কোন পেশায় কোন রত্ন Miracle Result দেয় ?

প্রতিটি পেশার সঙ্গে এক একটি গ্রহ রত্ন জড়িত | যদি নির্দিষ্ট পেশার সঙ্গে সম্পর্কযুক্ত রত্নটি ধারণ করা যায়, সেই পেশার সাফল্য একেবারে নিশ্চিত |নিজের অর্থনৈতিক উন্নতি প্রতিষ্ঠা বাড়াতে মানুষ জ্যোতিষীদের কাছে যান এবং পেশা অনুযায়ী প্রয়োজনীয় রত্ন গ্রহণ করেন |নিচের আলোচনাই আমাদের বলে দেবে কোন পেশার ব্যক্তিদের কোন রত্ন গ্রহণ করতে হবে |

মুক্তা: যে সমস্ত ব্যক্তিরা ধাতুর ব্যবসা, ইঞ্জিনিয়ারিং যন্ত্রপাতি,কম্পিউটার, গানবাজনা অথবা যন্ত্রপাতির ব্যবসা করে থাকেন , তাদের অবশ্যই সৌভাগ্যসূচক রত্ন হিসাবে মুক্তা ধারণ করতে হবে |

পান্না: যে সমস্ত ব্যক্তিদের নিজেস্ব ব্যবসায়িক সংস্থা আছে, কন্ট্রাক্টর, কাপড় ব্যবসায়ী, তেল ব্যবসায়ী , অলংকরণ সরঞ্জাম , কাগজের জিনিসপত্র প্রভৃতির ব্যবসা আছে তাদের সৌভাগ্যসূচক রত্ন হল পান্না |

হীরে: যে সমস্ত ব্যক্তিরা প্রশাসনিক ক্ষেত্রে, কৃষি, দুগ্ধজাত দ্রব্যাদির, মুরগির ফার্মে, ফল সবজির ফার্মে কর্মরত তাদের অবশ্যই সৌভাগ্যসূচক রত্ন হিসেবে হীরে ধারণ করা উচিত

রুবী: যে সমস্ত ব্যক্তিরা সরকারি ব্যবসায়ী, রাজনীতি করেন, সামাজিক কাজকর্মে জড়িত, জনকল্যাণে নিয়োজিত, খেলাধূলা, অভিনয় সিনেমা জগতের সঙ্গে জড়িত রুবী ধারণে জীবনে সাফল্য লাভ হয় |  

লাল প্রবাল: যে সমস্ত ব্যক্তিরা সামরিক বিভাগে, পুলিশে, নিরাপত্তা বিভাগে, জমিজমা সংক্রান্ত কাজকর্মে, হোটেল ব্যবসা , ইলেকট্রিকাল ব্যবসা করেন তাদের উন্নতির জন্য লাল প্রবাল ধারণ করা উচিত |

পোখরাজ: যে সমস্ত ব্যক্তিরা শৈল্পিক কাজকর্মে জড়িত, শিক্ষাক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, প্রতিভা বিকাশের ক্ষেত্রে অথবা ধর্মীয় দার্শনিক ক্ষেত্রে কর্মরত তাদের সৌভাগ্যসূচক রত্ন হল পোখরাজ |

নীলা: যে সমস্ত ব্যক্তিরা লোহা স্টিলের ব্যবসা , বাড়ি তৈরির সরঞ্জাম, জমিজমা সংক্রান্ত, জমি বেচাকেনার কমিশন ভিত্তিক দালাল তাদের সৌভাগ্য সূচক রত্ন হল নীলা |

গোমেদ: নৃত্যশিল্পী , রাজনীতিবিদ , জ্যোতিষী, তান্ত্রিক, হস্তরেখা বিচারক প্রভৃতি ব্যক্তিদের গোমেদ ধারণ করা উচিত তাদের ব্যবসায়ে সাফল্য অর্জনের জন্য

ক্যাট আই: আইনজীবী, প্রযোজক, নির্দেশক, অভিনেতাঅভিনেত্রী , সাংবাদিক, ছাপাখানার মালিক , চিকিৎসা ক্ষেত্রে কর্মরত ব্যক্তিদের ক্যাট আই ধারণে তাদের নিজেস্ব পেশায় উন্নতিলাভ ঘটে |

Author Bio

Related Posts