মকর রাশির বার্ষিক রাশিফল 2025

মকর রাশির বার্ষিক রাশিফল 2025

২০২৫ সাল স্বাগত | আমাদের প্রত্যেকেরই আগ্রহ থাকে নতুন বছর কেমন যাবে ? কি লেখা আছে কপালে ? আমরা সকলেই চাই উন্নতি , সাফল্য , সুস্বাস্থ্য , শান্তি | শুধু একা নয় , আগ্রহ থাকে পরিবারের অন্যান্য সদস্যদের জন্য | রাশিফল অনুযায়ী কি আছে আপনার ভাগ্যে

ইংরেজী নতুন বছরের ভাগ্যফলটা একবার দেখে নেওয়া যাক | বছরটিতে শুভ ভাব যথেষ্ট বেশী | অশুভ ভাব অনেকটা কম | বর্ষারম্ভের প্রথম দিকে দেবগুরু বৃহস্পতি বৃষে , মঙ্গল কর্কটে , কেতু কন্যাতে , বুধ বৃশ্চিকে , রবি এবং চন্দ্র ধনুতে , শুক্র এবং শনি কুম্ভে মীনে রাহু | দুই মহাগ্রহ শনিদেব এবং দেবগুরু বৃহস্পতি এবং পাপগ্রহ রাহু কেতু এবছর স্থান পরিবর্তন করবে | তাই মকর রাশি  সহ বারোটি রাশির নতুন বছরের সার্বিক ভাগ্য কেমন যেতে পারে , সে বিষয়ে আলোকপাত করছি |

মকর রাশির মানুষদের ২০২৫ সাল কেমন যাবে ?

বর্ষলগ্নে আপনার মন্থরস্থান ঘরে অবস্থিত | এই সময় যশবৃদ্ধি হবে এবং স্বাস্থ্য ভালো যাবে | আত্মীয় ভাইদের থেকে সুখ পাবেন , উচ্চপদাসীন ব্যক্তিদের থেকে সাহায্য পাবেন এবং শত্রুদের পরাজিত করে বিজয়ী হবেন | মন্দির অন্যান্য ধর্মীয় স্থানে ভ্রমণ করবেন এবং ভ্রমণ কাছাকাছি স্থানে হবে |    

জানুয়ারী

এই সময় অযাচিত লাভ হতে পারে | যদি আপনার পৈতৃক সম্পত্তি বা অস্থাবর জিনিসের প্রতি উচ্চাকাঙ্খা থাকে তবে তা আপনার কাছে আসবে | ধার্মিক কাজকর্মের দিকে প্রবণতা থাকবে | কিছু চরম মানসিক অভিজ্ঞতা হতে পারে | সাংসারিক জীবন খুব ভালো হবে | হঠাৎ ভ্রমণে প্রাপ্তি হবে | আপনার সন্মান মর্যাদা বৃদ্ধি পাবে | ছোটখাটো শারীরিক অসুস্থতা আপনার মনের শান্তি বিঘ্নিত করবে | তীর্থভ্রমণে যেতে পারেন | সাধারণভাবে সুখ বিরাজ করবে |

ফেব্রুয়ারী 

এই সময় আপনি খুবই স্বচ্ছন্দ বোধ করবেন | আপনার চারিদিকে একটি সুখের বাতাবরণ থাকবে | বিপরীত লিঙ্গের প্রতি সফল ভাবে ঝুঁকবেন | যুগ্মভাবে সুখী হবেন | একটু বেশি খাটলে বেশি উপার্জন করতে পারবেন | বিরাট পার্টি দেবার ইচ্ছা প্রকাশ করবেন | শিল্পকলা , সংগীত সাহিত্যে আগ্রহ প্রকাশ করবেন | ছোটখাটো শারীরিক সমস্যা আপনাকে বিব্রত করবে | পরিবারের সদস্যরা পূর্ণ সহযোগিতা করবে |  

