Astrology, Horoscope, Nakshatra, Zodiac

মানব জীবনে মোহাচ্ছন্নতা বা পাগলামি কি চন্দ্রের কারণে বৃদ্দ্বি পায়?

মানব জীবনে মোহাচ্ছন্নতা বা পাগলামি কি চন্দ্রের কারণে বৃদ্দ্বি পায়?

মানব জীবনে মোহাচ্ছন্নতা বা পাগলামি কি চন্দ্রের কারণে বৃদ্দ্বি পায়

চন্দ্রের অপর নাম সোম | ইনি মানবীয় রূপে মাতা , চন্দ্র আমাদের মনের প্রতীক | মনকে তরল জলের সঙ্গে তুলনা করা যায় | তরল পদার্থ সর্বদাই নিম্নগামী | মনকে তাই বেশিক্ষণ উচ্চ অবস্থায় ধরে রাখা যায় না | নিম্নগামী তাই তমোগুণ সম্পন্ন চন্দ্র আমাদের মাতৃকূল | রবি পুরুষ , চন্দ্র প্রকৃতি |ইনি পুরুষের অপর রূপ সাম্রাজ্যের রাণী |

কর্কট রাশি চন্দ্রের খাসমহল | যে কোন সৃষ্টির বীজ মানসরাজ্যেই প্রথম প্রতিফলিত হয় চিন্তার আকারে | সেই চিন্তায় পরে কার্য্যে বিকাশ লাভ করে বাস্তব রূপ ধারণ করে | পুরুষ চৈতন্যের static শক্তি dynamic শক্তিতে পরিণত হয়ে মনের সাহায্যে ইন্দ্রিয়গ্রামের মাধ্যমে নূতন নূতন সৃষ্টির কাজ করে চলে জগতে  | একমাত্র মনই ইন্দ্রিয়গুলির লাগাম ধরে তাদের চালনা করার ক্ষমতা রাখে| ষড়রিপুর মধ্যে “কাম ”  চন্দ্রের অধীনে রয়েছে |

জলের কোন নিজস্ব রং বা আকার নেই , যে পাত্রেই জল রাখা হয় এবং যে রং এর পাত্রে জল থাকে জল সেই পাত্রের আকার এবং সেই রঙে রঙ্গিন হয়ে যায় | আমাদের মনের বৈশিষ্ট্যও সেই রকম | মন্দ লোকের সঙ্গে আমাদের মনও মন্দ হয়ে যায় এবং বাসনা-কামনার রঙে মন রাঙিয়ে যায় |

মনের অধিপতি বলে মানসিক রোগ, মোহাচ্ছন্নতা, পাগলামি সবই চন্দ্রের কারকতার মধ্যে পরে | চন্দ্রের প্রভাবে নদীতে জোয়ার ভাঁটা খেলে | আকর্ষণী শক্তি, চুম্বকশক্তি, সম্মোহন শক্তি সবই চন্দ্রের অধীন | জীবের অজ্ঞানতা, মোহাচ্ছন্নতা চন্দ্রের প্রভাবেই হয়ে থাকে | চৈত্যনের   অভাবই মানুষকে অজ্ঞান করে রাখে |

মানব জীবনে মোহাচ্ছন্নতা বা পাগলামি কি চন্দ্রের কারণে বৃদ্দ্বি পায় 2

চন্দ্রের (Moon) কারকতা

চন্দ্র প্রকৃতি ,মাতার , মনের ও স্মৃতির কারক |

চন্দ্র জীবনীশক্তির ধারক ও বর্ধক |

কোমলতা ,ভালোবাসা , সামাজিকতা ,সহানুভূতি ,সহৃদয়তা ,মন ,আদর্শবাদিতা , সমাজসেবা ,পুষ্টি ,দেহের সুঠামভাব ,মাতৃত্ব ,সঞ্চিত শক্তি ,মায়া ,স্নেহমমতা ,ঔদাসীন্য মানষিকশক্তি ,পরনির্ভরতা ,তরলপদার্থ জল ,চিন্তা করা,প্রেম করে বিবাহ করা |

মানবদেহে : দেহের জলীয় অংশ ,পাকস্থলী (stomach ),দেহের রাসায়নিক উপাদান|

রেশম, সূক্ষযন্ত্র  ও জলজ জিনিসের ব্যবসায়ী ,কৃষক ,কৃষিকার্য ,দেশ বা জন্মভূমি , বিশ্রামগৃহ ,বাসস্থান|

শ্বেতবর্ণ

ঋতু:-বর্ষা |-মুক্তা ,শঙ্খ ,রূপা (silver  ), কাঁসা (bell ) |

রোগ : পাকস্থলীর পীড়া ,শ্লেষ্মা  ,বায়ু ,স্নায়ুরোগ ,পাগল হওয়া ,যক্ষ্মা  | বাস্তু মতে -উত্তর -পশ্চিম দিক |জন্মনক্ষত্র : কৃত্তিকা (3),রোহিনী (4 )

Author Bio

Related Posts

Start typing to see posts you are looking for.
ENQUIRY FORM