সিংহ রাশির বার্ষিক রাশিফল 2025

সিংহ রাশির বার্ষিক রাশিফল 2025

২০২৫ সাল স্বাগত | আমাদের প্রত্যেকেরই আগ্রহ থাকে নতুন বছর কেমন যাবে ? কি লেখা আছে কপালে ? আমরা সকলেই চাই উন্নতি , সাফল্য , সুস্বাস্থ্য , শান্তি | শুধু একা নয় , আগ্রহ থাকে পরিবারের অন্যান্য সদস্যদের জন্য | রাশিফল অনুযায়ী কি আছে আপনার ভাগ্যে ? 

ইংরেজী নতুন বছরের ভাগ্যফলটা একবার দেখে নেওয়া যাক | বছরটিতে শুভ ভাব যথেষ্ট বেশী | অশুভ ভাব অনেকটা কম | বর্ষারম্ভের প্রথম দিকে দেবগুরু বৃহস্পতি বৃষে , মঙ্গল কর্কটে , কেতু কন্যাতে , বুধ বৃশ্চিকে , রবি এবং চন্দ্র ধনুতে , শুক্র এবং শনি কুম্ভে মীনে রাহু | দুই মহাগ্রহ শনিদেব এবং দেবগুরু বৃহস্পতি এবং পাপগ্রহ রাহু কেতু এবছর স্থান পরিবর্তন করবে | তাই সিংহ রাশি সহ বারোটি রাশির নতুন বছরের সার্বিক ভাগ্য কেমন যেতে পারে , সে বিষয়ে আলোকপাত করছি |

সিংহ রাশির মানুষদের ২০২৫ সাল কেমন যাবে ?

বর্ষলগ্নে আপনার মন্থরস্থান ১০ ঘরে অবস্থিত | আপনার জীবনের এই সময় আপনি উজ্জ্বল কৃতকার্য হবেন | উপরতলার কাছ থেকে সাহায্য পাবেন | আপনি আধ্যাত্মিক অভিজ্ঞান প্রাপ্ত হবেন | আপনার সন্মান প্রতিপত্তি বৃদ্ধি পাবে | সফল পরিকল্পনায় নিযুক্ত হবেন | আপনি পরিপূর্ণ সুখী হবেন |

জানুয়ারী

পদ্ধতিগত রীতি মেনে চলতে আপনি পছন্দ করেন | | আপনার দৃঢ়তা সমমূল্য যোগ্যতা পাবে | আপনার কাজ, ব্যবসা পেশাতে আপনি নিশ্চিতভাবে সাফল্য পাবেন |নতুন দুঃসাহসিক কাজ বা পেশাতে ঝুঁকি নেওয়ার সুযোগ আছে | আর্থিকগত দিক স্বাভাবিক থাকবে | পারিবারিক পরিবেশ খুব ভালো থাকবে | আপনার সামাজিক পরিধি হবে বিস্তৃত | কম দূরত্বের ভ্রমণে আপনি লাভবান হবেন | যোগাযোগ বজায় রাখলে ভালো খবর আশা করা যায় |

ফেব্রুয়ারী

কঠোর কাজ পরিশ্রম এবং স্বল্প দৈর্ঘের ভ্রমন আপনাকে সাফল্য দেবে | বিদেশ বা কোন দূরবর্তী স্থান থেকে ভালো সংবাদ পেতে পারেন | আপনার ভাই বা বোন আপনাকে সহায়তা করবে | সৌভাগ্যহেতু নতুন লোকেদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি পাবে | পুরানো বন্ধুদের সাথে যোগাযোগ হবে | আপনি যদি কোন প্রকাশনা সংস্থার সাথে নিজেকে যুক্ত রাখেন সেখানে উৎসাহ জনক ফল পাবেন | আপনার শৈল্পিক প্রকাশের এবং অনুবাদের ক্ষমতা থাকবে এবং আপনার আবেগপ্রবণ কাজকর্মে সহজাত প্রবৃত্তি থাকবে |

