Astrology, Nakshatra

শুক্রের প্রভাবে মানুষ কি ঈশ্বর বিরোধী বা সাম্ম্যবাদের জয়গান করে বেড়ান?

শুক্রের প্রভাবে মানুষ কি ঈশ্বর বিরোধী বা সাম্ম্যবাদের জয়গান করে বেড়ান?

শুক্রের প্রভাবে মানুষ কি ঈশ্বর বিরোধী বা সাম্ম্যবাদের জয়গান করে বেড়ান

শুক্ররাশিচক্রে বৃষ তুলা এই দুটি গৃহে দৈত্যগুরু শুক্রের আবাস | বৃষের শুক্র প্রকৃতি ভাবাপন্ন এবং তুলার শুক্র পুরুষ | এই দুটি গৃহেরই  অধিপতি শুক্র |  

বৃষের শুক্র ভূমিপ্রধান , তাই ভূমির পাঁচটি গুণরূপ রস শব্দ গন্ধ এবং স্পর্শ সবকটি গুণেরই বিকাশ এই শুক্রের প্রকৃতির মধ্যে কিছু কিছু পাওয়া যাবে শুক্র গ্রহের অবস্থানের উপর নির্ভর করে | জড় জগতের যাবতীয় ঐশ্বর্য্যের ভান্ডার এই বৃষ রাশি | আমাদের মন (চন্দ্র) জড় জগতের যাবতীয় ঐশ্বর্য্য ভোগ করেই তৃপ্ত হতে চান | পার্থিব সুখসুবিধার দিকেই মনের যাবতীয় আকর্ষণ | সব কামনার বস্তু এখানেই লভ্য বলে চন্দ্র বৃষরাশিতে তুঙ্গস্থ হন | পুরাণের উপাখ্যান অনুযায়ী চন্দ্রের সব থেকে প্রিয়তমা পত্নী রোহিণী এই রাশিতেই অবস্থান করেন এবং চন্দ্রের এই রাশিতে তুঙ্গস্থ হওয়ার অন্যতম কারণ হিসাবেও ব্যাখ্যাত হয়েছেতুলার শুক্র পুরুষভাবাপন্ন , বায়ুপ্রধান তাই প্রকৃতিগত ভাবে ইনি সূক্ষতার প্রতি আকৃষ্ট , ইনি সব জিনিসের মধ্যে থেকে সূক্ষ্মরস গ্রহণ করে আনন্দ পান | কলাবিদ্যা , সঙ্গীত, সূচীশিল্প, চিত্রশিল্প তাই শুক্রের অধীনে | তুলার শুক্র সর্ববিষয়ে মানসিক ভাবে সমভাবাপন্ন বা balanced minded  person | তাই সামাজিক ভাবে অর্থের , মানের যশের কর্মকুশলতার মধ্যে নীচুর তলার মানুষের সঙ্গে যে বৈষম্য বর্তমান তা তিনি অনুমোদন করেন না এবং এই ব্যবস্থার প্রতিকার করতে সর্বদাই সচেষ্ট | তাই গরীব–  দুঃখী মানুষেরা এদের আশ্রয়ে আনন্দে থাকেন তাদের উপযুক্ত সন্মান নিয়ে | | ওপর তোলার মানুষের অন্যায় অবিচার, সম্পদের শক্তির অপব্যবহার এদেরকে বিরক্তি উৎপাদন করে | এঁরা এর প্রতিবাদে মুখর হয়ে ওঠেন |

ঈশ্বর বিরোধী বা সাম্ম্যবাদের জয়গান

 শুক্র (Venus) গ্রহের কারকতা

 শুক্র স্বামী বা স্ত্রীর ,কামনা ,বাসনা জাগতিক সুখঐশ্বর্যের কারক | শাস্ত্রজ্ঞানের  প্রয়োগ ক্ষমতা ,ব্যবহারিক বিদ্যা  ,সৌন্দর্য্য কলাকৌশল ,সূক্ষ্ম শিল্প ,জাগতিক আরাম, গর্ব ,বিভব ,কবিতা ,লোভমোহ ,উদ্ভাবনী শক্তি , পটুত্ব ,(skill  ),প্রত্যুৎপন্নমতিত্ব ,দামি জিনিষপত্র  , পোশাক ,সাজসজ্জা ,পুষ্প, আভরণ ,যৌনক্ষমতা , ইন্দ্রিয় সুখ সম্ভোগ , বাণিজ্য , গান  – বাজনা ,সিনেমা হলদেহে : প্রাণকোষ , সৌন্দর্য্য , লালিত্য ,sex  organs  , পুরুষের বীর্য ,স্ত্রীদের ovam  |   অভিনেতা ,কবি ,লেখক ,ইঞ্জিনিয়ার ,চিকিৎসক ,জ্যোতিষী , কেমিক্যালের ব্যবসায়ী  |   শ্বেতবর্ণ , ঋতু : শীতের শেষ |-   রৌপ্য (silver  ),হীরা (diamond  )| রোগ : যৌনব্যাধি ,স্ত্রীব্যাধি ,মূত্রপীড়া ,শ্লেষ্মাঘটিত পীড়া , চক্ষুপীড়া , ধ্বজভঙ্গ রোগ , গ্রন্থিরোগ লাবণ্যহীনতা |বাস্তু মতে –   দক্ষিণপূর্ব কোণ  |   জন্মনক্ষত্র : মঘা (১০ )  

Author Bio

Related Posts

Start typing to see posts you are looking for.
ENQUIRY FORM