Astrology, Nakshatra, Rashi

কেতুর কুপ্রভাবে কি মানুষের অপঘাতে মৃত্যু হতে পারে?

কেতুর কুপ্রভাবে কি মানুষের অপঘাতে মৃত্যু হতে পারে?

কেতুর কুপ্রভাব 1

কেতুরাহুর যেমন শুধু মাথা আছে , কেতুর প্রতীক তেমনি মাথা থেকে বিচ্ছিন্ন এক অচেতন দেহ | মাথা নেই , কেতু তাই চক্ষুহীন , অন্ধত্বের কারক

ভৌতিক এবং আধ্যাত্মিক স্তরেকেতয়তী চিকিৎসাযতিবলা হয়েছে আমাদের শাস্ত্রে

অর্থাৎ ভবরোগ এবং আধ্যাত্মিক দুই স্তরেরই চিকিৎসক এই কেতু গ্রহ | প্রাণহীন , তাই ভোগলালসাহীন

কেতুর প্রভাবে বাসনা মুক্ত হতে পারলে পরমার্থ লাভ হতে পারে

রাহুর প্রভাবে আমরা ভোগবাসনায় ডুবে গিয়ে সৎঅসৎ উভয় পথেই অর্থ রোজগার করে আনতে পারি | বিষপানে মৃত্যু হতে পারে তাই কেতু মৃত্যুর প্রতীক নিস্প্রান দেহ |

কেতু আমাদের আত্মসন্ধানের পথ খুঁজতে সাহায্য করে  এবং পরমার্থের সন্ধান দিতে পারে |       

কেতুর কুপ্রভাব মৃত্যু

কেতু (ketu ) গ্রহের কারকতা

কেতু সম্পূর্ণ উদাসীন, প্রকাশের অভাব প্রতীক সর্প | সে সর্পের মতো ক্রূর স্বার্থপরযখন অশুভ কেতু প্রবল বৃহ , শুক্র দুর্বল |কারকতা রহস্যময় ,গোপনীয়,হস্তপদ চক্ষুহীন, নির্জীব ,হঠাৎ কোনও ঘটনার কারক |কাপুরুষ ,অপমান ,অবনতি বাধা ,স্বার্থপরতা ,নিদ্রালুতা,কর্মবিরতি,বন্ধন ,কৈবাল্য            ,পশুত্ব ,অবসাদ ,নির্বুদ্ধিতা,অবচেতন ,শক্তিহীনতা ,হৃদয়হীনতা  ,চোর ,আত্মজ্ঞান ,গভীরশান্তি ,সহজবুদ্ধি |   কারাগার ,কয়েদী,রোগীর ঘর , হাসপাতাল|   ধূম্রবর্ণ   ,বৈদূর্য্যমনি   (cats  -eye  )|রোগ : ফুসফুসের রোগ , জ্বর, চোখে ব্যথা ,সর্বগাত্রে ব্যথা ,যে সকল ব্যাধির  কারণ সহজে জানা যায় না |বাস্তু মতে –   কোনো দিক নাই |   জন্মনক্ষত্র : অশ্লেষা (9 )

Author Bio

Related Posts

Start typing to see posts you are looking for.
ENQUIRY FORM