Astrology, Nakshatra

জন্মকুণ্ডলীতে রবির অবস্থান আপনার জীবনকে কোন পথে চালিত করবে?

জন্মকুণ্ডলীতে রবির অবস্থান আপনার জীবনকে কোন পথে চালিত করবে?

জন্মকুণ্ডলীতে রবির অবস্থান

শুভ যোগ : আপনার জন্ম কুণ্ডলীতে রবির অবস্থান অনুসারে আপনি তার শুভ ফল লাভ করতে পারবেন | যেমন আপনার জন্ম কুণ্ডলীতে যদি রবি বলবান থাকেন তার সাথে সাথে ভাগ্যপতিগ্রহ যদি তুঙ্গে থাকে এবং লগ্নপতিগ্রহ যদি বলশালী হয় তাহলে সেই ব্যাক্তির যশ কীর্তি সুদূরপ্রসারী হবে | আবার ধরুন রবি যদি দ্বিতীয় ঘরে স্বামী অধিপতি  হয়ে বৃহস্পতি শুত্রু দ্বারা যদি দৃষ্ট হয় তাহলে সেই ব্যাক্তি তর্ক শাস্ত্রে পন্ডিত হবেন | রবি যদি পঞ্চমে অবস্থান করে তাহলে বেদ সঙ্গীত এ পারদর্শী হবেন |

শাস্ত্র মতেচন্দ্র থেকে দশমে রবি বুধ যদি একসাথে বলশালী হয় এবং দশম স্থানে বলশালী বৃহস্পতির দৃষ্টি যদি থাকে তাহলে সেই ব্যাক্তি জোতিষী বিজ্ঞানে সুনাম অর্জন করতে পারবে | আবার দশম স্থানে যদি একসাথে বুধ ,রবি এবং শুত্রু অবস্থান করলে জাতক বা জাতিকা খুব ভালো জ্যোতির্বিদ হবেন | এর সাথে সাথে ওই ব্যাক্তি বৈজ্ঞানিক ,গণিতবিদ পদার্থ গণিতে যথেষ্ট সুনাম অর্জন করতে পারবেন |

জাতক বা জাতিকার যদি ধনু লগ্ন বা ধনুরাশি হয় এবং সেই ব্যাক্তির যদি কন্যায় রবি , বুধ মীন বৃহস্পতি যদি অবস্থান করে তাহলে সেই ব্যাক্তির বিশ্বজোড়া নাম খ্যাতি পাবেন জোতিষ বিদ্যায় |রবি আর চন্দ্র যদি একঘরে অবস্থান করে তাহলে সেই ব্যাক্তির মধ্যে যে কোনো বিষয় কে নিয়ে রহস্য তৈরী করে ভাবতে ভালোবসেন |    

রবি যদি নবম ঘরের অধিপতি হয় তাহলে  সেই ব্যাক্তি স্বাত্বিক প্রকৃতির মানুষ হবেন | এবং ধার্মিক অনুষ্ঠান ব্রত করতে ভালোবাসবেন |

জন্মকুণ্ডলীতে রবির অবস্থান 1

রবি সৃষ্ট অশুভ যোগ সমূহ :

 রবি যদি দশম ঘরে অবস্থান করে তাহলে সেই জাতক বা জাতিকার অপযশের অধিকারী হবেরবি যদি দ্বাদশ ঘরে অবস্থান করে তাহলে সেই জাতক বা জাতিকা মাত্রাতিরিক্ত ব্যায় হবে | রবি যদি ষষ্ট ঘরে থাকে তাহলে ক্ষতি হতে পারে | চতুর্থপতি যুক্ত রবি যদি নিচ রাশিতে অবস্থান করে তাহলে সেই জাতক বা জাতিকার ভূমিনাশ হবে |  

রবি অথবা রাহু যদি দ্বাদশ ঘরে অবস্থান করে তাহলে সেই জাতক বা জাতিকা অন্যের বাড়িতে বসবাস করতে হয় এবং অবৈধ কাজ কর্মের মাধ্যমে জীবিকা চলতে থাকে |রবি আর শনির দৃষ্টি যদি সপ্তম ঘরে পরে তাহলে সেই জাতক বা জাতিকারা আজীবন চির কুমার অথবা চির কুমারী হয়ে থাকবেন

রবির অবস্থান যদি লগ্নে হয় তাহলে বিবাহিত জীবনে সমস্যার সৃষ্টি হবে | রবি যদি সপ্তম ঘরে অবস্থান করে তাহলে সেই জাতক বা জাতিকার  যে কোনো একটা কারণে স্ত্রীহানির যোগ আছে

রবি আর চন্দ্র যদি দুর্বল হয় তাহলে জাতক বা জাতিকার ছোট বয়সে পিতা মাতা হারানোর যোগ থাকে | রবির সাথে মঙ্গল যদি শক্তিশালী হয়ে চতুর্থ ঘরে অবস্থান করে তাহলে সেই জাতক বা জাতিকার মায়ের শরীর ভালো থাকবে না | টিউমার হবার খুব সম্ভবনা থাকবে |

রবি রাহু যদি মিলিত ভাবে লগ্নে অবস্থান করে জাতক বা জাতিকার অন্ধযোগ এর সম্ববনা আছে | ষষ্টপতি অষ্টমপতি  রবির সাথে যদি একসাথে অবস্থান করে জাতক বা জাতিকার জ্বর হবার সম্ববনা থাকবে |  

রবির সাথে বুধ  যদি একসাথে সপ্তম ঘরে অবস্থান করে তাহলে জাতক বা জাতিকারা দুর্বল প্রকৃতির হয়ে থাকেন

রবি যদি লগ্নের অষ্টম ঘরে অবস্থান করে তাহলে জাতক বা জাতিকার পিত্ত রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হতে পারে | রবি যদি লগ্নের অষ্টম ঘরে অবস্থান করে তাহলে আগুন এর দ্বারা জাতক বা জাতিকারা মৃত্যু হতে পারে

রবি মঙ্গল যদি চতুর্থ বা দশম ঘরে অবস্থান করে তাহলে সেই জাতক বা জাতিকার কোনো পাথর এর দ্বারা মৃত্যু হবার সম্ববনা আছে | আবার রবি চন্দ্র যদি একসাথে কন্যা রাশিতে অবস্থান করে তাহলে জাতক বা জাতিকার কোনো আত্মীয়র মৃত্যুর কারণ হবে |

Author Bio

Related Posts

Start typing to see posts you are looking for.
ENQUIRY FORM