মার্চ

ফলাফলের প্রতি আপনি অতি উচ্চাভিলাসী | ব্যবসা করলে সাফল্য পাবেন | ক্ষমতাসম্পন্ন ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি পাবে | চাকরির অবস্থার উন্নতি হবে | ঘন ঘন ভ্রমণের সম্ভাবনা আছে | উদ্ভাবনী চিন্তায় আপনার মন ভরে থাকবে , কিন্তু কোনভাবে পরিস্থিতির খুঁটিনাটি না জেনে তা প্রয়োগ করবেন না | আপনার পরিবার আপনার কাছ থেকে আরও মনোযোগ আশা করে | পারিবারিক ব্যক্তিদের অসুস্থতা আপনাকে মানসিক দুশ্চিন্তায় ফেলবে |

সিংহ রাশির বার্ষিক রাশিফল

এপ্রিল

এই সময় আরামপ্রদ জীবনযাপন অতিবাহিত করবেন | মর্যাদা এবং সেই সাথে উপার্জনও বৃদ্ধি পাবে | পারিবারিক জীবনও খুব সুখী হবে | লাভজনক কাজে প্রবেশ করবেন | যে কোন ধরণের পারিবারিক মিলনোৎসব অনুষ্ঠিত হবে | ভ্রমণ যোগে শুভ সংবাদ আসবে | বিরোধীরা কোন ক্ষতি করতে পারবে না | পরিবারে সদস্য সংখ্যা বৃদ্ধি হতে পারে | কাজে সাফল্য আসবে | আপনার অধীনস্থরা পূর্ণ সহযোগিতা করবে | সামগ্রিকভাবে এই সময়টি খুব সুখের |

মে

এই সময়টি আপনাকে দুশ্চিন্তা মুক্ত করবে | গার্হস্থ্য জীবনে খুবই সুখী হবেন এবং বহু প্রতিক্ষীত আশা পূরণ হবে | এই সময় বহু ভ্রমণ করবেন | স্বল্পদৈর্ঘ্যের ভ্রমণ আপনার পক্ষে শুভ এবং তা ফলপ্রসূ আরামপ্রদ হবে | অর্থকরী ব্যাপারে লাভবান হওয়ার সুখবর পেতে পারেন | বন্ধু, পরিবার এবং সমাজের সঙ্গে সহজ সম্পর্ক থাকবে | বন্ধুবান্ধবরা আপনাকে সাহায্য করবে | এই সময় আশা আকাঙ্খার সার্থক রূপদান হবে | কোন লাভজনক কাজে যুক্ত হতে পারেন | দূরবর্তী স্থানে ভ্রমণ হতে পারে | বিপরীত লিঙ্গের কাছে খুবই জনপ্রিয় হবেন | সর্বমোট ভালো ফল হবে |

সিংহ রাশির বার্ষিক রাশিফল

জুন 

 প্রাত্যহিক জীবনে সমস্যার সম্মুখীন হবেন | শত্রুরা ভাবমূর্তি ক্ষুন্ন করার চেষ্টা করবে | ব্যবসার সঙ্গী এবং অন্যান্য সঙ্গীদের সাথে ঝামেলা হবার প্রবল সম্ভাবনা | পারিবারিক জীবন সুখের হবে না |স্বাস্থ্যের ব্যাপারে সচেতন থাকুন | ভ্রমণ ফলপ্রসূ হবে না | স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যের ব্যাপারে চিন্তা থাকবে | এই সময়ে জীবন সমস্যাকীর্ণ থাকবে

উদ্যোগে ব্যর্থতার জন্য মানসিক অশান্তি বৃদ্ধি পাবে | ঊর্ধতন কর্তৃপক্ষ আপনার প্রতি বিরূপ হবে | পারিবারিক বাতাবরণ আন্তরিক নয় | ভ্রমণে গোলযোগ দেখা দেবে | বাবা মার সাথে মানিয়ে নাও চলতে পারেন | চটজলদি উপার্জনের জন্য কোন চেষ্টা করবেন না | কাজের বা চাকরির অবস্থা সন্তোষজনক নয় | বন্ধু বা সহকর্মীর সাথে ঝগড়া বিবাদ হতে পারে | শারীরিক সমস্যা থাকবে | আপনার উদ্যোগগুলি নিয়ম মেনে হওয়া ভালো | দুর্ঘটনার ভয় আছে | এই সময় উদ্রেগ হওয়া বিরুদ্ধ অবস্থার সাথে মানিয়ে নিতে আত্মবিশ্বাস গঠন করুন |

