আগামী ইং ২০২৪ সনে কেমন থাকবে ধনু রাশির জাতকেরা? রাশি অনুযায়ী বর্ষফল

ধনুরাশির রাশির ২০২৪ বর্ষফল

ধনুরাশির রাশির ২০২৪ বর্ষফল

ধনুরাশির রাশির ২০২৪ বর্ষফল

প্রথম সাতমাস ধনু রাশির মোটেই ভাল যাবে না | আপনার স্ত্রী বা স্বামী শারীরিক কষ্টে ভুগবেন | অর্থহানি ,ব্যর্থতা এবং হতাশা আপনাকে ছেয়ে থাকবে | আপনি ঝুগড়ুটে এবং উত্তেজনাপ্রবণ হবেন |

 

জানুয়ারী মাস

কোন ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে জড়িয়ে পড়বেন এবং আপনার সুনামের ক্ষতি হতে পারে | স্বাস্থ্যজনিত ভাবে এই সময় শুভ নয় | অযাচিত ভাবে অর্থোপার্জন করতে পারেন এবং সেইসাথে খরচ বৃদ্ধি পাবে | গুপ্ত ও লুকায়িত সুখগুলি পাওয়ার ইচ্ছা দমন করুন, নতুবা আপনাকে ভীষণভাবে সামাজিক বদনামের মুখে পড়তে হবে  | পরিবারের সদস্যদের  সহযোগিতা থাকবে  যদিও মতের অমিলও  হতে পারে | যতটা সম্ভব ভ্রমণ থেকে বিরত থাকুন |

 

ফেব্রুয়ারী মাস

এই সময় আপনার মিশ্র ফল থাকবে | দূরবর্তী ভ্রমণ শুধুমাত্র বিপদহীনই হবে না, তা ফলপ্রসূ হবে | উচ্চপদসম্পন্ন ব্যক্তির সঙ্গলাভ এবং তাদের দাক্ষিণ্য লাভ করবেন | পিতামাতার স্বাস্থ্য ভাল যাবে না | ধর্মীয়স্থানে ভ্রমণ করতে পারেন | খ্যাতি অর্জনের জন্য কাজের ভার বেড়ে যেতে পারে | অর্থনৈতিক বিষয়ে আশাপ্রদ সময়

 

মার্চ মাস

আপনার পরিকল্পনা ও চিন্তাকে গঠনমূলক রূপ দেবেন | ব্যবসা ও কাজের ক্ষেত্রে দারুন ফল পাবেন | সমস্ত কাজে সফল হওয়া প্রায় নিশ্চিত | বড়দের এবং শুভাকাঙ্খীদের সঙ্গে সুসম্পর্ক থাকবে | এই সময়ের সার্থক ব্যবহার করুন |

 

এপ্রিল মাস

গুরুজন বা বয়স্ক ব্যক্তির সাহায্য পাবেন | দূরভ্রমণ সার্থক হবে | নিশ্চিতভাবে অর্থাগম হবে এবং নতুন কোন সূত্রে তা হতে পারে | ব্যয় ও বেশি হবে তবে তা আয়ের থেকে বেশি নয় | ধারণার বশবর্তী হয়ে উপার্জন করতে পারেন | এই সময়ের সদব্যবহার করুন | ফাটকাতেও আয় সুস্পষ্ট |

 

মে মাস

আপনি খুব এলোমেলো ভাবে কাজ করবেন | অলীক কল্পনা থেকে বিরত থাকুন | একটা ভীতিজনক চিন্তা আপনার উপর চেপে বসবে | নিজের লোক বহুবার আপনাকে বঞ্চনা করবে | কর্কশ স্বভাব পরিত্যাগ করুন | বিপরীত লিঙ্গের সাথে বন্ধুত্ব মোটেই আন্তরিক হবে না | চটজলদি উপার্জনের উপায়গুলিকে ভাল করে খুঁটিয়ে দেখুন | স্মৃতি নয় ,বাস্তব নিয়ে বাঁচুন | গুপ্ত শারীরিক রোগ আপনার সুখের কাঁটা হয়ে দাঁড়াবে |  

 

জুন মাস

এই সময় প্রভূত অর্থোপার্জন দেখা যায়| অন্যান্য ব্যক্তিদের বিশেষ করে পরিবার পরিজনের ভালোর জন্য প্রচুর আর্থিক ব্যয় স্বীকার করবেন | সর্বজনপ্রিয় হবেন | পরিবারের সংখ্যাবৃদ্ধি হতে পারে | শত্রুদের পরাভূত করবেন |উপহার বা উত্তরাধিকার সূত্রে প্রাপ্তিযোগ হবে | আপনার শিল্পকলা ,পদ্য সাহিত্যের প্রতি অনুরাগ গাঢ় হবে | আপনার নিজের কর্ম ভাল করবেন | সামগ্রিক ভাবে সুখ থাকবে |

 

