আগামী ইং ২০২৪ সনে কেমন থাকবে তুলা রাশির জাতকেরা? রাশি অনুযায়ী বর্ষফল

তুলা রাশির ২০২৪ বর্ষফল

তুলা রাশির ২০২৪ বর্ষফল

তুলা রাশির ২০২৪ বর্ষফল 1

এই সময় তুলা রাশির নতুন কোন কাজে সাফল্য আসবে এবং গুরুজন চাকরীদাতার কাছ থেকে সাহায্য পাবেন | ছুটির সময় কোন ধর্মীয়স্থানে ভ্রমণ করতে পারেন এবং এইসময় আত্মিক উন্নতি ঘটবে | পরিবারে সন্তান ভূমিষ্ট হবে | শিশুদের উন্নতি ঘটবে | আপনি খুব  স্বাচ্ছন্দ্য সুখভোগ করবেন |

 

জানুয়ারী মাস

এইটি আপনার জীবনে সর্বশ্রেষ্ঠ সময় হবে | বিরাট সাফল্য সন্মান ভোগ করবেন | এই সময়টি আপনি মনোযোগ, ধ্যান যোগাভ্যাসে ব্যবহার করুন | কোন সামাজিক কর্তার বা ধর্মীয় সংস্থার সাথে যোগাযোগ হবে | আপনার কাজ করার  ক্ষেত্রে প্রভূত আত্মবিশ্বাস থাকবে | গৃহে সহযোগিতা পাবেন | দূর ভ্ৰমণ ফলদায়ী হবেপরিবারে সদস্য সংখ্যা বৃদ্ধি পাবার সম্ভাবনা আছে

 

ফেব্রুয়ারী মাস

এই সময় আপনার সঙ্গী বা সাথীরা আপনাকে নীচে নামানোর চেষ্টা করবে | আপনি অন্যান্যদের অবহেলা অথবা নিবৃত্তিতে বিমর্ষ থাকবেন | দৈনন্দিন কাজে কিছু অসুবিধার সম্মুখীন হবেন , ভিত্তিহীন অভিযোগ আপনার বিরুদ্ধে তৈরি করা হবে | ছোটখাট তর্ক বা ঝামেলায় নিজেকে জড়াবেন না |বিপরীত লিঙ্গের প্রতি আপনার সম্পর্ক আন্তরিকতাহীন | যতদূর সম্ভব অবাঞ্ছিত ভ্ৰমণ বাদ দিন |

 

মার্চ মাস

এই সময় আপনি খুব খুশিতে থাকবেন | আপনার নিজের বুদ্ধিমত্তা দক্ষতার জন্য ফলাফল ভাল হবে আপনি শিক্ষিত ব্যক্তির সাহচর্য পাবেন | আপনি সন্মান পাবেন আপনার যশ বৃদ্ধি   পাবে | সাংসারিক জীবন হবে সন্তোষজনক | সাহসী প্রয়াস আপনার উচ্চাকাঙ্খাকে সফল করবে | আপনি সফল হবেন কিন্তু কাজের বোঝা আপনাকে পরিশ্রান্ত করবে | আপনার সূক্ষ্ম ক্ষমতার জন্য আপনি উপকৃত হবেন | আপনার শারীরিক অবস্থা সন্তোষজনক হবে |

 

এপ্রিল মাস

আপনি বুদ্ধিমত্তা সহকারে কোন কাজ লাভ করতে পারবেন না | এই সময়ে আপনার সব বিষয়ে আশা ভরসা করার প্রবৃত্তি থাকবে | যোগাযোগের মাধ্যমে যে খবর আসবে তাতে আপনি উপকৃত হবেন | হঠাৎ ভ্ৰমণ আপনার পক্ষে ভাল হবে | উপার্জন বৃদ্ধি পাবে | আপনার পারিবারিক জীবন যদি আপনি উন্নতি বৃদ্ধি করতে চান তবে তা আপনার হবে | আপনার বন্ধুত্বের পরিধি বৃদ্ধি পাবে | আধ্যাত্মিকতার  দিকে আপনার মন ঝুঁকবে | আপনার পক্ষে সময়টা যথার্থ ভাল সময়ে হবে |

 

মে মাস

আমোদ প্রমোদে বেশি খরচা করবেন | যুগ্মসুখ খুব বেশি করে পাবেন | সবই একটি সীমা রেখে করা উচিত ,না হলে সমস্যার উদ্রেক হবে  | ছোট কোন শারীরিক সমস্যা মনের শান্তি বিঘ্নিত করবে | প্রেমের ব্যাপারে ধীরে চলুনবিরোধীরা ক্ষতি করার  চেষ্টা করবে | আপনি এড়িয়ে যাবার চেষ্টা করবেন এবং সেটা আপনার পক্ষে শুভ | আর্থিকভাবে খারাপ নয় কিন্তু খরচকে আয়ত্বে আনুন | পরিবারের স্বাস্থ্যের ব্যাপারে উদ্বেগ থাকবে |  

 

