বৃশ্চিক রাশিফল 2023: বৃশ্চিক রাশির জাতকদের অর্থকষ্ট দূর হবে নতুন বছরে?

Scorpio Horoscope 2023

বৃশ্চিক রাশিফল 2023: জানুন কেমন যাবে নতুন বছর?

জ্যোতিষশাস্ত্র অনুসারে, বৃশ্চিক রাশিফল 2023 (Scorpio Horoscope 2023 in Bengali) কেমন যাবে তা জানার জন্য, এই বিশেষ প্রবন্ধটি পড়ুন কারণ বৃশ্চিক রাশিফল 2023 -এর অধীনে প্রতি মাসের আলাদা আলাদা বৃশ্চিক রাশির ভবিষ্যৎ বাণী দেওয়া আছে। এখানে বৃশ্চিক রাশির জাতক/জাতিকাদের কেরিয়ার অর্থাৎ চাকরি এবং ব্যবসা আপনার আর্থিক অবস্থা, শিক্ষা, প্রেম, দাম্পত্য জীবন, শত্রুতা এবং স্বাস্থ্যের মতো ক্ষেত্রে কী ধরনের ফলাফল নিয়ে আসছে তা উল্লেখ করা আছে। এই নিবন্ধে সমস্ত ক্ষেত্রে বৃশ্চিক রাশির ভবিষ্যৎ বাণী 2023 দেওয়া হয়েছে।

বৃশ্চিক রাশিফল 2023 অনুসারে, বর্তমান বৎসরে দেহভাব শুভ, লিভার ক্ষুধামন্দা সর্দি কাশি কষ্ট দেবে। অর্থাগম শুভ, সঞ্চয় বাধা, আপনজনের চিন্তা, মিত্রদের সাহায্য লাভ, শুভ যোগাযোগ, বিদ্যার্থীদের শুভ, শত্রুরা গুপ্তভাবে ক্ষতি করবে, পুরাতন অর্থ বৎসরের শেষের দিকে আদায় হবে। স্বামী অথবা স্ত্রীর জন্য দেহ পীড়াতে অর্থব্যয় হবে, তেমন কোনো ফাঁড়া নেই, শ্রম দ্বারা অর্থ উপার্জন, কর্ম পরিবর্তন যোগ, কিছু উন্নতির আশা, ব্যবসায়ীদের নতুনদের পরিকল্পনা, চাকুরী মধ্যম, নতুন কিছু সুযোগ বেকারদের জন্য আশা করা যায়, যায় অপেক্ষা ব্যায় বেশি। জেনে নেওয়া যাক বৃশ্চিক রাশির বার্ষিক রাশিফল ​​2023 (Scorpio Yearly Horoscope 2023) ।

এই বছর বৃশ্চিক রাশির জাতকদের অর্থভাগ্য কেমন যাবে জানতে পরামর্শ নিন নিকটবর্তী জ্যোতিষবিদ এর সঙ্গে।

বৃশ্চিক রাশিফল 2023

বৃশ্চিক রাশির জানুয়ারী মাস কেমন যাবে?

এ মাসটা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের শুভ, বৃশ্চিক রাশিফল 2023 (scorpio rashifal 2023 in Bengali) র অনুসারে।

১ জানুয়ারী -৭ জানুয়ারী, আর্থিক দিক কিছুটা শুভ হলেও মানসিক চিন্তা, কলহ বিবাদ।

৮ জানুয়ারী -১৪ জানুয়ারী, ক্রোধবশত কর্মে ক্ষতি, অর্থক্ষতি, ব্যবসা শুভ, চাকুরী অশান্তি।

১৫ জানুয়ারী -২১ জানুয়ারী, স্বাস্থ্য মধ্যম, ব্যবসা মাধ্যম, কিছুটা খ্যাতি বৃদ্ধি, দায়িত্ব বৃদ্ধি।

২২ জানুয়ারী -২৮ জানুয়ারী, ভ্রমণে লাভ, দায়িত্বপূর্ণ কাজের সফলতা, অর্থাগম।

২৯ জানুয়ারী -৩১ জানুয়ারী, রাজনীতিতে সুনাম বৃদ্ধি তবুও শত্রুতা হবে, দায়বদ্ধতা।

বৃশ্চিক রাশির ফেব্রুয়ারী মাস কেমন যাবে?

