃদ্ধি যোগ।

মকর রাশির জুলাই মাস কেমন যাবে?

মকর রাশিফল ​​2023 (Capricorn Forecast 2023) অনুসারে এই সময়ে আপনাকে অনেক মনোযোগ দিয়ে কাজ করতে হবে।

১ জুলাই-৭ জুলাই, সম্পত্তি ব্যবসা নিয়ে কলহ, সুযোগ কাজে লাগবে না, মাথা ঠান্ডা রাখা উচিত।

৮ জুলাই-১৪ জুলাই, গৃহ বিবাদ, অযথা অর্থ ব্যায়, ফাটকা কাজে আমদানি, দেহ মধ্যম।

১৫ জুলাই-২১ জুলাই, রাজনীতিতে প্রিয়জন দ্বারা ক্ষতি, আর্থিক সমস্যা মিটবে, বদনাম ছড়াবে শত্রুরা।

২২ জুলাই-৩১ জুলাই, হটাৎ অর্থ প্রাপ্তি যোগ, বিদ্যার্থীদের দেহ কষ্ট, শুভ যোগাযোগ, বুদ্ধি ভ্রষ্ট।

মকর রাশির আগস্ট মাস কেমন যাবে?

মকর রাশিফল ​​2023  অনুসারে, আপনার অধৈর্যতা এড়াতে হবে।

১ আগস্ট-৭ আগস্ট, বন্ধুর দ্বারা উপকার, কর্মচাপ বৃদ্ধি, ব্যবসায় বৃদ্ধি যোগ, চাকুরী মধ্যম, দেহ সুস্থ।

৮ আগস্ট-১৪ আগস্ট, মনমালিন্য যোগ, অর্থলাভ, কর্ম সতর্কতা বৃদ্ধি, নতুন যোগাযোগ লাভ।

১৫ আগস্ট-২১ আগস্ট, নিজের ভুলে জটিলতা হতে পারে, দাম্পত্য ক্ষতি, দেহ কষ্ট।

২২ আগস্ট-২৮ আগস্ট, নতুন যোগাযোগ লাভ, কিছুটা মতান্তর, অযথা অর্থব্যয়, কর্মে কিছু বাধা।

২৯ আগস্ট-৩১ আগস্ট, কর্ম ব্যস্ততার মধ্যে দিনগুলি কাটবে, মিশ্র ফল, দেহ মধ্যম, অর্থব্যয়।

মকর রাশির সেপ্টেম্বর মাস কেমন যাবে?

মকর রাশিফল 2023 (Mokor rashifal 2023 in bengali) র অনুসারে এ মাসটা মকর রাশির জাতকদের দুশ্চিন্তা না করা শ্রেয়।

১ সেপ্টেম্বর-৭ সেপ্টেম্বর, ব্যবসা চাকুরী মিশ্রফল, দেহ সুস্থ সামান্য সর্দি, অর্থ মধ্যম।

৮ সেপ্টেম্বর-১৪ সেপ্টেম্বর, অবিবাহিত কন্যা ভগ্নীদের বিবাহ যোগাযোগ, অর্থচিন্তা।

১৫ সেপ্টেম্বর-২১ সেপ্টেম্বর, কর্মে বাধা বৃদ্ধি, সমস্যা বহুল পরিবেশ, দুশ্চিন্তা, অবসাদ।

২২ সেপ্টেম্বর-২৮ সেপ্টেম্বর, অর্থনাশের আশা, কিছু প্রাপ্তিযোগ, প্রেম মানসিক পীড়া দেবে।

২৯ সেপ্টেম্বর-৩০ সেপ্টেম্বর, যোগাযোগে প্রতারিত হবার সম্ভাবনা আছে, সাবধানতা অবলম্বন করা উচিত।

মকর রাশির অক্টোবর মাস কেমন যাবে?

মকর রাশিফল 2023 অনুসারে, মকর রাশির জাতকদের আনন্দ বৃদ্ধি পাবে।

১ অক্টোবর-৭ অক্টোবর, চাকুরী ও ব্যবসা কর্মে চাপ বৃদ্ধি, মানসিক চঞ্চলতা, অর্থচাপ, অবৈধ প্রেম।

৮ অক্টোবর-১৪ অক্টোবর, রাজনীতিতে সাফল্য, অপবাদ, কর্মে বাধা, ভ্রমণযোগে কর্মে অর্থ ক্ষতি।

১৫ অক্টোবর-২১ অক্টোবর, পারিবারিক আনন্দ, ঠিকাদার শিক্ষক আইনজীবি চিকিৎসক ব্যাবসায়ীদের শুভ।

২২ অক্টোবর-২৮ অক্টোবর, ভ্রাতাদের অথবা বন্ধুদের শুভ কর্ম চাপ বৃদ্ধি, মনমালিন্য যোগ।

২৯ অক্টোবর-৩১ অক্টোবর, অযথা সময় নষ্ট, দাম্পত্য সুখ, আত্মীয় চিন্তা, বিদ্যার্থীদের শুভ।

মকর রাশির নভেম্বর মাস কেমন যাবে?

