আগামী ইং ২০২৪ সনে কেমন থাকবে বৃশ্চিক রাশির জাতকেরা? রাশি অনুযায়ী বর্ষফল

বৃশ্চিক রাশির ২০২৪ বর্ষফল

বৃশ্চিক রাশির ২০২৪ বর্ষফল

বৃশ্চিক রাশির ২০২৪ বর্ষফল 1

এই সময় বৃশ্চিক রাশির জাতকেরা বহু ভ্রমণ করতে পারেন | আর্থিক দিক দিয়ে আপনার সময় ভাল এবং আপনি কেরিয়ারে উন্নতি করবেন | সন্তান এবং স্বামী বা স্ত্রীর কাছ থেকে সুখ পাবেন | উপরতলার কাছ থেকে আপনি প্রশংসিত হবেন সন্মান পাবেন |

 

জানুয়ারী মাস

এই সময় যাই করুন না কেন আপনি সাফল্য লাভ করবেন | সমস্ত কর্মপ্রচেষ্টা সফল হবে এবং সকল বাধা বিপত্তি অতিক্রম করবেন | শত্রুকে পরাজিত করবেন এবং তারা আপনার ক্ষতি করতে পারবে না | আপনি কাজে সফল হবেন এবং চাকরির অবস্থার উন্নতি হবে | সন্মান বা পদ উন্নতি হবে | আপনার পদোন্নতি হবে, শ্রদ্ধা খ্যাতি লাভ করবেন | সর্বমোট এটি একটি সার্থক সময় |

 

ফেব্রুয়ারী মাস

গুণীজনের কাছ থেকে থেকে শ্রদ্ধা সন্মান পাবেন | যশোন্নতি হবে | বিদেশীদের সঙ্গে যোগাযোগ ফলপ্রসূ হবে | দূর ভ্রমণ যোগ আছে | ধর্মীয় কাজের দিকে ঝুঁকবেন | ভালো জীবন উপভোগ করবেন | পিতামাতার সঙ্গে সুসম্পর্ক থাকবে |

 

মার্চ মাস

মতামত প্রদান ও নিজ বিচার ক্ষমতা সম্পর্কে সাবধান থাকুন এবং স্বাতন্ত্র্য হানি হতে পারে | পরিবারের সদস্যের স্বাস্থ্য সমস্যায় ফেলবে | ধারণার  বশবর্তী হয়ে কিছু করবেন না | আপনার আয়ত্বের বাইরে খরচ হতে পারে | বন্ধু বা সঙ্গীরা আপনাকে বিমুখ করতে পারে | ভ্রমণে পরিশ্রান্ত  হতে পারেন |

 

এপ্রিল মাস

এই সময় মিশ্রফল লাভ করবেন | কর্মস্থানে বা ব্যবসায় ভাল ফল করবেন | আপনার স্থির চিত্ত স্থিরই  থাকবে এবং একবার হাতে নেওয়া কোন কাজ বাতিল করবেন না অথবা আত্মপ্রত্যয় হারাবেন না | আপনার ভাই বা বোনেদের সহায়তা করার  ইচ্ছা থাকবে | তবুও আপনার পিতামাতা বা গুরুজনদের সঙ্গে সম্পর্ক ঠিক থাকবে না | কোন কোন সময় কোন ঘটনার সারমর্ম বুঝতে  আপনি খুবই বোধশক্তির পরিচয় দেবেন | আপনার ব্যক্তিত্বে ঠুনকো মর্যাদাবোধ গড়ে উঠবার  সম্ভাবনা রয়েছে | আপনার এই চরিত্র আপনার জনপ্রিয়তা খর্ব করবে  | অন্তর্মুখী হন, তাতে ভালো থাকবেন

 

মে মাস

 ব্যবসা বাণিজ্যের কাজে আপনি খুব ভাল ফল করবেন | ব্যবসায়ে বৃদ্ধিলাভও এই সময় হতে পারে | বড়দের এবং ঊর্ধতন কর্তৃপক্ষের থেকে ভালবাসা এবং সন্মান পাবেন | আয় ভালই হবে | বাড়ির কাজে খরচ করবেন | ব্যবসা বা কাজের ব্যাপারে ঘন ঘন ভ্রমণ যোগ আছে | শত্রুরা আপনার মর্যাদা হানি করবার চেষ্টা করবে যদিও তারা ব্যর্থ হবে | পারিবারিক জীবন খুব সুখের হবে |

 

জুন মাস

প্রয়োজনীয় এবং জরুরি কিছু জিনিস হারানোর ভয় আছে | আপনার উচ্চপদস্থ বা কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে | ব্যবসায়ে ক্ষতি হতে পারে | আপনার বন্ধুবান্ধবরা তাদের কথা রাখবে না | পরিবারের লোকেদের দৃষ্টিভঙ্গির আমূল পরিবর্তন হবে | আপনার কাজেকর্মে মানসিক দুশ্চিন্তার প্রভাব পড়বে | এই সময় আপনাকে দুর্বোধ্য  বিজ্ঞান মনস্তাত্ত্বিক আবর্তে সহায়তা করবে | এই সময়ে ওপরের কথার ওপর নির্ভর না করে আপনার নিজস্ব বুদ্ধিশক্তি দক্ষতার উপর ভরসা রাখুন  | আপনার যদি পৈতৃক সম্পত্তি বা অস্থাবর জিনিসের প্রতি উচ্চাকাঙ্খা থাকে তবে তা বিস্ময়কর ভাবে আপনার কাছে আসবে | শরীরের দিকে যত্ন নেবেন | প্রিয়জনের মৃত্যু সম্পর্কিত  বাজে সংবাদ পেতে পারেন |

