রোহিনী , হস্তা ও শ্রবণা এরা সকলেই চন্দ্রের নক্ষত্র বলে ফলিত জ্যোতিষে বিবেচ্য | গ্রহগণ ও নক্ষত্রগণ নিজ নিজ সংস্থানুসারে যেরূপ বলাবল ভোগ করিতে পারে, তেমনি জাতকেরও সেই বলাবল অনুসারে তাহাদিগের ক্রিয়ার ইতরবিশেষ পরিলক্ষিত হয় | এক্ষণে গ্রহ ও নক্ষত্রগণের স্বভাবগত পরিচয় দিলে, এতদসংক্রান্ত গূঢ়রহস্যের কতকটা উদ্ভেদ হতে পারবে |
চন্দ্র:
নৈসর্গিক শুভ গ্রহ | কিন্তু তিথি হিসাবে চন্দ্র আবার নৈসর্গিক পাপগ্রহের মতো | চন্দ্র সুন্দর ফর্সা, জ্ঞানী চঞ্চল প্রকৃতি , সৃষ্টিশীল, কল্পনাপ্রবণ, স্ত্রী গ্রহ | জলজ দ্রব্যের কারক | চন্দ্র মনের কারক | শরীরের জলের ভারসাম্য রক্ষার কারক গ্রহ | দেহের মধ্যে তালু, কণ্ঠ, রক্ত , শরীরের বাম অংশ চন্দ্রের অধিকারে | সাহিত্য, সঙ্গীত, অভিনয়, সরকারি কাজ , চিত্রশিল্প এগুলোও চন্দ্রের অধিকারে |
রোহিণী (Rohini)
অবস্থান – বৃষরাশিতে ১০ ডিগ্রী হইতে ২৩ ডিগ্রী ২০ মিনিট পর্যন্ত |
অধিপতি – শুক্র |
দেবতা – ব্রহ্মা |
প্রতীক – গরুর গাড়ী |
কারকতা – রোহণ শব্দ থেকে রোহিনী | রোহণ অর্থ উত্থান ,উঠা ,সৃষ্টি | কাজেই সৃষ্টির জন্য যা কিছু দরকার সব বস্তু ও জীব এই নক্ষত্রের কারক |যেমন পশু ,পাখি ,মানুষ |আবার রোহিণী চন্দ্রের স্ত্রী এবং রোহিণী সাজসজ্জা ও প্রসাধনপ্রিয়া ছিলেন তাই এই নক্ষত্র প্রসাধন গন্ধদ্রব্য ,উত্তম বেশভূষার কারক |আবার সৃষ্টি যার জন্য বেঁচে আছে সেই ‘অন্ন‘ এই নক্ষত্রের কারক |চন্দ্রের জন্মনক্ষত্র রোহিণী |
হস্তা (Hosta)
অবস্থান – কন্যারাশির ১০ ডিগ্রী হইতে ২৩ ডিগ্রী ২০ মিনিটে পর্যন্ত |
অধিপতি – বুধ |
দেবতা – সূর্য |
প্রতীক – মুষ্টিবদ্ধ হাত |
কারকতা – হস্তা অর্থে ‘হস্তক্ষেপ‘ নেতৃত্ব ,প্রভুত্ব ,আত্মতুষ্টি প্রভৃতি |অহং দিকের প্রকাশ ,জ্ঞান ,বুদ্ধি ,দূরদর্শিতা |শুভ গ্রহের প্রভাবে শুভ ফল দেয় | হাতের কাজে পারদর্শী |শুভদিক – যাদুকর -(magician ) অশুভদিক (পকেটমার) |
শ্রবণা (Srobona):
অবস্থান – মকরের ১০ ডিগ্রী হইতে ২৩ ডিগ্রী ২০ মিনিট পর্যন্ত |
অধিপতি – শনি |
দেবতা – হরি |
প্রতীক – ত্রিশূল |
কারকতা – শ্রবণা অর্থে জ্ঞান বা শ্রুতি | শ্রবণ দ্বারা শিক্ষালাভ | সরস্বতীর জন্মনক্ষত্র |সেই হেতু বিদ্বান ,পন্ডিত ,বুদ্ধিবৃত্তির উৎকর্ষতা ,শাস্ত্রানুরক্তি ,জ্ঞান ,শিক্ষাদাতা ,জ্ঞানদাতা ,বিখ্যাত ,যশস্বী ,শব্দবিদ ,ভাষাবিদ ,মুক্তপুরুষ –যার কথা লোকে শোনে এবং শুনে শিখে |মূত্রনালির পীড়া নির্দেশ করে |