কন্যা রাশির বার্ষিক রাশিফল 2025

কন্যা রাশির বার্ষিক রাশিফল 2025-

২০২৫ সাল স্বাগত | আমাদের প্রত্যেকেরই আগ্রহ থাকে নতুন বছর কেমন যাবে ? কি লেখা আছে কপালে ? আমরা সকলেই চাই উন্নতি , সাফল্য , সুস্বাস্থ্য , শান্তি | শুধু একা নয় , আগ্রহ থাকে পরিবারের অন্যান্য সদস্যদের জন্য | রাশিফল অনুযায়ী কি আছে আপনার ভাগ্যে ? 

ইংরেজী নতুন বছরের ভাগ্যফলটা একবার দেখে নেওয়া যাক | বছরটিতে শুভ ভাব যথেষ্ট বেশী | অশুভ ভাব অনেকটা কম | বর্ষারম্ভের প্রথম দিকে দেবগুরু বৃহস্পতি বৃষে , মঙ্গল কর্কটে , কেতু কন্যাতে , বুধ বৃশ্চিকে , রবি এবং চন্দ্র ধনুতে , শুক্র এবং শনি কুম্ভে মীনে রাহু | দুই মহাগ্রহ শনিদেব এবং দেবগুরু বৃহস্পতি এবং পাপগ্রহ রাহু কেতু এবছর স্থান পরিবর্তন করবে | তাই কন্যা রাশি  সহ বারোটি রাশির নতুন বছরের সার্বিক ভাগ্য কেমন যেতে পারে , সে বিষয়ে আলোকপাত করছি |

 কন্যা  রাশির   মানুষদের ২০২৫ সাল কেমন যাবে ?

বর্ষলগ্নে আপনার মন্থরস্থান ঘরে অবস্থিত | এই সময় নতুন কোন কাজে সাফল্য আসবে , গুরুজন চাকরিদাতার কাছ থেকে সাহায্য পাবেন | ছুটির সময় কোন ধর্মীয় স্থানে ভ্রমণ করতে পারেন এবং ওই সময়ে আত্মিক উন্নতি ঘটবে | পরিবারে সন্তান ভুমিষ্ট হবে | শিশুদের উন্নতি ঘটবে | আপনি খুব স্বাচ্ছন্দ্য সুখ ভোগ করবেন |

জানুয়ারী

আপনার আয়ত্তের বাইরে আপনার খরচ বৃদ্ধি পাবে | শারীরিক সমস্যা দেখা দিতে পারে | বিরোধীরা আপনার সন্মান ক্ষুন্ন করতে চেষ্টা করবে | আপনার চাকরি হবে সন্তোষজনক কিন্তু তাতে কাজের চাপ থাকবে | এর পাশাপাশি আপনি ধন্যবাদহীন কাজে জড়িয়ে পড়বেন | রূঢ় কথাবার্তা বলবেন না এবং অন্যের সমালোচনা করা বন্ধ করুন | পারিবারিক জীবন আপনাকে চিন্তান্বিত করবে | যতদূর পারবেন ভ্রমণ এড়িয়ে চলুন |

ফেব্রুয়ারী

আপনি বুদ্ধিমত্তা সহকারে কোন কাজ লাভ করতে পারবেন না | এই সময় আপনি আপনার সব বিষয়ে আশা ভরসা করার প্রবৃত্তি থাকবে | যোগাযোগ বজায় থাকলে সুখবর আসবে যা আপনাকে উপকৃত করবে | হঠাৎ ভ্রমণ আপনার পক্ষে ভালো হবে | উপার্জন বৃদ্ধি পাবে | পারিবারিক জীবনে উন্নতি বৃদ্ধি করতে চাইলে তা আপনি করতে পারবেন | আপনার বন্ধুত্বের পরিধি বৃদ্ধি পাবে | আধ্যাত্মিকতার দিকে আপনার মন ঝুঁকবে | আপনার পক্ষে এই সময়টা যথার্থ ভালো সময় হবে

