ভগবানের আরতি দর্শনের ফলে কি ঈশ্বরের পদপ্রাপ্তি ঘটে?
আমরা সকাল , সন্ধ্যে শ্রী ভগবান কে পুজো করি আরতি করি | এই পুজো ও আরতির অনেক অনেক মাহাত্ব্য আছে | আরতির মধ্যে দিয়ে ভক্ত ও ভগবানের মধ্যে নিবিড় সম্পর্ক গড়ে ওঠে | এই আরতির মধ্যে দিয়ে ভগবান প্রসন্ন হন | ঠিক যেমন মা আর শিশুর মধ্যে একটি নিবিড় , মধুর সম্পর্ক থাকে | আবার পরিবারের সবার সাথে সবার যেমন একটি সুন্দর ,সুমধুর সম্পর্ক থাকে | ঠিক তেমন ই ভক্ত ও ভগবানের মধ্যে ও একটি মধুর সম্পর্ক আছে | ভক্তের মনের ইচ্ছা , সব সমস্যা , যত বাধা –বিঘ্ন , সব সমস্যায় শ্রী ভগবান দূর করেন | তিনি অপার করুণাময় | আর আমরা শ্রী ভগবানের ছায়ায় পরম শান্তিতে বাস করি |
আমরা রোজ ধুপ ,দ্বীপ নানা বিধ উপকরণ দিয়ে দেবতাকে আরতি করি | এর ফলে আমাদের জীবনের সব পাপ ,কুকর্ম ,অন্যায় , এইসব কিছু থেকে মুক্তি পেয়ে থাকি | ইহকাল ও পরকাল এই সব থেকে ভগবান আমাদের মুক্তি দিয়ে থাকেন | আমরা পরম আত্মারসন্ধান পেয়ে থাকি | আমাদের জীবন ভববন্ধন মুক্ত হয় |
শাস্ত্রে বলা আছে যে , যে ব্যাক্তি আরতি করেন তিনি ঠিক যতটা পুন্য অর্জন করেন যিনি এই আরতি দর্শন করেন তিনিও ঠিক সমান পূর্ণ্য অর্জন করেন | অর্থাৎ এই আরতি দর্শন করাও খুব ভলো কাজ | মানুষের জীবনের কোটি কোটি বছরের জমানো সব পাপ থেকে ভগবান ভক্ত কে মুক্তি দিতে পারেন | মানব জীবন পরম ধন্য হয়ে যায় | ভক্ত যদি আরতির সময় নৃত্য করে ভগবানের জয় ধ্বণি করেন আমাদের শ্রী ভগবান খুব খুব প্রসন্ন হয়ে থাকেন | ব্রহ্মহত্যার মতো এত বড়োমহাপাপ থেকেও মুক্তি লাভ হয় |
আরতির সময় ভক্ত যদি ভক্তি ভাবে ,আনন্দ চিত্তে আরতি দর্শন করেন সেই ব্যাক্তির মৃত্যুর পর বৈকুন্ঠ ধামে গমন করেন | স্বয়ং যমরাজ ও তার কাছে নত হয়ে যায় | এই আরতির এতটাই মাহাত্য |
শুদ্ধবস্ত্রে ,শুদ্ধচারে , পবিত্র মনে ,প্রতিদিন নির্দিষ্ট সময়ে আরতি করলে বিশেষ ফল লাভ হয়ে থাকে | ভক্তের একাগ্রতা বৃদ্ধি পায় | তার সাথে সাথে মন সংযোগ ও বেড়ে যায় | ভগবানের পদপ্রাপ্তি লাভ হয় |
আপনি যখন আপনার নিজ গৃহে আরতি করেন এই আরতির ও অনেক সুফল দিক আছে | আপনার গৃহে শান্তি ,শৃঙ্খলা বজায় থাকে | পরিবারে সবার সাথে সবার সুসম্পর্ক বজায় থাকে | সাংসারিক কলহ ,বিবাদ সব দূর হয়ে যায় | শ্রী ভগবানের আশীর্বাদে আপনি ও আপনার পরিবারের সবাই পরম শান্তিতে বসবাস করতে পারেন | মঙ্গলময় ঈশ্বরের আশীর্বাদে | এমনকি আপনার পরিবারের রোগ , অসুখ, সব কিছু দূরে চলে যায় |
আমাদের হিন্দু শাস্ত্রে অনেক দেব দেবীর পুজো আমরা করে থাকি | আমরা হয়তো অনেকেই জানি না যে এক এক দেব দেবীর আরতি করলে এক এক রকম সুফল পাওয়া যায় | কোন কোন দেব দেবীর আরতি তে কি কি সুফল পাওয়া যায় আবার আমরা সেটা জানবো |
