মিথুন রাশির বার্ষিক রাশিফল 2025

মিথুন রাশির বার্ষিক রাশিফল 2025-

২০২৫ সাল স্বাগত | আমাদের প্রত্যেকেরই আগ্রহ থাকে নতুন বছর কেমন যাবে ? কি লেখা আছে কপালে ? আমরা সকলেই চাই উন্নতি , সাফল্য , সুস্বাস্থ্য , শান্তি | শুধু একা নয় , আগ্রহ থাকে পরিবারের অন্যান্য সদস্যদের জন্য | রাশিফল অনুযায়ী কি আছে আপনার ভাগ্যে ? 

ইংরেজী নতুন বছরের ভাগ্যফলটা একবার দেখে নেওয়া যাক | বছরটিতে শুভ ভাব যথেষ্ট বেশী | অশুভ ভাব অনেকটা কম | বর্ষারম্ভের প্রথম দিকে দেবগুরু বৃহস্পতি বৃষে , মঙ্গল কর্কটে , কেতু কন্যাতে , বুধ বৃশ্চিকে , রবি এবং চন্দ্র ধনুতে , শুক্র এবং শনি কুম্ভে মীনে রাহু | দুই মহাগ্রহ শনিদেব এবং দেবগুরু বৃহস্পতি এবং পাপগ্রহ রাহু কেতু এবছর স্থান পরিবর্তন করবে | তাই মিথুন রাশি সহ বারোটি রাশির নতুন বছরের সার্বিক ভাগ্য কেমন যেতে পারে , সে বিষয়ে আলোকপাত করছি |

মিথুন রাশির মানুষদের ২০২৫ সাল কেমন যাবে ?

বর্ষলগ্নে আপনার মন্থরস্থান ঘরে অবস্থিত | আপনার জীবনে একটি উজ্জ্বল সময় আসবে এবং সন্মান সম্ভ্রম পাবেন | আয়বৃদ্ধি এবং পরিবার বৃদ্ধি পাবে | আপনি কর্মক্ষম প্রাণবন্ত হবেন |

জানুয়ারী 

ইন্দ্রিয়ভোগী চিন্তাগুলি আপনাকে শুধু মন মরাই করবে না , তা আপনাকে বিব্রতও করতে পারে | শারীরিক সমস্যা আপনাকে স্বাভাবিক কাজকর্ম করতে দেবে না | চাকরির অবস্থা খুব ভালোই থাকবে , যদিও পরিশ্রমের ফলে কাহিল হয়ে পড়বেন | বিপরীত লিঙ্গের সঙ্গে ছন্দবজায় নাও থাকতে পারে | বিরোধীরা আপনার উপর টেক্কা দেবে | বিরুদ্ধ পরিস্থিতি মোকাবেলা করার চেষ্টা করুন | বিশাল খরচা হতে পারে

ফেব্রুয়ারী 

এই সময় খুব কঠিন পরিশ্রম করতে হতে পারে , কিন্তু তা করতে আপনি ব্যর্থ হতে পারেন | ক্রমাগত কঠোর পরিশ্রম আপনাকে পরিশ্রান্ত করে তুলবে এবং কর্মক্ষমতাকেও সহজে চেপে দেবে | বদ কর্ম করার প্রবণতা থাকবে | অসৎ কাজকর্মে লিপ্ত হতে পারেন | পিতামাতার খারাপ স্বাস্থ্য আপনার চিন্তার কারণ হবে | গাড়ি চালানোর সময় বেপরোয়া হবেন না |

মার্চ

আপনার প্রচেষ্টাগুলি ব্যর্থ হতে পারে | শারীরিক সমস্যা থাকবে | বড় বা নতুন কর্মকান্ডে নিজেকে জড়াবেন না | ঝুঁকি নেবার এটি উপযুক্ত সময় নয় | পরিবারের সদস্যের স্বাস্থ্য নিয়ে চাপ থাকবে | অকারণ ভ্রমণ পরিত্যাগ করুন