জ্যোতিষশাস্ত্র অনুসারে, বৃশ্চিক রাশিফল ​​2023 বলে যে, এই মাসটি বৃশ্চিক রাশির প্রেমে ভুল বোঝাবুঝি হতে পারে।

১ ফেব্রুয়ারী -৭ ফেব্রুয়ারী, প্রেমে বিবাদ, দাম্পত্য বিবাদ, স্বামী স্ত্রী দেহ কষ্ট, নতুন সংবাদ।

৮ ফেব্রুয়ারী -১৪ ফেব্রুয়ারী, কর্ম বিষয় জটিলতা দেখা দেবে, পুরাতন সমস্যা বাড়বে, দেহকষ্ট।

১৫ ফেব্রুয়ারী -২৭ ফেব্রুয়ারী, মানসিক দিক শুভ নয়, কর্মে পরিশ্যাম ব্যর্থ, মতান্তর, ভ্রমণে ক্ষতি।

২৮ ফেব্রুয়ারী, মাতা পিতার জন্য চিন্তা, ভুল বোঝাবুঝি, ব্যাবসার মধ্যম।

বৃশ্চিক রাশির মার্চ মাস কেমন যাবে?

আপনার কর্মের জন্য এই মাসের শুরুটা বৃশ্চিক রাশিফল ​​2023 র অনুসারে খুব একটা মন্দ যাবে না।

১ মার্চ -৭ মার্চ, পিতা অথবা মাতার শরীর চিন্তা, উন্নতি যোগ প্রবল সঙ্গে কিছু বাধা।

৮ মার্চ -১৪ মার্চ, বাধা থাকা সত্ত্বেও কর্মে উন্নতি, পারিবারিক অশান্তিতে মন ভারাক্রান্ত।

১৫ মার্চ -২১ মার্চ, অর্থগম, ফাটকা অর্থ আসার সুযোগ, অযথা ব্যয় বৃদ্ধি, চুরি ( দ্রব্য )

২২ মার্চ -২৮ মার্চ, বিদ্যায় কিছুটা সফলতা, আনন্দ, স্থান পরিবর্তন যোগ ।

২৯ মার্চ -৩১ মার্চ, কর্মস্থান পরিবর্তন, মতান্তর, বিবাদ, অর্থক্ষতি।

বৃশ্চিক রাশির এপ্রিল মাস কেমন যাবে?

বৃশ্চিক রাশিফল 2023 র অনুসারে বৃশ্চিক রাশির জাতক/জাতিকাদের জন্য এ মাসের শুরুটা উত্থান-পতনের মধ্য দিয়ে যাবে।

১ এপ্রিল -৭ এপ্রিল , মিশ্রফল দেবে, কিছুটা বদনাম রটাবে, মানসিক উদ্যম বাড়বে।

৮ এপ্রিল -১৪ এপ্রিল, বিদ্যায় চঞ্চলতার জন্য ক্ষতি হবে, কর্ম থেকে দূরে থাকুন।

১৫ এপ্রিল -২১ এপ্রিল, অল্প ক্রোধে বড় ক্ষতি, আঘাত যোগ, ভ্রমণে বিপদ।

২২ এপ্রিল -২৮ এপ্রিল , দায়িত্ব পালনে নিজের অর্থ ক্ষতি, নতুন পরিচয়।

২৯ এপ্রিল -৩০ এপ্রিল, দেহ মধ্যম, যোগাযোগে লাভ, অবহেলায় সুযোগ নষ্ট।

বৃশ্চিক রাশির মে মাস কেমন যাবে?

