ধনু রাশিফল 2023: আপনার কেরিয়ারের উন্নতির শিখর ছোঁবে কি?

Sagittarius Horoscope 2023

ধনু রাশিফল 2023: ধনু রাশির জাতকদের জন্য কেমন হবে নতুন বছর?

জ্যোতিষশাস্ত্র অনুসারে, ধনু রাশিফল 2023 (Sagittarius Horoscope 2023 in Bengali) কেমন যাবে তা জানার জন্য, এই বিশেষ প্রবন্ধটি পড়ুন কারণ ধনু রাশিফল 2023 -এর অধীনে প্রতি মাসের আলাদা আলাদা ধনু রাশির ভবিষ্যৎ বাণী দেওয়া আছে। এখানে ধনু রাশির জাতক/জাতিকাদের কেরিয়ার অর্থাৎ চাকরি এবং ব্যবসা আপনার আর্থিক অবস্থা, শিক্ষা, প্রেম, দাম্পত্য জীবন, শত্রুতা এবং স্বাস্থ্যের মতো ক্ষেত্রে কী ধরনের ফলাফল নিয়ে আসছে তা উল্লেখ করা আছে। এই নিবন্ধে সমস্ত ক্ষেত্রে ধনু রাশির ভবিষ্যৎ বাণী 2023 দেওয়া হয়েছে।

ধনু রাশিফল 2023 অনুসারে, বর্তমান বৎসরে দেহভাব মধ্যম। পেটের রোগ আঘাতযোগ, লিভার ব্যস্ত করবে তাই খাওয়ার থেকে নজর দেওয়া উচিত। আয় থেকে ব্যয় বেশি, বৎসরের মধ্যে ভাগে ঝোকের বশে ঋণ হবে, লাভের আশায় অর্থ নষ্ট। সন্তানের দিকে লক্ষ্য না রাখায় মানসিক উদ্বেগ। বিদ্যাভাব শুভ, শত্রু সফলতা পাবে না। দাম্পত্য জীবন মধ্যম। বিস্তারিত ভাবে জেনে নেওয়া যাক ধনু রাশির বার্ষিক রাশিফল ​​2023 (Sagittarius Yearly Horoscope 2023) ।

কর্ম ক্ষেত্রে ধনু রাশি 2023 কেমন যাবে জানতে পরামর্শ করুন বিদ্যান জ্যোতিষীর সাথে।

ধনু রাশিফল 2023

ধনু রাশির জানুয়ারী মাস কেমন যাবে?

ধনু রাশির ভবিষ্যৎ বাণী 2023 অনুসারে, এ মাসে ধনু রাশির কর্মজীবনে সাফল্য আসছে।

১ জানুয়ারী -৭ জানুয়ারী, শুভ প্রচেষ্টা থাকবে, সামান্য লাভ, বাধার ভিতর নতুন যোগাযোগ, নতুন কর্মের শুভ সময়।

৮ জানুয়ারী -১৪ জানুয়ারী, কর্মে অগ্রগতি, অর্থনৈতিক ক্ষেত্রে শুভ ফল, নতুন আশা, আশাপ্রদ ফল, লিভার-কফ ব্যাথায় দেহ কষ্ট।

১৫ জানুয়ারী -২১ জানুয়ারী, বৃথা সময় নষ্ট, অর্থব্যয়, অর্থকষ্ট চিন্তা, শুভ সময় নয়, দেহ কষ্ট, শেষ দিন প্রতিকূল।

২২ জানুয়ারী -২৮ জানুয়ারী, দায়িত্ব পালনে অর্থ ক্ষতি, আয় ব্যায় সমান, ঋণ, অতিথি সমাগম।

২৯ জানুয়ারী -৩১ জানুয়ারী, বিরোধ, মনচঞ্চল, আয় ব্যায় সমান, আঘাত, অযথা চিন্তা, অবসাদ।

ধনু রাশির ফেব্রুয়ারী মাস কেমন যাবে?

