শনির রাশি পরিবর্তন কোন রাশির জীবনে কি প্রভাব ফেলবে ?

শনির রাশি পরিবর্তন

আগামী ২৯ শে মার্চ বৃহস্পতির রাশি মীনে শনিদেব প্রবেশ করবে | কুম্ভরাশিতে প্রায় আড়াই বছরের যাত্রা শেষ হবে | ২৯ শে মার্চ শনির রাশি পরিবর্তনের কারণে একাধিক রাশির শনির দশা অর্থাৎ সাড়েসাতি এবং ঢাইয়ার প্রভাব বাড়তে পারে | আবার কোন কোন রাশির এই প্রভাব কমতেও পারে | নীচের আলোচনার মাধ্যমে আমরা জানতে পারি শনির এই রাশি পরিবর্তনের কারণে কোন রাশির কেমন প্রভাব পড়বে |

মেষ

আর্থিক দিক থেকে এই সময়টা অশুভ | সম্পত্তি চুরির জন্য বড় রকমের ক্ষতি হতে পারে | আপনার বড় রকমের ব্যয় হবে | অবাঞ্ছিত বন্ধুর আগমন ঘটবে আপনার জীবনে এবং আপনি হিতাকাঙ্খীদের প্রতি বিরূপ থাকবেন | আপনার শরীর খুব একটা ভালো যাবে না | আপনাকে প্রচুর হতাশার সম্মুখীন হতে হবে |

বৃষ

গার্হস্থ্য জীবন মসৃণ হবে না এবং তার প্রতি আরও বেশী নজর দেওয়া দরকার | যদিও আপনি খুব বেশী শারীরিক চাপ সহ্য করার ক্ষমতা রাখেন তবুও পরিবার সংক্রান্ত ব্যাপারে মানিয়ে ওঠা কঠিন হবে | অর্থনৈতিক এবং সম্পত্তিগত ভাবে খুবই ক্ষতি হতে পারে | অর্থনৈতিক বিষয়ে সচেতন হওয়া দরকার | মুখের বা চোখের রোগে ভুগতে পারেন |

মিথুন

আপনি যা চান তা সুন্দর ভাবে করার জন্য আপনার প্রভূত ক্ষমতা ও শক্তি থাকবে | স্ত্রীর চিন্তা সমাদৃত হবে | বিপরীত পরিস্থিতিতেও সঠিক ভাবে কাজ করার জন্য জোড়াল মানসিক ক্ষমতা থাকবে | এই সময় সামাজিক পরিধি বাড়বে এবং সুনাম বৃদ্ধি পাবে | ঘন ঘন ভ্রমণ যোগ দেখা যায় | ভাই বোনেদের সঙ্গে মধুর সম্পর্ক থাকবে | যোগাযোগের মাধ্যমে উৎসাহ ব্যঞ্জক খবর পাবেন | ব্যবসা বানিজ্যের সম্ভাবনা খুবই উজ্জ্বল এবং চাকরীরতদের ক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা |

কর্কট

কোন প্রতিষ্ঠানের কর্মকর্তার সঙ্গে আপনার ঘনিষ্ঠ যোগাযোগ হবে | পরোপকার করার ইচ্ছা জন্মাবে | উদ্ভাবনী কাজের মর্যাদা পাবেন | আপনার সন্মান ও মর্যাদা সঠিকভাবে বৃদ্ধি পাবে | আপনি অতি সমাদর পাবেন | খুবই গুরুত্বপূর্ণ ভ্রমণ হবে | আপনার ধার্মিক ও আধ্যাত্মিকতার দিকে ঝোঁক প্রবলভাবে ব্যপৃত থাকবে | সাংসারিক জীবন পরিপূর্ণ সুখের হবে | কিছু শুভ অনুষ্ঠান আপনার পরিবারে সংগঠিত হবে | এই ভালো অবস্থার সুযোগ গ্রহণ করুন |

সিংহ

এই সময় আপনার আত্মবিশ্বাস আপনাকে দুর্দম করে তুলবে | আপনি প্রভূত সন্মান এবং শ্রদ্ধা আদায় করবেন | পরিবারে কোন পুন্য কাজ হবে | প্রেম ও পরিণয়ের ক্ষেত্রে সুসময় | দরকারের সময় সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবেন এবং তা করবেন বুদ্ধিসত্তার সঙ্গে |ব্যবসায়ে প্রভূত লাভ হবে | আপনার সামাজিক পরিধি বৃদ্ধি পাবে | ধর্মীয় কাজে জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকবে | বন্ধু এবং হিতাকাঙ্খীরাও আপনাকে সাহায্য করবে |

কন্যা

এই সময়ে কিছু আর্থিক কষ্টে ভুগবেন | অর্থাগম খুব সহজ হবে না | পরিবারের সদস্যদের চাহিদা পূরণ হবে না | নিজের লোকেদের সাথে সঠিক ছন্দ বজায় রাখতে পারবেন না | দৈনন্দিন জীবনে সাবধানতা অবলম্বন করবেন | কোনও নতুন উদ্যোগ গ্রহণ করা এই সময় শুভ নয় | কোনও গুরুত্বপূর্ণ দলিল বা পণে সই করবেন না | ঝুঁকি নেবার প্রবণতা থেকে বিরত থাকুন | পিতামাতার শরীর খারাপ হতে পারে |