জ্যোতিষশাস্ত্র অনুসারে, মকর রাশিফল ​​2023 বলে যে, এই মাসটি মকর রাশির ভাগ্য ও কর্মক্ষেত্র অত্যন্ত শুভ হতে চলেছে।

১ নভেম্বর-৭ নভেম্বর, চাকুরীতে শত্রু, দাম্পত্য মতানৈক্য, মানসিকচাপ,দায়িত্ব বৃদ্ধি।

৮ নভেম্বর-১৪ নভেম্বর, পরিকল্পিত ভাবে বিবাদ, আর্থিক কিছুটা শুভ, আয় অপেক্ষা ব্যায় বেশি, দেহ মধ্যম।

১৫ নভেম্বর-২১ নভেম্বর, বন্ধু লাভ, কর্মে অগ্রগতি, রাজনীতিতে উৎসাহ, পুরাতন অর্থ আদায়।

২২ নভেম্বর-২৮ নভেম্বর, শুভসংবাদ , উৎসাহ, আশায় বাধা, ভ্রমণে অশুভ, স্বাস্থ্য চিন্তা।

২৯ নভেম্বর-৩০ নভেম্বর, বিদ্যার্থীদের শুভ, সংগীত অভিনেতা চিত্রকরদের প্রতিপত্তি।

মকর রাশির ডিসেম্বর মাস কেমন যাবে?

এ মাসটি মকর রাশিফল 2023 (Capricorn rashifal 2023 in bengali) র অনুসারে ব্যয় বৃদ্ধি হলেও ব্যবসায় সাফল্যের সম্ভাবনা থাকবে।

১ ডিসেম্বর-৭ ডিসেম্বর, আপনজনের সঙ্গে মতান্তর, চিন্তায় অবসাদ।

৮ ডিসেম্বর-১৪ ডিসেম্বর, সম্মান বৃদ্ধিযোগ, পতন আঘাত যোগ, অযথা ঝামেলা, দায়িত্ব, ক্ষতি।

১৫ ডিসেম্বর-২১ ডিসেম্বর, প্রাপ্তি যোগে বাধা, কর্মে বাধা, যোগাযোগে বাধা, দেহ কষ্ট, অর্থব্যয়।

২২ ডিসেম্বর-২৮ ডিসেম্বর, আয় অপেক্ষা ব্যায় বেশি, দাম্পত্য চিন্তা, ভ্রাতা ভগ্নির জন্য চিন্তা।

২৯ ডিসেম্বর-৩১ ডিসেম্বর, ব্যয় বৃদ্ধি, ভ্রমণে লাভ, মতান্তর, যশ বৃদ্ধি, সম্মান বৃদ্ধি।

মকর রাশিফল 2023 এর লগ্নফল:

মেষলগ্ন: জাতকের দেহ ভাব ভালো নয়। কফ, লিভার কষ্টদায়ক, অর্থক্ষতির যোগ, সঞ্চয়ে বাধা, মতবিরোধ, বিদ্যাভাব শুভ, ভাগ্য উন্নতিতে বাধা।

বৃষলগ্ন: স্বাস্থ্য দিক শুভ, অর্থাগম শুভ নয়, অর্থকষ্ট দেখা যায়, আত্মীয় বিচ্ছেদ, বিদ্যা ভাব শুভ, শত্রু বৃদ্ধি হবে, স্বামী স্ত্রী স্বাস্থ্য চিন্তা, ভাগ্য উন্নতিতে বাধা।

মিথুনলগ্ন: দেহভাব শুভ নয়, অর্থাগম শুভ, কিছু সঞ্চয়, হটাৎ ব্যায়, শত্রু পরাজিত হবে, অর্থপ্রাপ্তি যোগ, আয় ব্যায় সমান।

কর্কটলগ্ন: শরীর সুস্থ যাবে না, অর্থক্ষতির যোগ, বিদ্যায় বাধা, ভাগ্য উন্নতিতে যোগ, লটারি প্রাপ্তি যোগ, অর্থপ্রাপ্তি যোগ।

সিংহলগ্ন: শরীরে হতাশার ভাব, ক্রোধ, আঘাত, অর্থটান, ঋণ, মাতার শরীর চিন্তা, শত্রুচাপ, বিদ্যায় সাফল্য।

কন্যালগ্ন: পতন ভয়,নিম্নাঙ্গে রোগ, যোগাযোগে বাধা, শত্রু বৃদ্ধি, বুদ্ধি ভ্রষ্ট, বিবাহযোগ, মতবিরোধ, আয়ে বাধা।

তুলালগ্ন: কফ জাতীয় রোগ কষ্ট দেবে, অর্থক্ষতি, যোগাযোগে বাধা, শত্রুভাব প্রবল, ভাগ্য উন্নতি, নিজ ভুলে বাধা, আয়ভাব মধ্যম।

