আগামী ইং ২০২৪ সনে কেমন থাকবে মীন রাশির জাতকেরা? রাশি অনুযায়ী বর্ষফল

মীন রাশির ২০২৪ বর্ষফল

মীন রাশির ২০২৪ বর্ষফল

মীন রাশির ২০২৪ বর্ষফল 1

এই সময় মীন রাশির পক্ষে শুভ, আর্থিক যশ এবং সম্মানের দিক থেকে এবং আপনার দৈহিক আরাম, সুখ এবং নতুন বন্ধুত্ব হবে | রাজনীতিতে পরিপূর্ণতা এবং আপনার চাহিদা পূরণ হবে |

 

জানুয়ারী মাস

এই সময় আপনি উৎসাহ উদ্দীপনায় রত থাকবেন | স্বল্পদূরত্বের ভ্রমণ আরামদায়ক এবং ফলপ্রসূ হবে | পরিবারের সুখ বজায় থাকবে এবং ভাই বোনেরাও স্বচ্ছন্দে থাকবে | মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত গ্রহণ করবেন এবং সেগুলি একেবারে সঠিক হবে | কোন যানবাহনের মালিক হবেন | মানুষের সাথে যোগাযোগ বৃদ্ধি পাবে | চাকুরীর অবস্থারও উন্নতি হবে | সৌভাগ্যের জন্য আপনার এই সময়টা ভালই যাবে |

 

ফেব্রুয়ারী মাস

এই সময় আপনি জীবনের প্রতি যথেষ্ট উৎসাহ উদ্দীপনা দেখাবেন | এই সময় আপনি দৃঢ় এবং সাহসী কিন্তু রগচটা হবেন | এই সময়টি প্রেম প্রণয়ের ক্ষেত্রে উপযোগী নয় | কোন বিষয়ে বিশেষ করে মনোনিবেশ করাতে ক্ষতি হতে পারে এবং তা এড়িয়ে চলাই বাঞ্ছনীয়| শিশুরা শারীরিক অসুস্থতায় ভুগবে | হঠাৎ করে ভ্রমণ যোগ দেখা দিতে পারে

 

মার্চ মাস

এই সময় বেশি খরচ করবেন না | স্বাস্থ্যের ব্যাপারে সুসময় নয় | অফলপ্রসূ ভ্রমণ এড়িয়ে চলুন | গুপ্তজ্ঞান বা মনোবিদ্যায় অভিজ্ঞতার দিকে ঝুঁকবেন | কর্কশভাবে বক্তব্য পেশ করবেন না নচেৎ সমস্যায় পড়বেন | কোনো বিষয়ে ধারণার বশবর্তী হয়ে মোট প্রকাশ করলে জীবনে বিপদ আছে  |

 

এপ্রিল মাস

মতামত প্রকাশ নিজ বিচার ক্ষমতা সম্পর্কে সাবধানে থাকুন, নতুবা  স্বাতন্ত্র্য হানি হতে পারে | পরিবারের সদস্যের স্বাস্থ্য সমস্যায় বিপর্যস্ত হবেন  | ধারণার বশবর্তী হয়ে কোন কিছু করবেন না | আপনার আয়ত্বের বাইরে খরচ হতে পারে | বন্ধু বা সঙ্গীরা আপনাকে বিমুখ করতে পারে | ভ্রমণে পরিশ্রান্ত হতে পারেন

 

মে মাস

এই সময় আপনি চাকরি বা বাড়ি পরিবর্তন করতে পারেন | প্রচুর ব্যয় আপনাকে বিমর্ষ করবে | নিজের লোকেদের সাথে কলহ হতে পারে | ভ্রমণ আপনার পক্ষে ক্লান্তিকর এবং অফলপ্রসূ হবে | পরিবারের ব্যক্তিদের ভাব উদাসীন হবে | আপনার শত্রুরা ক্ষতি করার  চেষ্টা করবে | গুপ্তভাবে কোন কিছু করার প্রবণতাকে খারিজ করতে হবে | দুষ্টু  বন্ধুদের থেকে সাবধানে থাকুন নতুবা  তাদের জন্য আপনার সম্মানহানি হবে | পরিবারের লোকেদের শারীরিক অসুস্থতা আপনাকে বিমর্ষ করার আরেকটি কারণ হয়ে দাড়াবে | কোন ভ্রমণের চেষ্টা করবেন না

 

জুন মাস

আপনি আত্মীয় সম্পর্ক থেকে বিরত থাকবেন এবং মানুষের সাথে শত্রুতা বৃদ্ধি পাবে | সুরক্ষার অভাব বোধ করবেন | অকারণ কাজে সময় নষ্ট করবেন | অন্যের জন্য কাজ করতে হতে পারে | খরচ বৃদ্ধি পাবে | বিরোধীরা চাপ সৃষ্টি করবে | যতদূর সম্ভব ভ্রমণ থেকে বিরত থাকবেন | শরীরের ব্যাপারে যত্ন নিন, কারণ থেকে সমস্যা হতে পারে | পরিবারের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হবে | প্রতিকূল পরিবেশের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলাই শ্রেয়

 