বৃশ্চিক রাশির ভবিষ্যৎ বাণী 2023 অনুসারে, এ মাসে কর্কট রাশির কর্মে সাফল্য আসছে।

১ মে -৭ মে, কর্মে সফলতা, পারিবারিক কারণে অবসাদ, ব্যয় মধ্যম, শরীর শুভ।

৮ মে -১৪ মে, সময়টা শুভ বলা যায় না, আপন জনের জন্য চিন্তা, ভ্রমণে লাভ।

১৫ মে -২৭ মে, অর্থাগম শুভ নয় নিজের ভুলে অনুশোচনা, যোগ যোগ শুভ।

২৮ মে -৩১ মে, চিন্তা বৃদ্ধি ব্যবসায়, পরিকল্পনায় শুভ ফল, অর্থটান, দিনগুলি মিশ্রফল, অর্থ আদায়, দেহপিড়া ।

বৃশ্চিক রাশির জুন মাস কেমন যাবে?

বৃশ্চিক রাশিফল 2023 অনুসারে, মাসটি আর্থিক দিক থেকে মোটামুটি শুভ।

১ জুন -৭ জুন, গুপ্তশত্রু ক্ষতি করবে, বুদ্ধি ভ্রষ্ট হবে, বিবাদের  সময় ঠান্ডা মাথায় কাজ।

৮ জুন -১৪ জুন, সমস্যার কিছুটা সমাধান হবে, নূতন কাজের উদ্যম বাড়বে।

১৫ জুন -২১ জুন, দেহপিড়া কাজের গতি কমাবে, লটারি বা অযথা অর্থ আসবে।

২২ জুন -২৮ জুন, কর্মের গতি, কর্ম হবে, প্রেম অথবা অবৈধ প্রেমে চিন্তা বাড়বে।

২৯ জুন -৩০ জুন, বিদ্যার্থীদের এই মাসে দেহ কষ্ট দেবে, ব্যাবসায়ীদের শুভ, চাকুরেদের মাথা ঠান্ডা করে চলতে হবে।

বৃশ্চিক রাশির জুলাই মাস কেমন যাবে?

বৃশ্চিক রাশিফল 2023 (vrishchik rashifal 2023 in bengali) র অনুসারে এ মাসটা কর্কট রাশির জীবনে অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা।

১ জুলাই -৭ জুলাই, গাফিলতি, উদাসীনতা ত্যাগে বড় ধরণের লাভ, দেহ কষ্ট দেবে।

৮ জুলাই -১৪ জুলাই, বিবাহ যোগ্যদের বিবাহের সুযোগ আসছে, মিশ্রফল।

২২ জুলাই -২৮ জুলাই, পতিবর্তন যোগ, অর্থাগম মধ্যম, শুভ সংবাদ, আঘাত।

২৯ জুলাই -৩১ জুলাই, দিনের প্রথমে মিশ্রফল, অর্থাগম, বৈকালে কিছু পরিবর্তন।

বৃশ্চিক রাশির আগস্ট মাস কেমন যাবে?

বৃশ্চিক রাশিফল ​​2023 (Scorpio Horoscope 2023 in Bengali) অনুসারে আপনাকে সাবধানে থাকতে হবে।

১ আগস্ট -৭ আগস্ট, নূতন কিছু সমস্যা থাকা সত্ত্বেও সাফল্য, মিশ্রফল লাভ।

৮ আগস্ট -১৪ আগস্ট, আত্মীয়র সঙ্গে মতান্তর, বিবাহের যোগাযোগ, বিচ্ছেদ।

১৫ আগস্ট -২১ আগস্ট, চাটুকারের চালাকি ধরা যাবে, গুপ্ত শত্রু প্রকাশ হবে।

২২ আগস্ট -২৮ আগস্ট, মিশ্রফলেও শুভ সংবাদ, লটারী অর্থ প্রাপ্তিযোগ।

২৯ আগস্ট -৩১ আগস্ট, ঝোঁকের মাথায় ঋণ, কিছুটা বদনাম, মিশ্রফল।

বৃশ্চিক রাশির সেপ্টেম্বর মাস কেমন যাবে?