আপনি যদি প্রচন্ড মানসিক অশান্তি তে ভুগছেন ,লেখা পড়াতে মন বসাতে পারছেন না , এমনকি কাজ কর্মে সব কিছু ভুল করে ফেলছেন , শত চেষ্টা করেও কিছুতেই আপনার কর্মে পদোন্নতি হচ্ছে না , আপনি প্রচন্ড প্রতিভাবান কিন্তু তা সত্ত্বেও আপনার প্রতিভার বিকাশে বার বার বাধার সৃষ্টি হচ্ছে ,এই সব সমস্যা থেকে আপনি যদি মুক্তি পেতে চান তাহলে আপনাকে চন্দ্রের আরতি করতে হবে | এই চন্দ্রের আরতি করলেই আপনি এই সমস্ত সমস্যা থেকে নিজেকে মুক্ত করতে পারবেন |
আজ কাল সব সংসারেই অশান্তি | স্বামী ,স্ত্রী মধ্যে অশান্তি , বাবা কিংবা মা এর সাথে সন্তাদের অশান্তি ,গৃহে সব সময় অশান্তি ,ভালো ও সৎ বন্ধু পাওয়া ও খুব সমস্যা ,প্রচন্ড পরিমানে শুচিবাই ব্যাক্তি যদি দীপ ও কর্পূর দিয়ে চন্দ্র দেব কে ভক্তি সহকারে যদি আরতি করা যায় তাহলে আপনি নিশ্চিত ভাবে এইসব সমস্যা থেকে রেহাই পেয়েযাবেন |
আজকাল মানুষ দৈনন্দিন জীবনে নানা রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে | এই যেমন ধরুন নানা রকম অকারণে ঝামেলায় নিজেকে জড়িয়ে ফেলা ,হটাৎ কোনো দুর্ঘটনায় পরা ,প্রচন্ড পরিমানে রক্ত পাত হওয়া ,কোথাও কোনো আঘাত পাওয়া ,অকাল বৈধব্য এড়াতে ,কোনো কারণ ছাড়া বাড়ে বাড়ে সন্তান নষ্ট হয়ে যাওয়া ,আপনার আড়ালে অসৎসঙ্গে জড়িয়ে পরে নিজের ক্ষতি হওয়া ,আপনার নিজের যেটা প্রাপ্য সেটা হয়তো কোনো কারণে আপনি পাচ্ছেন না ,এইসব থেকে যদি আপনি মুক্তি পেতে চান ,তাহলে আজ থেকে আপনি মা দক্ষিনাকালী ও মঙ্গল গ্রহ কে মনের ভক্তি সহকারে প্রতিদিন আরতি করুন | আপনি এই সব সমস্যা থেকে মুক্ত হবেন |
আপনি কোনো কারণ ছাড়া পরিবারে ,কর্মস্থলে এমনকি সামাজিক বৃত্তে আপনার যতটা সন্মান পাওয়ার কথা আপনি সেই সন্মান পাচ্ছেন না | অপমান – অপযশ থেকে নিজেকে বাঁচাতে ,উচ্চপদস্থ কোনো সরকারি কর্মচারি তাদের নিজের জায়গার নিরাপত্তা রক্ষায় ,হঠাৎ কোনো কারণে আপনার আর্থিক বিপর্যয় দেখা দিলো এইসব সমস্যা থেকে মুক্তি পেতে আপনি প্রতিদিন সূর্য্য দেব কে আরতি করুন জয়ধনী দিয়ে সূর্য্য দেবের স্তব পাঠ করুন | আপনি খুব তাড়াতাড়ি এইসব সমস্যা থেকে রেহাই পাবেন |
আপনার নতুন কোনো ব্যাবসার ইচ্ছা আছে অথচ আপনি নানা বাধার জন্য সেটা করতে পারছেন না ,ব্যাবসায় সাফল্য পাচ্ছেন না ,সংসারের শ্রীবৃদ্ধি হতে হতে আটকে যাচ্ছে ,এমন কি মনের কোনো আসা পূরণ হচ্ছে না | দিন দিন হতাশায় ভুগছেন | এইসব থেকে মুক্তি পেতে ভক্তি ভরে ভগবান গণেশ কে আরতি করুন | আপনার সার্বিক বাধা দূর হবে এর সাথে সাথে সব দিক থেকে আপনার কল্যাণ হবে |
