সিংহ রাশিফল 2023: জানুন কেমন যাবে নতুন বছর?

Leo Horoscope 2023

সিংহ রাশিফল 2023: নতুন বছরে কোন সুযোগ অপেক্ষা করছে সিংহের জাতকের কাছে?

জ্যোতিষশাস্ত্র অনুসারে, সিংহ রাশিফল 2023 (Leo Horoscope 2023 in Bengali) কেমন যাবে তা জানার জন্য, এই বিশেষ প্রবন্ধটি পড়ুন কারণ সিংহ রাশিফল 2023 -এর অধীনে প্রতি মাসের আলাদা আলাদা সিংহ রাশির ভবিষ্যৎ বাণী দেওয়া আছে। এখানে সিংহ রাশির জাতক/জাতিকাদের কেরিয়ার অর্থাৎ চাকরি এবং ব্যবসা আপনার আর্থিক অবস্থা, শিক্ষা, প্রেম, দাম্পত্য জীবন, শত্রুতা এবং স্বাস্থ্যের মতো ক্ষেত্রে কী ধরনের ফলাফল নিয়ে আসছে তা উল্লেখ করা আছে। এই নিবন্ধে সমস্ত ক্ষেত্রে সিংহ রাশির ভবিষ্যৎ বাণী 2023 দেওয়া হয়েছে।

সিংহ রাশিফল 2023 অনুসারে, বর্তমান বৎসরে দেহভাব কিছুটা চিন্তা দেবে, দেহে আঘাত ফাঁড়া আছে। ধনভাবে আয় কিছুটা বৃদ্ধি পাবে সত্য কিছু অনাদায়ী অর্থ থাকবে, ব্যায় বেশি। আরো দেখা যায় ভাই ভগ্নি পিতামাতা স্ত্রী প্রেমিক অর্থাৎ আপনজনের জন্য মানসিক চিন্তা বৃদ্ধি থাকবে। বিদ্যার্থীদের দেহভাব মধ্যম তবুও বিদ্যায় বাধা। শত্রু পরাস্ত হবে সত্য তবে নিজ ভুলের জন্য নতুন শত্রু সৃষ্টি  হবে। নানা বাধা-বিঘ্নের মধ্য দিয়ে ভাগ্য উন্নতি হবে, আপন আত্মীয় উন্নতিতে বাধা দেবে হিংসা করবে। কর্মভাবে শত বাধার মধ্যেও সফলতা আসবে। আয় বাড়বে। সঞ্চয়ে বাধা। বিস্তারিত ভাবে জেনে নেওয়া যাক সিংহ রাশির বার্ষিক রাশিফল ​​2023 (Leo Yearly Horoscope 2023) ।

2023 সালে সিংহ রাশির কেরিয়ার ও ব্যবসা কেমন হবে, তা জানতে পরামর্শ করুন আপনার নিকটবর্তী জোতিষীর সাথে।

সিংহ রাশিফল 2023

সিংহ রাশির জানুয়ারী মাস কেমন যাবে?

সিংহ রাশিফল 2023 (leo rashifal 2023 in Bengali) র অনুসারে, এ মাসটা সিংহ রাশির ভাগ্য মোটামুটি শুভ।

১-৭ ঝামেলার মধ্যে সময় কাটবে, মন শান্ত রাখা উচিত, ক্রোধে বড়ো ধরণের ক্ষতি।

৮-১৪ মন শান্ত রেখে কর্ম করতে হবে, ক্রোধে ক্ষতি, মানসিক অবসাদ, দেহ কষ্ট ।

১৫-২১ কর্মে ঝামেলা, অবসাদ, অর্থাগম নেই, আত্মীয় সমাগম, ব্যায় বৃদ্ধি, দেহ মধ্যম।

২২-২৮ চাকুরী ব্যাবসা মধ্যম যোগাযোগ, অর্থযোগ, পারিবারিক অশান্তি, দেহ ভাব শুভ।

২৯-৩১ কর্ম, ব্যাবসা, মন্থর গতি। অযথা অশান্তি, কিছু অর্থাগম, মিশ্রফল।

সিংহ রাশির ফেব্রুয়ারী মাস কেমন যাবে?

