রক্তপ্রবাল ধারণে কি মানুষের সন্তান ধারণের ক্ষমতা বৃদ্ধি পায় ?

রক্তপ্রবাল ধারণে

মঙ্গলের নক্ষত্র তিনটি | মৃগশিরা, চিত্রা, ধনিষ্ঠা | মঙ্গলের রত্ন প্রবাল | এই তিন নক্ষত্রের মানুষের ক্ষেত্রেই প্রবাল ধারণ অত্যন্ত প্রয়োজনীয়

মৃগশিরা মৃগশিরা নক্ষত্রের মানুষেরা প্রবাল ধারণে মনের শান্তি ফিরে পায়, শুদ্ধ হৃদয়ের অধিকারী হন, দৃঢ়তা বৃদ্ধিপ্রাপ্ত হয়, রাগ নিয়ন্ত্রণে থাকে এবং বন্য আবেগ দূরীভূত হয় |

এই নক্ষত্রে জাত ব্যক্তির ভাগ্যশালী রত্ন হল লাল প্রবাল | রাশি অনুযায়ী রত্ন হল হীরে পান্না | সংখ্যাতত্ত্বের বিচারে , , , , , তারিখে জন্মানো ব্যক্তির ভাগ্যশালী রত্ন হীরে এবং , , তারিখে যাদের জন্ম তাদের অবশ্যই লাল প্রবাল পরা উচিত |

চিত্রাচিত্রা নক্ষত্রের মানুষ লাল প্রবাল ধারণে সুস্বাস্থ্য, প্রখর বুদ্ধি, অধ্যাত্বিকতা, সাফল্য, পদমর্যদা, পারিবারিক সম্প্রীতি বৃদ্ধিপ্রাপ্ত হয়

চিত্রা নক্ষত্রে জাত ব্যক্তির রত্ন হল প্রবাল | কিন্তু রাশি অনুযায়ী ইহা পান্না অথবা হীরে | সংখ্যাতত্ত্ব অনুযায়ী , , তারিখে জন্মানো চিত্রা নক্ষত্রের জাতক লাল প্রবাল ধারণ করবে এবং , , , , , তারিখে জন্মানো চিত্রা নক্ষত্রের জাতক জীবনে সাফল্য লাভের জন্য পান্না অথবা হীরে ধারণ করবে |

রক্তপ্রবাল ধারণে 1

ধনিষ্ঠালাল প্রবাল ধনিষ্ঠা নক্ষত্রের জাতকের জীবনে সমস্ত দিক দিয়ে সফল্য বয়ে আনে এবং সন্তান ধারণের ক্ষমতা বৃদ্ধি করে | কর্মক্ষেত্রে উন্নতি ঘটে | ইহা বিপদ দুর্ঘটনা থেকে তাদের রক্ষা করে

ধনিষ্ঠা নক্ষত্রে জাত ব্যক্তির রত্ন হল লাল প্রবাল এবং রাশি অনুযায়ী তা হল নীলা | যে সমস্ত ব্যক্তিরা , , তারিখে জন্মগ্রহণ করেছেন তাদের লাল প্রবাল ধারণ করতে হবে এবং যাদের জন্মতারিখ , , , তারা অবশ্যই হীরে ধারণ করবে | তারিখে জন্মানো ব্যক্তি লাল প্রবাল এবং নীলা ধারণ থেকে বিরত থাকবে এবং তারা ধারণ করবে তাদের জন্ম রত্ন |

Author Bio

Related Posts