আগামী ইং ২০২৪ সনে কেমন থাকবে কন্যা রাশির জাতকেরা? রাশি অনুযায়ী বর্ষফল

কন্যা রাশির বর্ষফল

কন্যা রাশির বর্ষফল

এই সময় কন্যা রাশির বহু ভ্রমণ করতে পারেন | আর্থিক দিক দিয়ে আপনার সময় ভালো এবং আপনি উন্নতি করবেন | সন্তান এবং স্বামী বা স্ত্রীর কাছ থেকে সুখ পাবেন | উপরতলার কাছ থেকে আপনি প্রশংসিত ও সন্মান পাবেন |

 

জানুয়ারী মাস

আপনি যে ভাবে কাজ করতে চাইবেন সেভাবে কাজ পেতে হলে প্রচুর পরিশ্রম করতে হবে এবং সেই পরিশ্রম খুব ক্লান্তিকারক হতে পারে | সামগ্রিকভাবে ফলগুলি হতাশাজনক নয় কিন্তু কাজে কর্মে দেরী হওয়ার অনুভূতি হতে পারে | এই সময়টি আপনাকে বড় কাজ করতে সুযোগ দেবে না | ধৈর্য্য ধরে কাজ করা প্রয়োজন | স্বামী বা স্ত্রীর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ থাকবে | ব্যবসা বা কাজের জন্য ভ্রমণ সন্তোষজনক হবে | জমি কেনার জন্য সময় বাতিল করে ভালো সময়ের জন্য অপেক্ষা করুন |

 

ফেব্রুয়ারী মাস

অকৃতকার্য্য পদক্ষেপ আপনাকে মানসিক কষ্ট দেবে | আপনার কাজের চাপের জন্য আপনি শ্লথ হয়ে পড়বেন | ছোটখাট ব্যাপারে গোলমাল হতে পারে | ছোটখাট ঘটনায় আপনি আপনার সময় ও শক্তি ক্ষয় করবেন | সহজেই উপার্জন করার প্রবণতাকে দমন করবেন | আপনার শরীর দেবে না কিছু কিছু বিষয়ে কাজ করতে | পারিবারিক জীবনে চিন্তা থাকবে | যাহোক এই সময়ে আপনি দুর্বোধ্য বিজ্ঞান অথবা মনস্তাত্ত্বিক অভিজ্ঞতা লাভ করবেন | অফলপ্রসূ ভ্রমণ এড়িয়ে চলুন |

 

মার্চ মাস

এই সময় আপনার অনেক কিছু করতে ইচ্ছা করবে কিন্তু আপনি কোন জায়গাতেই পৌঁছাতে পারবেন না | বন্ধু, আত্মীয় পরিজন আপনাকে এই সময় কোন রকম ভাবেই সাহায্য করবে না | শরীরের যত্ন নিন | পরিবারের ব্যক্তিরা শারীরিক অসুস্থতায় ভুগতে পারে | পুরোপুরিভাবে পারিবারিক পরিবেশ চিন্তান্বিত থাকবে | ঝুঁকি নেবার প্রবণতাকে পুরোপুরি সংযত করুন | আপনার শত্রুরা আপনার সম্মানহানী করতে সচেষ্ট হবে | এই সম্পর্কে সচেতন থাকুন | যতদূর সম্ভব ভ্রমণ থেকে নিজেকে বিরত রাখুন |পেটের রোগে কষ্ট পেতে পারেন|

 

এপ্রিল মাস

ইন্দ্রিয়ভোগী চিন্তাগুলি আপনাকে শুধু মন মরাই করবে না , তা আপনাকে বিব্রতও করতে পারে | শারীরিক সমস্যা আপনাকে সাধারণ কাজকর্ম করতে দেবে না | চাকরির অবস্থা খুব ভালই থাকবে , যদিও পরিশ্রমের ফলে কাহিল হয়ে পড়বেন | বিপরীত লিঙ্গের সঙ্গে ছন্দ বজায় নাও থাকতে পারে | বিরোধীরা আপনার উপর টেক্কা দেবে | বিরুদ্ধ পরিস্থিতির মোকাবিলা করার চেষ্টা করুন | বিশাল খরচা হতে পারে |

 

মে মাস

অনাকাঙ্খিত সমস্যা এসে হাজির হবে | পরিবার পরিজনের সঙ্গে আন্তরিক সম্পর্ক রাখুন না হলে ঝগড়ায় জড়িয়ে পড়বেন | শরীরের প্রতি দৃষ্টি রাখুন | লম্বা অসুস্থতার সম্ভাবনা রয়েছে | অসৎ কর্মকে প্রশ্রয় দেবেন না | গোপন কাজকর্মকে এড়িয়ে চলুন | গুরুত্বপূর্ণ দলিলে সই করার আগে তা ভাল করে জানুন | ব্যবসায়িক ব্যাপারগুলোকে ভাল করে জেনে এগোবেন |

 

