জ্যোতিষ শাস্ত্রের তাত্ত্বিক ও ব্যবহারিক দিক গুলি নিয়ে বহু গুনী জন আলোকপাত করেছেন এবং এখনো করে চলেছেন। সেই লেখা গুলি পড়ে সাধারণ মানুষের মধ্যে জ্যোতিষ সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা মানুষের তৈরি হয়েছে। কিন্তু একটা বিষয়ে সাধারণ মানুষের ধোঁয়াশা এখনো কাটেনি যে কি ভাবে জ্যোতিষ বিচার ও প্রতিকারের দ্বারা নিশ্চিত ভাবেই উপকৃত হওয়া যায়। জন্মছকে শনির আগমন বিষয়টা খুব সহজে এবং সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করছি।সেই আলোচনা করতে গিয়ে ভাবফল সম্বন্ধিত আলোচনা অবশ্যই জরুরি |
জন্মছকে শনির দ্বাদশাবস্থা ফল
১) শনির শয়নভাবে জাতক ক্ষুৎপিপাসাক্রান্ত হয়ে দুর্ব্বল হয় |সে প্রথম বয়সে রোগভোগ করে এবং উত্তর জীবনে ভাগ্যবান হয় |
২) শনি উপবেশনভাবে থাকলে জাতক দুর্জ্জন শত্রু কর্ত্ত্বিক পীড়িত, বেকার, চর্মরোগগ্রস্থ, অভিমানী ও দন্ডভোগী হয় |
৩) শনির নেত্রপাণিভাবে জাতক লক্ষ্মীবান হয় |তিনি বাক্পটু হ‘য়ে রাজার মনতুষ্ট করেন |
৪) শনির প্রকাশনভাবে জাতক নানাগুণে গুণশালী, সুবুদ্ধিমান, দয়ালু ও হরপাদ ভক্ত হন |
৫) শনির গমনভাবে জাতক মহাধনী, পুত্রবান, পন্ডিত, রাজসভাগামী ও ছলে বলে শত্রুর ভূমি হরণকারী হন |
৬) শনির আগমনভাবে জাতক রোগযুক্ত, পুত্র–কলত্র –সুখ –বর্জ্জিত, দীনমনা ও নির্জ্জনবাসী হন |
৭) শনি সভাবাস গত হলে জাতক স্বর্ণ –রত্ন মুক্তাবলী সজ্জিত হয়ে সর্ব্বদা প্রমোদরত ও নীতিশাস্ত্রজ্ঞ হয়ে দীপ্তিমান থাকেন |
৮) শনির আগমভাবে জাতক রোগগ্রস্থ, বন্ধু ও পুত্রের প্রতি ক্রোধযুক্ত, মন্দস্থানগামী ও যাচনা বিরহিত মতি হয় |
৯) শনির ভোজনভাবে জাতক উত্তম খাদ্যাভিলাসী ও দৃষ্টি দোষ যুক্ত হয় |তার মন সর্ব্বদা মোহ ও তাপ পীড়িত থাকে |
১০) শনি নৃত্যলিপসাভাবগত হলে জাতক ধর্ম্মাত্মা, ধনবান, রাজপূজ্য, ধীর ও মহাবীর হন |
১১ ) শনির কৌতুক ভাবে জাতক ধন ও ভূমিযুক্ত, সুখী, মিষ্টভাষী ও কবিতৃগুণ সম্পন্ন হন |
১২ ) শনির নিদ্রাভাবে জাতক ধনবান, গুণবান, পরাক্রমী, শত্রুহস্তা ও বারবনিতা সম্পর্কে অভিজ্ঞ হন |