দুর্ভাগ্যের থেকে মুক্তি পেতে ওঁ মন্ত্র কি সত্যি উপকারী ?

ওঁ মন্ত্র

ওঁ এই শব্দটির সাথে আমরা সবাই পরিচিত |পৃথিবীতে যত মন্ত্র আছে তার মধ্যে আদি মন্ত্র হলো এই ওঁ মন্ত্র | প্রতিদিন আমরা যে ঈশ্বরের সাধনা করি তার বেশির ভাগ টাই ওম  ধ্বনি কেন্দ্রিক | মানব জীবনের সুখ ,শান্তি ,সুস্থতার মূল মন্ত্র এবং রক্ষাকবচ |প্রায় সাড়ে চার হাজার বছর আগে বৈদিক যুগে বিশ্বয়কর এই ওঁ ধ্বনির সন্ধান পাওয়া গেছে | ওঁ এর তাৎপর্য হলো , এই মন্ত্রটি সব শাস্ত্রে ,প্রার্থনায় ,স্তুতিতে  সব জায়গায় ব্যাবহারিত হয় | হিন্দু শাস্ত্রে এই ওঁ ধ্বনির মাহাত্য অনেক |

পুরানে যা ভবিষ্যত বাণী করা হয়েছিল আজ সেসব সত্য বলে মিলে গেছে | শুধু আমাদের হিন্দু শাস্ত্রে নয় অন্য অনেক ধর্মের মধ্যে এই ওঁ শব্দের মাহাত্ম্য দেখতে পাওয়া গেছে | ওঁ মন্ত্র জপ করলে আপনার একাগ্রতা বাড়বে ,রোগ নিরাময় হবে ,হতাশা দূর হবে ,জ্ঞান বাড়বে ,শ্বাসকষ্ট দূর হবে | এই ওঁ মন্ত্র জপের মধ্যে দিয়ে আপনি জীব জগৎ থেকে ঈশ্বররের  কাছে পৌঁছাতে পারবেন |   

ওঁ মন্ত্র জপের সুফল আপনি পাবেন | আপনার মনের খারাপ চিন্তা গুলি দূর হয় | সাইনাসের মতো অসুখ সেরে যায় | এই ওঁ ধ্বনি উচারণের সময় আপনি দুই হাতের তালু ঘষে দেহের বিভিন্ন জায়গায় স্পর্শ করলে শরীর সতেজ হয় |   

ওঁ মন্ত্র 1

ওঁ মন্ত্র জপের সময় চোখ বন্ধ রেখে ,মেরুদন্ড সোজা রেখে বসতে হয় , লম্বা ভাবে নিঃস্বাস টেনে টেনে ওঁ মন্ত্র জপ করতে হয় | জপ করার পর শান্ত মনে একাকী ভাবে কিছুক্ষণ বসে থাকতে হয় | এই মন্ত্র জপের ফলে আপনি সহজেই ভগবানের সান্নিধ্যে পৌঁছে যেতে পারবেন |

এই ওঁ মন্ত্র জপের দ্বারা আপনি জগতের সব কিছু লাভ করতে পারবেন |আমাদের জীবন টা তো মসৃন নয় | সব সময় কিছু না কিছু সমস্যার মধ্যে চলতে হয় | সেই সব সমস্যার থেকে মুক্তির একমাত্র উপায় হলো ওঁ মন্ত্র জপ করা | রোগ ,শোক ,তাপ ,মনোমালিন্য , সব কিছু থেকে আপনি রেহাই পাবেন |         

আপনি নারী অথবা পুরুষ হন না কোনো | আপনি নির্দ্বিধায় ওঁ মন্ত্র জপ করুন | আমাদের এই জগৎ সংসারে সবাই এই মন্ত্র জপ করতে পারবেন |

এই ওঁ মন্ত্র হলো সর্ব শ্রেষ্ট্র মন্ত্র | মানব জীবনের সুখ ,শান্তি ,সুস্থতার আসল রক্ষাকবচ |

আমাদের সবার ভিতরে যে সব শুভ সংস্কার গুলো আছে সেগুলি সৎসঙ্গের দ্বারা প্রকাশ পাবে | সৎসঙ্গ ছাড়া পবিত্র আর কিছু হয় না | সেই জন্য ওঁ মন্ত্র জপ করো | ওঁ ধ্যান করো | ওঁ মন্ত্র জপ সঠিক উপাসনা |  

Author Bio

Related Posts