চুনী ধারণে কি শ্বশুর বাড়িতে গুরুত্ব বৃদ্ধি পায় ?

চুনী ধারণ

সিংহ বা Leo রাশিচক্রের পঞ্চম রাশি | রবি হল সিংহ রাশির নিয়ন্ত্রক | রবির রত্ন হল চুনি | তুলনামূলক ভাবে ভারী, শিরা -শিরা ধরণের থাকে | বর্মার আসল চুনী হলে হাতে গরম ভাব লাগবে | লাল, কালো, লাক্ষার রঙের হয় | চকচকে দেখতে সুন্দর |

যদি রবি পীড়িত , দুর্বল, অথবা শত্রুগৃহে অবস্থান করে বা জন্মকুণ্ডলীতে অবস্থান নেতিবাচক হয় , তবে জাতক কঠিন অর্থনৈতিক অবস্থার সম্মুখীন হন , অফিসের লোকজন বা শ্রমিকদের নিয়ে সমস্যা তৈরি হয় | হৃদরোগের সম্ভাবনা বৃদ্ধি পায় | চুনি ধারণে জাতক এই সকল সমস্যা থেকে বেরিয়ে আসতে পারে |
অশুভ সূর্য যদি জন্মকুন্ডলীর সংবদ্ধ স্থানের ১০ অংশের পরিমাণ হয় তবে ৫ রতি চুনী আংটিতে বসিয়ে পড়তে হবে | এই মানিক মঘা নক্ষত্রের প্রথমার্ধেই কিনতে হবে | দ্বিতীয়ার্ধে তা আংটিতে লাগাতে হবে এবং তৃতীয়ার্ধে তা ধারণ করতে হবে | অশুভ সূর্যের স্থান যদি ২০ অংশ হয় তবে ৭ রতি পরিমাণ মানিক ধারণ করতে হয় | এটি পূর্বফাল্গুনী নক্ষত্রের প্রথমার্ধে কিনতে হবে, দ্বিতীয়ার্ধে আংটি বানাতে হবে এবং তৃতীয়ার্ধে ধারণ করতে হবে | আর যদি এটি ৩০ অংশ পরিমাণ হয় তবে ২.৫ রতি মানিক ধারণ করতে হবে | এক্ষেত্রে পূর্বফাল্গুনীর তৃতীয়ার্ধে মানিক কিনতে হবে এবং চতুর্থার্ধে আংটি বানাতে হবে এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রের প্রথমার্ধে এটি ধারণ করতে হবে | যদি ১১ রতির শুদ্ধ ও নির্দোষ মানিক এনে তা বেদোক্ত মন্ত্র দিয়ে পুজো করে ১ লক্ষ জপ করে নেওয়া যায় তবে দরিদ্রতা দূর করে এবং লক্ষ্মী প্রাপ্ত হয় | এই প্রয়োগে মানিক ধারণ করতে হয় না, পূজা করা হয় ও দেবতার আসনে স্থাপন করা হয় | ৭ রতি মানিক ধারণ করলে, যে কোন ধরণের জ্বর হোক না কেন তা সেরে যায় |  

চুনী ধারণ 1

এই রত্ন কাছে রাখলে বাহাদুরী, সাহস ও সফলতা লাভ হয় | আজ থেকে হাজার বছর আগের মানুষ মনে করতো যে , যখন মানুষের উপর বিভিন্ন প্রকার বাধা – বিঘ্ন আসতে থাকে , তখন সেই ব্যক্তির এই রত্ন ধারণে লাল বর্ণের জ্যোতি বের হয় | কিন্তু সময় যদি খারাপ হয় , তখন এই রত্নটির বর্ণ খারাপ হয়ে যায় | এর অর্থ হল যে , এই রত্ন ধারণকারীর ভবিষতে দুর্ভাগ্য এবং খারাপ সময়ের আগেই সূচনা করছে | 

এই রত্ন ধারণে সরকারি কর্মচারীদের সঙ্গে বোঝাপড়া সহজ হয়, যশ বৃদ্ধি পায় এবং সামাজিক সাফল্য ফিরে আসে |এই রত্নে কয়েক প্রকার রোগ নিরাময়ের গুণ আছে | এই রত্ন ধারণকারীর মুখ, নাক , ফসফুস , কিডনি , গর্ভাশয় , মলদ্বার থেকে রক্তস্রাব বন্ধ করে | চুনি ধারণকারীর জীবনীশক্তি , সাহস ও উন্নতির সহায়ক হয় | ধারণকারীকে ধনবান ও বিদ্বান করে তোলে | তার ইচ্ছাশক্তি প্রবল হয় |

চুনী বা মাণিক্য ব্যক্তির মান-সন্মান ও যশ বৃদ্ধি করতে সাহায্য করে | সুখ -শান্তি ও ধন প্রাপ্তিতেও চুনী যথেষ্ট সহায়ক | এছাড়া রোগনাশক, রাজনীতিতে লাভদায়ক, বিবাহসম্পন্ন করতে সহায়ক, শত্রু দমনকারী, হৃদরোগ ও রক্তচাপের রোগে উপকারী | রবি গ্রহের দোষ নাশ করে এবং শিল্পবিজ্ঞানে উন্নতি করতে সাহায্য করে |

তামা, সোনা বা চাঁদির আংটিতে গড়িয়ে রবিবার ধারণ করতে হয় |

Author Bio

Related Posts