জুলাই মাস

আপনি যে ভাবে কাজ করতে চাইবেন সেভাবে কাজ পেতে হলে প্রচুর পরিশ্রম করতে হবে এবং সেই পরিশ্রম খুবই ক্লান্তিকারক হতে পারে | সামগ্রিকভাবে ফলগুলি হতাশাজনক নয় কিন্তু কাজে কর্মে দেরী হবার অনুভূতি হতে পারে | এই সময়টি আপনাকে বড় কাজ করতে সুযোগ দেবে না | ধৈর্য্য ধরে কাজ করা প্রয়োজন | স্বামী বা স্ত্রীর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ থাকবে | ব্যবসা বা কাজের জন্য ভ্রমণ সন্তোষজনক হবে | জমি বাড়ি  কেনার জন্য ইটা শুভ সময় নয়, ভাল সময়ের অপেক্ষা করুন |

 

আগস্ট মাস

এই সময় আপনি বাণিজ্যিক কাজ দৃঢ়ভাবে বৃদ্ধি করতে পারবেন | আপনি কাজের জায়গায় জটিলতা ও রাজনৈতিক অভিসন্ধির ব্যাপারে নৈপুণ্য প্রদর্শন করবেন | আপনি খুবই সামঞ্জস্যপূর্ণ পদ্ধতি অনুযায়ী কাজ করবেন | আপনি আরামে এবং সুখে থাকবেন | দৃঢ়ভাবে কাজ করার প্রবণতা আপনাকে সার্থকতা এনে দেবে  | পিতামাতার সঙ্গে সুন্দর সম্পর্ক আপনি উপভোগ করবেন | বিলাসিতা করতে আপনি বদ্ধ হবেন এই সময়ে  | জন সংযোগ আপনাকে শুভ  সংবাদ দেবে | শুভ অনুঠান সমারোহ সহকারে সম্পাদন করবেন |

 

সেপ্টেম্বর মাস

আপনি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে খুবই ভাল করবেন | যদি চাকরি করেন তবে চাকরির পরিস্থিতি উন্নত হবে | ব্যবসায়ে বৃদ্ধি একটা স্থান নেবে | আপনার সন্মান অবশ্যই বৃদ্ধি পাবে | এই সময় আপনি সব দিক থেকে সন্মান পাবেন | পরিবারের ব্যক্তিদের কাছ থেকে আন্তরিকতা পাবেন | আপনার বিরোধীরা আপনার সম্মুখীন হবার সাহস পাবে না | অযাচিত ভ্রমণ ভাল ফল দেবে | আপনার শরীর ভাল যাবে | এই সময়টা আপনার খুবই ভাল সময় | যে কোন পদক্ষেপে আপনার ভাগ্য সুপ্রসন্ন থাকবে 

 

অক্টোবর মাস

আপনার বিরুদ্ধে অভিসন্ধি ও বাজে সাক্ষ্য প্রতিষ্ঠিত হবে, ফলে  আপনারসুনাম খর্ব হবে  | সাংসারিক সুখ বিনষ্ট হবে | অসমর্থ পদক্ষেপ আপনাকে বিষন্ন করবে | শরীরের দিকে যত্ন নেবেন | আপনি যদি পুরানো অন্যায়ের  কষ্ট  পান, তবে তার পরিমাণ  প্রতিরোধ করার  চেষ্টা করবেন | আপনার বিরোধীরা আপনার ভাবমূর্তি নাশ কারবার চেষ্টা করবে | বাদানুবাদ পরিস্তিতি থেকে নিজেকে নিবৃত্ত করার চেষ্টা করবেন | এই সময়টা আপনার পক্ষে ভাল নয় | সাংসারিক স্বচ্ছন্দ ফিরিয়ে আনতে  আপনি ধার্মিক বা আধ্যাত্মিক কাজে নিজেকে নিমজ্জিত করুন|

 

নভেম্বর মাস

 ব্যবসা বাণিজ্যে খুবই ভাল ফল করবেন | বাণিজ্যে অর্থাগম অবশ্যম্ভাবি  | এই সময় আপনি কাজে খুবই ব্যস্ত থাকবেন | আপনার সূক্ষ্ম পর্যবেক্ষণ শক্তি এবং প্রভেদবোধ আপনার ব্যবসায়িক শ্রী  বৃদ্ধিতে সাহায্য করবে | ঊর্ধতন কর্তৃপক্ষ বা সংস্থার সঙ্গে আপনার সম্পর্কের উন্নতি হবে  | পারিবারিক পরিবেশ সন্তোষজনক হবে | আপনার নতুন যানবাহন ক্রয়ের সম্ভাবনা প্রবল  | দূরবর্তীস্থান থেকে ভাল সংবাদ পাবেন | শুভ অনুষ্ঠান বাড়িতে পালিত হতে পারে |

 

ডিসেম্বর মাস

অন্যের ভাল উপদেশ না শোনার প্রবণতা বৃদ্ধি পাবে | অন্যায় এবং ভুল কাজ করার  প্রবণতা রয়েছে | বহুল খরচের জন্য ঋণগ্রস্থ হবেন , সুতরাং খরচ করার ব্যাপারে নিজেকে সংযত করুন | ভুল সিদ্ধান্তের জন্য চিন্তান্বিত থাকবেন | হটকারী হবেন না নতুবা আপনি ভয়ঙ্কর সমস্যায় পড়তে পারেনএই সময় দুর্বোধ্য বিজ্ঞানের প্রতি ঝোঁক বাড়বে | আপনার স্বাস্থ্য এই সময় ভাল যাবে না |

Author Bio

Related Posts