২০২২ সালে দিওয়ালির দিনে শেষ সূর্যগ্রহণ – কোন কোন রাশির পক্ষে শুভ?

Surya Grahan

Solar Eclipse 2022: দীপাবলির দিনই বছরের শেষ সূর্য গ্রহণ, জেনে নিন কোন রাশির উপর কি প্রভাব

২০২২ সালের ২২ শে অক্টোবর ধনতেরাস, ২৩ শে অক্টোবর ভূত চর্তুদশী, ২৪ শে অক্টোবর শ্যামা পূজা, ২৫ শে অক্টোবর  দিওয়ালি। এত কিছু শুভ তিথির মধ্যে ও বছরের শেষ সূর্যগ্রহণ হতে চলেছে ২০২২ সালের ২৫ শে অক্টোবর। ভারতীয় সময় অনুযায়ী এই সূর্যগ্রহণ চলবে দুপুর ২:২৮ মিনিট থাকে সন্ধ্যা ৬:৩২ মিনিট  পর্যন্ত প্রায় ৪ ঘণ্টা।

জ্যোতিষ শাস্ত্রে সূর্যগ্রহণ কে অশুভ বলে বিবেচনা করা হয়। এর প্রভাব সমস্ত রাশির চক্রের উপর পড়ে। জ্যোতিষ শাস্ত্রে মতে, এর কুপ্রভাব পড়বে বিশেষ চারটে রাশির মানুষের উপর। রাশির গুলি যথাক্রমে – মেষরাশি, কর্কটরাশি, তুলারাশি, ধনুরাশি।

সূর্যগ্রহণ 2022

 

মেষরাশি:

  • সূর্যগ্রহণের (Solar Eclipse 2022) সময়টি মেষ রাশির জাতকদের জন্য চ্যালেঞ্জে ভরা।
  • জাতক জাতিকার  শারীরিক অসুস্থতা ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে।
  • কর্মস্থানে জটিলতা বৃদ্ধির সম্ভবনা প্রবল।
  • এ সময়ে অমূলক ভয়, ভীতি, উৎকণ্ঠা বৃদ্ধি পাবে। মনোবল না হারানোই উচিত।
  • স্বামী-স্ত্রীর সম্পর্কের তিক্ততা বৃদ্ধি পেতে পারে।
  • বিদ্যার্থীদের বিদ্যার্জনে বাধা ও কর্মস্থানে গুপ্ত শত্রুতা বৃদ্ধি পাবে।
  • প্রেম-পরিণয়ে অহেতুক জটিলতা। মাতার স্বাস্থ্যের সামান্য অবনতি ঘটতে পারে।
  • অর্থ  সংকটে সাময়িক সমাধান হলেও দুশ্চিন্তা থেকেই যাবে। ব্যয়াধিক্য যোগ আছে।

বৃষরাশি:

  • আগামীদিন গুলি শুভাশুভ মিশ্র। পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে দাম্পত্য জীবনেও ভুল বোঝাবুঝির অবসান হবে।
  • কর্মক্ষেত্রে বিশেষত যারা সরকারি কর্মচারী তাদের পদোন্নতি হওয়ার সম্ভবনা প্রবল।
  • কোনও সুযোগসন্ধানী ব্যক্তির পরামর্শে কোথা ও কোনও অর্থ বিনিয়োগ করবেন না। সঞ্চয়ের প্রতি একটু নজর দিন। বন্ধুদের সাহায্য উপকার হবে।
  • লেখা পড়া ও পরীক্ষার ফল ভালোই হবে।

মিথুনরাশি:

  • এই রাশির জাতক জাতিকার পক্ষে বর্তমান সময় শুভ ফল লাভের আশা করা যায়।
  • অর্থ উপার্জন এবং ধনাগম বেশ ভালোই হবে। ধন সঞ্চয়ও ভালোই হবে বলা যায়। ব্যায় খুব একটা বেশি হবে না।
  • কর্মে ক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, এছাড়া উন্নতমানের নতুন কর্মলাভের যোগও বিদ্যমান। এমনকি কর্ম উপলক্ষে বিদেশে যাওয়ার সম্ভবনা আছে।
  • সন্তানের জন্য চিত্ত ব্যাকুল হলেও বিশেষ চিন্তার প্রয়োজন নেই। তাদের স্বাস্থ্য ভালোই থাকবে।
  • অবিবাহিতদের বিবাহ যোগ প্রবল।
  • কিছু সম্পত্তি লাভের আশাও আছে।

