মকর রাশি থেকে কুম্ভ রাশি শনির সঞ্চারে আদৌ কি দুঃখমোচন হবে?

মকর রাশি থেকে কুম্ভ

বৈদিক জ্যোতিষশাস্ত্রে শনির তাৎপর্য | মকর রাশি থেকে কুম্ভ রাশি শনির সঞ্চারে |

জ্যোতিষশাস্ত্র অনুসারে, শনি শৃঙ্খলা এবং আইনের প্রতি শ্রদ্ধার শিক্ষা দেয়। ঠিক যেমন একজন শিক্ষক তার ছাত্রকে আগামীদিনে সঠিক পথ চলতে কি কি করণীয় তার শিক্ষা প্রদান করেন |

একইভাবে শাস্তি পাওয়ার আগে আমরা যখন জীবনে প্রচুর ভুল করি তখন শনি আমাদের সংশোধন করে, ঠিক যেমন শিক্ষক মশাই আমাদের করে থাকেন |
শনি গ্রহ একজন ব্যক্তির শৃঙ্খলাবোধের বিকাশেও সহায়তা করে।

২০২৩ সালে ৪ঠা নভেম্বর কুম্ভ রাশিতে শনি গ্রহ মকর রাশি থেকে সঞ্চার করলো | তা থাকবে আগামী ২০২৫ সালের ২৯সে মার্চ অবধি |
এই সময়কালে পৃথিবীতে অবস্থিত সকল প্রাণীকুলের মধ্যে একপ্রকার বিশেষ পরিবর্তন লক্ষ্য করা যাবে |

এই পরিবর্তন কারুর কাছে শুভকারক হবে আবার কারুর কাছে চরম অশুভত্বের কারণ হয়ে দাঁড়াবে|

এই পরিবর্তন যাদের জন্ম লগ্নে শনি শুভ কারক গ্রহ অথবা যাদের জন্ম লগ্নে শনি শুভ স্থানে অবস্থান করছে তাদের আগামী ২৯ মার্চ ২০২৫ সাল সময় কাল পর্যন্ত বিশেষ কিছু শুভ ঘটনার সম্মুখীন হবেন |

এছাড়াও শনিরদৃষ্টি র ফলে ও প্রচুর কিছু ঘটনার সাক্ষী হতে চলেছে আগামী এই সময় কাল |


এই শুভ অশুভ নিয়ে এবার আমরা নিম্নে রাশি অনুযায়ী বিশ্লেষণ করেছি |

কুম্ভ রাশিতে 2023 সালের শনি সঞ্চার জাতকের ব্যবসা, চাকরি এবং বিবাহের মতো জীবনের বিভিন্ন ক্ষেত্রকে প্রভাবিত করবে |

শনি বিগত ৪ঠা নভেম্বর, ২০২৩ সকাল ৮টা ২৬ মিনিটে মকর রাশি থেকে কুম্ভ রাশিতে সঞ্চার করেছে | এর ফলে জোতিষমতে এক মহাযোগের সৃষ্টি হয়েছে |

যা কিনা একটা বিরল যোগ | এই যোগের নাম হলো শশ মহাপুরুষ যোগ |

এই যোগ বিগত ৩০ বছর পরে সংঘঠিত হলো |

এই যোগ প্রতিটি রাশির মানুষ কে কোননা কোনো ভাবে প্রভাবিত করবে |



মকর রাশি থেকে কুম্ভ


শনির সঞ্চার রাশিচক্রের প্রতিটি রাশির জাতকদের কি রকম ফল প্রদান করতে পারে সেই বিষয় এ আমরা একটি আগাম আভাস প্রদান করছি |



মেষ:

শনি ৪ঠা নভেম্বর মেষরাশি থেকে একাদশতম ঘরে সঞ্চার করেছে |

জোতিষ শাস্ত্র মতে একাদশ ঘর হলো আয়ের ঘর | ফলে শনির এই সঞ্চার মেষ রাশির জাতক কে আর্থিক ভাবে প্রচুর লাভবান করবে |
এছাড়াও অপ্রত্যাশিত ভাবে আয় বৃদ্ধি পাবে |

বিভিন্ন সূত্র থেকে কারণে অকারণে আর্থিক সাফল্য ঘটবে মেষ রাশির জীবনে | বিগত দিন গুলিতে যে সকল প্রচেষ্টা বিফলে গেছে বা প্রতি মুহূর্তে প্রতিহত হয়েছে সেই সকল বিষয় প্রচেষ্টা থেকে আগামী দিনে পুরোপুরি ভাবে সফলতা অর্জন করবে |

