মীন রাশির বার্ষিক রাশিফল 2025

২০২৫ সাল স্বাগত | আমাদের প্রত্যেকেরই আগ্রহ থাকে নতুন বছর কেমন যাবে ? কি লেখা আছে কপালে ? আমরা সকলেই চাই উন্নতি , সাফল্য , সুস্বাস্থ্য , শান্তি | শুধু একা নয় , আগ্রহ থাকে পরিবারের অন্যান্য সদস্যদের জন্য | রাশিফল অনুযায়ী কি আছে আপনার ভাগ্যে ? 

ইংরেজী নতুন বছরের ভাগ্যফলটা একবার দেখে নেওয়া যাক | বছরটিতে শুভ ভাব যথেষ্ট বেশী | অশুভ ভাব অনেকটা কম | বর্ষারম্ভের প্রথম দিকে দেবগুরু বৃহস্পতি বৃষে , মঙ্গল কর্কটে , কেতু কন্যাতে , বুধ বৃশ্চিকে , রবি এবং চন্দ্র ধনুতে , শুক্র এবং শনি কুম্ভে মীনে রাহু | দুই মহাগ্রহ শনিদেব এবং দেবগুরু বৃহস্পতি এবং পাপগ্রহ রাহু কেতু এবছর স্থান পরিবর্তন করবে | তাই মীন রাশি সহ বারোটি রাশির নতুন বছরের সার্বিক ভাগ্য কেমন যেতে পারে , সে বিষয়ে আলোকপাত করছি |

মীন রাশির মানুষদের ২০২৫ সাল কেমন যাবে ?

বর্ষলগ্নে আপনার মন্থর স্থান ঘরে অবস্থিত | প্রথম আট মাস আপনার সময় ভালো যাবে না | চোর এবং শত্রুদের ভয়ে ভীত থাকবেন | অকারণে আপনার ব্যয় হবে | কারোর মৃত্যু সংবাদ পাবেন | শরীরের দিকে নজর রাখবেন | আপনি ভয়ঙ্কর অবস্থার মধ্য দিয়ে যাবেন | কেউ আপনাকে কোনঠাসা করতে পারে , সেকারণে আপনাকে দূরে যেতে হতে পারে |

জানুয়ারী

আপনার প্রচেষ্টাগুলি ব্যর্থ হতে পারে | শারীরিক সমস্যা থাকবে | বড় বা নতুন কোন কর্মকান্ডে নিজেকে জড়াবেন না | ঝুঁকি নেবার এটি উপযুক্ত সময় নয় | পরিবারের সদস্যের স্বাস্থ্য নিয়ে চাপ থাকবে | অকারণ ভ্রমণ পরিত্যাগ করুন

ব্যবসায়, চাকুরীতে বা সরকারি কাজে নিয়োজিত ব্যক্তিরা লাভবান হবেন | উচ্চপদে আসীন এমন কোন ব্যক্তির সাথে বন্ধুত্ব করবেন এবং তার মাধ্যমে লাভ এবং সন্মান পাবেন | ব্যবসায় বৃদ্ধি লক্ষ্য করা যায় | বিপরীত অবস্থা সামাল দেবার জন্য আপনার এক প্রবল ক্ষমতা থাকবে | শত্রুরা কোন ক্ষতি করতে পারবে না |

ফেব্রুয়ারী

এই সময় যতই চেষ্টা করুন আপনার সঙ্গী সাথীদের সাথে কিছুতেই ভালো সম্পর্ক রাখতে পারবেন না | দৈনন্দিন জীবনে বাধা বিপত্তির সম্মুখীন হতে পারেন | পরিবারের সদস্যের দৃষ্টিভঙ্গি আন্তরিক হবে না | আদালতের কোন মামলায় জড়িয়ে পড়ার ভয় রয়েছেবন্ধুরা আপনার গুরুত্বপূর্ণ সময়ে আপনার অবগণনা করবে এবং সেই কারণে কোন মিথ্যা আশার উপর ভরসা করবেন না | শরীরের প্রতি যত্ন রাখুন | খাদ্যে বিষক্রিয়ার ভয় রয়েছে | যতদূর সম্ভব ভ্রমণ এড়িয়ে চলুন |