জুলাই

সামান্য লাভের জন্য প্রচুর পরিশ্রম করতে হবে | চাকরির অবস্থার অবনতি হবে | শারীরিক সমস্যায় বিব্রত হবেন | আত্মীয়দের সঙ্গে সম্পর্ক ভালো যাবে না | কোন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না নচেৎ বিপদে পড়বেন | শত্রুরা আপনাকে টেক্কা দেবে | ফলহীন ভ্রমণ এড়িয়ে চলবেন | যদিও এই সময় কোর্ট কাছারী সংক্রান্ত ব্যাপারে সুসময় | শারীরিক শক্তিতে ঘাটতি দেখা দেবে | ঝগড়া বিবাদ থেকে নিজেকে বিরত রাখুন |

অগাস্ট

এই সময় আপনি খুব খুশিতে থাকবেন | আপনার নিজের বুদ্ধিমত্তা দক্ষতার জন্য ফলাফল ভালো হবে আপনি শিক্ষিত ব্যক্তির সাহচর্য পাবেন | আপনি সন্মান পাবেন এবং আপনার যশ বৃদ্ধি পাবে | সাংসারিক জীবন হবে সন্তোষজনক | সাহসী প্রয়াস আপনার উচ্চাকাঙ্খাকে সফল করবে | আপনি সফল হবেন কিন্তু কাজের বোঝা আপনাকে পরিশ্রান্ত করবে | আপনার সূক্ষ্ম ক্ষমতার জন্য আপনি উপকৃত হবেন | আপনার শারীরিক অবস্থা সন্তোষজনক হবে

সেপ্টেম্বর

ফলাফলের প্রতি আপনি অতি উচ্চাভিলাসী | আপনার ব্যবসায়িক সম্ভাবনা ভালো | ক্ষমতাসম্পন্ন ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি পাবে | চাকরির অবস্থার উন্নতি হবে | ঘন ঘন ভ্রমণের সম্ভাবনা আছে | উদ্ভাবনী চিন্তায় আপনার মন ভরে থাকবে | কিন্তু কোন ভাবে পরিস্থিতির খুঁটিনাটি না জেনে তা প্রয়োগ করবেন না | আপনার পরিবার আপনার কাছ থেকে অনেক মনোযোগ আশা করে | পারিবারিক ব্যক্তিদের অসুস্থতা আপনাকে মানসিক দুশ্চিন্তায় ফেলবে

অক্টোবর

 এই সময় আপনি উৎসাহ উদ্দীপনায় রত থাকবেন | স্বল্প দূরত্বের ভ্রমণ আরামদায়ক এবং ফলপ্রসূ হবে | পরিবারের সুখ বজায় থাকবে এবং ভাই বোনেরাও স্বচ্ছন্দে থাকবে | মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত গ্রহণ করবেন এবং সেগুলি একেবারে সঠিক হবে | কোন যানবাহনের মালিক হবেন | মানুষের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি পাবে | চাকরির অবস্থারও উন্নতি হবেসৌভাগ্যের জন্য আপনার এই সময়টা ভালোই যাবে

নভেম্বর

গার্হস্থ্য জীবন মসৃন হবে না  এবং তার প্রতি আরও বেশি নজর দেওয়া প্রয়োজন | যদিও আপনি খুব বেশি শারীরিক চাপ সহ্য করার ক্ষমতা রাখেন তবুও পরিবার সংক্রান্ত ব্যাপারে মানিয়ে চলা কঠিন হবে | অর্থনৈতিক সম্পত্তিগত ভাবে খুবই ক্ষতি হতে পারে | অর্থনৈতিক বিষয়ে সচেতন হওয়া দরকার | মুখের বা চোখের রোগে ভুগতে পারেন

ডিসেম্বর

এই সময় বেশি খরচা করবেন না | স্বাস্থ্যের ব্যাপারে সুসময় নয় | অফলপ্রসূ ভ্রমণ এড়িয়ে চলুন | গুপ্ত জ্ঞান বা মনবিদ্যায় অভিজ্ঞতার দিকে ঝুঁকবেন | কর্কশভাবে বক্তব্য পেশ করবেন না নচেৎ সমস্যায় পড়বেন | ধারণার বশবর্তী হবেন না |

Author Bio

Related Posts