আজকাল সকলের মুখেই বাস্তু এবং তার অনায়াস কার্যকারিতার কথা শোনা যায় | লোকে প্রায় প্রশ্ন করে যে , সত্যি কি কেবল বাস্তু মানুষের ভাগ্যকে প্রভাবিত করতে পারে ? এর উত্তরে নিশ্চিতভাবে বলা যায় যে – না | কিন্তু অবশ্যই এ কথা বলতে আমি কখনই ইতস্তত : করবো না যে বাস্তু এর সংস্কার সাধন ই হলো ব্যাক্তিগত ভাগ্যোন্নতির সব থেকে সহজ উপায় | এর পিছনে আছে এক গভীর দর্শন – যাকে বলে ” ত্রয়ী ভাগ্য ” | ভাগ্য তিন রকমের হয় – ( ১ ) স্বর্গীয় ভাগ্য ,( ২ ) ভূ – ভাগ্য , এবং ( ৩ ) মানুষ্য ভাগ্য | স্বর্গীয় ভাগ্য হচ্ছে সেই ভাগ্য যা নিয়ে মানুষ জন্মায় | অথার্ৎ , গ্রহ – নক্ষত্রএর প্রভাব দ্বারা যে ভাগ্য নিয়ন্ত্রিত হয় অথবা পূর্ব জন্মের পাপ – পুণ্যের ফল স্বরূপ যে ভাগ্য পূর্ব নির্ধারিত থাকে | এই ধরণের ভাগ্য কে বদলানো খুব কঠিন | মনুষ্য – ভাগ্য হচ্ছে সেই ভাগ্য যা মানুষ তার কঠিন পরিশ্রম , অধ্যাবসায় ও একাগ্রতা অর্থাৎ ” কম ” দ্বারা অর্জন করতে পারে | সাধারণ – ভাবে দেখা যায় যে প্রত্যেক মানুষই আপন আপন সাধ্য অনুযায়ী প্রানপনে ব্যাক্তিগত ভাগ্য ফেরাতে চেষ্টা করে | আর , ভূ – ভাগ্য হচ্ছে সেই ভাগ্য যা মানুষ অর্জন করে তার বাসস্থান ও কর্মস্থান থেকে | ত্রয়ী ভাগ্যের এই পর্যায়ে কিছু সংশোধন বা সংস্কার সাধন করে সহজেই ভাগ্যকে সম্পূর্ণ রূপে নিজের অনুকূলে ফেরানো যায় | এইখানেই বাস্তু এর অনুপ্রবেশ ঘটে | বাস্তু এর যে পদ্ধতি সব থেকে বেশি অনুসৃত হয় তা হলো দিকসূচক বাস্তু পদ্ধতি |
দিকসূচক বাস্তু পদ্ধতি দ্বারা সৌভাগ্য লাভের কিছু সুবর্ণ উপায় আছে | এই উপায় গুলি নিম্নরূপ : ( ১ ) বাড়ির প্রধান দরজা যেন বাথরুম এর সামনে না হয় | (২ ) প্রধান দরজার কোনো অবরোধ থাকবে না | ( ৩ ) প্রধান দরজার সামনে কোনো জিনিস পত্র যেন না রাখা হয় | ( ৪ ) প্রধান দরজার সামনে যেন আয়না না থাকে | ( ৫ ) ঢালু ছাদের উপরের ফ্ল্যাট নেওয়া থেকে বিরত থাকুন | ( ৬ ) একসারিতে ৩টি দরজা রাখবেন না | ( ৭ ) একদম ওপরতলার ফ্ল্যাট পছন্দ করবেন না | ( ৮ ) ডাইনিং টেবিল কে প্রতিবিম্বিত করে এমন আয়না রাখুন | ( ৯ ) ক্যাকটাস ও বনসাই পরিহার করে ” জেড ” – চারাগাছ রাখুন | ( ১০ ) পিওনিয়া ফুল রাখুন | ( ১১ ) শুকনো ফুল রাখবেন না | ( ১২ ) তাক খালি রাখবেন না | ( ১৩ ) শয়ন কক্ষে আয়না নয় | ( ১৪ ) জোড়া খাটে ২টো আলাদা আলাদা গদিতে ঘুমাবেন না | ( ১৫ ) দরজার সামনে ঘুমানো ছেড়ে দিন | ( ১৬) শয়ন কক্ষে কোনো জলাশয় বা একুয়ারিয়াম থাকবে না | ( ১৭ ) বাড়িতে ভগবান গণেশের বাম হাতের দিকে শুঁড় করা মূর্তি রাখুন | ( ১৮ ) পারস্পরিক সম্পর্ক মধুর হওয়ার জন্য সুখী পরিবারের ফটো রাখুন | ( ১৯ ) ঝাঁটা লুকিয়ে রাখুন | ( ২০ ) নুন –জলে ঘর মুছুন | ( ২১ ) আবর্জনা পরিষ্কার করুন | ( ২২ ) মধুর সম্পর্ক এবং রোমান্স এর জন্য স্বচ্ছ স্ফটিক বল রাখুন | ( ২৩ ) ক্রিম রঙের চীনা মাটির পাত্রে হলুদ ফুল রাখুন | ( ২৪ ) রোমান্সএর জন্য লাভ বার্ডস রাখুন | ( ২৫ ) বার্থরুম এর দরজা সব সময় বন্ধ রাখুন | ( ২৬ ) রান্নাঘর পরিষ্কার এবং গ্যাস – বার্নার এর মুখ পরিষ্কার রাখুন | ( ২৭ ) সবাই একসাথে বসে আহার করুন | ( ২৮ ) দক্ষিণ – পূর্বে সবুজ গাছপালার চিত্র রাখুন | ( ২৯ ) ছুরি , কাঁচি – এগুলি অশুভ, তাই এই ধরণের উপহার কাউকে দেবেন না | ( ৩০ ) পশ্চিমে রাখুন বাচ্ছাদের ছবি | ( ৩১ ) বার্থরুমে নুন ভরা বাটি রাখুন | ( ৩২ ) জল চুঁইয়ে পড়া কল ও বুজে যাওয়া নর্দমার অতি সত্ত্বর ব্যবস্থা গ্রহণ করুন | ( ৩৩ ) অর্থ ভাগ্যের জন্য বাড়িতে প্রতিদিন সন্ধ্যে জ্বালুন | ( ৩৪ ) দক্ষিণ দিকে নীল রঙের ছবি বা জলের দৃশ্য পরিহার করুন | ( ৩৫ ) দক্ষিণ – পশ্চিমে সবুজ গাছ লাগাবেন না | ( ৩৬ ) ঋণাত্মক শক্তিকে দূর করার জন্য ধূপকাঠি জ্বালান | ( ৩৭ ) গায়েত্রী মন্ত্র বা পূর্ণ্যশ্লোক উচ্চারণ করুন | ( ৩৮ ) উত্তর – পশ্চিমে উজ্জ্বল এবং লাল বস্তু রাখবেন না | ( ৩৯ ) উত্তর দিকে ধাতুর কচ্ছপ রাখুন | ( ৪০ ) বন্ধ হয়ে যাওয়া ঘড়ি এবং অন্যান্য যন্ত্রপাতি রাখবেন না | ( ৪১ ) বাড়িতে সৌভাগ্যের জন্য ঘোড়ার ক্ষুর প্রতিস্থাপন করুন | ( ৪২ ) সৌভাগ্যের জন্য লাকি bamboo ঘরে রাখুন|