সিংহ রাশিফল 2023 অনুসারে, এই মাসে অমনোযোগী হলে কর্মে ক্ষতির সম্ভাবনা।

১-৭ কাজে বাধা, দুই দিন সমস্যা বহুল, মন চঞ্চল, কর্মে বাধা, কিছুটা শুভ।

৮-১৪ শরীর ভালো নয়, সাহায্য পাবেন, বিবাদ যোগ, অর্থাগম যোগ।

১৫-২১ উৎসাহ, কর্মে সাফল্য, নতুন যোগাযোগ, ব্যায়বৃদ্ধি, শরীর কষ্ট।

২২-২৭ বন্ধু সাহায্য, প্রাপ্তিযোগ, শরীর অসুস্থতা, অবসাদ।

২৮ নিজের ভুলে ক্ষতি, শত্রু বিরোধিতা করবে, মিশ্রফল।

সিংহ রাশির মার্চ মাস কেমন যাবে?

সিংহ রাশিফল 2023 (Singho rashifal 2023 in bengali) র অনুসারে এ মাসটা সিংহ রাশির জীবনে অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা।

১-৭ গোপন প্রণয়, বন্ধু লাভ, অসাফল্যতা, শত্রুতা, পারিবারিক চিন্তা।

৮-১৪ শিল্পীদের নতুন যোগাযোগ, মতানৈক্য, বিদেশ ভ্রমণ, অধৈর্য্য, নতুন কর্ম।

১৫-২১ বস্ত্র ব্যবসায় ঋণ, অযথা শত্রু বৃদ্ধি, গৃহ বিবাদ, মানসন্মান বৃদ্ধি।

২২-২৮ হঠাৎ প্রাপ্তি যোগ, দালালি ব্যবসায় লাভ, নতুন সমস্যা, চিন্তা।

২৯-৩১ সুযোগ কাজে লাগবে, দেহ সুস্থ, সাহায্য লাভ, অর্থ আমদানি।

সিংহ রাশির এপ্রিল মাস কেমন যাবে?

এ মাসের শুরুটা সিংহ রাশিফল 2023 (Leo rashifal 2023 in bengali) র অনুসারে ভালো যাবে।

১-৭ নানা ধরণের ঝামেলার মধ্যে কাটবে, শেষ দুই দিন সমস্যার মধ্যে সফলতা যোগ।

৮-১৪ পারিবারিক ক্ষেত্র শুভ, শুভসংবাদ, অর্থ চিন্তা দেবে, চাকুরী, শুভ যোগ।

১৫-২১ বিরোধীপক্ষ শত্রুতা করবে, মানসিক ক্লান্তি, দেহ কষ্ট দেবে, প্রেমে কষ্ট।

২২-২৮ হঠাৎ মনে আঘাত, আয় ভাবে শুভ, কিছু বিবাদ, ব্যবসায় মধ্যম।

২৯-৩০ মন চঞ্চল, দেহভাব ভাল নয়, মানসিক অবসাদ।

সিংহ রাশির মে মাস কেমন যাবে?

আপনার চাকুরীর জন্য এই মাসের শুরুটা সিংহ রাশিফল 2023 র অনুসারে শুভ হতে চলেছে।

১-৭ বিদ্যায় শুভ, আর্থিক শুভ, বিবাদ, পুরাতন আশা সমাধান, আঘাত, ভ্রমণ, লাভ।

৮-১৪ অসৎ বন্ধু দ্বারা অর্থ ব্যায়, চাকুরীতে যোগাযোগ, ব্যবসায় নতুন উদ্যম।

১৫-২১ বিশিষ্ট লোকের সাহায্য লাভ, কিছু লাভ, পুরাতন আসার সফলতা।

২২-২৮ প্রতারিত হবার যোগ, নতুন যোগাযোগ, ক্ষতি মতানৈক্য, চঞ্চলতা।

২৯-৩১ বিশিষ্ট বন্ধু লাভ, ঋণযোগ, বন্ধু প্রীতি, মানসিক চঞ্চলতা।

সিংহ রাশির জুন মাস কেমন যাবে?

জ্যোতিষশাস্ত্র অনুসারে, সিংহ রাশিফল 2023 বলে যে, এই মাসটি সিংহ রাশির প্রেম অত্যন্ত শুভ হতে চলেছে।

১-৭ আর্থিক সমস্যা মিটবে, প্রেম-দাম্পত্য চিন্তা, নতুন সমস্যা বৃদ্ধি।

৮-১৪ সংবাদ দানে ভয়, চিন্তা, অর্থব্যয়, বন্ধু সাহায্য লাভ, অর্থটান।

১৫-২১ অর্থসমস্যা, নতুন সুযোগ কাজে লাগবে, স্বাস্থ্য শুভ, ঠিকাদারি ব্যবসা শুভ।

২২-২৮ প্রেম, বন্ধু প্রীতি লাভ, সুনাম অর্জন বৃদ্ধি, অযথা অর্থ ব্যায়।

২৯-৩০ পারিবারিক চিন্তা, ব্যবসায় কিছু ক্ষতি, শেষের দিনে লাভ।

সিংহ রাশির জুলাই মাস কেমন যাবে?