জুলাই মাস

এই সময় আপনি শারীরিক শক্তির অভাবে নির্জীব বোধ করবেন | ফলহীন কাজে শক্তিক্ষয় করবেন | আর্থিক ক্ষতির খুবই সম্ভাবনা দেখা যায় | পরিবারের সদস্যের অসুস্থতা আপনার মানসিক শান্তি বিঘ্নিত করবে | খরচ করার প্রবণতা খুবই বৃদ্ধি পাবে | অনাকাঙ্খিত স্থানে থাকতে হতে পারে | যদিও তাতে  মানসিক অভিজ্ঞতা খারাপ হবে না  | ধর্মীয় কাজকর্মে কিছু সময় নিয়োজিত করা উচিত | কিন্তু পার্থিব বস্তুর ব্যাপারে মোটেই তা শুভ নয় | নতুন কোন রাজনৈতিক বিষয়ে জড়িয়ে পড়লে মানসিক অশান্তি বিঘ্নিত হবে |

 

আগস্ট মাস

 ব্যবসা বাণিজ্যে খুবই ভাল ফল করবেন | বাণিজ্যে বৃদ্ধি হতে পারে | এই সময় আপনি কাজে খুবই ব্যস্ত থাকবেন | আপনার সূক্ষ্ম পর্যবেক্ষণশক্তি প্রভেদবোধ আপনার শিক্ষা বৃদ্ধিতে সাহায্য করবে | ঊর্ধতন কর্তৃপক্ষ বা সংস্থার সঙ্গে আপনার সম্পর্কের উন্নতি হতে পারে | পারিবারিক পরিবেশ সন্তোষজনক হবে | আপনার গাড়ি হবে | দূরবর্তীস্থান থেকে ভাল সংবাদ পাবেন | শুভ অনুষ্ঠান বাড়িতে পালিত হতে পারে |

 

সেপ্টেম্বর মাস

এই সময়ে আপনি মিশ্র ফল পাবেন | হঠাৎ ভাগ্য পরিবর্তন হবে | আপনার সামাজিক পরিধি বিস্তারিত হবে | প্রেম প্রণয়ের ব্যাপারে এইসময় ভাল নয় | প্রিয়জনের সঙ্গে কলহ এবং শত্রুতা হতে পারে | আপনার খরচ অযাচিত ভাবে বৃদ্ধি পাবে | ভ্রমণ কাজের হবে না | ঝুঁকিমূলক কাজে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে | সম্ভবত ঝুঁকি নেবার পক্ষে এই সময়টা ঠিক নয় | ছোটখাট শারীরিক সমস্যা হতে পারে |  

 

অক্টোবর মাস

মানসিক দুশ্চিন্তায় ভুগবেন | শারীরিক রোগ হতে পারে | মনে শান্তি থাকবে না | পরিবারের মানুষদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হবে | যদিও দুর্বোধ্য বিজ্ঞান বা পরামনস্তত্ত্ব  সম্পর্কিত অগ্ৰহ জন্মাবে| বিষয়ে কিছু অভিজ্ঞতাও হবে | আচমকা  আর্থিক লাভ বিষয়ে কিছু অভিজ্ঞতা হবে | বিরাট বিনিয়োগের দিকে ঝুঁকবেন না কারণ তার থেকে প্রাপ্য অর্থ  আপনার চাহিদা অনুযায়ী নাও হতে পারে | বন্ধু বান্ধবরা তাদের প্রতিজ্ঞা রাখবে না | মানসিক শান্তির  অভাববোধ বিচরণ করবে

 

নভেম্বর মাস

আপনি কাজের ক্ষেত্রে খুব ভাল ফল করবেন | আপনার চাকরির স্থানে পদোন্নতি  ঘটবেই  | ক্ষমতা সম্পন্ন ব্যক্তিদের সঙ্গে আপনার যোগাযোগ বৃদ্ধি পাবে | দৈনন্দিন কাজ করার  ক্ষেত্রে প্রচুর শক্তি থাকবে |বিরোধীরা আপনার মুখোমুখি হতে ভয় পাবে এবং হতোদ্যম হয়ে পড়বে | আর্থিক দিক থেকে আপনার পক্ষে এই সময় ভাল | ছোটখাট ভ্রমণের সম্ভাবনা প্রবল  | পারিবারিক পরিবেশ মোটামুটি সন্তোষজনক | এই সময়ের মাঝে মাঝে   আপনি ছোটখাট অসুখে ভুগবেন | এ ব্যাপারে সামান্য যত্ন নেওয়া প্রয়োজন |

 

ডিসেম্বর মাস

এই সময় আপনি বাণিজ্যিক কাজ দৃঢ়ভাবে বৃদ্ধি করতে পারবেন | আপনি কর্মজীবনে জটিলতা ও সাংসারিক প্রভেদের ব্যাপারে নৈপুণ্য প্রদর্শন করবেন | আপনি খুবই শৃখলা ও আবেগের সামঞ্জস্য অনুযায়ী কাজ করবেন | আপনি আরামে ও সুখে থাকবেন | দৃঢ়ভাবে কাজ কারবার প্রবণতা আপনার | পিতামাতার সঙ্গে সুন্দর সম্পর্ক আপনি উপভোগ করবেন | বিলাসিতা করতে আপনি ইচ্ছুক | গ্রহগত সংযোগ আপনাকে ভাল ফল দেবে | শুভ অনুষ্ঠান সমারোহ দায়িত্ব সহযোগে সম্পন্ন করবেন |

Author Bio

Related Posts