আপনার কি লগ্নপতির দশা চলছে? মানসিক অশান্তি কমবে তো?

লগ্নপতির দশা

লগ্নপতির দশা লগ্নভাব 

জ্যোতিষ বিষয়ে উৎসাহী মানুষদের মধ্যে বহু মানুষই আছেন যারা বিভিন্ন বই পরে জ্ঞানার্জন করে থাকেন | এতো এক মহাসমুদ্র, তাই সকল বিষয়ের ওপর অনেক বইতেই অনেক কিছু সবিস্তারে আলোচনা করা হয়ে ওঠেনা | তাই আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় যেগুলো বিশেষভাবে প্রয়োজনীয়, সেগুলোর ওপর আমি আলোকপাত করার চেষ্টা করেছি | সেইরকমই একটা বিষয় হলো বিভিন্ন ভাবাধিপতি অনুযায়ী দশা বিচার | আপনার জন্মকোষ্ঠী দেখুন | বর্তমানে কোন ভাবাপতির দশা চলছে দেখুন |

লগ্নপতি লগ্নভাব অর্থাৎ তনুভবের অধিপতি |অতএব লগ্নপতির মহাদশায় জাতক জাতিকার ব্যাক্তিত্বের বিকাশ, কান্তি,পুষ্টি এবং সন্মানলাভ ঘটে |

লগ্নপতির দশা 1

কিন্তু লগ্নপতি দুঃস্থ,পীড়িত বা দুর্বল না হলে লগ্নপতির মহাদশা কালে উপরোক্ত শুভফল  লাভ হবে |

() লগ্নপতি দুর্বল হলে এরূপ মহাদশা কালে বার বার দেহের রোগ, কষ্ট নানা ব্যাপারে উত্যক্ত হতে হবে | অতএব আপনার কোষ্ঠীঅনুযায়ী বর্তমানে যদি লগ্নপতির দশা চলেতবে দেখুন লগ্নপতি দুঃস্থ, দুর্বল পীড়িত  কিনা |

লগ্নপতি শুভ হলে (লগ্নপতি যদি অষ্টমপতি হয়) তবে এরূপ দশাপ্রাপ্ত জাতক জাতিকার পক্ষে ক্ষতিকর হবে না|

Note: মেষলগ্নের পক্ষে মঙ্গল লগ্নপতি অষ্টমপতি |

কুম্ভলগ্নের শনি লগ্নপতি তথা দ্বাদশপতি (কারণ মকররাশির অধিপতিও শনি) অতএব শনির শুভাশুভ অবস্থান অনুযায়ী এই লগ্নের ক্ষেত্রে লগ্নপতির দশার শুভাশুভত্ব নির্ণয় করতে হবে |

মকর লগ্নের ক্ষেত্রে শনি লগ্নপতি তথা দ্বিতীয়পতি| অতএব শনি দ্বিতীয়ায় থাকলে অথবা মঙ্গল, বৃহস্পতি চন্দ্রের সঙ্গে সম্বন্ধযুক্ত হলে মারকদোষে লগ্নপতি শনি দোষী হবে |

Note: দশা বিচার করার আগে একথা সর্বদা মনে রাখা দরকার যেজন্মকুণ্ডলীতে কোনো গ্রহ শুভভাবের অধিপতি হয়ে জাতকের কর্ম ভাগ্যের উপর বিশেষ প্রভাব বিস্তার করলে, অশুভ গ্রহের অন্তর্দশার মধ্যে বা গোচরে আশর্য্যজনক বা অপ্রত্যাশিতভাবে মাঝে মাঝে শুভ ফল প্রদান করে থাকে|         

Author Bio

Related Posts