মার্চ

এটি আপনার জীবনের সর্বশ্রেষ্ট সময় হবে | বিরাট সাফল্য এবং সন্মান ভোগ করবেন | এই সময়টি আপনি মনোসংযোগ , ধ্যান যোগাভ্যাসে ব্যবহার করবেন | কোন সামাজিক কর্তার বা ধর্মীয় সংস্থার সাথে যোগাযোগ হবে | আপনার কাজ করার ক্ষেত্রে প্রভূত আত্মবিশ্বাস থাকবে | গৃহে সহযোগিতা পাবেন | দূর ভ্রমণ ফলদায়ী হবে | পরিবারের সদস্য সংখ্যা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে |

এপ্রিল

এই সময় আপনার সঙ্গী বা সাথীরা আপনাকে নিচে নামানোর চেষ্টা করবে | আপনি অন্যান্যদের অবহেলা অথবা নিবৃত্তিতে বিমর্ষ থাকবেন | দৈনন্দিন কাজে কিছু অসুবিধার সম্মুখীন হবেন | ভিত্তিহীন অভিযোগ আপনার বিরুদ্ধে তৈরি করা হবে | ছোটখাটো তর্ক বা ঝামেলায় নিজেকে জড়াবেন না | বিপরীত লিঙ্গের প্রতি আপনার সম্পর্ক আন্তরিকতাহীন | যতদূর সম্ভব অবাঞ্ছিত ভ্রমণ বাদ দিন |

মে

এই সময় আপনার যশ সন্মান অবশ্যই বৃদ্ধি পাবে | শিক্ষিত লোকেদের সংস্পর্শে আসবেন | আপনার পেশা বা ব্যবসা সাফল্য লাভ করবে | পারিবারিক জীবন আরামপ্রদ হবে | আপনার পরিমণ্ডলে বিপরীত লিঙ্গের দ্বারা আপনি সাহায্য পাবেন এবং সুন্দর ভ্রমণ হতে পারে | লাভজনক কাজে আপনি প্রবেশ করবেন | আপনার সঙ্গী সাথীরা আপনাকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে | প্রতিযোগিতায় সাফল্য নিশ্চিত |

মীন রাশির বার্ষিক রাশিফল

জুন

এই সময় আপনি বাস্তববোধ সম্পন্ন হবার চেষ্টা করবেন | ফলহীন কাজে আপনার ঝোঁক থাকবে | এই সমস্ত কিছুর জন্য আপনি বিব্রত থাকবেন | অত্যধিক আত্মবিশ্বাস দুর্দশার কারণ হবে | আর্থিক ক্ষতির থেকে সাবধানে থাকুন | এই সময় আপনার সুনাম সম্পর্কে সচেষ্ট থাকুন , পরিবারের সহযোগিতা আশা করবেন না | আপনার বন্ধু এবং হিতাকাঙ্খীরা তাদের কথা রাখবে না | যতদূর সম্ভব হয় ভ্রমণ থেকে বিরত থাকুন | আপনার বিরোধীরা আপনাকে উত্তেজিত করতে পারে | শরীর ভালো যাবে না | আপনি শরীরের দিকে যত্ন নেবেন |     

জুলাই

এই সময় বেশ স্বাচ্ছন্দে থাকবেন এবং ঝামেলা এড়িয়ে চলবেন | ভালো জায়গায় ভ্রমণ হতে পারে | বিপরীত লিঙ্গের সঙ্গ পেতে পারেন | শিল্পকলা, সংগীত, সুগন্ধিদ্রব্য, এবং ভালো জিনিসের প্রতি আগ্রহ জন্মাবে | ব্যবসায়ে বা চাকরীতে খুবই ভালো করবেন | নিজের প্রচেষ্টায় আয় বৃদ্ধি পাবে | পারিবারিক জীবন খুবই সুখের হবে | ছোটখাটো শারীরিক সমস্যা থাকবে | আপনি সামাজিক হবেন এবং বহু মানুষের সংস্পর্শে আসবেন |