শনির রাশি পরিবর্তন 1

তুলা

কঠোর কাজ ও পরিশ্রম এবং স্বল্প দৈর্ঘ্যের ভ্রমণ আপনাকে প্রচুর ফল দেবে | বিদেশ বা কোন দূরবর্তী স্থান থেকে ভালো সংবাদ পেতে পারেন | আপনার ভাই বা বোন আপনাকে সহায়তা করবে | সৌভাগ্যহেতু নতুন লোকেদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি হবে | পুরানো বন্ধুদের সঙ্গে যোগাযোগ হবে | আপনি যদি কোনো প্রকাশনা বা সংস্থার কাজে নিজেকে যুক্ত রাখেন সেখানে উৎসাহজনক ফল পাবেন | আপনার স্বৈল্পিক প্রকাশের এবং অনুবাদের ক্ষমতা থাকবে এবং আপনার আবেগপ্রবণ কাজকর্মে সহজাত প্রবৃত্তি থাকবে |

বৃশ্চিক

এই সময় আপনার উৎসাহ ও উদ্দীপনার অভাব হবে না | স্বল্প দূরত্বের ভ্রমণ আরামদায়ক এবং ফলপ্রসূ হবে | পরিবারের সুখ বজায় থাকবে এবং ভাইবোনেরাও সচ্ছন্দে থাকবে | মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত গ্রহণ করবেন এবং সেগুলি একেবারে সঠিক হবে | কোন যানবাহনের মালিক হবেন | মানুষের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি পাবে | চাকরীর অবস্থারও উন্নতি হবে | সৌভাগ্যের জন্য আপনার এই সময়টা ভালই যাবে |

ধনু

জরুরী কিছু জিনিস হারানোর ভয় আছে | আপনার উচ্চপদস্থ বা কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে | ব্যবসায়ে ক্ষতি হতে পারে | আপনার বন্ধু বান্ধবরা তাদের কথা রাখবে না | পরিবারের লোকেদের দৃষ্টিভঙ্গির আমূল পরিবর্তন হবে | আপনার কাজকর্মে মানসিক দুশ্চিন্তার প্রভাব পড়বে | এই সময় আপনাকে দুর্বোধ্য বিজ্ঞান মনস্তাত্ত্বিক আবর্তে সহায়তা করবে | এটা ভালো হবে আপনার নিজস্ব ও বুদ্ধিশক্তি ও দক্ষতার ওপর নির্ভর করা | আপনার যদি পৈতৃক সম্পত্তি বা অস্থাবর জিনিসের প্রতি উচ্চাকাঙ্খা থাকে তবে তা বিস্ময়কর ভাবে আপনার কাছে আসবে | শরীরের দিকে যত্ন নেবেন | কারোর মৃত্যু সম্পর্কে আপনি বাজে সংবাদ পাবেন |

মকর

এই সময়ে আপনি খুবই সুখী হবেন | চাকুরীর অবস্থার উন্নতি হবে | প্রভূত লাভ হতে পারে | পারিবারিক বাতাবরণ সুখের হবে | শত্রুদের জয় করতে এবং বাধা বিপত্তি এড়াতে প্রচুর পরিশ্রম করতে হবে | গাড়ী চালোনার ব্যাপারে সাবধান হবেন |

কুম্ভ

এই সময়ে অর্থাগম দেখা যায় | পারিবারিক জীবন খুব সুখের হবে | সঙ্গী বা সাথীদের থেকে প্রাপ্তিযোগ আছে | প্রাত্যহিক কাজকর্মে খুবই ব্যস্ত থাকবেন | বিদেশ বা দূরবর্তী স্থান থেকে সুসংবাদ পাবেন | স্বাস্থ্যের ব্যাপারে সচেতন থাকবেন |

মীন

এই সময় আপনি বানিজ্যিক কাজ দৃঢ়ভাবে বৃদ্ধি করতে পারবেন | আপনি জটিলতাও প্রভেদের ব্যাপারে নৈপুন্য প্রদর্শন করবেন | আপনি খুবই পদ্ধতি অনুযায়ী কাজ করবেন | আপনি আরামে ও সুখে থাকবেন | দৃঢ় ভাবে কাজ করার প্রবণতা আপনার সামঞ্জস্যপূর্ণ পিতামাতার সঙ্গে সুন্দর সম্পর্ক আপনি উপভোগ করবেন | বিলাসিতা করতে আপনি ইচ্ছুক | সংযোগ আপনাকে ভালো সংবাদ দেবে | শুভ অনুষ্ঠান সমারোহ সহকারে সম্পাদন করবেন |

Author Bio

Related Posts