সিংহ রাশিফল 2023 (Leo Forecast 2023) অনুসারে এই সময়ে আপনাকে অনেক মনোযোগ দিয়ে কাজ করতে হবে।

১-৭ ব্যবসায় বৃদ্ধি যোগ, কর্মে উদ্যম, চাকুরীতে দায়িত্ব বৃদ্ধি, উদর পীড়া।

৮-১৪ আঘাত প্রাপ্তি যোগ, বন্ধুর দ্বারা শত্রুতা, চাকুরী শুভ, কর্মচাপ বৃদ্ধি।

১৫-২১ বিদ্যার্থীদের শরীর চিন্তা, অর্থটান, সুযোগ, ব্যাবসায়ীদের অর্থ চিন্তা।

২২-২৮ উপকারে নিজের ক্ষতি, অবসাদ, কান, দাঁত, উদর কষ্ট দেবে।

২৯-৩১ শিল্পীদের শুভ সময়, অর্থাগম, অর্থ নিয়োগে ক্ষতি, দেহ মধ্যম।

সিংহ রাশির আগস্ট মাস কেমন যাবে?

সিংহ রাশিফল 2023  অনুসারে, আপনার কর্মের নতুন যোগাযোগ।

১-৭ একদিন সামান্য সমস্যায় কাটবে, নতুন যোগাযোগে আনন্দ।

৮-১৪ বন্ধু দ্বারা সাহায্য, সমস্যার সমাধান, নতুন উদ্যম, শুভ কর্মের যোগাযোগ।

১৫-২১ রাজনীতি সামাজিক কাজে উৎসাহ বৃদ্ধি, ভ্রমণ লাভ, দাম্পত্য শান্তি বৃদ্ধি।

২২-২৮ নতুন যোগাযোগ, পারিবারিক চিন্তা, কর্মচাপ বৃদ্ধি।

২৯-৩১ নতুন কাজের শুভ সময় নয়, কথার ভুলে ঝামেলা, নতুন সমস্যা বৃদ্ধি।

সিংহ রাশির সেপ্টেম্বর মাস কেমন যাবে?

সিংহ রাশির ভবিষ্যৎ বাণী 2023 অনুসারে, এ মাসে সিংহ রাশির প্রেম ও কর্মে সাফল্য আসছে।

১-৭ ঝামেলার মধ্যে সময় কাটবে, শরীরের দিকে নজর, শেষ দিনটা শুভ।

৮-১৪ পুরাতন সমস্যা সমাধান হবে, মনের উদ্যম বাড়বে, বুদ্ধি ভ্রষ্ট হবে।

১৫-২১ কর্ম সামান্য শুভ, মানসিক উদ্যম, পারিবারিক অশান্তি, দেহ সুস্থ।

২২-২৮ কর্মে সাফল্য, বাহিরের পরিস্থিতি অশুভ, মানসিক অশান্তি যোগ।

২৯-৩০ কিছু বাধা দূর হবে, নতুন যোগাযোগ, অর্থ অপচয়, কর্মে বাধা দূর হবে।

সিংহ রাশির অক্টোবর মাস কেমন যাবে?

সিংহ রাশিফল 2023 ভবিষ্যৎ বাণী অনুসারে, সিংহ রাশির স্বাস্থ্য সমস্যার সমাধান হবে।

১-৭ পুরাতন কর্ম সমস্যা সমাধান, দেহ সুখ, খাদ্য ও কাপড় ব্যবসায় লাভ।

৮-১৪ সখের জিনিসের ক্ষতি, নতুন জিনিস ক্রয়, মতানৈক্য, অর্থাগমে বাধা, দেহ চিন্তা।

১৫-২১ দেহ কষ্ট দ্বারা কর্মের গতি মন্থর, ভ্রমণে অশুভ, অযথা ক্রোধ, ক্রোধে ক্ষতি।

২২-২৮ কিছুটা কর্ম সফলতা, লটারি যোগ, ফাটকা অর্থাগম, দেহ সুস্থ, ব্যবসায় শুভ।

২৯-৩১ নিম্নাঙ্গের ব্যাধি, বিচ্ছেদে ভাব, পতি-পত্নী বিবাদ, ব্যবসায় কিছুটা লাভ।

সিংহ রাশির নভেম্বর মাস কেমন যাবে?