মেষ রাশির জাতকের সমস্ত আকাঙ্খা আগামী দিনে পূরণ হতে চলেছে | অসমাপ্ত কাজ গুলো খুব দ্রুত তার সঙ্গে আগামী দিনে পূর্ণতা পেতে চলেছে | এর ফলে মেষ রাশির জাতকদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে |

তবে পারিবারিক বিষয়ে শান্তভাবে সিদ্ধান্ত নেওয়া উচিত এবং শারীরিক যত্ন নেওয়া আবশ্যিক |

 

বৃষ:

শনি বৃষ রাশি থেকে দশম তম ঘরে প্রবেশ করেছে গত ৪ঠা নভেম্বর, ২০২৩ |

বৃষ রাশির জাতকদের পেশাদার জীবনে আগামীদিনে বিরাট উন্নতি হতে চলেছে |

জাতকের নিজের প্রচেষ্টায় প্রচুর উন্নতি হবে | কর্ম সূত্রে বিদেশ যাবার প্রবল সুযোগ আসবে | এছাড়াও ব্যাবসায়ীদের জীবনে প্রচুর  উন্নতি হতে চলেছে | নতুন কাজের সুযোগ আসবে |

অপ্রত্যাশিতভাবে আর্থিক উন্নতি ঘটবে |

তবে পারিবারিক দিক থেকে নানা ধরনের বাধা বিপত্তি আসতে পারে |

ব্যাবসার কাজে আপনি এতটাই ব্যাস্ত থাকবেন যে, আপনি আপনার পরিবার কে সময় দিতে পারবেন না |

আপনার সময়াভাবে আপনার সন্তান বিপথে চলে যেতে পারে |

আপনার জীবন সঙ্গীর সাথে মনোমালিন্য হতে পারে | জীবন সঙ্গীর ও পরিবারএর সদস্যের শরীর স্বাস্থ্যর দিকে আপনার নজর দিতে হবে |

নানা কারণে আপনার সাথে পরিবারের মতবিরোধ হতে পারে | তবে নিজের বুদ্ধির দ্বারা শনির আশীর্বাদে বিরুদ্ধ পরিস্থিতিকে সামলাতে পারবেন |

 

মিথুন:

শনি বৃষ রাশি থেকে নবমতম ঘরে প্রবেশ করেছে গত ৪ঠা নভেম্বর, ২০২৩ |

নবমঘর হলো ভাগ্যভাব | জাতকের সৌভাগ্য ও আধ্যাত্মিক চেতনা এই ভাবের দ্বারা বিচার করা হয় |

শনির এই সঞ্চার এর ফলে জাতকের চতুর্দিক থেকে কাজের প্রচুর সুযোগ আসতে চলেছে | মিথুন রাশির জাতকদের ব্যাবসায়ীক দিক থেকে প্রচুর ভালো ভালো সুযোগ আসতে পারে |

আগামীদিনে ব্যাবসার কাজে মিথুন রাশির জাতক কে বিদেশে পারি দিতে হতে পারে | জাতক ব্যাবসার কাজে এতটাই ব্যাস্ত হয়ে পড়বেন যে আপনি আপনার পরিবার কে সময় দিতে পারবেন না | সেই কারণে আপনার পারিবারিক শান্তি বিঘ্নিত হতে পারে | সংসারে নানা রকম ঝামেলার মধ্যে দিয়ে যেতে হতে পারে |

এই মিথুন রাশির জাতকের নিজের বাবা বা পিতৃসম মানুষের সাথে নানা কারণে মতবিরোধ হতে পারে | স্বাস্থ্য সম্পর্কে যত্নশীল হতে হবে, অন্যথায় বিপদের সম্মুখীন হতে হবে |

আগামী দিনে মিথুন রাশির জাতক কে নিজক্ষেত্রে স্বনামধন্য হওয়ার জন্য প্রয়োজনীয় সকলরকম সহায়তা করবেন কেন্দ্রে অর্থাৎ কুম্ভে অবস্থান করা শনি দেব |

 

কর্কট:

৪ঠা নভেম্বর শনি কর্কট রাশি থেকে অষ্টম ঘরে প্রবেশ করেছে |

অষ্টম ঘর থেকে আকস্মিক কোনো দুর্ঘটনা, মৃত্যু , বা ক্ষতি নির্ধারণ করা হয় জ্যোতিষ শাস্ত্রে |

