আগামী ইং ২০২৪ সনে কেমন থাকবে কুম্ভ রাশির জাতকেরা? রাশি অনুযায়ী বর্ষফল

কুম্ভ রাশির ২০২৪ বর্ষফল

কুম্ভ রাশির ২০২৪ বর্ষফল

কুম্ভ রাশির ২০২৪ বর্ষফল 1

কুম্ভ রাশির জীবনের এই সময় উজ্জ্বল এবং কৃতকার্য হবার জন্যে দায়বদ্ধ | উপরতলার কাছ থেকে সাহায্য পাবেন | আপনি আধ্যাত্মিক অভিজ্ঞানপ্রাপ্ত হবেন | আপনার সন্মান প্রতিপত্তি বৃদ্ধি পাবে | আপনি সফল পরিকল্পনায় নিযুক্ত হবেন | সুখ সাচ্ছন্দে আপনি পরিপূর্ণ সুখী হবেন

 

জানুয়ারী মাস

এই সময় আপনার সূক্ষ্ম বিচারশক্তি এবং বিষয়ভিত্তিক জ্ঞান আপনাকে শ্রদ্ধার্জনে সাহায্য করবে | আপনার কল্পনা শক্তি অসাধারণ | নতুন কাজেকর্মে সাফল্য অবধারিত | প্রেম প্রণয়ের ক্ষেত্রে এই সময়কাল  সুবিধাজনক | আপনার উদ্ভাবনীশক্তি প্রশংসিত হবে | পারিবারিক সুখও অবশ্যম্ভাবী | বন্ধু এবং হিতাকাঙ্খীরা পূর্ণ সাহায্য প্রদান করবে | এই সময় আপনাকে বিখ্যাত লোকেদের মাঝখানে এনে দেবে | স্মরণীয় ভ্রমণ হবে |

 

ফেব্রুয়ারী মাস

কদর্যভাষা প্রয়োগে আপনার নিজের লোকেদের সাথে শত্রুতা বৃদ্ধি পেতে পারে | সুতরাং কথাবার্তায় নিজেকে সংযত রাখুন এবং যারা আপনার ঘনিষ্ট তাদের সঙ্গে ভুল বোঝাবুঝি  থেকে বিরত থাকুন | আর্থিক ক্ষতি হতে পারে | এই সময় কোন নতুন কাজে প্রবৃত্ত না হওয়াই  ভাল | আপনি আপনার পরিবারের ব্যক্তিদের সাথে এটে উঠতে পারবেন না | এই মাসে আপনার Chronic  অসুখ হওয়ার সম্ভাবনা আছে | আপনার মধ্যে আত্মবিশ্বাসের অভাব তৈরী হবে  | বাস্তবে ভ্রমণ কোন কাজে লাগবে না | মোটামুটিভাবে এই সময় খুব একটা ভাল নয় , আপনার ঘনিষ্ট সঙ্গী এবং বন্ধু ও পরিবারের ব্যক্তিদের থেকে দূরত্ব থাকবে | 

 

মার্চ মাস

এই সময়কাল আপনার জন্যে  আরামপ্রদ | মর্যাদা এবং সেই সঙ্গে উপার্জনও বৃদ্ধি পাবে | পারিবারিক জীবনও খুব সুখী হবে | লাভজনক কাজে প্রবেশ করবেন | কোন ধরণের পারিবারিক মিলনোৎসব হবে | ভ্রমণ যোগে শুভ সংবাদ আসবে | বিরোধীরা কোন ক্ষতি করতে পারবে না | পরিবারের সদস্য বৃদ্ধি হতে পারে |কাজে সাফল্য আসবে | আপনার অধীনস্থরা সম্পূর্ণ সহযোগিতা করবে | সামগ্রিকভাবে এই সময়টা খুবই সুখের |

 

এপ্রিল মাস

এই সময় আপনি জীবনের প্রতি যথেষ্ট উৎসাহ উদ্দীপনা দেখাবেন | একই সময় আপনি দৃঢ় সাহসী কিন্তু রগচটা হবেন | এই সময়টি প্রেম প্রণয়ের ক্ষেত্রে  উপযোগী নয় | কোন বিষয়ে বিশেষ করে মনোনিবেশ করাতে ক্ষতি হতে পারে এবং তা এড়িয়ে চলাই বাঞ্ছনীয় | শিশুরা শারীরিক অসুস্থতায় ভুগবে | হঠাৎ করে ভ্রমণ যোগ দেখা দিতে পারে

 

মে মাস

বন্ধুবান্ধবরা আপনাকে সাহায্য করবে | এই সময় আশা আকাঙ্খার সার্থক রূপদান হবে | কোন লাভজনক কাজে যুক্ত হতে পারেন | দূরবর্তী স্থানে ভ্রমণ দেখা যায় | বিপরীত লিঙ্গের কাছে খুব জনপ্রিয় হবেন | সর্বমোট ভাল ফল হবে | এই সময় মানসিক টানাপোড়েনে ভুগবেন | মাসের ১৮ তারিখের পর বন্ধু মহিলা সুখে এবং জমিজমা সংক্রান্ত ব্যাপারে বঞ্চিত হবেন | অর্থকরী ভাবে  সময়টা ভাল নয় | খরচ বাড়বে | কোন গুপ্ত কাজে খরচের সম্ভাবনা হঠাৎ করে একপনার জীবনে ক্ষতি হতে পারে |

