তান্ত্রিক মতে বৃহস্পতিকে বশে রাখবেন কি ভাবে ?

তান্ত্রিক মতে বৃহস্পতিকে বশে রাখবেন কি ভাবে ?

তন্ত্র হল এক প্রকার সাধনা | এই সাধনাকে প্রয়োগ করে আমরা দেবগুরু বৃহস্পতিকে বশে আনতে পারি | বৃহস্পতির শুভ অবস্থানের ফলে মানুষের অর্থনৈতিক উন্নতি চরম হয় | উচ্চশিক্ষা লাভ হয়ে থাকে | ব্যবসায়ে সাফল্য আসে এবং নানাবিধ সমস্যার সমাধান হয় | নিচে তান্ত্রিক উপায়ে বৃহস্পতিকে আয়ত্ত্বে আনার জন্য কিছু বিধিনিষেধ আলোচিত হল |

() কালো বস্ত্র, চামড়ার জুতো, লোহা নিজ সাধ্য মতো দান করলে বৃহস্পতির অশুভ প্রভাব কমে |

() রোজমহামৃত্যুঞ্জয় মন্ত্রজপ করুন সূর্যাস্তের পর |

(৩) মার্চ মাসে দই খাবেন না |

 () বাড়ির রং হলুদ করবেন না |

() একমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন | তবে কোনো গ্যারান্টি নয় |        

() সপ্তমপতি বৃহস্পতি বিপদ বা বধ নক্ষত্রে থাকলে খেতে বসে বা খাবার সময় কথা বলবেন না

() সপ্তমে রাহু বা শুক্র বা কেতু প্রভাবিত বৃহস্পতির অবস্থান বা দৃষ্টি থাকলেসাক্ষ্যদেবেন না |

() একমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন | তবে কোনো গ্যারান্টি নয় |

() অষ্টমে অশুভ বৃহস্পতি থাকলে রোজ যৌনাঙ্গ পরিষ্কার করবেন স্নানের সময় |

(১০) নবমে অশুভ বৃহস্পতি থাকলে শেয়ার কেনাবেচায় যাবেন না |

(১১) দশম বা একাদশে বৃহস্পতি বলহীন হলে পা, বাম কান, বাম বাহু বাঁচিয়ে চলুন | যাতে কানে পোকামাকড় ঢুকে বিব্রত না করে বা কানে ব্যাথাবেদনা না হয় তার জন্য আগাম সাবধানতা অবলম্বন করবেন |

(১২) দ্বাদশে বক্রী বা পাপগ্রহ প্রভাবিত বৃহস্পতি থাকলে রাতে শয্যা গমনে দেরি করবেন না |

(১৩) সপ্তমী, নবমী, দশমীতে তাল খাবেন না |  

(১৪) ০১.০১.১৯৪১এর আগে জন্ম হলে কুমড়ো, ছাচি কুমড়ো খাবেন না |

(১৫) বাড়িতে কুকুর পুষলে ভালো ফল পেতে পারেন |

(১৬) ইংরেজি আলফাবেট C এবং L দিয়ে যে জায়গার (স্থান) নাম শুরু সেখানে ভ্রমণে যাবেন না |

(১৭) খাদ্যদ্রব্য, জামাকাপড়, মিষ্টির ব্যবসা না করাই ভালো | সিদ্ধান্ত নেওয়ার আগে গৃহ জ্যোতিষীর সঙ্গে পরামর্শ করুন |

(১৮) একমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন | তবে কোনো গ্যারান্টি নয় |

(১৯) নিজের খাবার বা টিফিন ভাগ করে খাবেন না

(২০) আপনার ব্যবহৃত পোশাক যেন অন্য কেউ ব্যবহার না করে | পোশাক দান করবেন না |

(২১) বাড়িতে কুকুর পুষলে ভালো ফল পেতে পারেন |

(২২) জন্মস্থান থেকে ন্যূনতম পাঁচশো কিমি দূরে থাকলে ভালো হয় |

(২৩) প্রতি শনিবার অম্বু উপবাস করুন

(২৪) প্রয়োজনে বৃহস্পতির রক্ষাকবচ ধারণ করুন |

(২৫) নীল রং ব্যবহার করবেন না

(২৬) কাপড়ের বস্তু উপহার হিসেবে নেবেন না

(২৭) ৩, ১২, ২১ তারিখে হলুদ জবাগাছের গোড়ায় নীল মগে জল প্রদান করুন স্নানের পর |

(২৮) ধনু এবং মীন লগ্ন বা রাশির জাতক বা জাতিকার সঙ্গে বিতর্কে যাবেন না |

(২৯) বিশেষ কয়েকটি ক্ষেত্র ছাড়া (যেমন ডাক্তার, জ্যোতিষী , বিবাহ ,সার্টিফিকেট , পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স , প্যান কার্ড , ব্যাংক আকাউন্ট ইত্যাদি ) নিজের সঠিক জন্ম তারিখ এবং সঠিক বয়স বলবেন না |

(৩০) আপনার ব্যবহার্য মোবাইল অন্য কাউকে দেবেন না |

(৩১) নিজে দোকানে গিয়ে মিষ্টি কিনবেন না | অন্য কাউকে দিয়ে প্রয়োজনীয় মিষ্টি কেনাবেন |

(৩২) বাড়িতে ব্রহ্মার মূর্তি রাখবেন না |

Author Bio

Related Posts