আগামী ইং ২০২৪ সনে কেমন থাকবে বৃষ রাশির জাতকেরা? রাশি অনুযায়ী বর্ষফল

বৃষ রাশির অনুযায়ী বর্ষফল

বৃষ রাশির অনুযায়ী বর্ষফল

এই সময় বৃষ রাশির যশবৃদ্ধি হবে এবং স্বাস্থ্য ভালো যাবে | আত্মীয় ও ভাইবোনদের কারণে  শান্তি  পাবেন , উচ্চপদাসীন ব্যক্তিদের থেকে সাহায্য পাবেন এবং শত্রুদের পরাজিত করে বিজয়ী হবেন | মন্দির ও অন্যান্য ধর্মীয় স্থানে এবং কাছাকাছি জায়গায় ভ্রমণ করবেন |

বৃষ রাশির অনুযায়ী বর্ষফল 1

 

বৃষ রাশির জানুয়ারি মাস

এই সময়টি আপনাকে দুশ্চিন্তামুক্ত করবে | গার্হস্থ্য জীবনে খুব সুখী হবেন এবং বহু প্রত্যাশিত  আশা পূরণ হবে | এই সময় বহু ভ্রমণ করবেন | স্বল্পদৈর্ঘ্যের ভ্রমণ আপনার জন্য শুভ এবং তা ফলপ্রসূ ও আরামপ্রদ হবে | অর্থকরী ব্যাপারে লাভবান হবার সুখবর পেতে পারেন | বন্ধু ,পরিবার ও সমাজের সঙ্গে সহজ সম্পর্ক থাকবে |এই সময় সুস্বাস্থ্যের সম্ভাবনা দেখা যায় |

 

বৃষ রাশির ফেব্রুয়ারী মাস

শিক্ষিত ব্যক্তিদের থেকে শ্রদ্ধা ও সন্মান পাবেন | যশোন্নতি হবে | বিদেশীদের সঙ্গে যোগাযোগ ফলপ্রসূ হবে | দূর ভ্রমণ যোগ আছে | ধর্মীয় কাজের দিকে ঝুঁকবেন | ভালো জীবন উপভোগ করবেন | পিতামাতার সঙ্গে সুসম্পর্ক থাকবে |

 

বৃষ রাশির মার্চ মাস

বন্ধুবান্ধবের থেকে উপকৃত হবেন | দীর্ঘদিন ধরে পুষে রাখা ইচ্ছাকে সার্থক রূপদান করবেন | দূরবর্তী ভ্রমণ ফলপ্রসূ হবে | প্রভূত ধনাগম লক্ষ্য  করা যায় | প্রমোদ সংক্রান্ত এবং অন্যান্য বস্তুর পেছনে প্রচুর ব্যয় করবেন |পারিবারিক বাতাবরণ সুখের হবে |

 

বৃষ রাশির এপ্রিল মাস

এই সময়ে নানান দুর্ঘটনা মানসিক উদ্বেগ সৃষ্টি করবে | উদ্যোগে নিশ্চিতভাবে ব্যর্থতা আসবে | আপনার অলীক কল্পনাগুলি দুঃস্বপ্নে পরিণত হতে পারে | স্ত্রী বা স্বামী বা প্রিয়তম বা প্রিয়তমার ব্যবহার অসহনীয় হয়ে উঠবে |ব্যবসা বাণিজ্যে ভালো ফল নাও করতে পারেন |সবসময় আপনার চারিদিকে কিছু অস্বস্তি তৈরী হবে  | শারীরিক সমস্যা আপনার কর্তব্য  পালনের বাধা হয়ে দাঁড়াবে | দুর্বোধ্য বিজ্ঞান সম্পর্কে আগ্রহ জন্মাবে  এবং চরম মানসিক অশান্তি ভোগ করবেন |

 

বৃষ রাশির মে মাস

ব্যবসা বাণিজ্যের কাজে আপনি খুব ভালো ফল করবেন | ব্যবসায়ে শ্রী বৃদ্ধি এই সময়ে হতে পারে | বড়দের এবং ঊর্ধতন কর্তৃপক্ষের থেকে ভালোবাসা এবং সন্মান পাবেন | আয়  ভালোই হবে | বাড়ির কাজে খরচ হবে  | ব্যবসা বা কাজের ব্যাপারে ঘন ঘন ভ্রমণ যোগ আছে | শত্রুরা আপনার মর্যাদা হানি করবার চেষ্টা করবে, যদিও তারা ব্যর্থ হবে | পারিবারিক জীবন খুব সুখের হবে |

 

বৃষ রাশির জুন মাস

এই সময় আপনার সঙ্গী বা সাথীরা আপনাকে নিচে নামানোর চেষ্টা করবে | আপনি অন্যান্যদের অবহেলা বা নিবৃত্তিতে বিমর্ষ থাকবেন | দৈনন্দিন  কাজে কিছু অসুবিধার সম্মুখীন হবেন , ভিত্তিহীন অভিযোগ আপনার বিরুদ্ধে তৈরী করা হবে | ছোটো খাটো তর্ক বা ঝামেলায় আপনি নিজেকে জড়াবেন না | বিপরীত লিঙ্গের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন হবে  | যতদূর সম্ভব অবাঞ্ছিত ভ্রমণ বাদ দিন |

 