 বন্ধুবান্ধবের থেকে উপকৃত হবেন | দীর্ঘদিন ধরে পুষে রাখার ইচ্ছাকে সার্থক রূপদান করবেন | দূরবর্তী ভ্রমণ ফলপ্রসূ হবে | প্রভূত ধনাগম লক্ষ্য করা যায় | প্রমোদ সংক্রান্ত এবং অন্যান্য বস্তুর পেছনে প্রচুর ব্যয় করবেন | পারিবারিক বাতাবরণ সুখের হবে |

এপ্রিল

 এই সময় যতই চেষ্টা করুন আপনার সঙ্গীসাথীদের সাথে কিছুতেই ভালো সম্পর্ক রাখতে পারবেন না | দৈনন্দিন জীবনে বাধাবিপত্তির সম্মুখীন হতে পারেন | পরিবারের সদস্যদের দৃষ্টিভঙ্গি আন্তরিক হবে না | আদালতের কোন মামলায় জড়িয়ে পড়ার ভয় রয়েছে | আপনার বন্ধুরা আপনাকে গুরুত্বপূর্ণ সময়ে আপনার অবগননা করবে এবং সেই কারণে কোন মিথ্যা আশার উপর ভরসা করবেন না | শরীরের প্রতি যত্ন রাখুন | খাদ্যে বিষক্রিয়ার ভয় রয়েছে | যতদূর সম্ভব ভ্রমণ এড়িয়ে চলুন |

মে

এটি আপনার জীবনের সর্বশ্রেষ্ট সময় হবে | বিরাট সাফল্য সন্মান ভোগ করবেন | এই সময়টি আপনি মনসংযোগ , ধ্যান যোগাভ্যাসে ব্যয় করবেন | কোন সামাজিক কর্তার বা ধর্মীয় সংস্থার সাথে যোগাযোগ হবে | আপনার কাজ করার ক্ষেত্রে প্রভূত আত্মবিশ্বাস থাকবে | গৃহে সহযোগিতা পাবেন | দূর ভ্রমণ ফলদায়ী হবে | পরিবারের সদস্য সংখ্যা বৃদ্ধি পাওয়ার সম্ভবনা আছে |

মিথুন রাশির বার্ষিক রাশিফল

জুন

আপনি কাজের ক্ষেত্রে খুব ভালো ফল করবেন | আপনার চাকরির কাজ উন্নতি করবেই | ক্ষমতাসম্পন্ন ব্যক্তিদের সঙ্গে আপনার যোগাযোগ বৃদ্ধি পাবে | দৈনন্দিন কাজ করার ক্ষেত্রে প্রচুর শক্তি থাকবে | বিরোধীরা আপনার মুখোমুখি হতে ভয় পাবে এবং হতোদ্যম হয়ে পড়বে | আর্থিক দিক থেকে আপনার পক্ষে এই সময় ভালো | ছোট খাট ভ্রমণের সাহায্য নেবেন | পারিবারিক পরিবেশ মোটামুটি সন্তোষজনক | এই সময়ের মাঝামাঝি আপনি ছোট খাট অসুখে ভুগবেন | ব্যাপারে সামান্য যত্ন নেওয়া প্রয়োজন |  

জুলাই

এই সময়ে আপনি বাণিজ্যিক কাজ ভালো ভাবে বৃদ্ধি করতে পারবেন | আপনি জটিলতা প্রভেদের ব্যাপারে নৈপুণ্য প্রদর্শন করতে পারবেন | পদ্ধতি অনুযায়ী কাজ করা আপনার পছন্দ | আপনি আরামে সুখে থাকবেন | দৃঢ় ভাবে কাজ করার প্রবণতা বৃদ্ধি পাবে | পিতামাতার সঙ্গে সুন্দর সম্পর্ক আপনি উপভোগ করবেন | বিলাসিতা করতে আপনি পছন্দ করেন | সংযোগ বজায় থাকলে ভালো সংবাদ পাওয়া যাবে | শুভ অনুষ্ঠান সমারোহ সহকারে সম্পাদন করবেন |

