তুলা রাশির বার্ষিক রাশিফল 2025

তুলা রাশির বার্ষিক রাশিফল 2025

২০২৫ সাল স্বাগত | আমাদের প্রত্যেকেরই আগ্রহ থাকে নতুন বছর কেমন যাবে ? কি লেখা আছে কপালে ? আমরা সকলেই চাই উন্নতি , সাফল্য , সুস্বাস্থ্য , শান্তি | শুধু একা নয় , আগ্রহ থাকে পরিবারের অন্যান্য সদস্যদের জন্য | রাশিফল অনুযায়ী কি আছে আপনার ভাগ্যে ? 

ইংরেজী নতুন বছরের ভাগ্যফলটা একবার দেখে নেওয়া যাক | বছরটিতে শুভ ভাব যথেষ্ট বেশী | অশুভ ভাব অনেকটা কম | বর্ষারম্ভের প্রথম দিকে দেবগুরু বৃহস্পতি বৃষে , মঙ্গল কর্কটে , কেতু কন্যাতে , বুধ বৃশ্চিকে , রবি এবং চন্দ্র ধনুতে , শুক্র এবং শনি কুম্ভে মীনে রাহু | দুই মহাগ্রহ শনিদেব এবং দেবগুরু বৃহস্পতি এবং পাপগ্রহ রাহু কেতু এবছর স্থান পরিবর্তন করবে | তাই তুলা রাশি  সহ বারোটি রাশির নতুন বছরের সার্বিক ভাগ্য কেমন যেতে পারে , সে বিষয়ে আলোকপাত করছি |

তুলা রাশির  মানুষদের ২০২৫ সাল কেমন যাবে ?

বর্ষলগ্নে আপনার মন্থরস্থান ১১ ঘরে অবস্থিত | আর্থিক, যশ সম্মানের দিক থেকে এই সময় আপনার পক্ষে শুভ | আপনি দৈহিক সুখ আরাম লাভ করবেন | নতুন বন্ধুত্ব হবার সম্ভাবনা থাকবে | এই সময় রাজনীতিতে পরিপূর্ণতা লাভ করবেন এবং আপনার চাহিদা পূরণ হবে |

জানুয়ারী

এই সময় আপনার আশা আকাঙ্খা পূরণ হবে | বন্ধু বান্ধবের কাছ থেকে প্রভূত সাহায্য লাভ করবেন | কোন কাজে যোগদানের এটি উপযুক্ত সময় | কোন চুক্তি বা ঠিকা থেকে বিরাট লাভ করতে পারেন | এই সময় প্রেম প্রণয়ের ক্ষেত্রে উপযুক্ত | প্রভূত পরিমানে আয় বৃদ্ধি পাবে যা মানুষের দৃষ্টি আকর্ষণ করবে | দূর ভ্রমণ সার্থক এবং ফলপ্রসূ হবে |

ফেব্রুয়ারী

শিক্ষিত ব্যক্তিদের থেকে শ্রদ্ধা সন্মান পাবেন | যশোন্নতি হবে | বিদেশীদের সঙ্গে যোগাযোগ ফলপ্রসূ হবে | দূরভ্রমণ যোগ আছে | এই সময় আপনি ধর্মীয় কাজের দিকে ঝুঁকবেন | জীবন উপভোগ্য হবে | পিতামাতার সঙ্গে সুসম্পর্ক থাকবে |

মার্চ

প্রচুর বাধাবিঘ্নের সম্মুখীন হবেন | সেই কারণে কষ্টও পাবেন | আপনার ঔদ্ধত্যের জন্য দুর্বিপাকে পড়তে পারেন | আপনার শারীরিক সমস্যা হতে পারে | এই সময় খরচ বেড়ে যেতে পারে | আপনার স্বামী বা স্ত্রীর শরীরের কিছু উন্নতি হতে পারে | পুরোপুরি সুস্থ হতে কিছুটা সময় নেবে | আপনার মানসিক শান্তি বিঘ্নিত হবে |

