কন্যা রাশিফল 2023: নতুন বছরে কোন স্বপ্নপূরণ হবে কন্যা রাশির জাতকদের?

Virgo Horoscope 2023

কন্যা রাশিফল 2023: আপনার জন্য কতটা শুভ?

জ্যোতিষশাস্ত্র অনুসারে, কন্যা রাশিফল 2023 (Virgo Horoscope 2023 in Bengali) কেমন যাবে তা জানার জন্য, এই বিশেষ প্রবন্ধটি পড়ুন কারণ কন্যা রাশিফল 2023 -এর অধীনে প্রতি মাসের আলাদা আলাদা কন্যা রাশির ভবিষ্যৎ বাণী দেওয়া আছে। এখানে কন্যা রাশির জাতক/জাতিকাদের কেরিয়ার অর্থাৎ চাকরি এবং ব্যবসা আপনার আর্থিক অবস্থা, শিক্ষা, প্রেম, দাম্পত্য জীবন, শত্রুতা এবং স্বাস্থ্যের মতো ক্ষেত্রে কী ধরনের ফলাফল নিয়ে আসছে তা উল্লেখ করা আছে। এই নিবন্ধে সমস্ত ক্ষেত্রে কন্যা রাশির ভবিষ্যৎ বাণী 2023 দেওয়া হয়েছে।

কন্যা রাশিফল 2023 অনুসারে, বর্তমান বৎসরে লিভার বাত প্রেসার কষ্ট দেবে। আর্থিক দিক সমস্যা দিতে পারে, বর্তমান বৎসরে লিভার বাত প্রেসার কষ্ট দেবে। আর্থিক দিক সমস্যা দিতে পারে, উপার্জন বাধা থাকবে। আপনজনের জন্য চিন্তা, মানসিক আঘাত মনকে চঞ্চল করবে, বন্ধু দ্বারা উপকার, শুভ যোগাযোগ আসবে, শত্রু জাতকের পরিকল্পনায় বাধা দেবে, স্বামী-স্ত্রীর দেহ সুখ থাকবে, নিম্নাঙ্গে আঘাত লাগতে পারে, বাধার মধ্যে ভাগ্য উন্নতি যোগ, গুপ্ত শত্রু দ্বারা উন্নতিতে বাধা, আয় অপেক্ষা ব্যায় বেশি। বিস্তারিত ভাবে জেনে নেওয়া যাক কন্যা রাশির বার্ষিক রাশিফল ​​2023 (Virgo Yearly Horoscope 2023) ।

2023 সালে কন্যা রাশির কেরিয়ার ও ব্যবসা কেমন হবে, তা জানতে পরামর্শ করুন বিখ্যাত জ্যোতিষবিদ এর সঙ্গে।

কন্যা রাশিফল 2023

কন্যা রাশির জানুয়ারী মাস কেমন যাবে?

কন্যা রাশিফল 2023 র অনুসারে কন্যা রাশির জাতক/জাতিকাদের জন্য এ মাসের শুরুটা উত্থান-পতনের মধ্য দিয়ে যাবে।

১-৭ অযথা মন ভারাক্রান্ত, উপকারে নিজ কর্ম ব্যাঘাত, মিশ্রফল।

৮-১৪ মেজাজ উগ্র, অর্থব্যয়, সখের জিনিস নষ্ট, কর্ম মন্থর গতি, ভ্রমণ, আয় বৃদ্ধি।

১৫-২১ কর্ম ব্যস্ততা থাকবে, কথাবার্তা ভুলের জন্য বিবাদ, দুর্বলতার অবসাদ।

২২-২৮ প্রথম দিনটি শুভ যোগ, বৃথা ভ্রমণে অর্থব্যয়, দেহ সুস্থ, অর্থাগম।

২৯-৩১ প্রথম দিনে ঝামেলা, বিবাদ, মাঝের দিন মিশ্র ফল, অর্থব্যয়।

কন্যা রাশির ফেব্রুয়ারী মাস কেমন যাবে?