 

জুন মাস

এই সময় নানান দুর্ঘটনা মানসিক উদ্বেগ সৃষ্টি করবে | উদ্যোগে নিশ্চিতভাবে ব্যর্থতা আসবে | আপনার অলীক কল্পনাগুলি দুঃস্বপ্নে পরিণত হতে পারে | স্বামী বা স্ত্রী বা প্রিয়তম বা প্রিয়তমার ব্যবহার অসহনীয় হয়ে উঠবে | ব্যবসা বাণিজ্যে ভাল ফল নাও করতে পারেন | সবসময় আপনার চারিদিকে কিছু অস্বস্তি ঘিরে থাকবে | শারীরিক সমস্যা আপনার প্রতিজ্ঞা পালনের বাধা হয়ে দাঁড়াবে | দুর্বোধ্য বিজ্ঞান সম্পর্কে আগ্রহ জন্মাবে এবং চরম মানসিক অভিজ্ঞতা লাভ করবেন |

 

জুলাই মাস

এইটেই আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ সময় হবে | বিরাট সাফল্য এবং সন্মান ভোগ করবেন | এই সময়টি আপনি মনোযোগ, ধ্যান যোগাভ্যাসে ব্যয় করবেন | কোন সামাজিক কর্তার বা ধর্মীয় সংস্থার সাথে যোগাযোগ হবে | আপনার কাজ করার ক্ষেত্রে প্রভূত আত্মবিশ্বাস থাকবে | গৃহে সহযোগিতা পাবেন | দূর ভ্রমণ ফলদায়ী হবে | পরিবারের সদস্য সংখ্যা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে |

 

আগস্ট মাস

এই সময় আপনার সঙ্গী ও সাথীরা আপনাকে নীচে নামানোর চেষ্টা করবে | আপনি অন্যান্যদের অবহেলা অথবা নিবৃত্তিতে বিমর্ষ থাকবেন | দৈনন্দিন কাজে কিছু অসুবিধার সম্মুখীন হবেন , ভিত্তিহীন অভিযোগ আপনার বিরুদ্ধে তৈরী করা হবে | ছোটখাট তর্ক বা ঝামেলায় নিজেকে জড়াবেন না | বিপরীত লিঙ্গের প্রতি আপনার দুর্বলতা বৃদ্ধি পাবে  | যতদূর সম্ভব অবাঞ্চিত ভ্রমণ বাদ দিন |      

 

সেপ্টেম্বর মাস

এই সময় আপনি সাহসী হবেন | ভ্রমণ ফলপ্রসূ হবে | যোগাযোগের মাধ্যমে সুখবর পেতে পারেন | পরিবারের সদস্যরা বিশেষ করে ভাই ও বোনেরা উন্নতি করবে | জড় বস্তুর প্রাপ্তিযোগ দেখা যায় | শত্রুরা আপনার মুখোমুখি হবে না | কর্মোদ্যোগে সাফল্য আসবে |

 

অক্টোবর মাস

এই সময় আপনার উদ্যোগগুলি খুবই সার্থক হবে | কাজের অবস্থার উন্নতি ঘটবে | অর্থোপার্জন স্বাভাবিক ভাবেই হবে | সরকারী সংস্থাগুলির সাথে কাজের ব্যাপারে নিশ্চয়তা বৃদ্ধি  হবে | আপনার বিরোধীদের নিশ্চিতভাবে টপকে যাবেন | এই সময়ের মধ্যভাগে একটি সুখভ্রমণ প্রায় অবশ্যম্ভাবী | পারিবারিক আবহাওয়া খুবই সুন্দর থাকবে | কোন লাভজনক ব্যবসায়ে নিয়োজিত হওয়ার খুব  ভাল সুযোগ রয়েছে | এই সময়ে আপনি ঋণ পরিশোধে সক্ষম হবেন  | ছোটখাট শারীরিক অসুস্থতা থাকতে পারে | 

 

নভেম্বর মাস

এই সময় যৌথ সুখ ভোগ হবে | ব্যবসা বা কর্মসংস্থানের সম্ভাবনা প্রবল | একটি কাঙ্খিত ভ্রমণ হবে | পারিবারিক আবহাওয়া স্বচ্ছন্দ থাকবে | আপনার আশাআকাঙ্খা বাস্তবায়িত হবে | আপনার চিত্ত ভয়শূন্য থাকবে এবং শত্রুরা আপনার মুখোমুখি হবে না | শিক্ষিত ব্যক্তিদের সাথে যোগাযোগ বৃদ্ধি পাবে | আপনি উচ্চ সম্মানিত বিখ্যাত হবেন |

 

ডিসেম্বর মাস

সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য এই মাসটি সঠিক সময় | আপনার স্বামী বা স্ত্রী এবং সন্তানদের শারীরিক সমস্যায় পড়তে হতে পারে এই সময়ে | | আপনার বন্ধু ও সাথীরা তাদের কথা রাখতে পারবে না | বাজে আশায় ভরসা না করাই ভাল | ভ্রমণ সুখকর নয় | আর্থিক চিন্তা আপনার মনের শান্তিকে বিঘ্নিত করবে | ঝুঁকি নেওয়ার প্রবণতা আপনাকে পুরোপুরি দমন করতে হবে |

Author Bio

Related Posts