শুভ যোগ : আপনার জন্ম কুণ্ডলীতে রবির অবস্থান অনুসারে আপনি তার শুভ ফল লাভ করতে পারবেন | যেমন আপনার জন্ম কুণ্ডলীতে যদি রবি বলবান থাকেন তার সাথে সাথে ভাগ্যপতিগ্রহ ও যদি তুঙ্গে থাকে এবং লগ্নপতিগ্রহ যদি বলশালী হয় তাহলে সেই ব্যাক্তির যশ ও কীর্তি সুদূরপ্রসারী হবে | আবার ধরুন রবি যদি দ্বিতীয় ঘরে স্বামী অধিপতি হয়ে বৃহস্পতি ও শুত্রু দ্বারা যদি দৃষ্ট হয় তাহলে সেই ব্যাক্তি তর্ক শাস্ত্রে পন্ডিত হবেন | রবি যদি পঞ্চমে অবস্থান করে তাহলে বেদ সঙ্গীত এ পারদর্শী হবেন |
শাস্ত্র মতেচন্দ্র থেকে দশমে রবি ও বুধ যদি একসাথে বলশালী হয় এবং দশম স্থানে বলশালী বৃহস্পতির দৃষ্টি যদি থাকে তাহলে সেই ব্যাক্তি জোতিষী বিজ্ঞানে সুনাম অর্জন করতে পারবে | আবার দশম স্থানে যদি একসাথে বুধ ,রবি এবং শুত্রু অবস্থান করলে জাতক বা জাতিকা খুব ভালো জ্যোতির্বিদ হবেন | এর সাথে সাথে ওই ব্যাক্তি বৈজ্ঞানিক ,গণিতবিদ ও পদার্থ গণিতে যথেষ্ট সুনাম অর্জন করতে পারবেন |
জাতক বা জাতিকার যদি ধনু লগ্ন বা ধনুরাশি হয় এবং সেই ব্যাক্তির যদি কন্যায় রবি , বুধ ও মীন এ বৃহস্পতি যদি অবস্থান করে তাহলে সেই ব্যাক্তির বিশ্বজোড়া নাম ও খ্যাতি পাবেন জোতিষ বিদ্যায় |রবি আর চন্দ্র যদি একঘরে অবস্থান করে তাহলে সেই ব্যাক্তির মধ্যে যে কোনো বিষয় কে নিয়ে রহস্য তৈরী করে ভাবতে ভালোবসেন |
রবি যদি নবম ঘরের অধিপতি হয় তাহলে সেই ব্যাক্তি স্বাত্বিক প্রকৃতির মানুষ হবেন | এবং ধার্মিক ও অনুষ্ঠান ব্রত করতে ভালোবাসবেন |
রবি সৃষ্ট অশুভ যোগ সমূহ :
রবি যদি দশম ঘরে অবস্থান করে তাহলে সেই জাতক বা জাতিকার অপযশের অধিকারী হবে | রবি যদি দ্বাদশ ঘরে অবস্থান করে তাহলে সেই জাতক বা জাতিকা মাত্রাতিরিক্ত ব্যায় হবে | রবি যদি ষষ্ট ঘরে থাকে তাহলে ক্ষতি হতে পারে | চতুর্থপতি যুক্ত রবি যদি নিচ রাশিতে অবস্থান করে তাহলে সেই জাতক বা জাতিকার ভূমিনাশ হবে |
রবি অথবা রাহু যদি দ্বাদশ ঘরে অবস্থান করে তাহলে সেই জাতক বা জাতিকা অন্যের বাড়িতে বসবাস করতে হয় এবং অবৈধ কাজ কর্মের মাধ্যমে জীবিকা চলতে থাকে |রবি আর শনির দৃষ্টি যদি সপ্তম ঘরে পরে তাহলে সেই জাতক বা জাতিকারা আজীবন চির কুমার অথবা চির কুমারী হয়ে থাকবেন |
রবির অবস্থান যদি লগ্নে হয় তাহলে বিবাহিত জীবনে সমস্যার সৃষ্টি হবে | রবি যদি সপ্তম ঘরে অবস্থান করে তাহলে সেই জাতক বা জাতিকার যে কোনো একটা কারণে স্ত্রী – হানির যোগ আছে |
রবি আর চন্দ্র যদি দুর্বল হয় তাহলে জাতক বা জাতিকার ছোট বয়সে পিতা ও মাতা হারানোর যোগ থাকে | রবির সাথে মঙ্গল ও যদি শক্তিশালী হয়ে চতুর্থ ঘরে অবস্থান করে তাহলে সেই জাতক বা জাতিকার মায়ের শরীর ভালো থাকবে না | টিউমার হবার খুব সম্ভবনা থাকবে |
রবি ও রাহু যদি মিলিত ভাবে লগ্নে অবস্থান করে জাতক বা জাতিকার অন্ধযোগ এর সম্ববনা আছে | ষষ্টপতি ও অষ্টমপতি রবির সাথে যদি একসাথে অবস্থান করে জাতক বা জাতিকার জ্বর হবার সম্ববনা থাকবে |
রবির সাথে বুধ ও যদি একসাথে সপ্তম ঘরে অবস্থান করে তাহলে জাতক বা জাতিকারা দুর্বল প্রকৃতির হয়ে থাকেন |
রবি যদি লগ্নের অষ্টম ঘরে অবস্থান করে তাহলে জাতক বা জাতিকার পিত্ত রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হতে পারে | রবি যদি লগ্নের অষ্টম ঘরে অবস্থান করে তাহলে আগুন এর দ্বারা জাতক বা জাতিকারা মৃত্যু হতে পারে |
রবি ও মঙ্গল যদি চতুর্থ বা দশম ঘরে অবস্থান করে তাহলে সেই জাতক বা জাতিকার কোনো পাথর এর দ্বারা মৃত্যু হবার সম্ববনা আছে | আবার রবি ও চন্দ্র যদি একসাথে কন্যা রাশিতে অবস্থান করে তাহলে জাতক বা জাতিকার কোনো আত্মীয়র মৃত্যুর কারণ হবে |