জুন মাস

এই সময়ে আপনি জীবনের প্রতি সফল পদক্ষেপ গ্রহণ করবেন এবং অতি বিশ্বাসী হবেন | আপনি সরকারি কিংবা ব্যক্তিজীবনে ক্ষমতা এবং দাপট চালাবেন | স্বল্পদৈর্ঘ্যের ভ্রমণ দেখা যায় না | আপনার কঠোর পরিশ্রমের দ্বারা ফলপ্রসূ হবে | দাতব্য এবং সামাজিক সংস্থাগুলিতে মুক্ত হস্তে দান করবেন | স্বাস্থ্য ভাল যাবে না এবং পরিবারে অসুখ বিসুখ থাকবে

 

জুলাই মাস

এই সময়ে নেওয়া কোন কাজ ফলপ্রসূ হবে না | শত্রুরা আপনার ভাবমূর্তি খর্ব করার চেষ্টা করবে ,কাজেই অবস্থা খারাপ হতে পারে | স্বাস্থ্যের সমস্যা আপনার মানসিক শান্তি বিঘ্নিত করবে | কর্কশভাবকে হ্রাস করতে হবে |পরিবারের সদস্যের জন্য চিন্তা হবে |

 

আগস্ট মাস

এই সময় সার্বিকভাবে শুভ নয় | পারিবারিক সদস্যরা চাপ সৃষ্টি করবে | ছোটখাট ব্যাপারে গোলযোগ দেখা দেবে | কর্কশভাবে কাউকে কিছু বলবেন না , নচেৎ সমস্যায় পড়বেন | অবাঞ্ছিত ব্যক্তিদের উপর নির্ভর করতে হতে পারে | অর্থনাশ বা চুরি যাবার বিপদ আছে | স্বাস্থ্যের ব্যাপারে সাবধান থাকুন |

 

সেপ্টেম্বর মাস

এই সময়ে মিশ্রফল লাভ করবেন | কর্মস্থানে বা ব্যবসায়ে ভাল ফল করবেন | আপনার স্থির চিত্ত স্থিরই থাকবে এবং একবার হাতে নেওয়া কোন কাজ বাতিল করবেন না অথবা আত্মপ্রত্যয় হারাবেন না | আপনার ভাই বা বোনেদের সহায়তা  করার ইচ্ছা থাকবে তবুও আপনার পিতামাতা বা গুরুজনদের সঙ্গে সম্পর্ক ঠিক থাকবে না | কোন কোন সময়ে কোন ঘটনার সারমর্ম বুঝতে আপনি খুবই দুর্বল বোধশক্তির পরিচয় দেবেন | আপনার ব্যক্তিত্বে ঠুনকো মর্যাদাবোধ গড়ে উঠবার সম্ভাবনা রয়েছে | আপনার এই চরিত্র আপনার জনপ্রিয়তা হানি  করবে | আপনার ভিতরের দিকে তাকাবার চেষ্টা করুন 

 

অক্টোবর মাস

এই সময় আপনি খুবই উদ্যোগী এবং ব্যস্ত থাকবেন | ব্যবসায়ে সাফল্য আসবে এবং কাজকর্মে ঊর্ধতন ব্যক্তির দাক্ষিণ্য লাভ করবেন | এই সময়টি খুবই কর্মবহুল | ব্যবসায়িক ব্যাপারে ভ্রমণ করবেন এবং তা ফলপ্রসূ সম্মানসূচক হবে | সর্বমোট এই সময়টি খুবই স্বাচ্ছন্দ্যদায়ক | এই সময় সমস্ত অর্থনৈতিক দুশ্চিন্তা থেকে মুক্ত থাকবেন |

 

নভেম্বর মাস

এটি খুবই সুসময় | আপনি আরামে এবং সুখে সময় কাটাবেন | পিতামাতার সঙ্গে সম্পর্ক খুবই আন্তরিক হবে | কর্মে পদোন্নতির সম্ভাবনা | শত্রুদের টেক্কা দেবেন | বন্ধুবান্ধবের থেকে উপকৃত হবেন | দীর্ঘদিন ধরে পুষে রাখা ইচ্ছাকে সার্থক রূপদান করবেন | দূরবর্তী ভ্রমণ ফলপ্রসূ হবে | প্রভূত ধনাগম লক্ষ্য করা যায় | প্রমোদ সংক্রান্ত এবং অন্যান্য বস্তুর পিছনে প্রচুর ব্যয় করবেন | পারিবারিক বাতাবরণ সুখের হবে |

 

ডিসেম্বর মাস

এই সময় আপনার উদ্যোগগুলি খুবই সার্থক রূপ পাবে  | কাজের অবস্থার উন্নতি ঘটবে | অর্থোপার্জন স্বাভাবিক ভাবেই হবে | সরকারি সংস্থাগুলির সাথে কাজের ব্যাপারে অগ্রগতি  হবে | আপনার বিরোধীদের নিশ্চিতভাবে পরাস্ত করতে পারবেন| এই সময়ের মধ্যভাগে একটা সুখভ্রমণ  প্রায় অবশ্যম্ভাবী | পারিবারিক আবহাওয়া খুবই সুন্দর থাকবে | কোন লাভজনক ব্যবসায়ে নিয়োজিত হওয়ার  খুব ভাল সুযোগ রয়েছে | যদি লোনের জন্য দরখাস্ত করে থাকেন তবে তা পাবেন | ছোটখাট শারীরিক অসুস্থতা থাকতে পারে |

Author Bio

Related Posts