ধনু রাশিফল 2023 (Dhanu rashifal 2023 in bengali) র অনুসারে এ মাসটা ধনু রাশির জীবনে অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা।

১ ফেব্রুয়ারী -৭ ফেব্রুয়ারী, নিজ শরীর আত্মীয় দেহ চিন্তা, পরিবেশ মিশ্রফল, অর্থাগম, ব্যয় বৃদ্ধি, আত্মীয় চিন্তা।

৮ ফেব্রুয়ারী -১৪ ফেব্রুয়ারী, প্রচেষ্টা সার্থক, অর্থাগম, লটারিতে অর্থ প্রাপ্তিযোগ, মোটের উপর শুভ ভাব।

১৫ ফেব্রুয়ারী -২১ ফেব্রুয়ারী, পরিবেশ আশাপ্রদ, গৃহ শান্তি যোগ, অর্থনাশ, ব্যবসায় শুভ, নতুন ঝামেলায় ক্ষতি।

২২ ফেব্রুয়ারী -২৮ ফেব্রুয়ারী, দিনটি ঘটনা বহুল, অশুভযোগ, মনকষ্ট, ব্যায়, ঋণ।

ধনু রাশির মার্চ মাস কেমন যাবে?

ধনু রাশিফল 2023 অনুসারে, ধনু রাশির স্বাস্থ্য সমস্যা ফেলবে।

১ মার্চ -৭ মার্চ, কর্মে অসফলতা, দুশ্চিন্তা, ব্যবসায় মিশ্রভাব, কর্মে উদ্যম, মানসিক চাপ।

৮ মার্চ -১৪ মার্চ, দেহ অলস, আশার আলো, রাজনৈতিকদের সংকটপূর্ণ সময়, সম্মান বৃদ্ধি।

১৫ মার্চ -২১ মার্চ, লেনদেনে সাবধান, তর্ক থেকে দূরে থাকুন, কর্মে সাফল্য, বিরোধিতা, কর্মে দুশ্চিন্তা।

২২ মার্চ -২৮ মার্চ, কর্মে বাধা, বেকারদের অশুভ সময়, দেহ অসুস্থ, চিন্তা বৃদ্ধি, অবসাদ।

২৯ মার্চ -৩১ মার্চ, ব্যবসায়ীদের পক্ষে শুভ নয়, দেহ ভাব মধ্যম, বিবাদে ক্ষতি।

ধনু রাশির এপ্রিল মাস কেমন যাবে?

ধনু রাশিফল 2023 অনুসারে, মাসটি আর্থিক দিক থেকে শুভ।

১ এপ্রিল -৭ এপ্রিল, সামাজিক কাজে সাফল্য, অর্থাগম, ব্যবসায় লাভ, শত্রু বৃদ্ধি, কাজের চাপ বৃদ্ধি, দেহ মধ্যম।

৮ এপ্রিল -১৪ এপ্রিল, পরিবারে মতানৈক্য, চাপ বৃদ্ধি, চোখ কষ্ট দেবে, ব্যবসায় শুভ, শরীর মধ্যম।

১৫ এপ্রিল -২১ এপ্রিল, বিবাহ ব্যাপারে চিন্তা, চাকুরী-ব্যবসায় শুভ, প্রাপ্তিযোগ, সাফল্য, নতুন আশা।

২২ এপ্রিল -২৮ এপ্রিল, দীর্ঘদিনের আশা সাফল্যের পথে, দেহ কষ্ট থাকবে, নতুন সহযোগী লাভ, চিন্তা বৃদ্ধি, পরিবেশ অনুকূল,অর্থব্যয়।

২৯ এপ্রিল -৩০ এপ্রিল, শুভসংবাদ, মানসিক আনন্দ, দেহ কষ্ট, অর্থলাভ, আপনজনের থেকে মনকষ্ট।

ধনু রাশির মে মাস কেমন যাবে?