কন্যা রাশিফল ​​2023 (Virgo Forecast 2023) অনুসারে এই সময়ে আপনাকে অনেক মনোযোগ দিয়ে কাজ করতে হবে।

১-৭ নিজ চেষ্টায় সমস্যার সমাধান, উদ্যম, অর্থাগম, ব্যবসা শুভ, চাকুরীতে দায়িত্ব বৃদ্ধি।

৮-১৪ মনের উপর চাপ পড়বে, ব্যবসা শুভ, আত্মীয় কলহ, কর্ম মধ্যম ভাব, দেহ সুস্থ।

১৫-২১ অবহেলায় কর্ম ক্ষতি, ব্যায় বৃদ্ধি, যোগাযোগে অবহেলা, মানসিক চাপ।

২২-২৭ মানসিক চাপ বৃদ্ধি, শুভ যোগ, কর্ম বৃদ্ধি, অযথা অর্থব্যয়।

২৮ এই দিনটি বিবাদ পূর্ণ, মানসিক অবসাদ।

কন্যা রাশির মার্চ মাস কেমন যাবে?

আপনার কর্মের জন্য এই মাসের শুরুটা কন্যা রাশিফল ​​2023 র অনুসারে খুব একটা মন্দ যাবে না।

১-৭ আয় অপেক্ষা ব্যায় বেশি, ব্যবসায় শুভ, চাকুরীতে দায়িত্ব বৃদ্ধি।

৮-১৪ বেকারদের চেষ্টায় সফলতা, গুপ্ত শত্রু, কর্মে বাধা, দেহ সুস্থ।

১৫-২১ আত্মীয়দের সঙ্গে মতান্তর, কর্মযোগ শুভ, দেহ কষ্ট, অর্থব্যয় বেশি।

২২-২৮ অযথা চিন্তা বৃদ্ধি, অর্থ আদায়, ক্রোধে সুযোগ নষ্ট, মাথার কষ্ট।

২৯-৩১ বন্ধুর দ্বারা সন্মান হানি, অযথা শত্রুতা,আয়-ব্যায় সমতা।

কন্যা রাশির এপ্রিল মাস কেমন যাবে?

কন্যা রাশিফল 2023 অনুসারে, মাসটি আর্থিক দিক থেকে শুভ।

১-৭ চাকুরী ব্যবসা শুভ, অসমাপ্ত কাজ পূর্ণ হবে, দাম্পত্য চিন্তা, অর্থাগম হবে।

৮-১৪ আপনজনের সঙ্গে মতানৈক্য, ব্যবসায় লাভ কম, চাকুরীতে দায়িত্ব বৃদ্ধি।

১৫-২১ অকস্মাৎ অর্থ ক্ষতি, বেকারদের কর্ম সংস্থানের যোগ, যোগাযোগে আনন্দ।

২২-২৮ পরিকল্পিত কর্মে বাধা, ব্যবসায় শুভ, ভুলের বসে সময় নষ্টতে অর্থ ক্ষতি।

২৯-৩০ দিন দুটি শুভ, যোগাযোগ, অর্থাগম, আনন্দ, দেহ সুস্থ।

কন্যা রাশির মে মাস কেমন যাবে?

কন্যা রাশিফল 2023 (Virgo rashifal 2023 in Bengali) র অনুসারে, এ মাসটা কন্যা রাশির জাতক জাতিকাদের শুভ।

১-৭ প্রেমে ব্যর্থতা, ভুল বোঝাবুঝি, লটারি ও ফাটকা ব্যবসায় লাভ।

৮-১৪ চঞ্চলতায় কর্মে বাধা, অর্থাগম, আত্মীয় চিন্তা, অর্থটান।

১৫-২১ মতানৈক্য, মানসিক উদ্যমে বাধা, আত্মীয় সমাগম, চিন্তা বাড়বে।

২২-২৮ অসমাপ্ত কাজে অগ্রগতি, আশার আলো, আনন্দ, শুভযোগ।

২৯-৩১ প্রতিবেশী শত্রুতা করবে, চাকুরী, পরিবর্তন যোগ, মিশ্ৰদিন।

কন্যা রাশির জুন মাস কেমন যাবে?

কন্যা রাশিফল ​​2023 (Virgo Horoscope 2023 in Bengali) অনুসারে আপনাকে সাবধানে থাকতে হবে।

১-৭ দিনগুলি কিছুটা শুভ, অর্থাগম, যোগাযোগে শুভ, ক্রোধে ক্ষতি।

৮-১৪ বন্ধুর দ্বারা উপকার হবে, কিছুটা অর্থটান হবে, ঋণ চিন্তা বাড়বে।

১৫-২১ কর্মে উৎসাহ বাড়বে, লিভার কষ্ট দেবে, কিছুটা পারিবারিক অশান্তি।

২২-২৮ পরিবারের সদস্য চিন্তা থাকবে, ব্যবসায় ভুল বসত অর্থ ক্ষতি।

২৯-৩০ মেজাজ উগ্র হবে, অযথা কর্মে বিবাদ, অর্থাগম বাধা।

কন্যা রাশির জুলাই মাস কেমন যাবে?

