কোন রাশির জন্যে কোন ব্যবসা সঠিক ?

কোন রাশির জন্যে কোন ব্যবসা সঠিক

কথায় বলে যেমন  কর্ম তেমন ফল | আর শাস্ত্র বলে মানুষ তার ভালোমন্দের কর্ম অনুযায়ী ফল পায় | মানুষ তার কৃত কর্মের ফল অনুসারে বিভিন্ন রাশিতে নানা গ্রহের অবস্থানের ভিত্তিতে জন্ম এবং কর্মলাভ করে | জীবন ধারণের জন্য অর্থ উপার্জন জরুরি |   জোতিষ শাস্ত্র  সেই সমাধান দিয়েছে | ” কর্মশব্দ ২টি অক্ষরের | কিন্তু এর ব্যাপ্তি বিশালতা অসীমঅনন্ত | কর্মময় জগতে প্রতিটি মানুষ প্রতিনিয়ত কর্ম করে | জন্ম থেকে মৃর্ত্যু পর্যন্ত সে কর্মীরাশি গতভাবে অনুকূল কর্মের দিশা কেমন হতে পারে ? মেষরাশির জাতক কি চাকরি করবেন , নাকি ব্যবসা ? কর্কট রাশির জাতক কি চিকিৎসক  হতে পারেন ? মকর রাশির জাতক যদি ব্যাবসায়ী হন , মীন জাতক কি রাজনীতিবিদ হবেন ? ঈশ্বরের শাসন বিভাগ হলো রাশিচক্র | এক একটি রাশি যেন এক একটি বিভাগ | আর গ্রহ নক্ষত্র রা এইসব বিভাগে প্রধান | রাশিগত ভাবে অনুকূল কর্মের দিশা কেমন হতে পারে ? শাস্ত্র এর সমাধান দিয়েছে | সেটাই বিস্তারিতভাবে বর্ণনা করা হলো

মেশ রাশি :  রাশিচক্রের প্রথম রাশি | অধীশ্বর গ্রহ মঙ্গল | পৃথিবীতে মঙ্গলের প্রভাব অত্যান্ত কার্যকরীরবি চন্দ্রের পরেই | মেষরাশি রবির তুঙ্গস্থান | মেষ অধিপতি মঙ্গল শক্তিলাভ করেন রবিরসংযোগবসুনামের রশ্মি থেকে | কর্মের মাধ্যমে অনেক কষ্টের পর ভাগ্যউন্নতি হয় | এর স্বভাব দ্বিমুখী _ কখনো ধীর স্থির ,কিছুটা মন্থর | আবার কখনো চঞ্চলমতি ,কর্ম দ্বারা ভাগ্যোন্নতি হয়সোজা বা বাঁকা পথে | দাদাগিরি , তোলাবাজি , কালোবাজারি , ফাটকা , জুয়া ,প্রভৃতি অর্থনৌতিক পথে হটাৎ প্রচুর অর্থ উপার্জন করে ভিখারি থেকে বাদশা হয়ে যান অল্প সময়ে | তবে তাদের এই শ্রীবৃদ্ধি ভেঙে   যায় তাসের ঘরের মতো |কোনো কোনো ক্ষেত্রে কারাবাস হয় | ভাগ্যের রথে চড়ে ধীরে  উন্নতি তাদের পক্ষে বিশেষ শুভ | তাদের ভাগ্য সর্বদা পরিবর্তিত হতে পারে | কর্মে বাধাআঘাতশ্রত্রুতা লেগেই থাকে | প্রাণপাত  পরিশ্রম করেই হয় ভাগ্যোন্নতি |