এপ্রিল

আপনার মনের ইচ্ছে সুন্দরভাবে পূরণের জন্য প্রভূত ক্ষমতা শক্তি থাকবে | স্ত্রীর চিন্তা সমাদৃত হবে | বিপরীত পরিস্থিতিতেও সঠিক ভাবে কাজ করার জন্য মানসিক ক্ষমতা জোরালো হবে | এই সময় সামাজিক পরিধি বাড়বে এবং সুনাম বৃদ্ধি পাবে | ঘন ঘন ভ্রমণ যোগ দেখা যাবে | ভাই বোনেদের সঙ্গে মধুর সম্পর্ক থাকবে | যোগাযোগের মাধ্যমে উৎসাহ ব্যঞ্জক খবর পাবেন | ব্যবসা বাণিজ্যের সম্ভাবনা খুবই উজ্জ্বল এবং চাকরিরতদের ক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা দেখা দেবে |

মে

এই সময় আপনি মানসিক দুশ্চিন্তায় ভুগবেন | শারীরিক রোগ হতে পারে | মনে শান্তি থাকবে না | পরিবারের মানুষদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হবে | দুর্বোধ্য বিজ্ঞান বা পরামনস্তত সম্পর্কিত আগ্রহ জন্মাবে | বিষয়ে কিছু অভিজ্ঞতাও হবে | অনাঙ্খিত আর্থিক লাভ সম্পর্কে কিছু অভিজ্ঞতা হবে | বিরাট বিনিয়োগের দিকে ঝুঁকবেন না কারণ লাভ আপনার চাহিদা অনুযায়ী নাও হতে পারে | বন্ধু বান্ধবরা তাদের প্রতিজ্ঞা রাখবে না | সুবক্তা অভাববোধ বিচরণ করবে |

তুলা রাশির বার্ষিক রাশিফল

জুন

আপনার বিরুদ্ধে বাজে সাক্ষ্য হবে যেখানে আপনার ভালো কাজও গ্রাহ্য হবে না | সাংসারিক খুশিও থাকবে না | অসামর্থ পদক্ষেপ আপনাকে বিষন্ন করবে | শরীরের দিকে যত্ন নেবেন | আপনি যদি পুরানো দোষে কষ্ট পান তবে তার পরিমান প্রতিরোধ করার চেষ্টা করবেন | আপনার বিরোধীরা আপনার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করবে | বাদানুবাদ পরিস্থিতি থেকে নিজেকে নিবৃত্ত করবেন | এই সময়টা আপনার পক্ষে ভালো নয় | সংসার স্বচ্ছন্দ সম্পন্ন হবে | আপনি ধার্মিক বা আধ্যাত্মিক কাজে নিজেকে জড়িয়ে কিছুটা স্বস্তি পাবেন |  

জুলাই

এই সময় আপনি মানসিক উদ্বেগে ভুগবেন | আপনার সম্মানহানি করার জন্য শত্রুরা চেষ্টা চালাবে | খরচ বৃদ্ধি পাবে | হঠাৎ কোন ক্ষতি হতে পারে | শারীরিক সমস্যায় বিব্রত হতে পারেন | লাভজনক নয় এমন কাজে যুক্ত হতে পারেন | পারিবারিক পরিবেশ ছন্দময় নাও হতে পারে | নিজের দিকে ঝুঁকতে পারেন | বাজে কাজ প্রতিরোধ করুন | ঝুঁকি নেবার প্রবণতা থেকে বিরত থাকুন | ধারণার বশবর্তী হয়ে কোন কাজ করবেন না |

অগাস্ট

কোন প্রতিষ্ঠানের কর্মকর্তার সঙ্গে আপনার যোগাযোগ হতে পারে | পরোপকার করার ইচ্ছা জন্মাবে | উদ্ভাবনী কাজের মর্যাদা পাবেন | আপনার সন্মান মর্যাদা সঠিকভাবে বৃদ্ধি পাবে | আপনি অতি সমাদর পাবেন | খুবই গুরুত্বপূর্ণ ভ্রমণ হবে | আপনার ধার্মিক আধ্যাত্মিকতার দিকে প্রবলভাবে ঝোঁক বাড়বে | সাংসারিক জীবনে পরিপূর্ণ সুখ লাভ হবে | কিছু শুভ অনুষ্ঠান আপনার পরিবারে সংগঠিত হবে | এই ভালো অবস্থার সুযোগ গ্রহণ করুন |