জ্যোতিষশাস্ত্র অনুসারে, ধনু রাশিফল ​​2023 বলে যে, এই মাসটি ধনু রাশির প্রেমে ভুল বোঝাবুঝি হতে চলেছে।

১ মে -৭ মে, প্রেমে ব্যর্থতা, ভুল বোঝাবুঝি, লটারি ফাটকা ব্যবসায় লাভ।

৮ মে -১৪ মে, চঞ্চলতায় কর্মে বাধা, অর্থাগম, আত্মীয় চিন্তা, অর্থটান, চিন্তা।

১৫ মে -২১ মে, মতানৈক্য-মানসিক উদ্যমে বাধা, আত্মীয় সমাগম, চিন্তা বাড়বে।

২২ মে -২৮ মে, অসমাপ্ত কাজে অগ্রগতি, আশার আলো, আনন্দ, শুভযোগ।

২৯ মে -৩১ মে, প্রতিবেশী শত্রুতা করবে, চাকুরী, পরিবর্তন যোগ, মিশ্রদিন।

ধনু রাশির জুন মাস কেমন যাবে?

ধনু রাশিফল ​​2023  অনুসারে, আপনার অধৈর্যতা এড়াতে হবে।

১ জুন -৭ জুন, মনে নৈরাশ্য, অর্থনাশের আশঙ্কা, দুশ্চিন্তা, কর্মে বাধা, দেহ কষ্ট লাঘব, নতুন যোগাযোগ।

৮ জুন -১৪ জুন, সংবাদে আনন্দ, সংসারে নতুন চিন্তা, সমস্যা সমাধান, ব্যায়বৃদ্ধি, দেহ পীড়া, দায়িত্ব বৃদ্ধি।

১৫ জুন -২১ জুন, কর্মে সার্থকতা, আত্মীয় আগমন, অর্থাগমে বাধা, যোগাযোগে আনন্দ, মাথাঠাণ্ডা রাখা দরকার।

২২ জুন -২৮ জুন, অর্থটান, পারিবারিক বিরোধ, কিছু লাভ, ঝামেলায় ক্ষতি, কর্মক্ষেত্রে শুভ।

২৯ জুন -৩০ জুন, সহকর্মী বাধা দেবে, কর্মে শুভ ফল লাভ, কিছু প্রাপ্তি যোগ।

ধনু রাশির জুলাই মাস কেমন যাবে?

ধনু রাশিফল ​​2023 (Sagittarius Horoscope 2023 in Bengali) অনুসারে আপনাকে সাবধানে থাকতে হবে।

১ জুলাই -৭ জুলাই, শরীর বিষয়ে সাবধান, আশাপ্রদ, কিছু পরিবর্তনের যোগ, কর্ম সমাধানের আশা।

৮ জুলাই -১৪ জুলাই, ঝামেলা এড়িয়ে চলা উচিত, বন্ধুর দ্বারা ক্ষতি, কর্মে নতুন চিন্তা।

১৫ জুলাই -২১ জুলাই, মিশ্রফল, বিবাদের আশঙ্কা, অর্থব্যয়, কর্মে বাধা, শরীর মনের অবসাদ, অর্থাগম।

২২ জুলাই -২৮ জুলাই, আত্মীয় আগমন, তর্ক থেকে দূরে থাকা প্রয়োজন, সাফল্য, শুভ কর্মে, সাংসারিক চিন্তা, বিবাদে ক্ষতি।

২৯ জুলাই -৩১ জুলাই, গুরুত্বপূর্ণ কাজে শুভ সময়, প্রচেষ্টা সার্থক, মিশ্রফল।

ধনু রাশির আগস্ট মাস কেমন যাবে?

ধনু রাশির ভবিষ্যৎ বাণী 2023 অনুসারে, এ মাসে ধনু রাশির কর্মে বাধা থাকলেও, প্রেমে সাফল্য আসছে।

১ আগস্ট -৭ আগস্ট, আশা পূর্ণ, আত্মীয় চিন্তা, শরীর মধ্যম, অর্থাগম, শরীর কষ্ট, মানসিক চাপ, ব্যবসা শুভ।

৮ আগস্ট -১৪ আগস্ট, শিক্ষায় বাধা, আত্মীয় কলহ, কর্মে বাধা, প্রেমে সাফল্য, দেহ সুস্থ থাকবে।

