Astrology, Lagna, Marriage, Nakshatra, Rashi

দ্বাদশপতির দশায় কি দ্বিতীয় বিবাহের সম্ভাবনা বৃদ্ধি পায়?

দ্বাদশপতির দশায় কি দ্বিতীয় বিবাহের সম্ভাবনা বৃদ্ধি পায়?

দ্বাদশপতির দশায়

দ্বাদশপতির দশা বা দ্বাদশ ভাব

দ্বাদশ ভাব ব্যয়স্থান |দ্বাদশপতি নিজের প্রভাব অনুযায়ী স্বীয় দশাকালে ফল দান করে নাঅপর কোনো ভাবপতির দ্বারা প্রভাবিত হয়ে তদানুযায়ী ফলাফল প্রদান করে থাকে |অর্থাৎ দ্বাদশপতি যে গ্রহের সঙ্গে সন্মন্ধে আবদ্ধ হয় তদনুযায়ী ফল প্রদান করে থাকে |

দ্বাদশপতি কোনো শুভগ্রহের সঙ্গে সন্মন্ধে আবদ্ধ হলে স্বীয় দশাকালে শুভ ফল প্রদান করে থাকে, এবং অশুভ গ্রহের সঙ্গে সন্মন্ধে আবদ্ধ হলে স্বীয় দশাকালে অশুভ ফল প্রদান করে থাকে |

দ্বাদশপতির দশায় 1

দ্বাদশপতি শুভগ্রহ হয়ে লগ্নের দ্বাদশে অর্থাৎ স্বক্ষেত্রে অবস্থান করলেএরূপ দ্বাদশপতির দেশান্তর্দশায় সৎকর্মে অর্থ ব্যয় হয়ে থাকে | জাতক নানাবিধ বিপদ থেকে পরিত্রান লাভ করে |এরূপ দশায় জাতকের ঋণমুক্তি পর্যন্ত ঘটে |ঋণমুক্ত হওয়া তো সম্পূর্ণ স্বাভাবিক ব্যাপার |

দ্বাদশপতি নীচস্থ বা অস্তমিত হলে অথবা কোনো অশুভ ভাবপতির সঙ্গে সন্মন্ধে আবদ্ধ হলে, এরূপ দ্বাদশপতির দশান্তর্দশায় ঋণ, সন্তানহানি, মামলা মোকদ্দমায় ক্ষতি, অযথা অর্থব্যয় বা অর্থহানি হয়ে থাকে |

দ্বাদশপতি জন্ম সময়ে লগ্নের সপ্তমে অবস্থিত হলে পত্নী বা পতিভাবের ক্ষতি করে |এরূপ জাতক কে সচরাচর দ্বিতীয় বার বিবাহ করতে বাধ্য হতে হয় |

Note: দশা বিচার করার আগে একথা সর্বদা মনে রাখা দরকার যেজন্মকুণ্ডলীতে কোনো গ্রহ শুভভাবের অধিপতি হয়ে জাতকের কর্ম ভাগ্যের উপর বিশেষ প্রভাব বিস্তার করলে, অশুভ গ্রহের অন্তর্দশার মধ্যে বা গোচরে আশর্য্যজনক বা অপ্রত্যাশিতভাবে মাঝে মাঝে শুভ ফল প্রদান করে থাকে|

Author Bio

Related Posts

Start typing to see posts you are looking for.
ENQUIRY FORM