সারাজীবন মানুষ অবিবাহিত থাকে কোন গ্রহযোগের কারণে?

সারাজীবন মানুষ অবিবাহিত থাকে কোন গ্রহযোগের কারণে

অনেক মানুষই আছেন যাদের বাড়িতে কোন কিছুর অভাব না থাকা সত্ত্বেও কিছুতেই বাড়ির বিবাহযোগ্য পুরুষ মহিলাদের কোন রকম বিবাহ সংক্রান্ত যোগাযোগ স্থাপন করা যাচ্ছে না | ক্ষেত্রবিশেষে দেখা যায় যে, একটা প্রেমঘটিত সম্পর্ক থাকলেও হঠাৎ করে তা ভেঙে যায় এবং তারপর আর কোন মতেই সম্পর্ক স্থাপন করা যাচ্ছে না | এমতাবস্থায় কারণ খুঁজতে গিয়ে আমাদের অভিজ্ঞতায় দেখা যায়, বৈদিক জ্যোতিষ মতে নিম্নলিখিত বিষয়গুলির কোন একটির গ্রহদোষের কারণ বা সংযোগ যদি জন্মলগ্ন চক্রে পাওয়া যায়, তাহলে অবিবাহিত হবার প্রবণতা ভীষণভাবে প্রতিষ্ঠিত হয় |

() রাহু সপ্তমভাবে থেকে একাধিক পাপগ্রহ দ্বারা যুক্ত বা দৃষ্ট হলে

() সপ্তমপতি দুঃস্থানগত এবং নীচস্থ হলে , সপ্তমে শনি থাকলে | কিংবা দুঃস্থানগত সপ্তমপতির সঙ্গে দ্বিতীয়পতির বা দ্বিতীয়ভাবের কোনো যোগাযোগ না থাকলে |

() যে কোন রাশিতে চন্দ্র বা শুক্র একত্রে থাকলে এবং শনি মঙ্গল গ্রহ দ্বারা ওই দুটি গ্রহ দৃষ্ট হলে |

() লগ্ন, সপ্তম বা দ্বাদশে দুই বা ততোধিক পাপগ্রহ থাকলে এবং সপ্তমভাব বা ভাবাধিপতি শনি হয়ে লগ্ন বা সপ্তম বা দ্বাদশভাবের সঙ্গে সম্বন্ধ স্থাপন করলে |

() শুভগ্রহের দৃষ্টিবর্জিত অবস্থায় সপ্তমপতি শনিযুক্ত হলে |

() সপ্তমে চন্দ্র এবং শুক্র থাকলে, সেই সঙ্গে সপ্তমে বা সপ্তমপতির ওপর কোনো শুভগ্রহের দৃষ্টি না থাকলে |

() ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশে লগ্নপতি, সপ্তমপতি, চন্দ্র এবং শুক্র অবস্থান করলে |

() সপ্তমপতি, অষ্টমপতির নক্ষত্রে অবস্থান করলে কিংবা সপ্তমপতি শনির নক্ষত্রে থাকলে |

() লগ্ন, সপ্তম এবং শুক্র পাপপীড়িত হয়ে দুর্বল হলে |

() লগ্ন, সপ্তমপতি এবং শুক্র যদি রবির অথবা বুধের ক্ষেত্রে সহাবস্থান করে |

() শুক্র, রবি চন্দ্রএই তিনটির সপ্তমভাব পাপগ্রহ পীড়িত হলে |

() লগ্ন, চন্দ্র শুক্রএই তিনটির সপ্তমভাব ভাবাধিপতির মধ্যে কোনো সম্বন্ধ না থাকলে এবং পাপপীড়িত হলে |

() মিথুন, সিংহ, কন্যা ধনুএই চারটি রাশির যে কোনো রাশিতে জন্মলগ্ন হলে এবং সপ্তমপতি গ্রহ দ্বাদশে অবস্থান করলে |

() লগ্নের সপ্তমভাব , চন্দ্রের সপ্তমভাব , রবির সপ্তমভাব এবং শুক্রের সপ্তমভাব পাপপীড়িত হলে |

() লগ্নপতি নীচস্থ এবং শত্রুগৃহগত হলে, চন্দ্র শুক্র ষষ্ঠে বা দ্বাদশে শনির দ্বারা পীড়িত হলে এবং সপ্তমে সপ্তমপতির দৃষ্টি না থাকলে |

() শনি সপ্তমপতি হয়ে নীচস্থ হলে এবং  রবি, মঙ্গল রাহুদ্বারা যুক্ত বা দৃষ্ট হলে , সপ্তমভাবে ওই সমস্ত পাপগ্রহের দৃষ্টি থাকলে |

() সপ্তমপতি দুঃস্থানে এবং দুঃস্থানাধিপতি সপ্তমে থাকলে

Author Bio

Related Posts