কর্কটরাশি:

  • কর্কট রাশির জাতক জাতিকাদের পক্ষে এই সূর্যগ্রহণ ঠিক শুভ নয়।
  • এ সময়ে পারিবারিক বিবাদ, দাম্পত্য জীবনে অশান্তি এবং যে কাজের চেষ্টা করবেন তাতেই বাধা আসবে।
  • আত্মীয় বিরোধ, বন্ধু বিচ্ছেদ, প্রতিবেশীদের সঙ্গে মতানৈক্য, অকারণে বা তুচ্ছ কারণে মামলা মোকর্দমায় জড়িয়ে পড়ার আশঙ্কা বর্তমান।
  • পত্নীর সঙ্গে মতবিরোধ এড়িয়ে চলার চলা উচিত। সন্তানদের রোগভোগ যোগ দৃষ্ট হয়।
  • ছাত্রছাত্রীদের পক্ষে বর্তমান সময়টি অশুভ অর্থাৎ বিদ্যা লাভে পুনঃপুনঃ বিঘ্ন ঘটবে।
  • শরীর খুব একটা ভালো থাকবে বলে মনে হয় না, প্লীহা, যকৃৎ ব্যাধিতে কষ্ট পাবার আশঙ্খা প্রবল।

সিংহরাশি:

  • এই রাশির জাতক জাতিকার পক্ষে সময়টা ভালো-মন্দ মিশিয়ে কাটবে। শরীর স্বাস্থ্যে উন্নতি হবে।
  • পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে।
  • এ সময়ে কোনো সুসংবাদ পেতে পারেন। এমনকি মনের আশাও পূরণ হতে পারে। কারো কোনো প্ররোচনায় কোথাও কোনো অর্থ বিনিয়োগ করবেন না।
  • কর্মক্ষেত্রে পরিস্থিতি অনুকূল থাকবে। কর্মসূত্রে বাড়তি অর্থ লাভ হতে পারে।
  • অবিবাহিতদের বিবাহের যোগ ফলপ্রসূ হতে চলেছে।

কন্যারাশি:

  • নিজ দক্ষতা, উপস্থিত বুদ্ধি এর অধ্যাবসায়ে কর্ম উন্নতি হবে এই সময়ে। ক্রমশ শরীর ও মনের অবসাদ কেটে যাবে।
  • জীবনে চলার পথে কোনও সৎ ব্যাক্তির দ্বারা কোনও ভাবে উপকৃত হতে পারেন।
  • পরিবারে কোনও শুভ অনুষ্ঠান পারিবারিক আনন্দ বৃদ্ধি করবে। পুরোনো বন্ধুদের সঙ্গে, আত্মীয়দের সঙ্গে অনেকদিন পরে দেখা হবে।
  • ধনভাব অতিশয় শুভ। শরীর-স্বাস্থ্য মোটামুটি স্বাভাবিক থাকবে। ধর্মাচরণে আগ্রহ থাকবে।

তুলারাশি:

  • সূর্যগ্রহণ এর সময় তুলা রাশির জাতকদের নানান সমস্যার মুখে পড়তে হতে পারে।
  • আগামীদিন গুলি সব দিক থেকে একটু সমস্যাবহুল।
  • শরীর-স্বাস্থ্য মাঝেমধ্যে বিব্রত করতে পারে। বিশেষত চোখ আর পা নিয়ে শারীরিক ভোগান্তি আছে।
  • কর্মে বাধা আসতে পারে। পদোন্নতির সম্ভবনা পিছিয়ে যাওয়ার মনে হতাশা।
  • অংশীদারি কাজে পারস্পরিক অশান্তি। পরিবারে পারস্পরিক সম্পর্কে অবিশ্বাস ও অশান্তির যোগ। ঘরে বাইরে শত্রু সক্রিয় হবে।
  • বিদ্যা চর্চায় বাধা। সামাজিক মর্যাদা হানির প্রবল যোগ।

বৃশ্চিক রাশি:

  • সার্বিক বিচারে এই সময়টা জাতক জাতিকার পক্ষে শুভ বলে মনে করে হয়।
  • শরীর মোটামুটি থাকবে। নিয়মিত যোগচর্চা, প্রার্থনা প্রনামে মনোবল বৃদ্ধি পাবে।
  • বিদ্যার্থীদের পক্ষে সময়টা অত্যন্ত শুভ। 
  • প্রেম-পরিণয়ে তিক্ততার অবসান। অপাতভাবে অর্থ সংকটের যথোপযুক্ত সমাধান।
  • নতুন কর্ম সন্ধানে উদ্যোগী হওয়া অবশ্যক। ব্যাবসায়ীদের অবস্থার কিছুটা উন্নতি।
  • সন্তানের শারীরিক অবস্থার উন্নতিতে মানসিক শান্তি ও প্রফুল্লতা বৃদ্ধি। 

ধনুরাশি:

  • জ্যোতিষ গণনা অনুযায়ী সূর্য গ্রহণের প্রভাবে ধনু রাশির জাতকদের ওপর অধিক প্রভাব থাকবে।
  • জাতকের এই সময়টা আর্থিক ভাবে মোটেই শুভ নয়।
  • সম্পত্তি নিয়ে গোলযোগ বাড়তে পারে। এই বিষয়ে এখনই কোনও সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না।
  • কর্মক্ষেত্রে অস্তিরতা বৃদ্ধি হবে। প্রেমজ সম্পর্কের অবনতি।
  • শরীর বিশেষ ভালো থাকবে না। বায়ু ও উদরপীড়া, শিরঃপীড়া, নেত্র রোগ প্রভৃতির আশঙ্কা আছে। পিতামাতার স্বাস্থ্যের সামান্য অবনতি ঘটতে পারে।
  • বিদ্যালাভে বিঘ্ন ও পরীক্ষায় অকৃতকার্য হওয়ার যোগ প্রবল। 

মকররাশি:

  • এ রাশির জাতকের পক্ষে এই সময় শুভ। যিনি যে কর্মেই লিপ্ত থাকুন না কোনো কর্মে উদ্যোগী হলে সাফল্য অনিবার্য।
  • ছাত্রছাত্রীদের পক্ষে পরীক্ষায় বিশেষ শুভফল লাভের আশা।
  • ধনাগম যোগ শুভ। শেয়ার-ফাটকায় অপ্রত্যাশিত লাভ।
  • শরীর-স্বাস্থ্য কিছুটা উন্নতি। বন্ধুর সহযোগিতায় জটিল সমস্যা কিছুটা সুরাহা।
  • পারিবারিক পারস্পরিক সুসম্পর্ক থাকবে। ভ্রমণ যোগ আছে।

কুম্ভরাশি:

  • এই সময়টা ভালো মন্দ মিশিয়ে কাটবে। ধন উপার্জন হবে এবং প্রচুর সঞ্চয়ও হবে। যশ, মান, ধন, বৃদ্ধি, ও সুপ্রতিষ্ঠা লাভ অসম্ভাবী।
  • লেখাপড়ায় সফল হওয়ার যোগ দৃষ্ট হয়।
  • শরীর মোটামুটি ভালোই থাকবে। বন্ধুদের দ্বারা উপকার পাওয়ার সম্ভাবনা অনেক বেশি।
  • পারিবারিক অনুকূল থাকবে। আধ্যাত্মিক উন্নতি লাভ যোগ প্রবল।

মীনরাশি:

  • জাতকের শরীর মোটামুটি ভালোমন্দে মিশিয়ে চলবে। ঐশ্বরিক কৃপায় শারীরিক সমস্যার উন্নতি।
  • পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে এবং স্বজনরা প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে সৎভাব বজায় থাকবে।
  • সন্তানের ভবিষৎ বিষয়ে নিশ্চিন্ত হওয়ার রাস্তা খুঁজে পাবেন।
  • কর্মক্ষেত্রে কর্তৃপক্ষের আনুকূল্য লাভ।
  • আর্থিক সমস্যার সমাধান। ভ্রমণের পরিকল্পনা সফল হবে।
  • বহুদিন ধরে চলা মামলা মোকদ্দমার মীমাংসা হবে।

##এই প্রতিবেদন সার্বিক গণনার ভিত্তিতে করা | ব্যক্তি বিশেষে ফল ভিন্ন হতে পারে। কোনও তথ্য বিষয়ে নিশ্চিতভাবে জানতে একজন জ্যোতিষ বিশেষজ্ঞ -এর সঙ্গে পরামর্শ করুন।

Author Bio

Related Posts