মার্চ

কোনো ন্যাক্কার জনক ঘটনার সঙ্গে জড়িয়ে পড়বেন এবং আপনার সুনামের ক্ষতি হতে পারে | স্বাস্থ্যজনিত ভাবে এই সময় শুভ নয় | অযাচিত ভাবে অর্থ উপার্জন করতে পারবেন এবং সেই সাথে খরচও বৃদ্ধি পাবে | গুপ্ত বা লুকায়িত সুখগুলি পাওয়ার ইচ্ছে কমাতে হবে , কারণ তা আপনাকে খুবই বাজে অবস্থার মধ্যে ফেলবে | পরিবারের সদস্যদের সহযোগিতা থাকবে যদিও মতের অমিল হতে পারে | যতটা সম্ভব ভ্রমণ থেকে বিরত থাকুন |

 

এপ্রিল

এই সময় যাই করুন না কেন আপনি সাফল্য লাভ করবেন | সমস্ত কর্মপ্রচেষ্টা সফল হবে এবং সকল বাধাবিপত্তি অতিক্রম করতে আপনি সক্ষম হবেন | শত্রুকে পরাজিত করবেন এবং তারা আপনার ক্ষতি করতে পারবে না | আপনি কাজে সফল হবেন এবং চাকরির অবস্থার উন্নতি হবে | আপনি সকলের কাছে সম্মান শ্রদ্ধা পাবেন | আপনার পদোন্নতি ঘটবে খ্যাতি ছড়িয়ে পড়বে |সর্বমোট এটি একটি সার্থক সময় |

মে

আপনার প্রচেষ্টাগুলি ব্যর্থ হতে পারে | শারীরিক সমস্যা থাকবে | বড় বা নতুন কর্মকান্ডে নিজেকে জড়াবেন না | ঝুঁকি নেবার এটি উপযুক্ত সময় নয় | পরিবারের সদস্যের স্বাস্থ্য নিয়ে চাপ থাকবে | অকারণ ভ্রমণ পরিত্যাগ করুন | এই সময় মিশ্র ফল লাভ করবেন | ফলের ব্যাপারে অতি উৎসাহ হবার প্রবণতা পরিত্যাগ করুন | আপনার ইচ্ছানুযায়ী কাজ নাও হতে পারে | ধারণার থেকে কোন সিদ্ধান্ত নেবার বা ঝুঁকি নেবার সময় এটা নয় | পারিবারিক সমস্যাও আপনার মানসিক শান্তি বিঘ্নিত করবে |

কন্যা রাশির বার্ষিক রাশিফল-

জুন

এই সময় মিশ্র ফল লাভ করবেন | কর্মস্থানে বা ব্যবসায়ে ভালো ফল করবেন | আপনার স্থির চিত্ত স্থিরই থাকবে এবং একবার হাতে নেওয়া কোন কাজ বাতিল করবেন না অথবা আত্মপ্রত্যয় হারাবেন না | আপনার ভাই বা বোনেদের সহায়তা করার ইচ্ছা থাকবে | তবুও আপনার পিতামাতা বা গুরুজনদের সঙ্গে সম্পর্ক ঠিক থাকবে না | কোন কোন সময় কোন ঘটনার সারমর্ম বুঝতে আপনি খুবই বোধশক্তির পরিচয় দেবেন | আপনার ব্যক্তিত্বে ঠুনকো মর্যাদাবোধ গড়ে উঠবার সম্ভাবনা রয়েছে | আপনার এই চরিত্র জনপ্রিয়তাহীন করবে | আপনার ভিতরের দিকে তাকাবার চেষ্টা করুন |

জুলাই

এই স্থানে বৃহস্পতি থাকায় সময় খুবই প্রাণবন্ত হবে এবং পরবর্তীকালে উচ্চফল প্রদায়ী হবে | দূরবর্তী স্থানের ব্যক্তিদের সঙ্গে বা বিদেশিদের সাথে ছন্দময় সম্পর্ক গঠন করবেন | নতুন কোন কাজ শুরু করবেন | ভাই বোনেরা উন্নতি করবে | প্রতিযোগিতা মূলক পরীক্ষা দিলে তাতে সাফল্য অবশ্যম্ভাবী | এই সময় আপনার ধ্যান যোগ আছে এবং মানুষের অস্তিত্ব সততা সম্পর্কে কৌতূহলী হবেন | দার্শনিক মতিগতিও খুব প্রবল |