মার্চ

হঠাৎ করে কিছু করে বসবেন না | সিদ্ধান্ত নেবার আগে সময় নিন | ভুল সিদ্ধান্তের জন্য খেসারত দিতে হতে পারে | অপ্রয়োজনীয় খরচ করবেন | ব্যবসা সংক্রান্ত ব্যাপারে কোন খারাপ খবর থাকতে পারে | বিরাট ক্ষতির আশঙ্কা আছে | স্বাস্থ্যের ব্যাপারে যত্ন নিতে হবে | বন্ধু প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক রাখবেন কারণ তাদের সঙ্গে সম্পর্ক খারাপ হবার সম্ভাবনা রয়েছে | ধারণার বশবর্তী হয়ে কিছু করবেন না তাতে প্রভূত অর্থকরী ক্ষতি স্বীকার করতে হতে পারে |

এপ্রিল

আপনার পরিকল্পনা চিন্তাকে গঠনমূলক রূপ দেবেন | ব্যবসা বা কাজের ক্ষেত্রে দারুন ফল পাবেন | সমস্ত কাজে সফল হওয়া প্রায় নিশ্চিত | বড়দের এবং দেখভালকারীদের সঙ্গে সুসম্পর্ক থাকবে | এই সময়ের সার্থক ব্যবহার করুন

বিচার ক্ষমতা সম্পর্কে সাবধান থাকুন এবং স্বাতন্ত্র্য হানি হতে পারে | পরিবারের সদস্য স্বাস্থ্য সমস্যায় পড়বে | ধারণার বশবর্তী হয়ে কিছু করবেন না | আপনার আয়ত্তের বাইরে খরচ হতে পারে | বন্ধু বা সঙ্গীরা আপনাকে বিমুখ করতে পারে | ভ্রমণে পরিশ্রান্ত হতে পারেন |

মে

রোজকার অর্থ উপার্জনে সমস্যা থাকবে | বাস্তব বিবরণ না জেনে কোন কাজে বিনিয়োগ করবেন না | পারিবারিক বাতাবরণ যে কোন পরিস্থিতিতে চাপযুক্ত থাকবে | পরিবারের সদস্যদের কোন ব্যাপারে আপনার সাথে মতপার্থক্য থাকবে | এই সময় চোখের সমস্যা দেখা দিতে পারে | সাধারণভাবে শরীর ভালো যাবে না | শত্রুরা ক্ষতি করার চেষ্টা করবে | গৃহ সংক্রান্ত ব্যাপারে সুরক্ষার অভাববোধ করবেন

মকর রাশির বার্ষিক রাশিফল  

জুন

এই সময় আপনার কাছে আরামপ্রদ | পারিবারিক সুখ থাকবে | সম্পত্তির খাতে ব্যয় হবে | আপনার স্থাবর অস্থাবর সম্পত্তি এবং গৃহ সামগ্রীর খাতে ব্যয় করতে হবে | ব্যবসা বাণিজ্য বৃদ্ধি হতে পারে | হঠাৎ কিছু অনাকাঙ্ক্ষিত লাভ হতে পারে | ঊর্ধতন কর্তৃপক্ষের সংস্পর্শে আসতে পারেন | যশ এবং মর্যাদা বৃদ্ধি হতে পারে | ব্যবসায় পরিবর্তন হতে পারে | ধর্মের দিকে ঝুঁকতে পারেন এবং পূণ্য স্থানে ভ্রমণ হতে পারে | মানসিক ভারসাম্য বজায় থাকবে এবং সামগ্রিকভাবে সুখী হবেন |

জুলাই

সাধারণ কাজের ব্যাপারে বিলম্ব হবে | এই সময় সুরক্ষার অভাববোধ করবেন | কাজের প্রচুর চাপ থাকবে এবং ফলহীন কাজে জড়িয়ে পড়বেন | স্বাস্থ্যের অবনতি হবে | পারিবারিক জীবন সুখের নাও হতে পারে এবং আত্মীয়ের স্বাস্থ্যের ব্যাপারে চিন্তা থাকবে | আপনার সাথীদের অবহেলার কারণে ক্ষতি হতে পারে | এই সময়ের শেষ ভাগ আপনাকে কিছুটা মুক্তি দেবে | জীবনের অন্ধকার দিকটা দেখার চেয়ে আলোর দিকটাই দেখুন |     