কন্যা রাশিফল 2023 (Kanya rashifal 2023 in bengali) র অনুসারে এ মাসটা কন্যা রাশির জীবনে অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা।

১-৭ সময়টি ভালো দেখা যায়, ব্যবসায় শুভ, চাকুরীতে কিছুটা পরিবর্তন যোগ।

৮-১৪ কর্ম চাপ বৃদ্ধি পরে মানসিক আনন্দ, পারিবারিক দিক শুভ, অর্থাগম।

১৫-২১ নিজের ভুলে কর্মে দেরি, ব্যবসায় অর্থ ঋণ, চাকুরীতে দায়িত্ব বৃদ্ধি।

২২-২৮ চাকুরীতে মতান্তর, সমস্যার সমাধান, দেহ সুস্থ।

২৯-৩১ সহকর্মীর সঙ্গে মতান্তর, ভ্রমণে উন্নতি, আঘাত, অর্থাগম, কর্মে বাধা।

কন্যা রাশির আগস্ট মাস কেমন যাবে?

কন্যা রাশিফল ​​2023 অনুসারে, কন্যা রাশির স্বাস্থ্য সমস্যার সমাধান হবে।

১-৭ চাকরি শুভ যোগ, অর্থাগম, ধর্ম ভাব, ঋণ বৃদ্ধিযোগ, প্রণয় ভঙ্গ।

৮-১৪ কর্মে সাফল্য, ব্যবসা মধ্যম, সন্তানের জন্য চিন্তা, প্রেমে নৈরাশ্য।

১৫-২১ চাকরি শুভ, কিছু পরিবর্তন যোগ, দাম্পত্য সুখ, স্বাস্থ্য শুভ, সাহায্য লাভ।

২২-২৮ কর্মে সাফল্য লাভ, কর্মে উৎসাহ, দেহ সুস্থ, অর্থলাভ, ব্যবসায় শুভ।

২৯-৩১ লিভার কষ্ট দেবে, পুরাতন কর্মে সফলতা, সংবাদ দানে চিন্তা।

কন্যা রাশির সেপ্টেম্বর মাস কেমন যাবে?

আপনার কর্মের জন্য এই মাসের শুরুটা কন্যা রাশিফল ​​2023 র অনুসারে খুব একটা মন্দ যাবে না।

১-৭ হটাৎ চাঞ্চল্য, শিক্ষাক্ষেত্রে শুভ, ব্যায় মধ্যম, অর্থটান, দেহ মধ্যম।

৮-১৪ প্রতারণা দ্বারা অর্থ ক্ষতি, ভ্রমণে অর্থ আমদানি, পরিচিত মিশ্রফল।

১৫-২১ ব্যবসায় লাভ, অর্থাগম, চাকুরীতে সন্মান, সাহায্য লাভ।

২২-২৮ ব্যবসায় অযথা অশান্তি, ভ্রমণে যোগাযোগ, প্রাপ্তিযোগ, সাহায্য লাভ।

২৯-৩০ দেহ মধ্যম, অযথা অর্থ ব্যায়, অর্থাগমে বাধা, কর্মে অলসতায় ক্ষতি।

কন্যা রাশির অক্টোবর মাস কেমন যাবে?

কন্যা রাশিফল ​​2023 (Virgo Forecast 2023) অনুসারে এই সময়ে আপনার দায়িত্ব বৃদ্ধি হবে।

১-৭ মানসিক অবসাদ, কর্মে বাধা, আয় অপেক্ষা ব্যায় বেশি, ব্যবসায় লাভ।

৮-১৪ মানসিক উদ্যম দেহপীড়া, পারিবারিক শান্তি, অবৈধ প্রেমে চিন্তা, দেহ মধ্যম।

১৫-২১ মিশ্রফল, লিভার পীড়াদায়ক, মন চঞ্চল, সন্মান বৃদ্ধি, অর্থাগম, ব্যবসায় লাভ।

২২-২৮ অসমাপ্ত কাজে সুরাহা, ব্যবসায় নিজ ভুলে লাভ কম, চাকুরীতে দায়িত্ব বৃদ্ধি।

২৯-৩১ বন্ধু দ্বারা প্রতারণা, মত বিরোধ, আত্মীয় সমাগমে ব্যায় বৃদ্ধি, অর্থাগম নেই, দেহ মধ্যম।

কন্যা রাশির নভেম্বর মাস কেমন যাবে?