১৫ আগস্ট -২১ আগস্ট, মতবিরোধ, দাম্পত্য কলহ, কর্মে সাফল্য, দেহ শুভ, মেজাজ উগ্র, অর্থাগম।

২২ আগস্ট -২৮ আগস্ট, অবসাদ, ভ্রমণে শুভ, অর্থব্যয়, বিরোধ, মনচঞ্চল, আয় ব্যায় সমান।

২৯ আগস্ট -৩১ আগস্ট, অতিথি আগমন, দায়িত্ব পালনে অর্থক্ষতি, অযথা চিন্তা, দেহ অবসাদ।

ধনু রাশির সেপ্টেম্বর মাস কেমন যাবে?

ধনু রাশিফল 2023 (Sagittarius rashifal 2023 in Bengali) র অনুসারে, এ মাসটা ধনু রাশির জাতক জাতিকাদের শুভ।

১ সেপ্টেম্বর -৭ সেপ্টেম্বর, মানসিক অবসাদ,কর্মে সাফল্য, ব্যবসা মধ্যম, আর্থিক চিন্তা কমবে।

৮ সেপ্টেম্বর -১৪ সেপ্টেম্বর, শরীর কষ্ট, সম্মান কমবে, অর্থাগম, ব্যায় বৃদ্ধি, অশান্তি।

১৫ সেপ্টেম্বর -২১ সেপ্টেম্বর, মন চঞ্চলতা, অর্থাগম, ব্যবসায় শুভ যোগ, আত্মীয় আগমনে সুফল ।

২২ সেপ্টেম্বর -২৮ সেপ্টেম্বর, কর্মযোগ, আশা পূরণে বাধা, দাম্পত্য অশুভ, কর্মে চিন্তা বৃদ্ধি, সমস্যার সমাধান।

২৯ সেপ্টেম্বর -৩০ সেপ্টেম্বর, অযথাচিন্তা, ব্যবসায় উন্নতি, অর্থটান, পারিবারিক চিন্তা।

ধনু রাশির অক্টোবর মাস কেমন যাবে?

এ মাসের শুরুটা ধনু রাশিফল ​​2023 (sagittarius rashifal 2023 in bengali) র অনুসারে ভালো যাবে।

১ অক্টোবর -৭ অক্টোবর, কর্মে শুভযোগ, দেহ মধ্যম, সমস্যার সমাধান, আয় মধ্যম, বন্ধুর সাহায্য লাভ, ব্যায় বৃদ্ধি।

৮ অক্টোবর -১৪ অক্টোবর, কর্ম মধ্যম, ঋণ, নতুন যোগাযোগ, শরীর কষ্ট, পারিবারিক শুভ।

১৫ অক্টোবর -২১ অক্টোবর, সহায়তা লাভ, চঞ্চলতা, কর্মে ব্যস্ততা, শরীর সুস্থ, ব্যায় বৃদ্ধি, সাফল্যযোগ।

২২ অক্টোবর -২৮ অক্টোবর, ব্যবসা মধ্যম, বাধা, আয় ভাব শুভ, মেজাজ রুক্ষ থাকবে।

২৯ অক্টোবর -৩১ অক্টোবর, চিন্তা বৃদ্ধি, কর্ম ক্ষমতা বাড়বে, অর্থহানি, লোকসান, পারিবারিক অশান্তি, কর্মে বাধা।

ধনু রাশির নভেম্বর মাস কেমন যাবে?

ধনু রাশিফল 2023 র অনুসারে ধনু রাশির জাতক/জাতিকাদের জন্য এ মাসের শুরুটা উত্থান-পতনের মধ্য দিয়ে যাবে।

১ নভেম্বর -৭ নভেম্বর, কর্মক্ষেত্রে ব্যস্ততা, সাহায্য লাভ, লাভের আশা, সাফল্য, মেজাজ কমান।

৮ নভেম্বর -১৪ নভেম্বর, পুরানো রোগে কষ্ট, ঝামেলা, পাওনা আদায়, ব্যবসায় শুভ, কর্মলাভ।

১৫ নভেম্বর -২১ নভেম্বর, মানসিক কষ্ট, পারিবারিক চিন্তা বৃদ্ধি, আনন্দ, বিবাহ বিষয়ে কথা।

২২ নভেম্বর -২৮ নভেম্বর, মধ্যমদিন, মানসিক চিন্তা বৃদ্ধি, ভ্রমণ যোগ, প্রশংসা লাভ।

২৯ নভেম্বর -৩০ নভেম্বর, পরিবেশ অনুকূল, মানসিক অবসাদ, অর্থটান, কর্ম মধ্যম গতিতে চলবে।

ধনু রাশির ডিসেম্বর মাস কেমন যাবে?

