জন্মছকে প্রকাশনভাবে থাকা বুধ কি জাতককে জ্ঞানী ও বিদ্বান করে তোলে?
জ্যোতিষ শাস্ত্রের তাত্ত্বিক ও ব্যবহারিক দিক গুলি নিয়ে বহু গুনী জন আলোকপাত করেছেন এবং এখনো করে চলেছেন। সেই লেখা গুলি পড়ে সাধারণ মানুষের মধ্যে জ্যোতিষ সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা মানুষের তৈরি হয়েছে। কিন্তু একটা বিষয়ে সাধারণ মানুষের ধোঁয়াশা এখনো কাটেনি যে কি ভাবে জ্যোতিষ বিচার ও প্রতিকারের দ্বারা নিশ্চিত ভাবেই উপকৃত হওয়া যায়। জন্মছকে প্রকাশনভাবে থাকা বুধ বিষয়টা খুব সহজে এবং সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করছি।সেই আলোচনা করতে গিয়ে ভাবফল সম্বন্ধিত আলোচনা অবশ্যই জরুরি |
বুধের দ্বাদশাবস্থা ফল
১) বুধ শয়নভাবে লগ্নে থাকলে জাতক ক্ষুধাতুর, খঞ্জ ও রক্তচক্ষু হয় | অন্যত্র থাকলে লম্পট ও ধূর্ত্ত হয় |
২) বুধ উপবেশনভাবে লগ্নে থাকলে জাতক বহু গুণশালী হয় | উক্ত বুধ পাপযুক্ত বা পাপদৃষ্ট হলে দরিদ্র এবং শুভাদৃষ্ট হলে বিত্তসুখী হয় |
৩) বুধের নেত্রপাণি অবস্থায় জাতক অভিমানী, বিদ্যাবিবেক রহিত , আনন্দহীন ও অমঙ্গল যুক্ত হয় | এই বুধ ৫ মে থাকলে জাতক পুত্র ও কলত্র সুখহীন হয় এবং ১০ মে বিশিষ্ট ধনবান হয় |
৪) বুধের প্রকাশনভাবে জাতক, দয়ালু, পুণ্যবান, বিশিষ্ট বিদ্বান,বিবেকী, ও খোলগর্ব্ব হন্তা হয় |
৫)বুধের গমন বা আগমন অবস্থায় জাতক রাজদ্বারগামী ও রমণীয় বিচিত্র গৃহবাসী হন |
৬) সভাস্থ বুধ উচ্চরাশিতে থাকলে সর্ব্বদা ধনবৃদ্ধি ও পুণ্যবৃদ্ধি হয় | জাতক রাজমন্ত্রী তুল্য হন | তাঁর হরিহরের পদে ভক্তি থাকে এবং তিনি সাত্ত্বিক হয়ে পরিণামে মুক্তিলাভ করেন |
৭) বুধের আগমাবস্থায় জাতক হীনবৃত্তি দ্বারা অর্থোপার্জ্জন করেন | তার দুই পুত্র ও মানদায়িকা একটি কন্যার জন্ম হয় |
৮ ) বুধের ভোজনাবস্থায় কলহ কারণে সর্ব্বদা অর্থহানি ঘটে | রাজভয় হেতু দেহ কৃশতা প্রাপ্ত হয় | লোকের সঙ্গে মতবৈষম্য হেতু জাতক সঙ্গীহীন হয় এবং সে পত্নীসুখ ও স্নেহসুখে বঞ্চিত হয় |
৯) বুধের নৃত্যলিপসা ভাবে জাতক মানী, যানযুক্ত ও প্রবালাদি রত্ন ভূষিত হন | তিনি বন্ধু – বান্ধব ও পুত্রযুক্ত, প্রতাপী ও সভাপন্ডিত হন | কিন্তু পাপবোধ হলে জাতক লম্পট ও বারাঙ্গনারত হয় |
১০) কৌতুকভাবস্থ বুধ লগ্নে থাকলে জাতক গীতবিদ্যায় অভিজ্ঞ হন | এই বুধের ৭ মে বা ৮ মে থাকলে জাতকের বারদোষ ঘটে এবং ৯ মে থাকলে জাতক পুণ্যাত্মা হয়ে সদগতি লাভ করেন |
১১) বুধ নিদ্রাভাবে থাকলে ব্যাধি হেতু জাতকের নিদ্রাসুখ হয় না | ভ্রাতাদের সঙ্গে মনান্তর হেতু জাতক পরিতাপ প্রাপ্ত হন এবং নিজেই কলহ করে নিজের ধন ও মান নষ্ট করেন |