শনির জাতক কি সর্বদা মাথা নিচু করে পথ চলেন?

শনির জাতক কি সর্বদা মাথা নিচু করে পথ চলেন 1

শনিরাশিচক্রের মধ্যে মকর এবং কুম্ভ এই দুটি গৃহ শনিগ্রহের অধীনে রয়েছে | মকরের শনি স্ত্রীভাবাপন্ন, কুম্ভের শনি পুরুষভাবাপন্নমকরের শনি রাজসিক , কুম্ভের শনি তামসিক

শনি দুঃখের দেবতা এবং ধ্বংসের কারণ বলে জগতের সবকিছুকেই ইনি পরিণামশীল ভাবেই দেখতে চান | রবি যদি জীবনের আলোর প্রতীক হন তাহলে শনি আমাদের মৃত্যুর অন্ধকারের প্রতীক , তাই আমাদের কাছে অন্ধকারময় | যাকিছু চেতন সবই রবির চৈতন্যে চেতনান্বিত | যা কিছু জড় , অচেতন সবই শনির অধীনেতাই যাকিছু চেতনাকে লুপ্ত করে দেয় সবই শনির অধীন | যেমন ঘুমের ওষুধ , মাদক দ্রব্য , শরীর মন অসাড় করার ওষুধ  যার দ্বারা যন্ত্রণাবোধ নষ্ট হয়ে যায় , সবের মধ্যে শনির প্রভাব প্রত্যক্ষভাবে রয়েছে |

শনিকে মহাকাল বলা হয়ে থাকে | জীবনের সীমাবদ্ধতা কালনির্ভর , তাই কালের গতির নিয়ামক এই শনি | গ্রহদের মধ্যে সবথেকে মন্থর গতি শনি , তাই দীর্ঘসূত্রতা এর কারকতার মধ্যে পড়ে | বিশাল আকার এই গ্রহটির | তাই শনির প্রভাব পড়লে সহজে বাধা সরানো যায় না | পাথরচাপা কপাল | ঈশ্বরের কৃপা না হলে সেই পাথর সরিয়ে উঠে দাঁড়ানো সত্যিই  কষ্টকর | কালের নিয়ামক বলে অশুভ শনি আয়ুর ক্ষতিকারক | শুভ শনি মানুষকে দীর্ঘায়ু করতে পারে | শনির দৃষ্টি নিম্ন মুখী , তাই শনির জাতক মাথা নিচু করে পথ চলেন |

পঞ্চবায়ুর মধ্যেসমানবায়ু এর অধীনে | মেজেঘষে কেঁটে ছেঁটে সমান করাই এর কাজ | প্রকৃত যারা মহৎ নন অথচ মহতের সন্মান , মর্যাদা আদায় করে সমাজে বাস করেন , নীচের তলার মানুষকে হেয় করেন , অত্যাচার করেন এবং তাদেরই শ্রমের সাহায্য নিয়ে বড় হন , শনি সেই সব ব্যক্তিকে সৌভাগ্যের শিখর থেকে পাতালের অতল গহ্বরে নিক্ষেপ করে ছুঁড়ে ফেলে দিতে দ্বিধা বোধ করেন না | ইনি আছেন বলে জগতের ভারসাম্য বজায় আছে | সমান বায়ুর সাহায্যে ইনি জীবশরীরের ভারসাম্য বজায় রাখেন |       

 শনি (Saturn) গ্রহের কারকতা

শনি ভৃত্যের বাধা বিপত্তি ঝঞ্ঝাটের কারক | যা কিছুর  আকার  আছেতাহাই শনি নির্দেশ করে |নৈরাশ্যবাদী , জড়তা ,দুঃখবোধ ,বৃদ্ধ ,সংস্কার বিরোধী ,বাস্তব (practical ),ভারবাহী পশু , গোঁড়ামী , খোঁড়া , নিঃসঙ্গ , ক্লেশ , দুশ্চিন্তা ,অলস , ত্যাগী , ,সংযমী, নৈরাশ্য ,কর্তব্যনিষ্ঠা ,গতানুগতিকতা ,স্বার্থপরতা ,কৃপণ ,|   দেহে : ক্ষীণদেহ ,দেহে কার্বন ক্যালসিয়াম ঘটিত পদার্থ দাঁত ,অস্থি ,স্নায়ু ,পেশী ,চুল |   চাকুরী ,কৃষিকার্য ,লৌহ,কয়লা ,তিল ,ধান চালের ব্যবসায়ী ,ভৃত্য ,চাকর , ক্লীব  ,অন্ত্যজ   , ম্লেচ্ছজাতি |   কৃষ্ণবর্ণ , নীলবর্ণ |   লৌহ ,সীসা , নীলকান্তমণি (নীলা )|    রোগ : বায়ু রোগ , বাতব্যাধি , শুচিবাই , বধিরতা , ক্ষয়রোগ , উদরী , পদবিকলাঙ্গতা ,স্নায়বিক দুর্বলতা ,পাকস্থলীতে ব্যথা ,হাঁটুর রোগ | বাস্তু মতে –   পশ্চিম দিক |-  জন্মনক্ষত্র : রেবতী (২৭  )  |

Author Bio

Related Posts