আগামী ইং ২০২৪ সনে কেমন থাকবে সিংহ রাশির জাতকেরা? রাশি অনুযায়ী বর্ষফল

সিংহ রাশির বর্ষফল 

সিংহ রাশির বর্ষফল

এই বছরটি সিংহ রাশির পক্ষে শুভ | আর্থিক, যশ ও সম্মানের দিক থেকে এবং আপনার দৈহিক আরাম ,সুখ ও নুতন বন্ধুত্বের ক্ষেত্রে এই বছর যথেষ্ট গুরুত্বপূর্ণ হবে | রাজনীতিতে যারা যুক্ত ,তাদের রাজনৈতিক পরিপূর্ণতা এবং চাহিদা পূরণ হবে |

সিংহ রাশির বর্ষফল 1

 

জানুয়ারী মাস

আপনি সামাজিক মর্যাদা অর্জন করতে সক্ষম হবেন এবং উপরওয়ালাদের সুনজর ও দাক্ষিণ্য পাবেন | পিতামাতা গুরুজনদের সাথে সম্পর্ক সামঞ্জস্যপূর্ণ থাকবে | দূর ভ্রমণ হতে পারে | পারিবারিক জীবন ভালো থাকবে | সামান্য প্রচেষ্টায় উপার্জন বৃদ্ধি হতে পারে | পদোন্নতির সম্ভাবনা থাকলে তা এই বছরে ঘটবে | আপনার মন ধর্মীয় কাজকর্মে এবং উচ্চমার্গের জীবন দর্শনের দিকে বাঁক নেবে | সামগ্রিকভাবে সময়টি শুভ |

 

ফেব্রুয়ারী মাস

এই সময় আপনি খুবই উদ্যোগী এবং ব্যস্ত থাকবেন | ব্যবসায় সাফল্য আসবে এবং কাজকর্মে ঊর্ধতন ব্যক্তির সহায়তা লাভ করবেন | এই সময়টি খুবই কর্মবহুল | ব্যবসায়িক ব্যাপারে ভ্রমণ করবেন এবং তা ফলপ্রসূ ও সম্মানসূচক হবে | সর্বমোট এই সময়টি খুবই স্বাচ্ছন্দ্যদায়ক | এই সময় সমস্ত অর্থনৈতিক দুশ্চিন্তা থেকে মুক্ত থাকবেন |

 

মার্চ মাস

এই সময়ে মিশ্র ফল পাবেন | প্রচুর সুযোগ সুবিধা আসবে ,কিন্তু আপনি সেগুলি সদ্ব্যাবহার নাও করতে পারেন | বন্ধু- বান্ধব ,আত্মীয় ও সঙ্গীদের থেকে সাবধান | ভ্রমণ সফল নাও হতে পারে , তাই তা থেকে বিরত থাকুন | পিতা বা মাতার খারাপ স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় থাকবে |

 

এপ্রিল মাস

এই সময়ে আপনি বন্ধু বান্ধবের থেকে উপকৃত হবেন | দীর্ঘদিন ধরে পুষে রাখা ইচ্ছাকে সার্থক রূপদান করবেন | দূরবর্তী ভ্রমণ ফলপ্রসূ হবে | প্রভূত ধনাগম লক্ষ্য করা যায়| প্রমোদ সংক্রান্ত এবং অন্যান্য বস্তুর পিছনে প্রচুর অর্থ ব্যয় করবেন | পারিবারিক বাতাবরণ সুখের হবে |

 

মে মাস

এই সময় আপনার উদ্যোগগুলি খুবই সার্থকভাবে রূপায়িত হবে | কাজের অবস্থার উন্নতি ঘটবে | অর্থোপার্জন স্বাভাবিক ভাবেই ভালো হবে | সরকারি সংস্থাগুলির সাথে কাজের ব্যাপারে জটিলতা কেটে যাবে | আপনার বিরোধীদের নিশ্চিতভাবে পরাস্ত করতে পারবেন | এই সময়ের মধ্যভাগে একটি সুখভ্রমণ প্রায় অবশ্যম্ভাবী | পারিবারিক আবহাওয়া খুব সুন্দর থাকবে | কোন লাভজনক ব্যবসায়ে নিয়োজিত হওয়ার খুব ভালো সুযোগ রয়েছে | যদি লোনের জন্য দরখাস্ত করে থাকেন তবে তা পাবেন | ছোটখাট শারীরিক অসুস্থতা থাকতে পারে |

 

জুন মাস

এই সময়ে সামান্য লাভের জন্য প্রচুর পরিশ্রম করতে হবে | চাকরির অবস্থার অবনতি হবে | শারীরিক সমস্যায় বিব্রত হবেন | আত্মীয়দের সঙ্গে সম্পর্ক ভালো যাবে না | এই সময়ে কোন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না নচেৎ বিপদে পড়বেন | শত্রুরা আপনাকে টেক্কা দেবে | ফলহীন ভ্রমণ এড়িয়ে চলবেন | যদিও এই সময় কোর্ট কাছারী সংক্রান্ত ব্যাপারে সুসময় | শারীরিক শক্তিতে ঘাটতি দেখা দেবে | ঝগড়া বিবাদ থেকে নিজেকে বিরত রাখুন |

 