জুন মাস

আপনার পরিকল্পনা ও চিন্তাকে গঠনমূলক রূপ দেবেন | ব্যবসা বা কাজের ক্ষেত্রে দারুন ফল পাবেন | সমস্ত কাজে সফল হওয়া প্রায় নিশ্চিত | বড়দের এবং দেখভালকারীদের সঙ্গে সুসম্পর্ক থাকবে | এই সময়ের সার্থক ব্যবহার করুন |

 

জুলাই মাস

প্রাত্যহিক জীবনে সমস্যার সম্মুখীন হবেন | শত্রুরা ভাবমূর্তি ক্ষুন্ন করার চেষ্টা করবে | ব্যবসার সঙ্গী বা অন্যান্য সঙ্গীদের সঙ্গে ঝামেলা হবার প্রবল সম্ভাবনা | পারিবারিক জীবন সুখের হবে না | সুস্বাস্থ্যের ব্যাপারে সচেতন থাকুন | ভ্রমণ ফলপ্রসূ হবে না | স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যের ব্যাপারে চিন্তা থাকবে | এই সময় জীবন সমস্যাকীর্ণ থাকবে |

 

আগস্ট মাস

প্রভাবশালী ব্যক্তিদের সংস্পর্শের আসবেন | নিশ্চিতভাবে আয় বৃদ্ধি হবে | নতুন কোন উদ্যোগে প্রবেশ করতে পারেন | বন্ধু ও সাথীরা খুবই সাহায্যের হাত বাড়িয়ে দেবে | দূরভ্রমণ লাভজনক | বিদেশীদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি পাবে | পারিবারিক জীবন খুব সুখের | প্রেমপরিণয়ে জোয়ার আসবে | শত্রুদের পরাভূত করবেন ,নায়কোচিত ভাবে প্রবল পরাক্রমশালী হবেন | সাধারণভাবে স্বাস্থ্য ভাল যাবে কিন্তু কানের সমস্যায় ভুগবেন |

 

সেপ্টেম্বর মাস

আপনি সু-সম্পর্ক থেকে বিরত থাকবেন এবং মানুষের সাথে শত্রুতা বৃদ্ধি পাবে | সুরক্ষার অভাব বোধ করবেন | অকারণ কাজে সময় নষ্ট করবেন | অন্যের জন্য সময় নষ্ট করে কাজ করতে হতে পারে | খরচ বৃদ্ধি পাবে | বিরোধীরা চাপ সৃষ্টি করবে | যতদূর সম্ভব ভ্রমণ থেকে বিরত থাকবেন | শরীরের ব্যাপারে যত্ন নিন কারণ এর থেকে সমস্যা হতে পারে | আপনার প্রতি পরিবারের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হবে | প্রতিকূল পরিবেশের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলাই শ্রেয় |অসুখ বিসুখ থাকবে |

 

অক্টোবর মাস

আপনার আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে | ভাই ও বোনেরা উন্নতি করবে | যোগাযোগের মাধ্যমে ভাল খবর পাবেন | হঠাৎ ভ্রমনে সৌভাগ্য আসবে | চাকরিজীবিদের পদোন্নতি হবার সম্ভাবনা | স্থান ও কাজের পরিবর্তনকে উড়িয়ে দেওয়া যায় না |

 

নভেম্বর মাস

প্রচুর বিঘ্নের সম্মুখীন হবেন এবং সেই কারণে কষ্ট পাবেন এবং আপনার অবস্থার জন্য দুর্বিপাকে পড়তে পারেন | আপনার শারীরিক সমস্যা হতে পারে | আপনার খরচ বেড়ে যেতে পারে | আপনার স্বামী বা স্ত্রীর শরীরের কিছু উন্নতি হতে পারে কিন্তু তা কিছুটা সময় নিতে পারে পুরোপুরি সেরে না ওঠা পর্যন্ত | আপনার মানসিক শান্তি কিছুটা বিঘ্নিত হবে |

 

ডিসেম্বর মাস

উদ্যোগে ব্যর্থতার জন্য মানসিক অশান্তি বৃদ্ধি পাবে | ঊর্ধতন কর্তৃপক্ষের আপনার প্রতি বিরূপতা লক্ষ্যনীয় | পারিবারিক বাতাবরণ আন্তরিক নয় | ভ্রমণে গোলযোগ দেখা যাবে | বাবা মার সাথে মানিয়ে নাও চলতে পারেন | চটজলদি উপার্জনের জন্য কোন চেষ্টা করবেন না | কাজের বা চাকরির অবস্থা সন্তোষজনক নয় | বন্ধু বা সহকর্মীর সাথে ঝগড়া বিবাদ হতে পারে | শারীরিক সমস্যা থাকবে | আপনার উদ্যোগগুলি নিয়ম মেনে হওয়া ভাল | দুর্ঘটনার ভয় আছে | এই সময় উদ্রেক হওয়া বিরুদ্ধ অবস্থার সাথে মানিয়ে নিতে আত্মবিশ্বাস গঠন করুন |

Author Bio

Related Posts