পোখরাজ ধারণ করলে কি সত্যি আর্থিক শ্রীবৃদ্ধি ঘটে?

পোখরাজ ধারণ

ধনু রাশি বা Sagittarius হল রাশিচক্রের নবম রাশি | বৃহস্পতি এই রাশির নিয়ন্ত্রক | বৃহস্পতির রত্ন হল পোখরাজ |বৃহস্পতির প্রকৃতি হল কফকারক এবং এর বর্ণ হলুদ |একটু ভারী, মসৃণ, স্বচ্ছ পোখরাজ আসল হলে তাতে রোঁয়া রোঁয়া দেখা যায় | রোদে রাখলে আলোক বিচ্ছুরিত হয় | এর রঙ হয় হলুদ |

অন্যান্য গ্রহ দ্বারা যদি বৃহস্পতি পীড়িত অথবা দুর্বল বা শত্রুগৃহে অবস্থান করে অথবা জন্মকুণ্ডলীতে নেতিবাচক অবস্থানে থাকে তবে তার ফলাফল হয় অসন্তোষজনক | পোখরাজ ধারণ করলে জাতকের এই ধরণের নেতিবাচক ফলাফল দূর হয় | পোখরাজ ধারণে বৃহস্পতি শক্তি প্রদান করে এবং জাতকের জীবনে সৌভাগ্য নিয়ে আসেসমাজে জাতকের নাম, যশ প্রতিষ্ঠিত হয় , জীবনযাত্রা আরামদায়ক হয় | রোগে আক্রান্ত হবার ভয়  থাকে নাএমনকি যদি বৃহস্পতির অবস্থান জন্মকুণ্ডলীতে শুভ থাকে , পোখরাজ ধারণে বৃহস্পতি গ্রহের ভালো গুণগুলি অনেকাংশে বৃদ্ধিপ্রাপ্ত হয় |

বৃহস্পতির অশুভ প্রভাব থেকে বাঁচতে পোখরাজ ধারণ একান্ত আবশ্যক | এর ১০ অংশ খারাপ হলে  রতি পোখরাজ ধারণ করা হয় যা রেবতী নক্ষত্রের প্রথমাংশে কেনা, দ্বিতীয়াংশে গয়না বানানো এবং তৃতীয়াংশে ধারণ করা প্রয়োজন

১০২০ অংশ অশুভ হলে উত্তরভাদ্রপদ নক্ষত্রের প্রথমভাগে কেনা দ্বিতীয়ভাগে গয়না বানানো এবং তৃতীয়ভাগে মন্ত্রপূত করে ধারণ করা হয়

যদি ১৯২০ অংশ পর্যন্ত অশুভ থাকে তবে উত্তরভাদ্রপদ নক্ষত্রের চতুর্থভাগে / রতির পোখরাজ কেনা দরকার | রেবতী নক্ষত্রের প্রথমাংশে গয়না বানানো হয় , দ্বিতীয়াংশে ধারণ করতে হবে |

পোখরাজ ধারণ 2

বৃহস্পতির অবস্থান শুভ হলে জাতক মোটাসোটা এবং গৌরবর্ণের অধিকারী হয়ে থাকে | চোখে হলদে রঙের আভা দেখা যায় যা কিনা বৃহস্পতির প্রত্যক্ষ প্রভাবের ফলে ঘটে | এই গ্রহের সুপ্রভাবে জাতক খেতে পছন্দ করে, বিশেষ করে মিষ্টি জাতীয় খাবার তার অধিক পছন্দ | কিন্তু বেশি মিষ্টি খাওয়ার কারণে পেটের সমস্যা প্রবল ভাবে দেখা দেয় | ভারতীয়দের বিচারে এই গ্রহ পুত্রকারক গ্রহ | এছাড়া জ্ঞান বৃদ্ধিকারক এবং সুখকারক গ্রহও বটে | বিপরীত স্থিতিতে জাতক এসব থেকে বঞ্চিত হয় |

সব সময় যদিও ভারী রত্ন পাওয়া যায় না | পাওয়া গেলে তা জনকল্যাণে প্রয়োগ করা উচিত, যা পুণ্যলাভে সহায়ক হয় | রতির পোখরাজ ধারণ করলে চিত্ত চাঞ্চল্য, অস্থির বিচার, উন্মাদ ইত্যাদি রোগ ভালো হয় | এই রত্নের গোলাপী আভা থাকলে সহজেই ভালো ফল পাওয়া যায় | পোখরাজের ১০ রতি পাথর জল উদরে নিশ্চিতভাবেই শুভ ফল দেয় | পোখরাজ ধারণে জাতক সৌভাগ্যশালী হন | ব্যবসা বাণিজ্যে উন্নতি লাভ করে | পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পায় | মেয়েদের হাতে পরালে দ্রুত বিবাহ সম্পন্ন হয় | যশলাভ এবং সন্তান প্রার্থীদের ক্ষেত্রে লাভজনক হয় | সুখ আসে দাম্পত্যজীবনে | রক্তদোষ নাশ করে রক্তকে শোধন করতে সাহায্য করে | বৃহস্পতি গ্রহের দোষ কাটাতে পোখরাজ অনবদ্য |

Author Bio

Related Posts