আপনার কর্মের জন্য এই মাসের শুরুটা ধনু রাশিফল ​​2023 র অনুসারে মন্দ যাবে।

১ ডিসেম্বর -৭ ডিসেম্বর, সমসার সমাধান, পারিবারিক বিবাদ, আয় ব্যায় সমান, মানসিক চঞ্চলতা, সম্মান হানি, কর্মে সফলতা।

৮ ডিসেম্বর -১৪ ডিসেম্বর, আত্মীয় সমাগম, ব্যবসা মন্দ,সম্মান বৃদ্ধি, মানসিক উদ্বেগ, অযথা ঝামেলা।

১৫ ডিসেম্বর -২১ ডিসেম্বর, সময় অনুকূল, শরীর চিন্তা, অর্থটান, চাকুরীক্ষেত্রে অশান্তি, বেকারদের অশুভ।

২২ ডিসেম্বর -২৮ ডিসেম্বর, হটাৎ সুযোগ, প্রাপ্তিযোগ, আয় ব্যায় সমান, চাকুরী শুভ, অর্থাগমে বাধা।

২৯ ডিসেম্বর -৩১ ডিসেম্বর, শত্রু বৃদ্ধি, অবসাদ, পারিবারিক কলহ, ব্যবসায় শুভ, চাপবৃদ্ধি, শরীর মধ্যম।

ধনু রাশিফল 2023 এর লগ্নফল:

মেষলগ্ন: বর্তমান বৎসরে দেহ পীড়া কষ্ট দেবে, হটাৎ অর্থহানি, বিদ্যাফল শুভ।

বৃষলগ্ন: দেহ পীড়া মধ্যম, শত্রু চাপ থাকবে, যোগাযোগ বাধা, শুভ কাজে বাধা।

মিথুনলগ্ন: শরীর প্রায় কষ্ট দেবে, পারিবারিক মতান্তর, বিদ্যায় বাধা, আপন জনের স্বাস্থ্য চিন্তা।

কর্কটলগ্ন: কফ জাতীয় রোগে কষ্ট দেবে, প্রচন্ড শ্রমে অর্থাগম, গুরুজনের জন্য দুশ্চিন্তা, কর্মে বাধা।

সিংহলগ্ন: হতাশা ভাব, দেহে ত্যাগের মানসিকতা জাগবে, সামনে শুভ দিন আসছে।

কন্যালগ্ন: দংশন ভয় আছে, লিভার কষ্ট দেবে, আপন লোক শত্রুতা করবে।

তুলালগ্ন: দেহভাব মধ্যম, যোগাযোগে প্রবল বাধা, মতান্তর যোগ, ব্যায় বেশি, অগ্নি ভয়।

বৃশ্চিকলগ্ন: শরীরে অসুস্থ ভাব দেখা দেবে, যোগাযোগে বাধা, আয় অপেক্ষা ব্যায় বেশি।

ধনুলগ্ন: পেটের রোগ কষ্ট দেবে, অর্থাগমে বাধা, বিদ্যায় বাধা, বাধার মধ্যে ভাগ্য উন্নতি, সঞ্চয় কম।

মকরলগ্ন: মানসিক চাপ বৃদ্ধি, বিদ্যার্থী শুভ আশা করতে পারেন, শত্রুনাশ হবে, লটারি ফাটকা অর্থাগম।

কুম্ভলগ্ন: লিভার কষ্ট দেবে, অর্থাগম শুভ, অর্থযোগ, শুভ খবর, শত্রু পরাস্ত হবে, ব্যায় বৃদ্ধি।

