Cat’s Eye রত্নটির প্রাণপ্রতিষ্ঠার সঠিক পদ্ধতি কি ?
ক্যাট‘স আই বা বৈদুর্য্যমণি কেতুর রত্ন | এটি নীলার মত শীঘ্র প্রভাবশালী ও প্রকট করার মত রত্ন | কেতুর অশুভ প্রভাব থেকে বাঁচতে এটি ধারণ করা উচিত | ওজন অনুযায়ী এটি ধারণ করতে হয় | কেতুর অশুভ অবস্থান জাতকের পক্ষে খুবই ক্ষতিকারক | বৈদুর্য্যমণি ধারণে দুঃখ, দরিদ্রতা , রোগ নাশ হয় | রূপোর আংটিতে ধারণ করাই শ্রেয় | কিছু নিয়মাবলীর মাধ্যমে ধারণ করলে শুভ ফল তাড়াতাড়ি পাওয়া যায় | পুজো আর্চার মাধ্যমে ক্যাট‘স আই কে শক্তিশালী করে তোলা হয় | নির্দিষ্ট দিনে উপযুক্ত সময়ে বৈদুর্য্যমণি ধারণ করা উচিত |
এই পূজা বুধবার সকাল ৬ টা এবং সকাল ৭ টা থেকে দুপুর ১ টার মধ্যে অথবা রাত ৮ টা থেকে ৯ টার মধ্যে করা উচিত |
প্রয়োজনীয় পূজা সামগ্রী
১) একটি সাপের প্রতিকৃতি ২) একটি পিতলের থালা ৩) ধূসর অথবা লাল কাপড় ৪) কুলত্থ কলাই ৫) চন্দন, সিঁদুর ৬) নিবেদনের জন্য দই ৭) একটি ছোট বাটি চিনি |
পদ্ধতি
সাপের প্রতিকৃতি সামনে রাখুন | তার সামনে পিতলের থালা রেখে এর উপর ধূসর বা লাল রঙের কাপড় পাতুন | এখন ক্যাট‘স আই এর আংটিটিকে ভালো করে ধুঁয়ে চন্দন ও সিঁদুর লাগিয়ে কাপড়ের উপর রাখুন |
এবার কেতু মন্ত্র ১০৮ বার উচ্চারণ করুন | দই নিবেদন করুন | এবার আংটিটিকে পরে নিয়ে বাটি সহ চিনি কাউকে দান করুন |
কেতু মন্ত্র
অশ্ব দ্বাজায়া বিধমাহে
ষোলা হস্থায় ধীমহি
তন্ন কেতু প্রচোদয়াৎ