পোখরাজের সর্বাধিক কার্যকারিতা পেতে কি কি করণীয় ?

পোখরাজের সর্বাধিক কার্যকারিতা পেতে কি কি করণীয় ?

বৃহস্পতির রত্ন পোখরাজ | সাধারণত এর বর্ণ হলুদ | বৃহস্পতি গ্রহকে তুষ্ট রাখতে পোখরাজ ধারণ অত্যন্ত ফলদায়ক | ব্যবসা বাণিজ্যে উন্নতিসাধন, মেয়েদের দ্রুত বিবাহ, পড়াশুনায় মনোনিবেশ প্রভৃতি বৃহস্পতি গ্রহের সঙ্গে যুক্ত ক্রিয়াকর্ম সফল করতে পোখরাজ ধারণ করা হয় | এই রত্ন ধারণের কিছু নিয়মাবলী রয়েছে | সোনাতেই এই রত্ন ধারণ কর্তব্য | কিছু পূজা আর্চার মাধ্যমে বৃহস্পতি গ্রহের শুভত্ব এর মধ্যে প্রদান করা হয় | ফলে রত্নটির ক্ষমতা বা কার্যকারিতা অনেক বেড়ে যায় | নিয়মকানুন মেনে শোধনপূর্বক সঠিক ধাতুতে রত্নটি বৃহস্পতিবার ধারণ করা হয়ে থাকে |

গুরু হোরা সময় সকাল অথবা দুপুর মধ্যে যে কোন বৃহস্পতিবার পূজা করা উচিত

প্রয়োজনীয় পূজা সামগ্রী 

) হলুদ রঙের কাপড় ( আম রঙের  ) ) আস্ত ছোলা ) চন্দন , সিঁদুর ) কেতকী ফুল অথবা গাঁদা ফুল ) প্রসাদ হিসেবে নেওয়া হবে গুড় দিয়ে তৈরী ক্ষীর এবং মুগ ডাল |

পদ্ধতি 

ভগবানের সামনে হলুদ কাপড়টি পাততে হবে | তার উপর ছড়াতে হবে ছোলা | আংটির উপর চন্দন , সিঁদুর লাগিয়ে ডালের উপর রাখতে হবে | তিনটি কেতকী ফুল অথবা তিনটি গাঁদা ফুল নিয়ে ললিতা সাহাসনানামা উচ্চারণ করতে হবে | এই মন্ত্র উচ্চারণ করার পর ছোলার ডাল নিয়ে গুরু মন্ত্র ১০৮ বার উচ্চারণ করে পূজা সমাপ্তি করতে হবে | পূজা শেষে মুগ ডাল গুড় দিয়ে তৈরী ক্ষীর অর্পণ করে আংটিটি পরে নিয়ে ছোলা সকলকে দান করা হবে |

গুরু মন্ত্র 

বৃষভ দ্বাজায়া বিধমাহে 

গুরুনি হস্থায় ধীমহি 

তন্ন গুরুহ প্রচোদয়াৎ

Author Bio

Related Posts