মীনলগ্ন: লিভার হার্ট ভয়, অর্থাগম শুভ নয়, যোগাযোগে বাধা, শত্রু পরাজিত, মাতা পিতার জন্য চিন্তা।

ধনু রাশিফল 2023 এর সার্বিক ফলাফল:

পরিশেষে ধনু রাশি 2023 কেমন যাবে, এই জাতক-জাতিকার ক্ষেত্রে জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি (শিক্ষা, স্বাস্থ্য, কর্ম, ব্যবসা, বিবাহ ইত্যাদি) উপর কিভাবে প্রভাব বিস্তার করে চলেছে তা উল্লেখ করার পাশাপাশি প্রয়োজনীয় গ্রহ প্রতিবিধানের মাধ্যমে কিভাবে গ্রহের রোষ এড়িয়ে জীবনকে সুখ শান্তির সমৃদ্ধিতে পরিপূর্ণ করে তোলা যায় নিম্নে তার হদিশ রইলো-

স্বামী-স্ত্রীর ক্ষেত্র: এই বছর স্ত্রী ভাগ্যে ধনু রাশির জাতকরা বেশ উপকৃত হতে পারেন। ধনু রাশিফল 2023 অনুসারে, জাতিকাদের স্বামীর স্থানও বেশ শুভ-ই বলা যেতে পারে।

সন্তানস্থান: সন্তানের উচ্চশিক্ষায় বাধা বিপত্তি থাকলেও কর্মস্থানে সফলতার যোগ রয়েছে। সন্তানের শরীর-স্বাস্থ্য বিষয়ে উৎকণ্ঠা বৃদ্ধি পেতে পারে।

শিক্ষা: বর্তমান বৎসরে বিদ্যায় বাধার সৃষ্টি হতে পারে।

কর্ম: কর্মে উন্নতিলাভ হবে। কর্মক্ষেত্রে পরিবর্তন ঘটতে পারে।

দাম্পত্যজীবন: ধনু রাশির বিবাহিত জীবন এ বছর ঝামেলা আসতে পারে, তাই সাবধানে থাকা জরুরি। দাম্পত্য কলহ হতে পারে।

স্বাস্থ্য: আঘাতপ্রাপ্তি ও অস্থিভঙ্গের যোগ আছে।

শত্রুতা: নিজের আচরণের কারণে শত্রু বৃদ্ধি পেতে পারে।

প্রেম: ধনু রাশির প্রেম 2023 এ, রূঢ় আচরণের জন্য প্রেমে কিছুটা ক্ষতি হতে পারে। তবে নতুন প্রেম হতে পারে।

বিবাহ: ভবিষ্যৎ বাণী 2023 এ বছর বিবাহ না করাটাই শ্রেয়।

দুর্ভাগ্য: ধনু রাশির ভবিষ্যৎ বাণী 2023 অনুসারে, এ বছর অশুভর পরিমাপই বেশি। ধনু রাশির ভাগ্য 2023 খুব ভালো রাখতে সুক্ষ বিচার করে জীবন যাপন করতে হবে।

প্রতিকার

পীত পোখরাজ, গোমেদ ও ক্যাটস আই ধারণ। অভাবে – বামনহাটি মূল, শ্বেতচন্দনের মূল ও অশ্বগন্ধার মূল ধারণ।

ধনু রাশিফল 2023: জ্যোতিষশাস্ত্র অনুযায়ী শুভ উপায়

শুভ স্তোত্র: দুর্গাস্তব পাঠ।

ধনু রাশির শুভ রং: সাদা, ফিকে সবুজ, ফিকে গোলাপি ও গাঢ় কালো রং।

শুভদিন: সোম, বুধ, বৃহস্পতি, শুত্রু।

ধনু রাশির শুভ সংখ্যা: ৩, ৫, ৭, ৯

## উপরিউক্ত বর্ষফলের সঠিক ফলাদেশ লাভ করার জন্য জ্যোতিষবিদ এর সঙ্গে যোগাযোগ করুন।

Author Bio

Related Posts