বৃশ্চিক রাশিফল ​​2023  অনুসারে, আপনার অধৈর্যতা এড়াতে হবে।

১ সেপ্টেম্বর -৭ সেপ্টেম্বর, আপন ভ্রাতা অথবা সন্তান, পরিবারের জন্য চিন্তা বাড়বে।

৮ সেপ্টেম্বর -১৪ সেপ্টেম্বর, অর্থাগম, কর্মচাপ, অপরের দায়িত্ব বৃদ্ধি, নিজ প্রয়োজনীয় কর্মে দেরি।

১৫ সেপ্টেম্বর -২১ সেপ্টেম্বর, বেকারদের গুপ্ত শত্রুতা, কর্মে ব্যাঘাত, অর্থনষ্ট যোগ।

২২ সেপ্টেম্বর -২৮ সেপ্টেম্বর, বেকারদের নতুন সুযোগ, বাধায় সাফল্য যোগ।

২৯ সেপ্টেম্বর -৩০ সেপ্টেম্বর, মান অভিমান, লজ্জা ত্যাগে লাভ, শুভ সময়।

বৃশ্চিক রাশির অক্টোবর মাস কেমন যাবে?

এ মাসের শুরুটা বৃশ্চিক রাশিফল ​​2023 (vrishchik rashifal 2023 in bengali) র অনুসারে ভালো যাবে।

১ অক্টোবর -৭ অক্টোবর, কর্মে অগ্রগতি, মানসিক অবসাদ, দেহ কষ্ট, বন্ধুপ্রীতি, অর্থাগম।

৮ অক্টোবর -১৪ অক্টোবর, হটাৎ ব্যায় বৃদ্ধি, আপনজনের সঙ্গে মতান্তর, জটিলতা, অর্থটান।

১৫ অক্টোবর -২১ অক্টোবর, ব্যবসা ও কর্মক্ষেত্রে ঝামেলা, শিক্ষার্থীদের অবসাদ।

২২ অক্টোবর -২৮ অক্টোবর, অর্থটান, ব্যায় বৃদ্ধি, ঋণ, দায়িত্ব বৃদ্ধি, ব্যাবসায় নতুন ঝোঁক।

২৯ অক্টোবর -৩১ অক্টোবর, মেজাজ উগ্রতায় ভীষণ ক্ষতির সম্ভাবনা, প্রেমিকদের দুর্বলতা।

বৃশ্চিক রাশির নভেম্বর মাস কেমন যাবে?

বৃশ্চিক রাশিফল ​​2023 (Scorpio Forecast 2023) অনুসারে এই সময়ে আপনাকে অনেক মনোযোগ দিয়ে কাজ করতে হবে।

১ নভেম্বর -৭ নভেম্বর, এই মাসে ব্যবসায়ীদের যে কোনো মুহূর্তে বিশাল ক্ষতির যোগ।

৮ নভেম্বর -১৪ নভেম্বর, রাজনীতিতে ঠান্ডা মাথায় চলা প্রয়োজন, গুপ্ত শত্রুতা হবে ।

১৫ নভেম্বর -২১ নভেম্বর, পারিবারিক ক্ষেত্রে কিছুটা শুভ ফল আছে, মানসিক আঘাত।

২২ নভেম্বর -২৮ নভেম্বর, মিশ্রফল, ভ্রমণে লাভ কিছুটা আশা পূর্ণ হবে, অর্থলাভ।

২৯ নভেম্বর -৩০ নভেম্বর, উচিত বক্তা হিসাবে কথা বলুন, মিশ্রফল।

বৃশ্চিক রাশির ডিসেম্বর মাস কেমন যাবে?