অগাস্ট

জরুরি কিছু জিনিস হারানোর ভয় আছে | আপনার উচ্চপদস্থ বা কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে | ব্যবসায়ে ক্ষতি হতে পারে | আপনার বন্ধু বান্ধবরা তাদের কথা রাখবে না | পরিবারের লোকেদের দৃষ্টিভঙ্গির আমূল পরিবর্তন হবে | আপনার কাজ কর্মে মানসিক দুশ্চিন্তার প্রভাব পড়বে | এই সময় আপনাকে দুর্বোধ্য বিজ্ঞান মনস্তাত্ত্বিক আবর্তে সহায়তা করবে | এটা ভালো হবে আপনার নিজস্ব বুদ্ধিশক্তি দক্ষতার উপর নির্ভর করা | আপনার যদি পৈতৃক সম্পত্তি বা অস্থাবর জিনিসের প্রতি উচ্চাকাঙ্খা থাকে তবে তা বিস্ময়কর ভাবে আপনার কাছে আসবে | শরীরের দিকে যত্ন নেবেন | কারোর মৃত্যু সম্পর্কে আপনি বাজে সংবাদ পাবেন |  

সেপ্টেম্বর

প্রাত্যহিক জীবনে সমস্যার সম্মুখীন হবেন | শত্রুরা ভাবমূর্তি ক্ষুন্ন করার চেষ্টা করবেন | ব্যবসার সঙ্গী বা অন্যান্য সঙ্গীদের সঙ্গে ঝামেলা হবার প্রবল সম্ভাবনা | পারিবারিক জীবন সুখের হবে না | স্বাস্থ্যের ব্যাপারে সচেতন থাকুন | ভ্রমণ ফলপ্রসূ হবে না | স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যের ব্যাপারে চিন্তা থাকবে | এই সময়ে জীবন সমস্যাকীর্ণ থাকবে

অক্টোবর

উদ্যোগে ব্যর্থতার জন্য মানসিক অশান্তি বৃদ্ধি পাবে | উর্দ্ধতন কর্তৃপক্ষের আপনার প্রতি বিরূপতা লক্ষ্যনীয় | পারিবারিক বাতাবরণ আন্তরিক নয় | ভ্রমণে গোলযোগ দেখা দেবে | বাবা মার সাথে মানিয়ে নাও চলতে পারেন | চটজলদি উপার্জনের জন্য কোন চেষ্টা করবেন না | কাজের বা চাকরির অবস্থা সন্তোষজনক নয় | বন্ধু বা সহকর্মীর সাথে ঝগড়া বিবাদ হতে পারে | শারীরিক সমস্যা থাকবে | আপনার উদ্যোগগুলি নিয়ম মেনে হওয়া ভালো | দুর্ঘটনার ভয় আছে | এই সময় উদ্রেগ হওয়া বিরুদ্ধ অবস্থার সাথে মানিয়ে নিতে আত্মবিশ্বাস গঠন করুন

নভেম্বর

সামান্য লাভের জন্য প্রচুর পরিশ্রম করতে হবে | চাকরির অবস্থার অবনতি হবে | শারীরিক সমস্যায় বিব্রত হবেন | আত্মীয়দের সঙ্গে সম্পর্ক ভালো যাবে না | কোন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না নচেৎ বিপদে পড়বেন | শত্রুরা আপনাকে টেক্কা দেবে | ফলহীন ভ্রমণ এড়িয়ে চলবেন | যদিও এই সময় কোর্ট কাছারী সংক্রান্ত ব্যাপারে সুসময় | শারীরিক শক্তিতে ঘাটতি দেখা দেবে | ঝগড়া বিবাদ থেকে নিজেকে বিরত রাখুন

ডিসেম্বর

পদ্ধতিগত রীতিতে চলতে আপনি পছন্দ করেন | আপনার দৃঢ়তা সমমূল্য যোগ্যতা পাবে | আপনার কাজ, ব্যবসা পেশা সম্পর্কে আপনি নিশ্চিত ভাবে ভালো ফল পাবেন | নতুন দুঃসাহসিক কাজ বা পেশাতে ঝুঁকি নেওয়ার সুযোগ আছে | আর্থিকগত দিক স্বাভাবিক থাকবে | পারিবারিক পরিবেশ খুব ভালো থাকবে | আপনার সামাজিক পরিধি হবে বিস্তৃত | কম দূরত্বের ভ্রমণে আপনি লাভবান হবেন | যোগাযোগের দ্বারা আপনি ভালো খবর পাবেন |    

Author Bio

Related Posts