এই পথেই তাঁরা ভাগ্যকে স্থায়ী ভাবে সম্মৃদ্ধশালী করতে সক্ষম | তাঁদের মেধা অমৃতের খনি স্বরূপচিকিৎসাবিদ্যা , চিকিৎসা সহায়ক যে কোনো ক্ষেত্র ,ইঞ্জিনিয়ারিং এর কাজ সব সময় শুভ | শল্যচিকিৎসক রূপে সহজেই সুনাম অর্জিত হয় | রোগের নতুন  ওষুধ আবিষ্কার এর কাজেও সফল হন | বহুজাতিক সংস্থায় কর্ম ভালো হয় | সুনাম ,সুযোগ ,সন্মান বাড়ে | ব্যাঙ্ক ,জীবনবিমা ,খনি ,বন্দর ,হাসপাতাল ,বিদ্যুৎক্ষেত্র ,দেশি বা বিদেশী কোম্পানির মেডিকেল রিপ্রেজেনটেটিভ প্রভৃতিকর্মে দক্ষতা প্রকাশ করে উচ পদলাভ  হয় | কর্মক্ষেত্রে পরিবর্তন হয় একাধিকবার | ব্যবসা ,বাণিজ্যে থাকে সহজাত প্রতিভানিজ চেষ্টাই ব্যবসা করে জীবনে সুপ্রতিষ্ঠিত হন | প্রকাশনা ,কাগজ ,পাট ,কাপড় ,তুলো পশম , শৌখিন দ্রব ,যন্ত্রপাতি ,কয়লা ,পাথর ,রাসায়নিক ,বৈদ্যতিক যন্ত্রপাতি ,প্রভৃতি ব্যাবসায়ে তাড়াতাড়ি উন্নতি হয় | ২৩ থেকে ৩৬ বছর বয়সের মধ্যে ভুল সির্ধান্ত বা বন্ধুর দ্বারা ক্ষতি হবার সম্ভাবনা থাকে

শুভ বয়স : ১৮ ,১৯ ,২১ ,২৭ ,২৮ ,৩০ ,৩৬ ,৩৯ ,৪৫ ,৪৬ ,৪৮ ,৫৪ ,৫৫ ,৫৭ ,৬৩ ,৬৪ ,৬৬ ,৭২ |

শুভ রং : সাদা ,লাল |

বৃষরাশি : রাশি চক্রের দ্বিতীয় রাশি | শুক্ররাচার্যের স্বক্ষেত্র | বিস্বশ্রবা নামের রাশিতে পুষ্ট | বৃষরাশিতে শুক্র রস সৌন্দর্য ,ইন্দ্রিয়গ্ৰাহ্য সুখ ভোগের মাধ্যমে উজাড় করে দিয়েছেন | বৃষরাশির জাতক জাতিকা কর্মের মাধ্যমে নিজের ভাগ্য নিজেই গড়ে তোলেন | প্রতি পদে বাধা থাকে | ৪০ বছর বয়সের পর থেকে কর্মে বাধা ধীরে ধীরে কাটে | অর্থের জন্য কারোকাছে হাত পাততে হয় না | চাকরি ক্ষেত্রে অন্যের খবর দারি পছন্দ করেন না | ব্যাঙ্ক ,বিমানবন্দরে ,সমুদ্র বন্দরে ,সামরিক বিভাগ ,নৌবিভাগ ,রেল ,জাহাজ ,খনি ,হোটেল ,প্রভৃতি প্রতিষ্ঠানে কাজে সুনাম উন্নতি হয় অতি দ্রুত | শিক্ষকতা ,অধ্যাপনা ,বা গবেষণার কাজেও প্রতিষ্ঠা সুনাম আসে | সুনামের সঙ্গে গৃহ শিক্ষকতা হয় |

এই সব কর্মে ছোট পদে ঢুকে অচিরেই উচ্চপদে আসীন হতে পারেন | চাকরিতে মাঝে মাঝেই পরিবর্তন আসে | স্বাধীনচেতা বলে ব্যাবসায় তৃপ্তি বেশি | সাহিত্যিক ,চিত্রশিল্পী ,অভিনয় ,প্রভৃতি ক্ষেত্রে সফল হবেন | লোহা ,পাথর ,কাগজ ,প্রকাশনা ,তুলো পশম প্রভৃতি ব্যাবসায় ধনলাভ সম্ভব | ওষুধের কারবারে দ্রুত ভাগ্যোন্নতি হবে | প্রোমোটারি ,গৃহাদি নির্মাণ ,ব্যাবসায় উন্নতি ,মান সন্মান ,প্রচুর অর্থকড়ি উপার্জন হয়ে থাকে | দুধের ব্যবসা এই রাশির কাছে শুভ | কোনো ক্ষেত্রে অংশীদারি ব্যবসা হবে না | লাভ হলেও পরবর্ত্তী কালে অংশীদারদের শত্রুতায় প্রবল ক্ষতি হবে | চিকিৎসক রূপে খ্যাতি ,অর্থ ,প্রাপ্তি হবে প্রচুর | লটারি থেকে অর্থ প্রাপ্তি হতে পারে | শৌখিন দ্রব্য ,বিদেশী দ্রব্য ,কাঠের ব্যাবসায় ভালো ফল পাবেন

