২০২৫ সাল স্বাগত | আমাদের প্রত্যেকেরই আগ্রহ থাকে নতুন বছর কেমন যাবে ? কি লেখা আছে কপালে ? আমরা সকলেই চাই উন্নতি , সাফল্য , সুস্বাস্থ্য , শান্তি | শুধু একা নয় , আগ্রহ থাকে পরিবারের অন্যান্য সদস্যদের জন্য | রাশিফল অনুযায়ী কি আছে আপনার ভাগ্যে ?
ইংরেজী নতুন বছরের ভাগ্যফলটা একবার দেখে নেওয়া যাক | বছরটিতে শুভ ভাব যথেষ্ট বেশী | অশুভ ভাব অনেকটা কম | বর্ষারম্ভের প্রথম দিকে দেবগুরু বৃহস্পতি বৃষে , মঙ্গল কর্কটে , কেতু কন্যাতে , বুধ বৃশ্চিকে , রবি এবং চন্দ্র ধনুতে , শুক্র এবং শনি কুম্ভে ও মীনে রাহু | দুই মহাগ্রহ শনিদেব এবং দেবগুরু বৃহস্পতি এবং পাপগ্রহ রাহু কেতু এবছর স্থান পরিবর্তন করবে | তাই ধনু রাশি সহ বারোটি রাশির নতুন বছরের সার্বিক ভাগ্য কেমন যেতে পারে , সে বিষয়ে আলোকপাত করছি |
ধনু রাশির মানুষদের ২০২৫ সাল কেমন যাবে ?
বর্ষলগ্নে আপনার মন্থরস্থান ১০ ঘরে অবস্থিত | আপনার জীবনের এই সময় আপনি উজ্জ্বল এবং কৃতকার্য হবেন | উপরতলার কাছ থেকে সাহায্য পাবেন | আপনি আধ্যাত্মিক অভিজ্ঞানপ্রাপ্ত হবেন | আপনার সন্মান ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে | নিজেকে সফল পরিকল্পনায় নিযুক্ত করবেন | আপনি পরিপূর্ণ ও সুখী হবেন |
জানুয়ারী
আপনার কাজকর্ম দাপটপূর্ণ হবে এবং এর থেকে আপনি শ্রদ্ধা অর্জন করবেন | আপনার আত্মবিশ্বাস চমৎকার এবং সামাজিক পরিধি ব্যাপৃত হবে | স্বল্প দূরত্বের ভ্রমণ লাভজনক | পরিবারের ভালোর জন্য কিছু করার ইচ্ছা থাকবে | বিবাহিত হলে বৈবাহিক সুখ পাবেন | আপনার অংশীদার বা সঙ্গীর সঙ্গে তাল মিলিয়ে চলবেন | কোন বয়স্ক ব্যক্তির সহযোগিতা পাবেন | অল্পস্বল্প শারীরিক সমস্যা হতে পারে |
ফেব্রুয়ারী
এই সময় আপনি শক্তির অভাবে নির্জীব বোধ করবেন | ফলহীন কাজে শক্তি ক্ষয় করবেন | আর্থিক ক্ষতির সম্ভাবনা প্রবল | পরিবারের সদস্যের অসুস্থতা আপনার মানসিক শান্তির ব্যাঘাত ঘটাবে | খরচ করার প্রবণতা খুবই বৃদ্ধি পাবে | অনাঙ্খিত স্থানে থাকতে হতে পারে | যদিও এটি একটি অভিজ্ঞতা ,তবে খারাপ নয় | ধর্মীয় কাজকর্মে কিছু সময় নিয়োজিত করা উচিত | কিন্তু পার্থিব বস্তুর ব্যাপারে তা মোটেও শুভ নয় | নতুন কোন বিষয়ে জড়িয়ে পড়বেন না |
মার্চ
এই সময় আপনি খুব খুশিতে থাকবেন | আপনার নিজের বুদ্ধিমত্তা ও দক্ষতার জন্য ফলাফল ভালো হবে | আপনি শিক্ষিত ব্যক্তির সাহচর্য পাবেন | আপনি সন্মান পাবেন ও আপনার যশ বৃদ্ধি পাবে | সাংসারিক জীবন হবে সন্তোষজনক | সাহসী প্রয়াস আপনার উচ্চাকাঙ্খাকে সফল করবে | আপনি সফল হবেন , কিন্তু কাজের বোঝা আপনাকে পরিশ্রান্ত করবে | আপনার সূক্ষ্ম ক্ষমতা আপনাকে উপকৃত করবে | শারীরিক অবস্থা সন্তোষজনক |
এপ্রিল
এই সময় আপনি মিশ্র ফল পাবেন | হঠাৎ ভাগ্য পরিবর্তন হবে | আপনার সামাজিক পরিধির প্রসার ঘটবে | প্রেম প্রণয়ের ব্যাপারে এই সময় ভালো নয় | প্রিয়জনের সঙ্গে কলহ ও শত্রুতা হতে পারে | আপনার খরচ অযাচিতভাবে বৃদ্ধি পাবে | ভ্রমণ কাজের হবে না | ঝুঁকিপূর্ণ কাজে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে | সম্ভবত ঝুঁকি নেবার পক্ষে এই সময়টি ঠিক নয় | ছোটখাট সমস্যা হতে পারে |
মে