জ্যোতিষশাস্ত্র অনুসারে, কন্যা রাশিফল ​​2023 বলে যে, এই মাসটি কন্যা রাশির ভাগ্য অত্যন্ত শুভ হতে চলেছে।

১-৭ নতুন সুযোগ বৃদ্ধি, প্রাপ্তিযোগ, আয়ে বাধা, প্রণয়ে সুখ।

৮-১৪ কন্যার জন্য চিন্তা, নতুন যোগাযোগ, ব্যবসায় লাভ, নতুন পরিকল্পনা রূপায়িত।

১৫-২১ চাকুরীতে পরিবর্তন, নিজ ভুলে মানসিক চাপ, বিশ্বাস ক্ষতি, অর্থটান।

২২-২৮ অর্থলাভ, লটারি যোগ, হিংসা দ্বারা ক্ষতি করবে, সুনামে বাধা, দেহ মধ্যম।

২৯-৩০ স্ত্রীর জন্য চিন্তা, ব্যাবসায়ে নতুন সুযোগ, অর্থব্যয়, স্বাস্থ্য ভালো, অর্থব্যয়।

কন্যা রাশির ডিসেম্বর মাস কেমন যাবে?

কন্যা রাশির ভবিষ্যৎ বাণী 2023 অনুসারে, এ মাসে কন্যা রাশির প্রেম ও কর্মে সাফল্য আসছে।

১-৭ কর্মে মন্থর গতি, চিন্তা কমবে, পুরাতন সমস্যার সমাধান।

৮-১৪ দেহ চিন্তা কমবে, দুর্বল মনে শুভ বুদ্ধি যোগ, সহযোগিতা, ব্যায় বৃদ্ধি।

১৫-২১ ব্যবসায় শুভ, কর্মে অগ্রগতি, আর্থিক ক্ষেত্র মধ্যম, সামাজিক কর্মে মানসিক চাপ বৃদ্ধি।

২২-২৮ অর্থ আমদানি কমবে, নতুন যোগাযোগ, কিছুটা শুভ।

২৯-৩১ হটাৎ কোন কারণে দুশ্চিন্তা, স্ত্রী প্রেম বিচ্ছেদ, ঋণ, অর্থব্যয়।

কন্যা রাশিফল 2023 এর লগ্ন ফল:

মেষলগ্ন: বর্তমান বৎসরে শরীর স্বাস্থ্য মধ্যম, হটাৎ অর্থব্যয়, অর্থটান, শুভ যোগাযোগ।

বৃষলগ্ন: বর্তমান বৎসরে শরীর স্বাস্থ্য ভালো থাকবে, গুপ্ত শত্রু চাপ থাকবে, মানসিক আঘাত।

মিথুনলগ্ন: বর্তমান বৎসরে শরীরে অসুস্থতা বাড়বে, পারিবারিক চিন্তা বেশি হবে, আর্থিক দিক শুভ।

কর্কটলগ্ন: বর্তমান বৎসরে শরীর মধ্যম যোগ, শুভ যোগাযোগ আসতে পারে, ব্যবসা মধ্যম।

সিংহলগ্ন: যোগাযোগ শুভ, প্রাপ্তিযোগ, ব্যবসা শুভ, শত্রুনাশ হবে, সন্তানের শরীর চিন্তা।

কন্যালগ্ন: ধনভাব শুভ, যোগাযোগ বাধা, শরীর চিন্তা থাকবে, মিশ্র বৎসর।

তুলালগ্ন: ধনভাব মধ্যম, মানসিক আঘাত, ব্যবসা কর্মে শুভ, উন্নতি যোগ, সন্তান ভাব শুভ।