সেপ্টেম্বর

সকল প্রকার উদ্যোগে সফলতা আসবে | আপনার বন্ধু সাথীরা আপনার প্রতি পূর্ণ সহযোগিতা করবে | দীর্ঘদিনের আশা আকাঙ্খা বাস্তবায়িত হবে | ভাইবোনেরা তাদের কাজকর্ম খুব ভালো ভাবে করবে | ভ্রমণ যোগে ভাগ্যোন্নতি হবে | উচ্চমার্গের পারিবারিক সুখ বজায় থাকবে | পরিবারের সদস্যসংখ্যা বাড়বে | সামগ্রিকভাবে জীবনের বিভিন্ন ক্ষেত্রে বন্ধু বান্ধবের সংখ্যা বৃদ্ধি হতে পারে | খরচ বৃদ্ধি পাবে কিন্তু তা আয়ের থেকে বেশি হবে না |

অক্টোবর

এই সময় অযাচিত লাভ হতে পারে | যদি আপনার পৈতৃক সম্পত্তি বা অস্থাবর জিনিসের প্রতি উচ্চাকাঙ্খা থাকে তবে তা আপনার কাছে আসবে | ধার্মিক কাজকর্মের প্রতি ঝোঁক থাকবে | কিছু চরম মানসিক অভিজ্ঞতা হতে পারে | সাংসারিক জীবনে খুব ভালো হবে | হঠাৎ ভ্রমণ ঘটবে | আপনার সন্মান মর্যাদা বৃদ্ধি পাবে | ছোটখাট শারীরিক অসুস্থতা আপনার মনের শান্তি বিঘ্নিত করবে | তীর্থভ্রমণে বেরোতে পারেন| জীবনে সুখ বিরাজ করবে

নভেম্বর

সকল প্রকার উদ্যোগে সাফল্য আসবে | আপনার বন্ধু সাথীরা আপনার প্রতি পূর্ণ সহযোগিতা করবে | দীর্ঘদিনের আশা আকাঙ্খা বাস্তবায়িত হবে | ভাইবোনেরা তাদের কাজকর্ম খুব ভালো ভাবে করবে | ভ্রমণযোগে ভাগ্যোন্নতি হবে | উচ্চমার্গের পারিবারিক সুখ বজায় থাকবে | পরিবারের সদস্য বৃদ্ধি হতে পারে | সামগ্রিকভাবে জীবনের বিভিন্ন ক্ষেত্রে বন্ধু বান্ধবের সংখ্যা বৃদ্ধি পাবে | খরচ বৃদ্ধি পারে তবে তা আয়ের থেকে বেশি হবে না

ডিসেম্বর

এই সময় আশা আকাঙ্খা পূরণ হবে | বন্ধু বান্ধবের কাছ থেকে প্রভূত সাহায্য লাভ করবেন | এই সময়টি কোন কাজে যোগদান করার সময় যা আপনার পক্ষেই থাকবে | কোন চুক্তি বা ঠিকা  থেকে বিরাট লাভ করতে পারেন | প্রেম প্রণয়ের ক্ষেত্রে উপযোগী সময় | আয় প্রভূত বৃদ্ধি পাবে , দূরবর্তী স্থানে ভ্রমণ সার্থক ফলপ্রসূ হবে

শিক্ষিত ব্যক্তিদের থেকে শ্রদ্ধা সন্মান পাবেন | যশোন্নতি হবে | বিদেশীদের সঙ্গে যোগাযোগ ফলপ্রসু হবে | দূরভ্রমণ যোগ আছে | ধর্মীয় কাজের দিকে ঝুঁকবেন | ভালো জীবনে উপভোগ করবেন | পিতামাতার সঙ্গে সুসম্পর্ক থাকবে |

Author Bio

Related Posts