বৃশ্চিক রাশিফল 2023 অনুসারে, বৃশ্চিক রাশির স্বাস্থ্য সমস্যায় ফেলবে।

১ ডিসেম্বর -৭ ডিসেম্বর, পুরাতন পাওনা আদায় হবে, কর্মে বাধা থাকা সত্ত্বেও সফলতা, মিশ্রফল।

৮ ডিসেম্বর -১৪ ডিসেম্বর, আর্থিক সমস্যা কমবে তবুও ঋণ, ব্যায় বৃদ্ধি, পারিবারিক শান্তির বিঘ্ন।

১৫ ডিসেম্বর -২১ ডিসেম্বর, বিবাহ ব্যাপারে সমস্যা, অথবা যেকোনো ঝামেলায় নতুন সমস্যা।

২২ ডিসেম্বর -২৮ ডিসেম্বর, আপনজন ঠকাবে, অর্থ ক্ষতি করে দেবে, লিভার সর্দি কাশি কষ্ট দেবে।

২৯ ডিসেম্বর -৩১ ডিসেম্বর, দেহপীড়া কর্মে গতি মন্থর করবে, অর্থাগমে বাধা, পুরাতন সমস্যা বৃদ্ধি।

বৃশ্চিক রাশিফল 2023 এর লগ্নফল:

মেষলগ্ন: বেশি বয়সের লোকেদের প্রেসার ও নিম্নাঙ্গে ব্যাধি কষ্ট দেবে, ঋণ হবে। ধনভাব, অর্থাগম মধ্যম, শুভ যোগাযোগ, ভাগ্য উন্নতিতে বাধা, শত্রু নাশ হবে, ব্যবসায় শুভ ভাব।

বৃষলগ্ন: শরীর মধ্যম, অর্থাগম মধ্যম, অর্থটান হবে, বিদ্যায় সাফল্য, ক্রোধ ত্যাগে লাভ। সন্তানদের শুভ ভাব, ভাগ্য উন্নতিতে বাধা, সাহায্য পাবেন, বিদ্যায় সাফল্য, ভাগ্য উন্নতিতে বাধা।

মিথুনলগ্ন: শরীর স্বাস্থ্য ভালো নয়, বন্ধু সাহায্য, অর্থপ্রাপ্তির যোগ আছে, আয় শুভ, চিন্তা যোগ।

কর্কটলগ্ন: শরীর স্বাস্থ্য মধ্যম, অর্থাগম শুভ নয়, বিদ্যায় আশাতীত ফলে বাধা, প্রাপ্তিযোগ, লটারিতে টাকা, অর্থটান হবে, আয় অপেক্ষা ব্যায় বেশি, বিদ্যায় বাধা, প্রেমে কষ্ট।

সিংহলগ্ন: আপনজনের নিকট মানসিক আঘাত, বিদ্যায় বাধা, কর্মস্থানে চিন্তা, অতি ব্যায়।

কন্যালগ্ন: সৎবন্ধু দ্বারা উন্নতি যোগ, ব্যবসায় শুভ সময়, অর্থ প্রাপ্তি যোগ, ভ্রমণ যোগ, লাভ।

তুলালগ্ন: বিশ্বাসী ব্যাক্তি দ্বারা প্রতারণায় অর্থক্ষতি, ব্যায় চাপ, প্রেম দাম্পত্য, বিদ্যায় বাধা।

বৃশ্চিকলগ্ন: বাতব্যথা, মাথা সর্দিকাশি কষ্ট দেবে, চাকুরীতে সমান বৃদ্ধি, ভগ্নী স্থানীয়দের সাহায্য পাবেন।

মকরলগ্ন: অর্থাগম বাধা থাকলেও অসুবিধা হবে না, সন্তানদের পতন ভয়, অর্থ প্রাপ্তিযোগ, ব্যায় বৃদ্ধি।

কুম্ভলগ্ন: লিভার কষ্ট দেবে, গুপ্ত শত্রুতা করলেও আপনার জয় হবে, অশুভ ভাব দেখা দেবে।

মীনলগ্ন: বন্ধু শত্রুতা করবে, বাধার মধ্যে দিয়ে ভাগ্য উন্নতি যোগ।

বৃশ্চিক রাশিফল 2023 এর সার্বিক ফলাফল:

