নক্ষত্রের উপর ভিত্তি করে কি চুনি ধারণ করা উচিত ?
রবির তিনটি নক্ষত্র | কৃত্তিকা, উত্তরা ফাল্গুনী, উত্তরাষাঢ়া | রবির রত্ন চুনি | চুনি ধারণে তিন নক্ষত্রের মানুষেই উপকৃত হন |
কৃত্তিকা – কৃত্তিকা নক্ষত্রের মানুষ চুনি ধারণ করে থাকেন | এটি ব্যবহারে স্বাস্থ্য উন্নত হয়, অর্থনৈতিক সাফল্য আসে এবং শত্রুদের দমন করা সম্ভব হয় |
কৃত্তিকা নক্ষত্রে জাত ব্যক্তির সৌভাগ্যশালী রত্ন হল চুনি | রাশি অনুযায়ী লাল প্রবাল ধারণ করা উচিত | সংখ্যাতত্ত্বের বিচারে যাদের জন্মতারিখ ১, ৩, ৯, ৬, তাদের সৌভাগ্যশালী রত্ন লাল প্রবাল | কিন্তু যাদের জন্মতারিখ ২, ৪, ৫, ৭ তাদের ভাগ্য ফেরাতে ধারণ করতে হবে চুনি | ৮ তারিখে জন্মানো ব্যক্তি চুনি বা লাল প্রবাল কোনো কিছুই ধারণ করবে না | তাদের সৌভাগ্যশালী রত্ন হল আকুয়ামারিনে |
উত্তরা ফাল্গুনী – সৌভাগ্যের জন্য উত্তরা ফাল্গুনী নক্ষত্রের জাতক চুনি ধারণ করে থাকেন | ইহা সুস্বাস্থ্য প্রদান করে, সম্পত্তি বৃদ্ধি, সুখ সাচ্ছন্দ্য প্রদান, সামাজিক পদমর্যাদা বৃদ্ধি করে ও জীবনে সাফল্য এনে দেয় | ব্যক্তির মধ্যে রাজসিক আকর্ষণ বৃদ্ধি পায় |
নক্ষত্র ও রাশি অনুযায়ী উত্তরা ফাল্গুনী নক্ষত্রে জাত ব্যক্তির উপকারী রত্ন হল চুনি | কিন্তু সংখ্যাতত্ত্ব অনুযায়ী ৮ ও ৬ তারিখে জন্মানো ব্যক্তি চুনি ধারণ থেকে বিরত থাকবে | তাদের ধারণ করতে হবে তাদের জন্ম রত্ন |
উত্তরাষাঢ়া – চুনি ধারণে উত্তরাষাঢ়া নক্ষত্রের ব্যক্তিদের জীবন উন্নত ও সম্পদশালী করে তোলে | এই রত্ন তাদের জীবনে সৌভাগ্য বয়ে নিয়ে আসে |
এই নক্ষত্রে জাত ব্যক্তির চুনি রত্ন ধারণ করা উচিত | কিন্তু রাশি অনুযায়ী রত্নটি অবশ্যই নীলা হতে হবে, তাহলেই সুফল পাওয়া যাবে | সংখ্যাতত্ত্বের বিচারে যাদের জন্ম তারিখ ১, ৩, ৪, ৯ তারা অবশ্যই চুনি ধারণ করবে এবং ২, ৫, ৬, ৭, ৮ তারিখে জন্মানো ব্যক্তিদের ভাগ্য নিয়ন্ত্রক রত্ন হল নীলা যা তাদের উন্নতি ও সাফল্যের জন্য একান্ত প্রয়োজন |
