শনির সাড়েসাতি কি শুধুই দুর্ভাগ্য বৃদ্ধি করে ?

শনির সাড়েসাতি

শনির দশা এই কথা টা শুনলে আমরা সবাই ভয় পেয়ে যাই | শনির নাম শুনলে ভয় পান না এমন মানুষ খুব কম আছে |আমাদের কর্ম ফলের দেবতা হলো এই শনি দেবতা | ইহলোকে আমাদের কর্মফল বিচার করেন এই শনিদেব | এই শনির দশা থাকলে আমাদের জীবনে অশান্তি , দুর্দশা ,দারিদ্র ,মানহানি নানা রকম ঝামেলায় পরতে হয় |

এই শনি দেবতাকে অনেকেবড়োঠাকুর বলে | “বারেরদেবতাও বলা হয় শনিদেবতাকে | এই শনিদেবতা উগ্রদেবতা | আমাদের সবার জীবনে ভালো মন্দ সব ইনি দেখেন | শনিদেব সূর্য ছায়ার পত্নী | আবার অনেকে বলেন শনিদেবতা যম যমুনার ভাই | শনি গ্রহের ইংরেজি নাম স্যাটার্ন |    

আমাদের নয়টি গ্রহের মধ্যে সব চেয়ে উল্লেখেযোগ্য গ্রহ টি হলো শনি গ্রহ | গ্রহদের রাজা | এই শনিগ্রহ আমাদের সবার জীবনে সুখ্যাতি যেমন আনে তেমনি কুখ্যাতিও আনে |

এই শনিদেব হলেন খুব রাগী | আমরা শনিদেবতার নাম না নিয়ে শনি দেবতার পুজো করে থাকি | এই পুজো কে  “বারের পুজোবলি  | এই পুজো ঘরের বাইরে করা হয় |এই শনিদেবের শুভ দৃষ্টি যদি কোনো জাতক বা জাতিকার ওপরে পরে তাহলে শনিদেবের কৃপায় মানসন্মান ,ধনসম্পত্তি , সুখশান্তি সব কিছু খুব সহজেই লাভ করা যায় | আবার শনি দেবের কুদৃষ্টি যদি কোনো জাতক বা জাতিকার ওপর পরে তাহলে সেই জাতক বা জাতিকার সব কিছু নষ্ট করে দেয়

শনিদেবের কুদৃষ্টি থেকে মুক্তি পেতে হলে কয়েকটি নিয়ম যদি আমরা করে থাকি তাহলে খুব সহজেই শনিদেবের কুদৃষ্টি থেকে মুক্তি পেতে পারি  | যেমন ( ১ ) কোনো জাতক বা জাতিকা যদি নিয়মিত হনুমান চালিশা পাঠ করেন তাহলে শনির দশা থেকে মুক্তি লাভ করতে পারবে | ( ২ ) প্রত্যেক শনিবারে জাতক বা জাতিকা যদি শিব লিঙ্গের মাথায় কাঁচা দুধ আর তার সাথে যদি কালো তিল অর্পণ করেন তাহলেও শনিদেব সন্তুষ্ট হন |

শনির সাড়েসাতি 1

( ৩ ) জাতক বা জাতিকা যদি প্রতি শনিবার অশ্বত্থ গাছের গোড়ায়  সর্ষের তেল ঢাললে শনিদেব খুব খুশি হন | ( ৪ ) রাতে বিছানাই শুতে যাবার আগে যদি হাতে ও পায়ের নখের ওপর তেল দিলে শনিদেব প্রসন্ন হন | ( ৫ ) জাতক বা জাতিকা যদি শনিবারে একটি বাটিতে সর্ষের তেল নিয়ে সেই তেলে নিজের ছায়া দেখে সেই তেল যদি শনিদেবতার মন্দিরে দান করা হয় তাহলেও শনিদেব সন্তুষ্ট হন | ( ৬ ) প্রতি শনিবার আমিষ খাবার না খেয়ে নিরামিষ খান | খুব ভালো হয় যদি শনিবারদিন চাল ও কালো মাসকলাইয়ের ডাল দিয়ে খিচুড়ি রান্না করে খাওয়া যায় | শনিদেব খুব সন্তুষ্ট হন | ( ৭ ) শনি বারদিন কোনো গরিব ব্যাক্তিকে কালো মাস কলাইয়ের ডাল দান করা খুব ভালো | যেকোনো নদী তে এই মাসকলাই ভাসিয়ে দিলে ও শনি দেবের কৃপা লাভ করা যায় |  ( ৮ ) যেকোনো জাতক বা জাতিকা যদি শনিবারদিন কালো রঙের জামাকাপড় পড়েন তাহলেও শনিদেব সন্তুষ্ট হন | ( ৯ ) শনিবার দিন কোনো জাতক বা জাতিকা যদি ১০৮ বার শনি মন্ত্র জপ করেন তাহলে শনিদেবের কৃপা লাভ করা যায় | এই শনি মন্ত্র টি হলো ” নীলাঞ্জন সমভাষাম রবি পুথোরাম যমরাজাম ছায়া মার্থন্দ সম্ভূতম থম নামানি সানাইশ্যারাম | ” 

Author Bio

Related Posts