অগাস্ট

এই সময় আপনি বাস্তববোধ হবার চেষ্টা করবেন | ফলহীন কাজে আপনার ঝোঁক থাকবে | এই সমস্ত কিছুর জন্য আপনি বিব্রত থাকবেন | অত্যধিক আত্মবিশ্বাস দুর্দশার কারণ হবে | আর্থিক ক্ষতির থেকে সাবধানে থাকুন | এই সময়ে আপনি আপনার সুনাম সম্পর্কে সচেষ্ট থাকুন , পরিবারের সহযোগিতা আশা করবেন না | আপনার বন্ধু এবং হিতাকাঙ্খীরা তাদের কথা রাখবে না | যতদূর সম্ভব হয় ভ্রমণ থেকে বিরত থাকুন | আপনার বিরোধীরা আপনাকে উত্তেজিত করতে পারে | শরীর ভালো যাবে না | আপনি শরীরের দিয়ে যত্ন নেবেন |

সেপ্টেম্বর

এই সময় বেশ স্বাচ্ছন্দে থাকবেন এবং ঝামেলা এড়িয়ে চলবেন | কোন সুন্দর ভ্রমণ হতে পারে | বিপরীত লিঙ্গের সঙ্গ পেতে পারেন | শিল্পকলা , সংগীত, সুগন্ধি দ্রব্য এবং ভালো জিনিসের প্রতি আগ্রহ জন্মাবে | ব্যবসায়ে বা চাকরিতে খুবই ভালো করবেন | নিজের প্রচেষ্টায় আয় বৃদ্ধি পাবে | পারিবারিক জীবন খুবই সুখের হবে | ছোট খাট শারীরিক সমস্যা থাকবে | আপনি সামাজিক হবেন এবং বহু মানুষের সংস্পর্শে থাকবেন |

অক্টোবর

  এই সময় আপনি জীবনের প্রতি যথেষ্ট উৎসাহ উদ্দীপনা দেখাবেন | একই সময় আপনি দৃঢ় সাহসী কিন্তু রগচটা হবেন | এই সময়টি প্রেম প্রণয়ের ক্ষেত্রে উপযোগী নয় | কোন বিষয়ে বিশেষ করে মনোনিবেশ করাতে ক্ষতি হতে পারে এবং তা এড়িয়ে চলাই বাঞ্চনীয়  | শিশুরা শারীরিক অসুস্থতায় ভুগবে | হঠাৎ করে ভ্রমণ যোগ দেখা দিতে পারে |

নভেম্বর

এই সময় অর্থাগম দেখা যায় | পারিবারিক জীবন খুব সুখের হবে | সঙ্গী বা সাথীদের থেকে প্রাপ্তিযোগ আছে | প্রাত্যহিক কাজে কর্মে খুবই ব্যস্ত থাকবেন | বিদেশ বা দূরবর্তী স্থান থেকে সুসংবাদ পাবেন | স্বাস্থ্যের ব্যাপারে সচেতন থাকবেন

 ব্যবসায়ে , চাকরিতে বা সরকারি কাজে নিয়োজিত ব্যক্তিরা লাভবান হবেন | উচ্চপদে আসীন এমন কোনও ব্যক্তির সাথে বন্ধুত্ব করবেন এবং তার মাধ্যমে লাভ এবং সন্মান পাবেন | ব্যবসায়ে বৃদ্ধি লক্ষ্য করা যায় | বিপরীত অবস্থা সামাল দেবার জন্য আপনার এক প্রবল ক্ষমতা থাকবে | শত্রুরা কোন ক্ষতি করতে পারবে না

ডিসেম্বর

এই সময় যতই চেষ্টা করুন আপনার সঙ্গী সাথীদের সাথে কিছুতেই ভালো সম্পর্ক রাখতে পারবেন না | দৈনন্দিন জীবনে বাধাবিপত্তির সম্মুখীন হতে পারেন | পরিবারের সদস্যদের দৃষ্টিভঙ্গি আন্তরিক হবে না | আদালতের কোন মামলায় জড়িয়ে পড়ার ভয় রয়েছে | আপনার বন্ধুরা আপনাকে গুরুত্বপূর্ণ সময়ে আপনার অবগননা করবে এবং সেই কারণে কোন মিথ্যা আশার উপর ভরসা করবেন না | শরীরের প্রতি যত্ন রাখুন | খাদ্যে বিষক্রিয়ার ভয় রয়েছে | যতদূর সম্ভব ভ্রমণ এড়িয়ে চলুন |  

Author Bio

Related Posts