বৃষ রাশির জুলাই মাস

কঠোর কাজ ও পরিশ্রম এবং স্বল্পদৈর্ঘ্যের ভ্রমণ আপনাকে প্রচুর সুফল দেবে | বিদেশ বা কোন দূরবর্তী স্থান থেকে ভালো সংবাদ পেতে পারেন | আপনার ভাই বা বোন আপনাকে সহায়তা করবে | সৌভাগ্যহেতু নতুন লোকেদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি পাবে | পুরানো বন্ধুদের সঙ্গে যোগাযোগ হবে | আপনি যদি কোন প্রকাশনা বা সংস্থার কাজে নিজেকে যুক্ত  রাখেন সেখানে উৎসাহজনক ফল পাবেন | আপনার স্বৈল্পিক প্রকাশের এবং অনুবাদের ক্ষমতা থাকবে এবং আপনার আবেগপ্রবণ কাজকর্মে সহজাত প্রবৃত্তি থাকবে |

 

বৃষ রাশির আগস্ট মাস

কদর্যভাষা প্রয়োগেএর কারণে  আপনার নিজের লোকেদের সাথে আপনার শত্রুতা সৃষ্টি হবে  | সুতরাং কথাবার্তায় নিজেকে সংযত রাখুন এবং যারা আপনার ঘনিষ্ট তাদের সঙ্গে ভুলবোঝাবুঝি  থেকে বিরত থাকুন | আর্থিক ক্ষতি হতে পারে | এই সময় কোন নতুন কাজে নিজেকে যুক্ত না করাই ভালো | আপনি আপনার শত্রুদের সাথে এই সময়ে সাথে এটে উঠতে পারবেন না | এই মাসে আপনার বড়ো অসুখ হবার সম্ভাবনা আছে  | আপনার মধ্যে আত্মবিশ্বাসের অভাব পরিলক্ষিত হবে  |  ভ্রমণ থেকে বিরত থাকুন  | মোটামুটিভাবে এই সময়টা খুব একটা ভালো নয় ,আপনার ঘনিষ্ট সঙ্গী এবং বন্ধু ও পরিবারের ব্যক্তিদের থেকে অশান্তি এড়িয়ে চলুন |

 

বৃষ রাশির সেপ্টেম্বর মাস

এই সময় তা  আরামপ্রদ হবে  | মর্যাদা এবং সেই সাথে উপার্জ্জনও বৃদ্ধি পাবে | পারিবারিক জীবনও খুব সুখী হবে | লাভজনক কাজে প্রবেশ করবেন | কোন ধরণের পারিবারিক মিলনোৎসব হবে | ভ্রমনযোগে শুভ সংবাদ আসবে | বিরোধীরা কোন ক্ষতি করতে পারবে না | পারিবারিক সদস্য বৃদ্ধি হতে পারে | কাজে সাফল্য আসবে | আপনার অধীনস্থরা সম্পূর্ণ সহযোগিতা করবে | সামগ্রিকভাবে এই সময়টা খুবই সুখের |

 

বৃষ রাশির অক্টোবর মাস

এই সময়কালে আপনি মিশ্র ফল লাভ করবেন | সাফল্যের বিষয়ে অতি উৎসাহী হবেন না | কারণ আপনার ইচ্ছে অনুযায়ী কাজ হবার সম্ভাবনা খুবই কম | ধারণার বশবর্তী   হয়ে কোনো সিদ্ধান্ত নেবার এটা সঠিক সময় নয় | পারিবারিক অসন্তোষ  আপনার মানসিক শান্তি বিঘ্নিত করবে |

 

বৃষ রাশির নভেম্বর মাস

জরুরি  বা প্রয়োজনীয় কিছু জিনিস হারানোর  ভয় আছে | আপনার উচ্চপদস্থ  কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে | ব্যবসায়ে ক্ষতি হতে পারে | আপনার বন্ধু-বান্ধবরা তাদের কথা রাখবে না | পরিবারের লোকেদের দৃষ্টিভঙ্গির আমূল পরিবর্তন হবে | আপনার কাজে কর্মে মানসিক দুশ্চিন্তার প্রভাব পড়বে  | এই সময় আপনাকে দুর্বোধ্য বিজ্ঞান মনস্তাত্বিক আবর্ত আপনাকে  সহায়তা করবে | এই সময়ে আপনি  আপনার নিজস্ব  বুদ্ধিশক্তি ও দক্ষতার উপর নির্ভর করুন  | আপনার যদি পৈতৃক সম্পত্তি বা অস্থাবর জিনিসের প্রতি উচ্চাকাঙ্খা থাকে তবে তা বিস্ময়কর ভাবে আপনার কাছে আসবে | শরীরের দিকে যত্ন নেবেন | নিকট আত্মীয়র মৃত্যু সম্পর্কিত বাজে সংবাদ পাবেন |

 

বৃষ রাশির ডিসেম্বর মাস

আপনার আয়ত্তের বাইরে আপনার খরচ বৃদ্ধি পাবে | শারীরিক সমস্যা দেখা দিতে পারে | বিরোধীরা আপনার সন্মান ক্ষুন্ন করতে চেষ্টা করবে | আপনার চাকরি  সন্তোষজনক হলেও, কিন্তু তাতে কাজের চাপ বাড়বে | এর পাশাপাশি আপনি অপ্রয়োজনীয়  কাজে জড়িয়ে পড়বেন | রূঢ় কথাবার্তা বলবেন না এবং অন্যের সমালোচনা করা থেকে বিরত থাকুন  | পারিবারিক জীবন আপনাকে চিন্তান্বিত করবে | যতদূর পারবেন  ভ্রমণ এড়িয়ে চলুন |

Author Bio

Related Posts