বৃশ্চিকলগ্ন: দেহভাব শুভ, সঞ্চয়ে বাধা, অর্থক্ষতির সম্ভাবনা, ভ্রাতামাতার সঙ্গে মতান্তর, ভাগ্য উন্নতি যোগ, বিদ্যায় মধ্যম, কন্যার জন্য চিন্তা।

ধনুলগ্ন: শরীর কর্মে বাধা সৃষ্টি করায় অর্থাগম শুভনয়, সঞ্চয়ে বাধা, বিদ্যায় বাধা, সন্তান সুখে বঞ্চিত, ব্যায় প্রবল।

মকরলগ্ন: স্বাস্থ্য মধ্যম, অর্থাগম শুভ নয়, শত্রুরা পরাস্ত হবে, কিছু প্রাপ্তিযোগ।

কুম্ভলগ্ন: নানারোগ ভোগ, প্রবল ব্যায় চাপ, বিদ্যায় বাধা, মানসিক চিন্তা বৃদ্ধি।

মীনলগ্ন: ব্যাধি, অর্থাগম হতাশা, সঞ্চয়ে বাধা, ঋণ হতে পারে।

মকর রাশিফল 2023 এর সার্বিক ফলাফল:

পরিশেষে মকর রাশি 2023 কেমন যাবে, এই জাতক-জাতিকার ক্ষেত্রে জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি (শিক্ষা, স্বাস্থ্য, কর্ম, ব্যবসা, বিবাহ ইত্যাদি) উপর কিভাবে প্রভাব বিস্তার করে চলেছে তা উল্লেখ করার পাশাপাশি প্রয়োজনীয় গ্রহ প্রতিবিধানের মাধ্যমে কিভাবে গ্রহের রোষ এড়িয়ে জীবনকে সুখ শান্তির সমৃদ্ধিতে পরিপূর্ণ করে তোলা যায় নিম্নে তার হদিশ রইলো-

স্বামী-স্ত্রীর স্থান: মকর রাশির জাতিকে-জাতিকাদের নিজের চেষ্টায় এগিয়ে যেতে হবে। এ বছর স্বামী-স্ত্রীর ভাগ্যের ওপর নির্ভরশীল না হওয়াই সমীচীন।

সন্তানস্থান: সন্তানের পড়াশোনা নিয়ে উৎকণ্ঠা বৃদ্ধি পাবে।

শিক্ষা: বিদ্যালাভে কিছুটা অমনোযোগিতা দেখা দিতে পারে। তবে সুপরামর্শে পরীক্ষায় ভালো ফল লাভ হবে।

কর্ম: মকর রাশির কর্মস্থান শুভ, এ বছর কর্ম লাভ হবে। চাকুরিজীবীদের জন্য শুভ। ব্যবসা করলে সতর্ক হয়ে করতে হবে। অর্থ অনাদায়ে দুশ্চিন্তা হতে পারে।

দাম্পত্যজীবন: নিজের কথার দোষে স্বামী বা স্ত্রীর সঙ্গে ঝগড়া হতে পারে। তবে স্বামী বা স্ত্রীর গুনে সংসারে শান্তির বাতাবরণ তৈরি হবে। সব মিলিয়ে মকর রাশির বিবাহিত জীবন সুখের বলা যায়।

স্বাস্থ্য: মাঝেমধ্যে শরীর খারাপ হতে পারে। বিশেষ করে পায়ের সমস্যা দেখা দিতে পারে।

প্রেম: সামান্য কিছু মনমালিন্য থাকলেও শান্তির পরিবেশ থাকবে। মকর রাশির প্রেম 2023 এ খুশিতেই কাটবে।

বিবাহ: মকর রাশির ভবিষ্যৎ বাণী 2023 অনুসারে, বিবাহের যোগ আছে।

দুর্ভাগ্য: শরীর ও শত্রুতা কিছুটা খারাপ পরিস্থিতির সৃষ্টি করবে। তবে মকর রাশির ভাগ্য 2023 এ বিগত বছরের তুলনায় ভালো হতে চলেছে।

প্রতিকার

গাঢ় লাল পলা, পীত পোখরাজ, নীলা ও গোমেদ ধারণ। অভাবে – অনন্তমূল, বামনহাটির মূল, শ্বেতবেড়েলার মূল ও শ্বেতচন্দনের মূল ধারণ।

মকর রাশিফল 2023: জ্যোতিষশাস্ত্র অনুযায়ী শুভ উপায়

শুভ স্তব: তারা স্তব, বগলা স্তব, শিবাস্তক স্তোত্র পাঠ।

মকর রাশির শুভ রং: সাদা, ফিকে হলুদ, হালকা সবুজ, আকাশি রং।

শুভবার: রবি, সোম, মঙ্গল, শনি।

মকর রাশির শুভ সংখ্যা: ১, ২, ৪, ৮, ১০

##যে কোনো ধরণের জ্যোতিষীয় পরামর্শের জন্য অভিজ্ঞ জ্যোতিষীর সঙ্গে যোগাযোগ করুন।

Author Bio

Related Posts