সিংহ রাশিফল 2023 র অনুসারে সিংহ রাশির জাতক/জাতিকাদের জন্য এ মাসে কর্মে চাপ বৃদ্ধি পাবে।

১-৭ সামাজিক কাজে সন্মান বৃদ্ধি, বন্ধুর দ্বারা লাভ, অর্থ শুভ, ব্যবসায় মন্থর গতি।

৮-১৪ অর্থ আদায়, দায়িত্ব বৃদ্ধি, মতানৈক্য, কর্মে চাপ বৃদ্ধি, ভ্রমণে লাভ, স্বাস্থ্য ভালো।

১৫-২১ সুযোগ লাভ, অর্থ আদায় যোগ, পারিবারিক আনন্দ, কর্মে চাপ বৃদ্ধি।

২২-২৮ শুভ যোগাযোগ লাভ, হঠাৎ অর্থ প্রাপ্তিযোগ, উদর পীড়া।

২৯-৩০ চিন্তা বৃদ্ধি, আপনজনের দ্বারা মন কষ্ট, কিছু শুভ ফল লাভ, কর্মে অসাফল্য।

সিংহ রাশির ডিসেম্বর মাস কেমন যাবে?

সিংহ রাশিফল 2023 (Leo Horoscope 2023 in Bengali) অনুসারে আপনার কাছে নতুন সুযোগ আসতে চলেছে।

১-৭ চিত্ত চাঞ্চল্য, নতুন সুযোগ লাভ, কর্ম চাপ বৃদ্ধি, ব্যবসায় মধ্যম, দেহ সুস্থ।

৮-১৪ বেকারদের সুযোগ, বন্ধু প্রীতি লাভ, আত্মীয় চিন্তা, শিল্পীদের শুভ সময়।

১৫-২১ নতুন পরিচিত দ্বারা লাভ, দেহ পীড়া, অর্থ চিন্তা দূর হবে।

২২-২৮ কর্মে উৎসাহ, বিদ্যায় শুভ, দেহ কষ্ট, অশান্তি দ্বারা কর্ম চঞ্চলতা।

২৯-৩১ আর্থিক দিক শুভ, দেহ শুভ, কর্মে চঞ্চলতা, ভ্রমণ যোগ, ফাটকা অর্থ।

সিংহ রাশিফল 2023 এর লগ্নফল:

মেষলগ্ন: অর্থ যোগ শুভ, পারিবারিক দুশ্চিন্তা, ব্যবসায় শুভ।

বৃষলগ্ন: হঠাৎ অর্থ লাভ, শত্রুনাশ, আঘাত, শুভ সময়।

মিথুনলগ্ন: বছরে প্রবল ব্যায় বৃদ্ধি, প্রেমে বাধা, ব্যবসায় মধ্যম, গুপ্ত শত্রু কর্মে বাধা দেবে।

কর্কটলগ্ন: যোগাযোগ শুভ, ব্যায় বৃদ্ধি, কর্মভাব মধ্যম।

সিংহলগ্ন: ফাটকা অর্থ প্রাপ্তিযোগ, শত্রুনাশ, ব্যবসায় কর্ম ভাব শুভ।

কন্যালগ্ন: জাতকের ভ্রাতা ভগ্নি সাহায্য লাভ, ব্যবসা মধ্যম, বক্ষ পীড়া, কর্মে বাধা।

তুলালগ্ন: চিন্তা বৃদ্ধি, পারিবারিক দিক থেকে সাহায্য, অর্থাগম, ভাগ্য উন্নতিযোগ।

বৃশ্চিকলগ্ন: অর্থহানি প্রতারণার দ্বারা, নতুন যোগাযোগ, হঠাৎ ঝামেলায় কর্মবাধা।

ধনুলগ্ন: ভ্রমণে ক্ষতি, পুরাতন ঝামেলা মাথাচাড়া দেবে, বন্ধু প্রীতি নষ্ট হবে।

মকরলগ্ন: অর্থভাব শুভ, সাহায্য পাবে, শত্রু নাশ হবে, ব্যবসায় কর্ম শুভ।

কুম্ভলগ্ন: দেহভাব শুভ, অর্থভাব মধ্যম, আয়ে বাধা, ভাগ্যে উন্নতি যোগ।

মীনলগ্ন: অর্থাগম শুভ, শত্রু থেকে সাবধান, পারিবারিক অশান্তি।

সিংহ রাশিফল 2023 এর সার্বিক ফলাফল:

পরিশেষে সিংহ রাশির ভবিষ্যৎ বাণী 2023 অনুসারে, সিংহ রাশির জাতক-জাতিকার ক্ষেত্রে জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি (শিক্ষা, স্বাস্থ্য, কর্ম, ব্যবসা, বিবাহ ইত্যাদি) উপর কিভাবে প্রভাব বিস্তার করে চলেছে তা উল্লেখ করার পাশাপাশি প্রয়োজনীয় গ্রহ প্রতিবিধানের মাধ্যমে কিভাবে গ্রহের রোষ এড়িয়ে জীবনকে সুখ শান্তির সমৃদ্ধিতে পরিপূর্ণ করে তোলা যায় নিম্নে তার হদিশ রইলো-

স্বামী-স্ত্রীর ক্ষেত্র: সিংহ রাশির জাতকেরা এ বছর স্ত্রীর ভাগ্যে বিশেষ ভাবে উপকৃত হতে পারেন। এ বছরের প্রথমার্ধের পর সিংহ রাশির জাতক জাতিকার অনেক দিনের মনোস্কামনা পূরণ হতে পারে।
সন্তানস্থান: সন্তানস্থান যথেষ্ট শুভ-ই বলা যায়। সন্তানের প্রতিষ্ঠা, নিজস্ব গৃহ- বাহন ক্রয়ের যোগ রয়েছে।
শিক্ষা: কোনও কারণে শিক্ষায় ভয় পেতে পারে। এবং পরীক্ষায় ও ভয় পেতে পারে। তবে পরীক্ষায় ফল খুব খারাপ হবে না।
কর্ম: রাশিফল 2023 অনুসারে, বর্তমান বছরে কর্মপ্রাপ্তির যোগ আছে। ব্যাবসায় কিছু লাভ হতে পারে।
দাম্পত্যজীবন: একটু ধৈর্য  রাখলে দাম্পত্যজীবন সুখের হবে।
স্বাস্থ্য: স্বাস্থ্য খারাপ যাবে না। তবে মাঝে মধ্যে মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। পরিবারে কোনও সদস্যের স্বাস্থ্যহানি যোগ  দেখা যাচ্ছে।
শত্রুতা: বছরের প্রথমদিকে শত্রুরা মাথাচাড়া দিয়ে উঠলেও বিশেষ ক্ষতি করতে পারবে না।
প্রেম: সিংহ রাশির প্রেম 2023 এ পূর্ণতা লাভ করবে। প্রেমে সাফল্যলাভ হবে এবং একে অপরের প্রতি বিশ্বাস আসবে।
বিবাহ: বিবাহযোগ আসবে। কিন্তু বিশেষ ভাবে বিচার করে বিবাহ করা উচিত। যোটকবিচারের জন্য ভালো জ্যোতিষীর পরামর্শ নিন।
দুর্ভাগ্য: এ বছর শুভই যাবে। সিংহ রাশির ভাগ্য 2023 অনুসারে শুভ।
প্রতিকার
চুনি, মুক্তো ও নীল জারকন ধারণ। অভাবে – বিল্বমুল, ক্ষিরিকামূল, রামবাসকমূল ও শ্বেতবেড়েলা  মূল ধারণ।

সিংহ রাশিফল 2023: জ্যোতিষশাস্ত্র অনুযায়ী শুভ উপায়

শুভ স্তব: শিবের মহিম্নস্তব ও সূর্যস্তব পাঠ।
সিংহ রাশির শুভ রং: সাদা, হলুদ, লাল, সবুজ ও কালো।
শুভ বার: রবি, সোম, বুধ ও শুক্র।
সিংহ রাশির শুভ সংখ্যা: ২, ৪, ৬, ৮।

## আপনি যদি বর্তমান বা ভবিষ্যৎ সম্পর্কে আরও তথ্য এবং প্রতিকার চান, তাহলে প্রকৃত জ্যোতিষীর সাথে যোগাযোগ করতে পারেন।

Author Bio

Related Posts