শুভ বছর : ১৭ ,২৩ ,২৪ ,২৬ ,৩২ ,৩৩ ,৩৫ ,৪১ ,৪২ ,৪৪ ,৫০ ,৫৩ ,৫৯ ,৬১ ,৬৮ ,৬৯ ,৭১ |

শুভ রং :  সাদা |     

মিথুন রাশি : রাশি চক্রের তৃতীয় রাশি হলো মিথুনরাশি | এই রাশির অধিপতি হলো বুধ |” বিশ্বকর্মাএই নামের রবিরশ্মি থেকে বুধ গ্রহ পরিপুষ্ট হয় | জীবনে নানান পরিবর্তন এর মধ্যে দিয়ে ভাগ্যরথ অগ্রসর হয় | একঘেয়ে কাজ অপছন্দ করেন তাই কর্মের ক্ষেত্রগত  দিক পরিবর্তন হয় অনেকবার |অর্থের জোগানে মাঝে মাঝে জোয়ারভাটা আসে তবে কখনো পরমুখোপেক্ষী হতে হয় না | পৌর প্রতিষ্ঠান ,পঞ্চায়েতের কর্মী ,ব্যাঙ্ক ,জীবনবীমা ,আইন দপ্তর ,কেমিক্যাল কোম্পানি প্রভৃতি ক্ষেত্রে কাজ খুব শুভ |এখানেই তাঁদের আয় ,উন্নতি ,সুনাম তাড়াতাড়ি বাড়ে এবং যে কোনো ভাবে পদোন্নতি হয় |   সাহিত্য চর্চা ,লেখালেখি ,অভিনয় ,রসায়নবিদ রূপে প্রচুর অর্থ উপার্জন হতে পারে |

চিকিৎসক আইনবিদ হিসেবে নাম, অর্থ ,প্রভাব ,প্রতিপত্তি লাভ করতে পারবে |ব্যবসা বাণিজ্যে সফলতা আসে প্রচুর | বিশেষ করে হোটেল ব্যবসা ,প্রকাশনা ব্যবসা ,ছাপাখানা ,যে কোনো ধরণের জ্বলীয় দ্রব্য কারখানার মালিক রূপে সফলতা প্রতিষ্ঠা আসে | বিভিন্ন বেসরকারি সংস্থা ,বহুজাতিক প্রতিষ্ঠান ,চিকিৎসা সহায়ক ক্ষেত্রের উপাদান প্রস্তুতকারী সংস্থার চাকরি করে সফলতা আসে | চিত্রপরিচালক অভিনয় শিল্পীরূপে আয় হবে ঈর্ষানিও ভাবে | জীবনে দু একবার ব্যাবসায়ী থেকে যাওযার  সম্ববনা থাকবে | বিপরীত লিঙ্গের সাথে ব্যবসা বাণিজ্যে আশাতিরিক্ত সফলতা আসতে পারে | ২৫ থেকে ৪০ বছর বয়সের মধ্যে নানা সমস্যা এলেও ওই সময় ফাটকা বা লটারি থেকে মোটা টাকা আয়ের যোগ দেখা যায় |

শুভ বছর : ১৭ ,২৩ ,২৪ ,২৬ ,৩২ ,৩৩ ,৩৫ ,৪১ ,৪২ ৪৪ ,৫০ ,৫১ ,৫৩ ,৫৯ ,৬০ ,৬২ ,৬৮ ,৬৯ ,৭১