জুলাই মাস

আপনার বিরুদ্ধে বাজে ষড়যন্ত্র হবে , ফলে আপনার ভালো কাজ কোনোরকম মূল্য পাবে না | সাংসারিক খুশিও থাকবে না | ভুল পদক্ষেপ আপনাকে বিষন্ন করবে |শরীরের দিকে যত্ন নেবেন | আপনি যদি পুরানো রোগে কষ্ট পান তবে তার পরিনাম প্রতিরোধ করার চেষ্টা করবেন | আপনার বিরোধীরা আপনার ভাবমূর্তি নাশ করার চেষ্টা করবে | বাদানুবাদ এড়িয়ে চলুন | এই সময়টা আপনার পক্ষে ভালো নয়, সাংসারিক অশান্তি থাকবে , যদি আপনি ধার্মিক বা আধ্যাত্মিক কাজে নিজেকে কিছুটা জড়িয়ে রাখেন, তবে স্বস্তি পাবেন |

 

আগস্ট মাস

ব্যবসা বাণিজ্যে খুব ভালো ফল করবেন | বাণিজ্যে বৃদ্ধি হতে পারে এই সময়ে | এই সময় আপনি কাজে খুবই ব্যস্ত থাকবেন | আপনার সূক্ষ্ম পর্যবেক্ষণশক্তি এবং প্রভেদবোধ আপনার শিক্ষা বৃদ্ধিতে সাহায্য করবে | ঊর্ধতন কর্তৃপক্ষ এবং সংস্থার সঙ্গে আপনার সম্পর্কের উন্নতি হতে পারে |পারিবারিক পরিবেশ সন্তোষজনক হবে | আপনার গাড়ি হবে | দূরবর্তী স্থান থেকে ভালো সংবাদ পাবেন | শুভ অনুষ্ঠান বাড়িতে পালিত হতে পারে |

 

সেপ্টেম্বর মাস

অন্যের ভালো উপদেশ না শোনার প্রবণতা বৃদ্ধি পাবে | অন্যায় এবং ভুল কাজ করার প্রবণতা রয়েছে বলে খরচের জন্য ঋণগ্রস্থ হবেন সুতরাং খরচ করার ব্যাপারে নিজেকে সংযত করুন | ভুল সিদ্ধান্তের জন্য চিন্তান্বিত থাকবেন | হঠকারী হবেন না নতুবা আপনি ভয়ঙ্কর সমস্যায় পড়তে পারেন | এই সময় দুর্বোধ্য বিজ্ঞানের প্রতি ঝোঁক বাড়বে | আপনার স্বাস্থ্য এই সময় ভালো যাবে না |

 

অক্টোবর মাস

ব্যবসা বাণিজ্যের কাজে আপনি খুব ভালো ফল করবেন | ব্যবসায় বৃদ্ধিলাভ এই সময় হতে পারে | বড়দের এবং ঊর্ধতন কর্তৃপক্ষের থেকে ভালবাসা ও সন্মান পাবেন | আয় ভালোই হবে | বাড়ির কাজে খরচ করবেন | ব্যবসা ও কাজের ব্যাপারে ঘন ঘন ভ্রমণ যোগ আছে | শত্রুরা আপনার মর্যাদাহানি কারবার চেষ্টা করবে যদিও তারা ব্যর্থ হবে | পারিবারিক জীবন খুব সুখের হবে |

 

নভেম্বর মাস

অতি প্রয়োজনীয় এবং জরুরি কিছু জিনিস হারাবার ভয় আছে | আপনার উচ্চপদস্থ কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে | ব্যবসায়ে ক্ষতি হতে পারে | আপনার বন্ধুবান্ধবরা তাদের কথা রাখবে না | পরিবারের লোকেদের দৃষ্টিভঙ্গির আমূল পরিবর্তন হবে | আপনার কাজেকর্মে মানসিক দুশ্চিন্তার প্রভাব পড়বে | এই সময় আপনাকে দুর্বোধ্য বিজ্ঞান মনস্তাত্ত্বিক আবর্ত সহায়তা করবে | আপনার নিজস্ব বুদ্ধিশক্তি ও দক্ষতার উপর নির্ভর করা, আপনার বিচক্ষণতার লক্ষণ | আপনার যদি পৈতৃক সম্পত্তি বা অস্থাবর জিনিসের প্রতি উচ্চাকাঙ্খা থাকে তবে তা বিস্ময়করভাবে আপনার কাছে আসবে | শরীরের দিকে যত্ন নেবেন |কারোর মৃত্যুর সম্পর্কে আপনি বাজে সংবাদ পাবেন |

 

ডিসেম্বর মাস

আর্থিক দিক দিয়ে আপনার বছরের সবথেকে ভালো সময় | লাভজনক কাজে আপনি উপকৃত হবেন | আপনি আপনার সূক্ষ্ম ধারণার দ্বারা অন্যকে বাস্তব ও কল্পনার সম্পর্কে ধারণা বোঝাতে পারবেন | এই সময় আপনি বিখ্যাত হবেন | পরিবারের ব্যক্তিদের কাছে আপনার প্রতি আন্তরিকতা থাকবে | পুরোনো প্রাপ্য ঋণ লাভ ও ঋণ পরিশোধ করতে পারবেন | এই সময় ভ্রমণ আপনাকে প্রগাঢ় মানবিক দার্শনিকতার দিকে চালিত করবে | দুর্বোধ্য বিজ্ঞান সম্পর্কে আপনার আগ্রহ বৃদ্ধি পাবে এবং মনস্তাত্ত্বিক অভিজ্ঞতা অৰ্জনকরবেন |

Author Bio

Related Posts