আমরা যদি প্রতিদিন মা লক্ষীর আরতি করি তার সাথে সাথে স্তব পাঠ করি তাহলে মা লক্ষী খুব প্রসন্ন হন | আমরা মা লক্ষীর কৃপা লাভ করতে পারি |তার কৃপায় আমাদের গৃহ লাভ হয় ,আর্থিক উন্নতি লাভ হয় ,ব্যাবসায়ীদের সাফল্য বৃদ্ধি হয় ,অর্থ অপচয় হয় না , পারিবারিক শান্তি বজায় থাকে ,স্বামী – স্ত্রী মধুর সম্পর্ক থাকে ,দারিদ্রতা দূর হয় | মা লক্ষীর কৃপায় আমরা এই সব কিছু লাভ করে থাকি |
আপনি যদি প্রতিদিন মা সরস্বতীর আরতি করেন তাহলে আপনি অনেক অনেক সুফল পাবেন | মা সরস্বতীর কৃপায় আপনার সন্তানের বিদ্যায় সব বাধা দূর হয়ে যাবে | অবাধ্য সন্তান ও পড়াশুনোয় মন দেবে | পড়াশুনোর প্রতি আলস্য দূর হবে | পরীক্ষায় খুব ভালো মনের মতো ফল পাবেন | যথা স্থানে সঠিক বুদ্ধি প্রয়োগ করতে পারবে | আপনার এই আরতি আপনার সন্তানের জন্য খুব ভালো হবে |
একজন শিল্পী তার যদি মনের বাসনা পূরণ না হয় , শত চেষ্টা করেও কবিদের সাফল্য লাভ হচ্ছে না ,আপনার শিল্পের উন্নতি আটকে যাচ্ছে ,ভাই ভাই ভালো সম্পর্ক ধরে রাখতে ,কাজের জগতে সাফল্যের জন্য ,জীবনের যে কোনো অশান্তি দূর করতে আপনি শিবের আরতি করুন | তার সাথে সাথে স্তব পাঠ ও করুন | আপনি সফল পাবেন |
আমাদের সবার মধ্যে নানা সমস্যা দেখা যায় | যেমন ধরুন কোনো শিল্পীর মনবাসনা পূরণ হচ্ছে না | কোনো লেখক ,কবি ও সাহিত্যিক তাদের যথেষ্ট দক্ষতা থাকা সত্ত্বেও তিনি কোনো সাফল্য পাচ্ছেন না | অনেক বছর ধরে গবেষণা করেও সাফল্য পাচ্ছেন না | কর্মে সাফল্য পেতে | ভাই ভাই খুব ভালো সম্পর্ক ধরে রাখতে | এইসব সমস্যার থেকে মুক্তি পেতে শিব ঠাকুরের যে কোনো রূপ কে আরতি করুন | অথবা শুত্রু গ্রহের স্তব পাঠ করুন তার সাথে সাথে আরতি করুন | আপনার সব সমস্যা দূর হয়ে যাবে |
কোনো কোনো মানুষ কোনো কারণ ছাড়াই চরম হতাশার শিকার | স্বামী ও স্ত্রী সম্পর্কের মধ্যে নানা ঝামেলা , অকারণে সন্দেহ করা |হটাৎ করে ঈশ্বরের দিক থেকে মুখ ফিরিয়ে নেয়া | কোনো কারণ ছাড়া আইনি হয়রানি এবং সেই ঝামেলা থেকে মুক্তি পেতে | দক্ষিণাকালী ,হনুমানজির ও শনিদেব কে শ্রদ্ধা ও ভক্তি সহকারে আরতি করুন | আপনার সব সমস্যা দূর হয়ে যাবে | তার সাথে সাথে হনুমানজির স্তব পাঠ করুন | আপনার সুদিন ফিরেআসবে |
যেকোনো রোগ , অসুখ –বিসুখ থেকে দ্রুত মুক্তি পেতে ভগবান সূর্য্য দেবের আরতি করুন তার সাথে সাথে স্তব পাঠ করুন | আপনার মঙ্গল হবেই হবে | সব সমস্যা থেকে মুক্তি পাবেন |
সব শেষে একটাই কথা বলার আছে দেবতা ও ভক্ত যদি এক হয় তবেই তো আরতির সার্থকতা | ভক্ত যদি ভক্তি ভাবে , শুদ্ধ মনে ভগবান কে আরতি করেন তাহলে আপনার জীবনের সব বাধা দূর হবে | আপনার জীবনে সুখ সাচ্ছন্দে কেটে যাবে ভগবানের আশীর্বাদে |