বৃশ্চিকলগ্ন: অর্থক্ষতি, শুভভাব, ব্যবসা মন্দ, ব্যায় বেশি, চাকুরী ঝামেলা।

ধনুলগ্ন: শারীরিক আঘাত দংশন, প্রেম দাম্পত্য কলহ, আয় শুভ, ব্যায় মধ্যম।

মকরলগ্ন: কর্মস্থান অতি শুভ, আয় বৃদ্ধি যোগ।

কুম্ভলগ্ন: ভাগ্য উন্নতিতে যোগ, অর্থাগমে বাধা, কর্ম ভাব শুভ, ব্যায় প্রবল।

মীনলগ্ন: কর্মস্থানে শত্রুতা বৃদ্ধি, যোগাযোগে বাধা, আয় ব্যায় মধ্যম।

কন্যা রাশিফল 2023 এর সার্বিক ফলাফল:

পরিশেষে কন্যা রাশি 2023 কেমন যাবে, এই জাতক-জাতিকার ক্ষেত্রে জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি (শিক্ষা, স্বাস্থ্য, কর্ম, ব্যবসা, বিবাহ ইত্যাদি) উপর কিভাবে প্রভাব বিস্তার করে চলেছে তা উল্লেখ করার পাশাপাশি প্রয়োজনীয় গ্রহ প্রতিবিধানের মাধ্যমে কিভাবে গ্রহের রোষ এড়িয়ে জীবনকে সুখ শান্তির সমৃদ্ধিতে পরিপূর্ণ করে তোলা যায় নিম্নে তার হদিশ রইলো-

স্বামী-স্ত্রী ক্ষেত্র: কন্যা রাশির জাতক-জাতিকার স্বামী স্ত্রী ভাগ্য থেকে এ বছর খুব একটা আশানুরূপ শুভফল পাবেন বলে মনে হয় না। তাই নিজ নিজ প্রচেষ্টায় উন্নতির দিকে নজর দেওয়া প্রয়োজন।

সন্তানস্থান: সন্তানের উচ্চ বিদ্যার্জনে প্রভূত উন্নতির যোগ রয়েছে। কর্মসূত্রে দূরযাত্রার যোগ স্পষ্ট।

শিক্ষা: লেখাপড়ায় মনঃসংযোগ থাকবে না। অমনোযোগের কারণে পরীক্ষায় ভালো ফল হবে না।

কর্ম: আয় ভালো হবে। ব্যবসায়ীদের শুভ, বেকারদের চাকরি প্রাপ্তি যোগ আছে। কর্মের জন্য দূর দেশে যাবার যোগ আছে।

দাম্পত্য জীবন: বছরের প্রথম দিকে কলহ বৃদ্ধি। তার ফলে মনঃকষ্ট লাভ। শেষের দিকে শান্তি লাভ।

স্বাস্থ্য: শরীর নিয়ে চিন্তায় থাকতে হবে। পা ও কোমরের ব্যথা হতে পারে।

প্রেম: কন্যা রাশির প্রেম 2023 এ শুভ হতে চলেছে। আসল চেহারা প্রকাশ পেতে পারে। নতুন বন্ধুত্ব প্রকাশ হতে পারে।

বিবাহ: রাশিফল 2023 অনুসারে, বিবাহের যোগ আছে। বিবাহ মঙ্গলজনক হবে।

দুর্ভাগ্য: কন্যা রাশির ভবিষ্যৎ বাণী 2023 অনুসারে, এ বছর ভাগ্য বিশেষ শুভ। অনর্থক অপচয় থেকে বিরত থাকতে হবে।

প্রতিকার

ব্রাজিলিয়ান পান্না, গোমেদ ও ক্যাটস আই ধারণ। অভাবে – বৃহদ্বারক মূল, শ্বেতচন্দনের মূল ও অশ্বগন্ধার মূল ধারণ।

কন্যা রাশিফল 2023: জ্যোতিষশাস্ত্র অনুযায়ী শুভ উপায়

শুভ স্তব: কমলা স্তব ও শিবের ষড়ক্ষর স্তব পাঠ।

কন্যা রাশির শুভ রং: সাদা, হলুদ, ফিকে লাল, খয়েরি ও কালো।

শুভবার: রবি, সোম, বুধ, শুরু, শনি।

কন্যা রাশির শুভ সংখ্যা: ১, ৩, ৫, ৭

## আপনি যদি বর্তমান বা ভবিষ্যৎ সম্পর্কে আরও তথ্য এবং প্রতিকার চান, তাহলে ভালো জ্যোতিষীর সাথে যোগাযোগ করতে পারেন।

Author Bio

Related Posts