 

জুলাই মাস

আপনার আয়ত্বের বাইরে চলে যাবে খরচ এর পরিমান | শারীরিক সমস্যা দেখা দিতে পারে | বিরোধীরা আপনার সন্মান ক্ষুন্ন করতে চেষ্টা করবে | আপনার চাকরি হবে সন্তোষজনক কিন্তু তাতে কাজের চাপ থাকবে | এর পাশাপাশি আপনি thankless  job এ  জড়িয়ে পড়বেন | রূঢ় কথাবার্তা বলবেন না এবং অন্যের সমালোচনা করবেন না  | পারিবারিক জীবন আপনাকে চিন্তান্বিত করবে | যতদূর পারবেন ভ্রমণ এড়িয়ে চলুন |

 

আগস্ট মাস

এই সময় আপনি বুদ্ধিমত্তা সহকারে  কাজ করার চেষ্টা করুন  | এই সময়ে আপনি আপনার ওপরের প্রতি আশা ভরসা করার  প্রবৃত্তি থাকবে | বৈদেশিক যোগাযোগের মাধ্যমে যে খবর আসবে তাতে আপনি উপকৃত হবেন | হঠাৎ ভ্রমণ আপনার পক্ষে ভাল হবে | উপার্জন বৃদ্ধি পাবে | আপনার পারিবারিক জীবন যদি আপনি সুখের করতে চান তবে তা আপনার হবে | আপনার বন্ধুত্বের পরিধি বৃদ্ধি পাবে | আধ্যাত্মিকতার দিকে আপনার মন ঝুঁকবে | আপনার পক্ষে এ সময়টা যথার্থ ভাল সময় হবে | 

 

সেপ্টেম্বর মাস

এই সময় আরামপ্রদ | মর্যাদা এবং সেই সঙ্গে উপার্জন বৃদ্ধি পাবে | পারিবারিক জীবনও খুব সুখী হবে | লাভজনক কাজে প্রবেশ করবেন | কোন ধরণের পারিবারিক মিলনোৎসব হবে | ভ্রমণ যোগে শুভ সংবাদ আসবে | বিরোধীরা কোন ক্ষতি করতে পারবে না | পরিবারের সদস্য বৃদ্ধি হতে পারে | কাজে সাফল্য আসবে | আপনার অধীনস্থরা সম্পূর্ণ সহযোগিতা করবে | সামগ্রিকভাবে এই সময়টা খুবই সুখের |        

 

অক্টোবর মাস

পদ্ধতিগত রীতিতে চলতে আপনার প্রবল আকাঙ্খা | আপনার মানসিক দৃঢ়তা, আপনাকে সাফল্যের পথ দেখাবে | আপনি নিশ্চিতভাবে ভাল ফল পাবেন আপনার কাজ, ব্যবসা, পেশা ইত্যাদি বিষয়ে  | নতুন দুঃসাহসিক কাজ বা পেশাতে ঝুঁকি নেওয়ার সুযোগ আছে | আর্থিকগত দিক স্বাভাবিক থাকবে | পারিবারিক পরিবেশ খুব ভাল থাকবে | আপনার সামাজিক পরিধি বৃদ্ধি পাবে  | কম দূরত্বের ভ্রমণে আপনি লাভবান হবেন | বৈদেশিক যোগাযোগের দ্বারা আপনি শুভ  ফল পাবেন

 

নভেম্বর মাস

এই সময় আপনি খুব খুশিতে থাকবেন | আপনার নিজের বুদ্ধিমত্তা দক্ষতার জন্য ফলাফল ভাল হবে এবং আপনি শিক্ষিত ব্যক্তির সাহচর্য পাবেন | আপনি সন্মান পাবেন এবং আপনার যশ বৃদ্ধি পাবে | সাংসারিক জীবন হবে সন্তোষজনক | সাহসী প্রয়াস আপনার উচ্চাকাঙ্খাকে  সফল করবে | আপনি সফল হবেন কিন্তু কাজের বোঝা আপনাকে পরিশ্রান্ত করবে | আপনার অনৰ্নিহিত  সূক্ষ্ম ক্ষমতার জন্য আপনি সম্মানিত হবেন | আপনার শারীরিক অবস্থা সন্তোষজনক হবে |

 

ডিসেম্বর মাস

ফলাফলের প্রতি আপনি অতি উচ্চাভিলাসী | আপনার ব্যবসায়িক সম্ভাবনা ভাল | ক্ষমতাপন্ন ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি পাবে | চাকরির অবস্থার উন্নতি হবে | ঘন ঘন ভ্রমণের সম্ভাবনা আছে | উদ্ভাবনী চিন্তায় আপনার মন ভরে থাকবে কিন্তু কোনভাবে বিষয়টির খুঁটিনাটি না জেনে তা প্রয়োগ করার চেষ্টা করবেন না | এই সময়ে  আপনার পরিবার আরো দায়িত্বশীল রূপে দেখতে চাইবে  | পারিবারিক ব্যক্তিদের অসুস্থতা আপনাকে মানসিক দুশ্চিন্তায় ফেলবে |    

Author Bio

Related Posts