শুক্র – রাশিচক্রে বৃষ ও তুলা এই দুটি গৃহে দৈত্যগুরু শুক্রের আবাস | বৃষের শুক্র প্রকৃতি ভাবাপন্ন এবং তুলার শুক্র পুরুষ | এই দুটি গৃহেরই অধিপতি শুক্র |
বৃষের শুক্র ভূমিপ্রধান , তাই ভূমির পাঁচটি গুণ – রূপ রস শব্দ গন্ধ এবং স্পর্শ সবকটি গুণেরই বিকাশ এই শুক্রের প্রকৃতির মধ্যে কিছু কিছু পাওয়া যাবে শুক্র গ্রহের অবস্থানের উপর নির্ভর করে | জড় জগতের যাবতীয় ঐশ্বর্য্যের ভান্ডার এই বৃষ রাশি | আমাদের মন (চন্দ্র) জড় জগতের যাবতীয় ঐশ্বর্য্য ভোগ করেই তৃপ্ত হতে চান | পার্থিব সুখ– সুবিধার দিকেই মনের যাবতীয় আকর্ষণ | সব কামনার বস্তু এখানেই লভ্য বলে চন্দ্র বৃষরাশিতে তুঙ্গস্থ হন | পুরাণের উপাখ্যান অনুযায়ী চন্দ্রের সব থেকে প্রিয়তমা পত্নী রোহিণী এই রাশিতেই অবস্থান করেন এবং চন্দ্রের এই রাশিতে তুঙ্গস্থ হওয়ার অন্যতম কারণ হিসাবেও ব্যাখ্যাত হয়েছে | তুলার শুক্র পুরুষভাবাপন্ন , বায়ুপ্রধান তাই প্রকৃতিগত ভাবে ইনি সূক্ষতার প্রতি আকৃষ্ট , ইনি সব জিনিসের মধ্যে থেকে সূক্ষ্মরস গ্রহণ করে আনন্দ পান | কলাবিদ্যা , সঙ্গীত, সূচীশিল্প, চিত্রশিল্প তাই শুক্রের অধীনে | তুলার শুক্র সর্ববিষয়ে মানসিক ভাবে সমভাবাপন্ন বা balanced minded person | তাই সামাজিক ভাবে অর্থের , মানের যশের কর্মকুশলতার মধ্যে নীচুর তলার মানুষের সঙ্গে যে বৈষম্য বর্তমান তা তিনি অনুমোদন করেন না এবং এই ব্যবস্থার প্রতিকার করতে সর্বদাই সচেষ্ট | তাই গরীব– দুঃখী মানুষেরা এদের আশ্রয়ে আনন্দে থাকেন তাদের উপযুক্ত সন্মান নিয়ে | | ওপর তোলার মানুষের অন্যায় অবিচার, সম্পদের ও শক্তির অপব্যবহার এদেরকে বিরক্তি উৎপাদন করে | এঁরা এর প্রতিবাদে মুখর হয়ে ওঠেন |
শুক্র (Venus) গ্রহের কারকতা
শুক্র স্বামী বা স্ত্রীর ,কামনা ,বাসনা ও জাগতিক সুখ– ঐশ্বর্যের কারক | শাস্ত্রজ্ঞানের প্রয়োগ ক্ষমতা ,ব্যবহারিক বিদ্যা ,সৌন্দর্য্য কলাকৌশল ,সূক্ষ্ম শিল্প ,জাগতিক আরাম, গর্ব ,বিভব ,কবিতা ,লোভ –মোহ ,উদ্ভাবনী শক্তি , পটুত্ব ,(skill ),প্রত্যুৎপন্নমতিত্ব ,দামি জিনিষপত্র , পোশাক ,সাজসজ্জা ,পুষ্প, আভরণ ,যৌনক্ষমতা , ইন্দ্রিয় সুখ সম্ভোগ , বাণিজ্য , গান – বাজনা ,সিনেমা হল | দেহে : প্রাণকোষ , সৌন্দর্য্য , লালিত্য ,sex organs , পুরুষের বীর্য ,স্ত্রীদের ovam | অভিনেতা ,কবি ,লেখক ,ইঞ্জিনিয়ার ,চিকিৎসক ,জ্যোতিষী , কেমিক্যালের ব্যবসায়ী | শ্বেতবর্ণ , ঋতু : শীতের শেষ |- রৌপ্য (silver ),হীরা (diamond )| রোগ : যৌনব্যাধি ,স্ত্রীব্যাধি ,মূত্রপীড়া ,শ্লেষ্মাঘটিত পীড়া , চক্ষুপীড়া , ধ্বজভঙ্গ রোগ , গ্রন্থিরোগ লাবণ্যহীনতা |বাস্তু মতে – দক্ষিণ – পূর্ব কোণ | জন্মনক্ষত্র : মঘা (১০ )