আগস্ট

দূরবর্তী স্থানে ভ্রমন হতে পারে | বন্ধু বান্ধবরা সাহায্য করবে | ব্যবসা বাণিজ্যের উন্নতি করার জন্য যথেষ্ট সুযোগ পাবেন | আশা আকাঙ্খাও পূরণ হবে | নিকট বন্ধু, ভাইদের ব্যাপারে সুসংবাদ পাবেন | পরিণয়ের ব্যাপারে এই সময় যথেষ্ট উৎসাহ ব্যাঞ্জক | সর্বমোট এই সময়ে আপনার উন্নতিই হবে | এই সময়ের সদ্ব্যবহার করুন | বহু নতুন বন্ধুত্ব হবে |

সেপ্টেম্বর

এই সময় নানা দুর্ঘটনা মানসিক উদ্বেগ সৃষ্টি করবে | উদ্যোগে নিশ্চিতভাবে ব্যর্থতা আসবে | আপনার অলীক কল্পনাগুলি দুঃস্বপ্নে পরিণত হতে পারে | স্ত্রী বা স্বামী কিংবা প্রিয়তম বা প্রিয়তমার ব্যবহার অসহনীয় হয়ে উঠবে | ব্যবসা বাণিজ্যে ভালো ফল নাও করতে পারেন | আপনার চারিদিকে সবসময় একটা অস্বস্তি থাকবে | শারীরিক সমস্যা আপনার প্রতিজ্ঞা পালনের বাধা হয়ে দাঁড়াবে | দুর্বোধ্য বিজ্ঞান সম্পর্কে আগ্রহ জন্মাবে এবং চরম মানসিক অভিজ্ঞতা লাভ করবেন |

অক্টোবর

ব্যবসা বাণিজ্যের কাজে আপনি খুব ভালো ফল করবেন | ব্যবসায়ে বৃদ্ধি লাভও হতে পারে | বড়দের এবং ঊর্ধতন কর্তৃপক্ষের থেকে ভালোবাসা সন্মান পাবেন | আয় ভালোই হবে | বাড়ির কাজে খরচ করবেন | ব্যবসা বা কাজের ব্যাপারে ঘন ঘন ভ্রমণ যোগ আছে | শত্রুরা আপনার মর্যাদাহানি করার চেষ্টা করবে, যদিও তারা ব্যর্থ হবে | পারিবারিক জীবন খুব সুখের হবে |

নভেম্বর

এই সময় আপনার সঙ্গী বা সাথীরা আপনাকে নিচে নামাবার চেষ্টা করবে | আপনি অন্যান্যদের অবহেলা অথবা নিবৃত্তিতে বিমর্ষ থাকবেন | দৈনন্দিন কাজে কিছু অসুবিধার সম্মুখীন হবেন | ভিত্তিহীন অভিযোগ আপনার বিরুদ্ধে তৈরী করা হবে | ছোটখাটো তর্ক বা ঝামেলায় নিজেকে জড়াবেন না | বিপরীত লিঙ্গের প্রতি আপনার ব্যবহার আন্তরিকতাহীন | যতদূর সম্ভব অবাঞ্চিত ভ্রমণ বাদ দিন |

ডিসেম্বর

আপনার আয়ত্ত্বের বাইরে আপনার খরচ বৃদ্ধি পাবে | শারীরিক সমস্যা দেখা দিতে পারে | বিরোধীরা আপনার সন্মান ক্ষুন্ন করার চেষ্টা করবে | আপনার চাকরি হবে সন্তোষজনক কিন্তু তাতে কাজের চাপ  থাকবে | এর পাশাপাশি আপনি ধন্যবাদহীন কাজে জড়িয়ে পড়বেন | রূঢ় কথাবার্তা বলবেন না এবং অন্যের সমালোচনা করা থেকে বিরত থাকুন | পারিবারিক জীবন আপনাকে চিন্তান্বিত করবে | যতদূর সম্ভব ভ্রমণ এড়িয়ে চলুন |

Author Bio

Related Posts