এই রাশির জাতকদের শ্বশুরালয় এর দিক থেকে নানা রকম বিপত্তির সম্মুখীন হতে হবে | এই রাশির জাতকের শশুর বাড়ির আত্মীয় স্বজনরা আপনার দ্বারা নানা দিক থেকে উপকৃত হবেন | নানা রকম সুবিধাও পাবেন |

কর্কট রাশির জাতক নিজ বুদ্ধিমত্তার দ্বারা সব বাধা থেকে সহজেই মুক্তি লাভ করতে পারবেন | কর্মক্ষেত্রে এই রাশির জাতক জাতিকারা সমস্যার সম্মুখীন হবেন |

আপনার সন্তান এর জন্য আপনার মানসিক উদ্বেগ আসবে, তবে আপনি আপনার অসাধারণ বুদ্ধি মত্তার দ্বারা সেই সব সমস্যা থেকে মুক্তি পাবেন |

২০২৩ সাল কর্কট রাশির জাতকের আর্থিক দিক থেকে শুভ | আপনি আর্থিক দিক থেকে লাভবান হবেন | শিক্ষার্থীদের জন্য বিরাট সুখবর আসবে | শিক্ষার্থীদের অনেকদিনের আশা পূরণ হবে |

নানা বাধা বিঘ্ন আসা সত্ত্বেও আপনি সঠিক ও মনের মতো জায়গায় প্রতিষ্ঠা লাভ করবেন |

 

সিংহ:

শনি মকর রাশি থেকে কুম্ভ রাশিতে অর্থাৎ সিংহ রাশির সপ্তম ঘরে প্রবেশ করেছে ৪ঠা নভেম্বর ২০২৩|

এই সপ্তম ঘর হলো মনের মতো জীবন সঙ্গীর |

এই রাশির জাতক জাতিকা রা মনের মতো জীবন সঙ্গী পাবেন এবং আপনার জীবন সঙ্গী আপনাকে সব রকম দিক থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে আপনার পাশে থাকবে |

কাজের জগতে আপনি নতুনত্বের দিকে এগিয়ে যাবেন | আপনার দ্বারা নতুন কোনো ব্যাবসায়িক প্রতিষ্ঠান চালু হবে আগামী দিনে | এই ব্যাবসায়িক প্রতিষ্ঠান দ্বারা আপনি অনেক সাফল্য অর্জন করবেন এবং ভবিষৎ এ অনেক দূর এগিয়ে যেতে আপনাকে সাহায্য করবে |

স্বাস্থ্যই সম্পদ, অতএব আপনি নিজের শরীর এবং স্বাস্থ্য নিয়ে সচেতন হন | অন্যথায় সিংহ রাশির জাতক কে স্বাস্থ্য নিয়ে নানা রকম জটিল সমস্যার সম্মুখীন হতে হবে | যেটা আপনার দুশ্চিন্তার কারণ হবে |

 

কন্যা:
শনি, মকর রাশি থেকে কুম্ভে প্রবেশ করেছে ৪ঠা নভেম্বর ২০২৩ |

এই পরিবর্তন কন্যা রাশির জীবন কে শক্তিশালী করে তুলবে | যা কিনা অন্যদের ইর্ষার কারণ হবে | এই রাশির জাতক জাতিকা তাদের শত্রুদের কে নিজ ক্ষমতা বলে পরাজিত করবেন |

জাতক জাতিকার শত্রুপক্ষ জাতক জাতিকা কে অনেক চেষ্টা করার পর ও পরাস্থ করতে পারবে না |

৪ঠা নভেম্বর ২০২৩ সালে শনির এই যে বিরাট পরিবর্তন যেটা কি না আপনাকে পুরোনো ঋণ গুলো থেকে মুক্তি দিয়ে যাবে |

কর্ম জীবনে জাতকের প্রচুর সাফল্য আসবে | কাজের জগতে নিজের ক্ষমতা কাজে লাগিয়ে বিরাট পরিবর্তন ঘটাবেন এই রাশির জাতক জাতিকারা | যা কিনা অন্য দের ঈর্ষার কারণ হবে |

শত্রুপক্ষ অনেক চেষ্টা করেও আপনাকে পরাস্ত করতে অক্ষম হবেন |

 

তুলা:

৪ঠা নভেম্বর ২০২৩ শনি পঞ্চম ঘরে প্রবেশ করেছে |

এই পঞ্চম ঘর হলো খুশি, আনন্দদায়ক এবং এই সব কিছু নিয়ে আনন্দ করে বাঁচা |

রোমান্টিক জাতক জাতিকাদের ক্ষেত্রে আগামী দিন খুব সুখের হতে চলেছে | জাতক বা জাতিকারা নিজের পছন্দ মতো জীবন সঙ্গী পাবেন | আপনার জীবন সঙ্গী আপনাকে সব দিক থেকে আগলে রাখবে | আপনাদের এই বৈবাহিক সম্পর্ক সুমধুর হবে |

জোতিষ শাস্ত্রমতে শিক্ষার্থীরা নতুন আলোর সন্ধান পাবেন | যা কিনা শিক্ষার্থী কে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে | জাতক জাতিকা রা নিজ ক্ষমতার দ্বারা শিক্ষা প্রতিষ্ঠানে একটি সুন্দর জায়গা করে নিতে পারবেন এবং প্রচুর সফলতা অর্জন করবেন |

জাতক জাতিকা রা অন্যের ঈর্ষার কারণ হবেন |

শিক্ষার সফলতা আনতে গেলে শিক্ষার্থীকে অনেক পরিশ্রম করতে হবে, পরিশ্রম করলে তবেই এগিয়ে যাওয়া সম্ভম |

প্রেম ভালোবাসার ক্ষেত্রে খুব ভালো সময় আসতে চলেছে | জাতক জাতিকারা যদি মনে মনে কাউকে পছন্দ করেন তাহলে তাকে গিয়ে নিজের মনের কথা খুলে বলুন |

 

বৃশ্চিক:

৪ঠা নভেম্বর ২০২৩ শনি চতুর্থ ঘরে প্রবেশ করবে |

এই চতুর্থ ঘর হলো , মা , সম্পত্তি ,জমি ,বাড়ি , গাড়ি এবং শিক্ষার | জোতিষ শাস্ত্রমতে জাতক জাতিকাদের নতুন কিছু শুভ জিনিস আসতে চলেছে | জাতক জাতিকাদের নতুন বাড়ি , জমি আসতে চলেছে | বর্তমান বাড়ি ছেড়ে আপনাকে নতুন বাড়িতে যেতে হবে | যা কিনা আপনাকে নানা ঝামেলায় পড়তে হতে পারে |

জাতক জাতিকার পারিবারিক ঝামেলায় পড়তে হবে | যার কারণে কিছুটা মানসিক অবসাদে পরতে হতে পারে |মানসিক দিক থেকে ভেঙ্গে পড়বেন |

জাতক জাতিকা নিজ বুদ্ধি বলে এইসব খারাপ পরিস্থিতি থেকে সহজেই বেরিয়ে আসতে পারবেন | সব বাধা বিপত্তি কাটিয়ে শেষ পর্যন্ত জাতক জাতিকাদের পরিবারের সবাই আপনার পাশে থাকবে |

 

ধনু:

৪ঠা নভেম্বর ২০২৩ সাল শনি তৃতীয় ঘরে প্রবেশ করেছে |

জাতক জাতিকার কাজের জগতে সফল হবেন |

অফুরন্ত চেষ্টা আর অত্যাধিক পরিশ্রম জাতক জাতিকা কে সাফল্যের জায়গায় নিয়ে যাবে |কাজের জগতে সহকর্মীরা আপনাকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে আর এই সহযোগিতা আপনাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করতে |

অফুরন্ত ইচ্ছা শক্তি আর অত্যাধিক চেষ্টার জোরে কাজের জগতে পাকাপাকি ভাবে একটি সুন্দর জায়গা আপনি তৈরী করবেন | জাতক জাতিকারা মানসিক দিক থেকে ভীষণ strong হবেন এবং সমস্ত রকম কাজের প্রতি আগ্রহ আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে |

প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে অনেক শুভ সময় আস্তে চলেছে | জাতক জাতিকার সন্তান দের ও শুভ সময় এটাই | সন্তান যদি শিক্ষার্থী হয় তাহলে তো সেই সব শিক্ষার্থী দের প্রচুর সাফল্য আসতে চলেছে |

 

মকর:

৪ঠা নভেম্বর ২০২৩ শনি দ্বিতীয় ঘরে প্রবেশ করেছে |

এর জাতক জাতিকার প্রচুর অর্থ উপার্জনের যোগ আসতে চলেছে | আর্থিক দিক থেকে অনেক বেশি পরিমানে সাফল্য আসবে যা কিনা আপনি আসা করেননি | আয়ের এই ধারাবাহিকতা বজায় থাকবে | এই আর্থিক সফলতার কারণে জাতক জাতিকাকে আগামীদিনে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে |

শুধু অর্থ যে আসবে এমনটা নয় জাতক জাতিকারা প্রচুর সঞ্চয় ও করবেন | এই আর্থিক সফলতার কারণে জাতক জাতিকার নতুন জমি, বাড়ি, যানবাহন কেনার সুযোগ ও আসবে |
সমাজে নিজের একটা সুন্দর,পাকাপোক্ত জায়গা আপনি তৈরী করে ফেলবেন | আপনি অনেক বেশি উচ্চাকাঙ্খী |

সমাজে সবার সাথে সুসম্পর্ক গড়ে উঠবে | প্রতিবেশী, বন্ধু বান্ধব , শ্বশুরালয় এবং পিতৃকুল সবার সাথে সুসম্পর্ক থাকবে |

 

কুম্ভ:

৪ঠা নভেম্বর ২০২৩ শনি প্রথম ঘরে প্রবেশ করেছে |

এখানেই প্রথম পর্যায় শেষ আর দ্বিতীয় পর্যায় শুরু |

এই পর্যাইয়ে জাতক জাতিকার কর্মে বিরাট সাফল্য আসবে | এতটাই সাফল্য যে আপনার কল্পনার অতীত | জাতক জাতিকা নতুন কোনো ব্যাবসায় শুরু করতে পারবেন এবং সেই ব্যাবসায় প্রচুর সাফল্য আসবে |

জাতক জাতিকা নিজ দূরদর্শিতার দ্বারা সফলতা অর্জন করবেন এবং সেই সফলতায় নিজের ব্যাক্তিত্বের বিকাশ ঘটবে |

জাতক জাতিকা নিজ বুদ্ধি বলে নিজের জায়গায় পাকা পোক্ত ভাবে অবস্থান করবেন | জোতিষ শাস্ত্র মতে জাতক জাতিকার পারিবারিক দিক থেকে সহযোগিতা পাবেন বিশেষ করে আপনার ভাই এবং বোনদের কাছ থেকে |

জাতক জাতিকা ব্যাবসায় এতটাই ব্যাস্ততা থাকবেন যে আপনি আপনার পরিবার কে সময় দিতে পারবেন না আর ঠিক সেই কারণেই আপনার পারিবারিক সমস্যা দেখা দেবে বিশেষ করে আপনার স্ত্রীর সাথে | দাম্পত্য জীবনে কলহ আসতে পারে |

যাই হোক, জাতক জাতিকা নিজ বুদ্ধির দ্বারা ও অসাধারণ ক্ষমতা বলে সব খারাপ পরিস্থিতি সামলে উঠবেন |

 

মীন:

৪ঠা নভেম্বর ২০২৩ সালে দ্বাদশ ঘরে প্রবেশ করেছে |

এই রাশির জাতক জাতিকারা শারীরিক অসুস্থতায় ভুগবেন | নিজের শরীরের দিকে জাতক জাতিকাকে নজর দিতে হবে | নানা ধরণের শারীরিক সমস্যায় আপনাকে ভুগতে হতে পারে বিশেষ করে আপনার পায়ের সমস্যায় ভুগতে হবে |

জোতিষ শাস্ত্র মতে জাতক জাতিকা কে চোখের সমস্যায় ও পরতে হতে পারে | নিজের চোখের দিকে যত্নবান হতে হবে না হলে বড়ো বিপদ আসতে পারে |

নানা রকম শারীরিক অসুস্থতার কারণে জাতক জাতিকা মনের দিক থেকে দুর্বল আর শারীরিক দিক থেকে ও দুর্বল হয়ে পরবেন |

নিজ বুদ্ধির দ্বারা এইরকম খারাপ পরিস্থিতি থেকে নিজেকে সামলাতে পারবেন |

জাতক জাতিকার জীবনে একটি চমকপ্রদ সুযোগ আসতে চলেছে | জোতিষ শাস্ত্র মতে জাতক জাতিকার বিদেশ যাত্রা সুযোগ আসবে এবং বিদেশে কাজের সুযোগ ও আসবে | দৃঢ় ইচ্ছা শক্তি এবং প্রবল অধ্যাবসায় দ্বারা জাতক জাতিকা কাজের ভালো সুযোগ পাবেন |

Author Bio

Related Posts