আগস্ট

এই সময়টি খুবই কঠিন | কঠোর পরিশ্রমের ফল পাবেন না এবং সুফল লাভে বঞ্চিত থাকবেন | ব্যবসায়ীক সঙ্গীরা ক্ষতিকারক হবে এবং আপনাকে সকল কাজে বাধা দেবে | বদরাগী স্বভাবকে আয়ত্তে রাখুন যা আপনাকে গার্হস্থ্য জীবনে অপ্রীতিকর অবস্থা থেকে মুক্ত করতে সাহায্য করবে | স্বামী বা স্ত্রীর খারাপ স্বাস্থ্য সম্পর্কে চিন্তায় থাকবেন | আপনি নিজেও শারীরিক কষ্ট মানসিক চাপে ভুগবেন |    

সেপ্টেম্বর

অকৃতকার্য্য পদক্ষেপ আপনাকে বিনষ্ট করবে | আপনার কাজের চাপের জন্য আপনি শ্লথ হয়ে পড়বেন | ছোটখাটো ব্যাপারে গোলমাল হতে পারে | ছোটখাটো ঘটনায় আপনি আপনার সময় শক্তি ক্ষয় করবেন | সহজেই উপার্জন করার প্রবণতাকে দমন করবেন | কিছু কিছু বিষয়ে কাজ করতে আপনার শরীর দেবে না | পারিবারিক জীবনে চিন্তা থাকবে | যাই হোক এই সময়ে আপনি দুর্বোধ্য বিজ্ঞান অথবা মনস্তাত্ত্বিক অভিজ্ঞতা লাভ করবেন | অফলপ্রসূ ভ্রমণ এড়িয়ে চলুন |   

অক্টোবর

কদর্য ভাষা প্রয়োগে আপনার নিজের লোকেদের সঙ্গে শত্রুতা বৃদ্ধি পেতে পারে | সুতরাং কথাবার্তায় নিজেকে সংযত রাখুন এবং যারা আপনার ঘনিষ্ট তাদের সঙ্গে ভুল বোঝাবুঝি থেকে বিরত থাকুন | আর্থিক ক্ষতি হতে পারে | এই সময়ে কোন নতুন কাজে প্রবৃত্ত না হওয়াই ভালো | আপনি আপনার পরিবারের ব্যক্তিদের সাথে এটে উঠতে পারবেন না | এই মাসে আপনার কোন অসুখ হবার সম্ভাবনা আছে | আপনার মধ্যে আত্মবিশ্বাসের অভাব আছে | বাস্তবে ভ্রমণ কোন কাজে লাগবে না | মোটামুটিভাবে এই সময় খুব একটা ভালো নয় | আপনার ঘনিষ্ট সঙ্গী, বন্ধু পরিবারের ব্যক্তিদের থেকে দূরত্ব থাকবে |

নভেম্বর

কোনো ন্যাক্কার জনক ঘটনার সাথে জড়িয়ে পড়বেন এবং আপনার সুনামের ক্ষতি হতে পারে | স্বাস্থ্যজনিত ভাবে এই সময় শুভ নয় | অযাচিত ভাবে অর্থ উপার্জন করতে পারেন এবং সেই সাথে খরচও বৃদ্ধি পাবে | গুপ্ত বা লুকায়িত সুখগুলি পাওয়ার ইচ্ছা কমাতে হবে কারণ, তা আপনাকে খুবই বাজে অবস্থায় নিয়ে যাবে | পরিবারের সদস্যদের সহযোগিতা থাকবে যদিও মতের অমিল হতে পারে | যতটা সম্ভব ভ্রমণ এড়িয়ে চলুন |   

ডিসেম্বর

অনাকাঙ্খিত সমস্যা এসে হাজির হবে | পরিবার পরিজনের সঙ্গে আন্তরিক সম্পর্ক রাখুন না হলে ঝগড়ায় জড়িয়ে পড়বেন | শরীরের প্রতি দৃষ্টি রাখুন | দীর্ঘদিনের অসুস্থতার সম্ভাবনা আছে | অসৎ কর্মকে প্রশ্রয় দেবেন না | গোপন কাজকর্মকে এড়িয়ে চলুন | গুরুত্বপূর্ণ দলিলে সই করার আগে তা ভালো করে জানুন | ব্যবসায়ীক ব্যাপারগুলোকে ভালো করে জেনে এগোবেন |  

Author Bio

Related Posts