পরিশেষে বৃশ্চিক রাশির জাতক-জাতিকার ক্ষেত্রে জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি (শিক্ষা, স্বাস্থ্য, কর্ম, ব্যবসা, বিবাহ ইত্যাদি) উপর কিভাবে প্রভাব বিস্তার করে চলেছে তা উল্লেখ করার পাশাপাশি প্রয়োজনীয় গ্রহ প্রতিবিধানের মাধ্যমে কিভাবে গ্রহের রোষ এড়িয়ে জীবনকে সুখ শান্তির সমৃদ্ধিতে পরিপূর্ণ করে তোলা যায় নিম্নে তার হদিশ রইলো-

স্বামী-স্ত্রীর ক্ষেত্র: বৃশ্চিক রাশির স্ত্রীয়ের সৌভাগ্যযোগ স্বামীর দুর্ভাগ্য জয় করতে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করবে। এই বছরের শেষার্ধে এই বিষয়ে বেশ উল্লেখযোগ্য ভূমিকায় অবর্তীণ হতে পারে।

সন্তানস্থান: সন্তানের কর্মযোগ- গৃহযোগ বেশ প্রবল। তবে সন্তানের বিবাহ বিষয়ে উৎকণ্ঠা বৃদ্ধি পাবে।

শিক্ষা: বর্তমান বছরের বিদ্যালাভে কিছু চিন্তায় পড়তে হতে পারে। তবে একটু চেষ্টা করলেই পরীক্ষায় ভালো ফল লাভ হবে। অন্যের চিন্তা করা উচিত হবে না।

কর্ম: বেকারদের কর্মলাভ হবে। কর্মে প্রতিভার পরিচয় মিলবে। উচ্চপদস্থদের দৃষ্টি লাভ। ফলে সতীর্থদের কিছু খারাপ লাগতে পারে।

দাম্পত্যজীবন: দাম্পত্যজীবন সমস্যা বহুল হতে পারে।

স্বাস্থ্য: শরীর ভালো থাকবে না। পায়ে আঘাত লাগার সম্ভবনা। অর্শ রোগের কারণে কষ্ট পাওয়ার সম্ভবনা।

প্রেম: বৃশ্চিক রাশির প্রেম 2023 এ খুব একটা শুভ নয়। ভুল বোঝাবুঝি হতে পারে।

বিবাহ: এ বছর বিবাহ না করাই ভালো। বৃশ্চিক রাশির বিবাহ যোগ 2023 নেই বললেই চলে।

দুর্ভাগ্য: বর্তমান বছরে কর্মের দিক ছাড়া বাকি সমস্যাবহুল। সতর্ক থাকা দরকার। বৃশ্চিক রাশির ভাগ্য 2023 এ সমস্যা বহুল হতে পারে।

প্রতিকার

চুনি, গাঢ় লাল পলা, পীত পোখরাজ, নীলা, গোমেদ ও ক্যাটস আই ধারণ। অভাবে বিল্লমূল, অনন্তমূল, বামনহাটি মূল, শ্বেতবেড়েলা মূল, শ্বেতচন্দন মূল ও অশ্বগন্ধা মূল ধারণ।

বৃশ্চিক রাশিফল 2023: জ্যোতিষশাস্ত্র অনুযায়ী শুভ উপায়

শুভ স্তব: বগলা স্তব ও নবগ্রহ স্তব পাঠ।

বৃশ্চিক রাশির শুভ রং: সাদা, ফিকে হলুদ, হালকা লাল, হালকা সবুজ ও কালো রং।

শুভ বার: রবি, মঙ্গল, বৃহস্পতি, শনি।

বৃশ্চিক রাশির শুভ সংখ্যা: ২, ৪, ৭, ৯

##আপনার কুন্ডলীতেও রয়েছে রাজযোগ? কলকাতার অভিজ্ঞ জ্যোতিষী কে জিজ্ঞেস করুন আপনার প্রশ্ন আর পান সব সমস্যার সমাধান।

Author Bio

Related Posts