এই সময় আপনি খুব স্বচ্ছন্দ বোধ করবেন | আপনার চারিদিকে একটি খুশির বাতাবরণ থাকবে | বিপরীত লিঙ্গের প্রতি ঝোঁকার সম্ভাবনা প্রবল এবং তাতে সফল হবেন | যুগ্মভাবে সুখী হবেন | একটু বেশি পরিশ্রম করলে বেশি উপার্জন হবে | বিরাট পার্টি দেবার ইচ্ছা প্রকাশ করবেন | শিল্পকলা , সংগীত ও সাহিত্যে আগ্রহ থাকবে | ছোটখাট শারীরিক সমস্যা আপনাকে বিব্রত করবে | পরিবারের সদস্যরা পূর্ণ সহযোগিতা করবেন |
জুন
এই সময় আপনি জীবনের প্রতি সফল পদক্ষেপ গ্রহণ করবেন এবং অতি বিশ্বাসী হবেন | আপনি সরকারি কিংবা ব্যক্তি জীবনে ক্ষমতা এবং দাপট চালাবেন | স্বল্পদৈর্ঘ্যের ভ্রমণ দেখা যায় না | আপনি কঠোর পরিশ্রমের দ্বারা ফলপ্রসূ হবেন | দাতব্য ও সামাজিক সংস্থাগুলিতে মুক্ত হস্তে দান করবেন | স্বাস্থ্য ভালো যাবে না এবং পরিবারে অসুখ বিসুখ থাকবে |
জুলাই
আপনার প্রচেষ্টাগুলি ব্যর্থ হতে পারে | শারীরিক সমস্যা থাকবে | বড় বা নতুন কোন কর্মকান্ডে নিজেকে জড়াবেন না | ঝুঁকি নেবার এটি উপযুক্ত সময় নয় | পরিবারের সদস্যের স্বাস্থ্য নিয়ে চাপ থাকবে | অকারণ ভ্রমণ পরিত্যাগ করুন | এই সময় মানসিক টানাপোড়নে ভুগবেন | বন্ধু ও মহিলা সুখে এবং জমিজমা সংক্রান্ত ব্যাপারে বঞ্চিত হবেন | অর্থকরী দিক বিচার করলে সময়টা ভালো নয় | খরচ বাড়বে | কোন গুপ্ত কাজে খরচের সম্ভাবনা হঠাৎ করে ক্ষতি বয়ে আনবে |
আগস্ট
আপনি খুব এলোমেলো ভাবে কাজ করবেন | অলীক কল্পনা থেকে বিরত থাকুন | একটি ভীতিজনক চিন্তা আপনার উপর চেপে বসবে | নিজের লোক বহুবার আপনাকে বঞ্চনা করবে | কর্কশ স্বভাবের জন্য সাফল্য পেতে অসুবিধা হবে | বিপরীত লিঙ্গের সঙ্গে বন্ধুত্ব মোটেই আন্তরিক হবে না | চটজলদি উপার্জনের উপায়গুলিকে ভালোভাবে খুঁটিয়ে দেখুন | স্মৃতি নয়, বাস্তব নিয়ে বাচুঁন | গুপ্ত শারীরিক রোগ আপনার সুখের কাঁটা হয়ে দাঁড়াবে |
সেপ্টেম্বর
এই সময়টা খুব কঠিন | কঠোর পরিশ্রমের ফল পাবেন না এবং সুফল লাভে বঞ্চিত থাকবেন | ব্যবসায়িক সঙ্গীরা ক্ষতিকারক হবে এবং আপনাকে বাধা দেবে | বদরাগী স্বভাবকে আয়ত্তে রাখুন যা আপনাকে গার্হস্থ্য জীবনে অপ্রীতিকর অবস্থা থেকে মুক্ত করতে সাহায্য করবে | স্বামী বা স্ত্রীর খারাপ স্বাস্থ্য সম্পর্কে চিন্তায় থাকবেন | আপনি নিজেও শারীরিক কষ্ট ও মানসিক চাপে ভুগবেন |
অক্টোবর
আপনি খুবই সুখী হবেন | এই সময় অর্থকরী লাভ হবে যা পরিষ্কার ভাবে দেখা যাচ্ছে | প্রচুর পারিবারিক মেলামেশা হবে | বন্ধু বান্ধবদের খুবই সাহায্য করবেন | ভ্রমণ সফল হবে | সময়ের সদ্ব্যবহার করার চেষ্টা করুন |
নভেম্বর
ব্যবসায়, চাকরিতে বা সরকারি কাজে নিয়োজিত ব্যক্তিরা লাভবান হবেন | উচ্চপদে আসীন এমন কোন ব্যক্তির সাথে বন্ধুত্ব করবেন এবং তার মাধ্যমে লাভ ও সন্মান পাবেন | ব্যবসায়ে বৃদ্ধি লক্ষ্য করা যায় | বিপরীত অবস্থা সামাল দেবার জন্য আপনার এক প্রবল ক্ষমতা থাকবে | শত্রুরা কোন ক্ষতি করতে পারবে না |
ডিসেম্বর
এই সময় যতই চেষ্টা করুন আপনার সঙ্গী সাথীদের সঙ্গে কিছুতেই ভালো সম্পর্ক রাখতে পারবেন না | দৈনন্দিন জীবনে বাধাবিপত্তির সম্মুখীন হতে পারেন | পরিবারের সদস্যদের দৃষ্টিভঙ্গি আন্তরিক হবে না | আদালতের কোন মামলায় জড়িয়ে পড়ার ভয় রয়েছে | আপনার বন্ধুরা আপনার গুরুত্বপূর্ণ সময়ে আপনার অবগণনা করবে এবং সেই কারণে কোন মিথ্যা আশার উপর ভরসা করবেন না | শরীরের উপর যত্ন রাখুন | খাদ্যে বিষক্রিয়ার ভয় রয়েছে | যতদূর সম্ভব ভ্রমণ এড়িয়ে চলুন |