শুভ রং : উজ্জ্বল সবুজ |    

কোন রাশির জন্যে কোন ব্যবসা সঠিক 1 

কর্কট রাশি : রাশি চক্রের চতুর্থ রাশি | কর্কট রাশির অধিপতি গ্রহ চন্দ্র দেব | এই চন্দ্র মাতৃকারক গ্রহ | কর্কটরাশির জাতকের ভাগ্যোন্নতি তথা কর্মোন্নতি কখনো হয় তাড়াতাড়ি আবার কখনো বা ৪০ বছর বয়সের পর | জীবনে আর্থিক উত্থান পতন  হয় বহুবার | অর্থ উপার্জনের অনেক সুযোগ এলেও কয়েকটি হাতছাড়া হয় নিজ ভুলে | কর্কট রাশির জাতকের কর্মক্ষেত্রে হিসেবে চাকরিতে উন্নতির যোগ প্রবল | ব্যবসা ভাগ্য ভালো হয় | ব্যাঙ্ক ,সমবায় ব্যাঙ্ক ,অর্থলগ্নিকরি প্রতিষ্ঠান ,সরকারি বেসরকারি বীমা সংস্থা ,নৌসেনা বিভাগ ,জাহাজ কোম্পানি ,ষ্টীলপ্লান্ট ,মোটর কোম্পানি ,বৈদ্যতিক সরঞ্জামের প্রতিষ্ঠান প্রভৃতি চাকরির ক্ষেত্রে সাফল্য ,উপার্জন হতে পারে আশাতিরিক্ত |

আই , ,এস ,ডব্লু ,বি ,সি ,এল ,আই ,পি ,এস ,প্রভৃতি পরীক্ষায় সফলতা আসবে ,চোখ ধাঁধানো উন্নতি হবে | উপকৃত সহকর্মী শত্র আচরণ করবে | শিক্ষক ,অধ্যাপক ,সংগীতবিদ ,রাজনৈতিক নেতারূপে খুবই মানসুনাম অর্জন হতে পারে | তবে সব দিকে শত্রু থাকবে প্রচুর | ভাগ্যউন্নতিতে ভাই ,বোন বা মামার সাহায্য পাবেন | দেশিবিদেশী বহুজাতিক সংস্থায় চাকরিতে বেশি লাভবান হবেন | শুরুর দিকে ব্যবসা  ভালো নাও চলতে পারে | তবে আসা ছাড়লে চলবে না | সময়ের প্রেক্ষিতে ব্যাবসায়ী সুপ্রতিষ্টিত হবেন এবং সুনাম পাবেন | ট্রান্সপোর্ট এর ব্যবসা ,সুতিবস্ত্র পোশাক ,যে কোনো রাসায়নিক দ্রব্য ,দুগ্ধজাত দ্রব্য ,প্রভৃতি ব্যবসা শুভকর লাভজনক |

শুভ বছর : ১৮ ,১৯ ,২২ ,২৭ ,২৮ ,৩১ ,৩৬ ,৩৭ ,৪০ ,৪৫ ,৪৬ ,৪৯ ,৫৪ ,৫৫ ,৫৯ ,৬৩ ,৬৭ ,৭২ ,৭৩ ,৭৬ |

শুভ রং : সাদা ,লাল |

সিংহ রাশি : রাশি চক্রের পঞ্চম রাশি সিংহরাশি | গ্রহাধিপতি রবির স্বক্ষেত্র অবস্থান  করে আছে  | রবি তাঁর তেজ ,জ্যোতি ,এবং শক্তি দিয়ে পরিচালনা করেনতাই তিনিবিশ্বাত্মা‘| অপরদিকে তাঁর কল্যাণকর দৃষ্টিতে সৃষ্ট জগৎ সংসার | রবি তাঁর সাতটি রশ্মি দান করে গ্রহনক্ষত্রের পুষ্টিসাধন করেন| তাঁরহবিকেশনামের রশ্মিতে পুষ্ট নক্ষত্ররা | রবি তাঁর গুনের অমৃত ধারায় সিংহ রাশিতে সদর্পে বিরাজ করেন | এটি তো তাঁর রাজত্ব ,তিনি তো গ্রহ দের পিতা  | সিংহ রাশির জাতক নিজেই তাঁর ভাগ্য  গড়ে তোলেন অন্যের সহায়তা না নিয়ে |

৩৭ বছর বয়সের পর ধীরে ধীরে সফলতা আসে | আর ভালো চাকরির আশায় কয়েকবার কর্ম সংস্থানের পরিবর্তনহয় | সরকারি ,বেসরকারি ব্যাঙ্ক ,সমবায় ,জীবনবিমা, স্বাস্থ্য বীমা ,রেলওয়ে ,জাহাজ কোম্পানি ,নামি বিদেশী প্রতিষ্ঠান বা বহুজাতিক সংস্থা ,পত্র পত্রিকা ,সংবাদপত্র বিভাগের উচ্চপদে তাঁরা বেশি সাফল্য পান |অর্থ উপার্জন কর্মে খ্যাতিলাভ করেন | যে কাজে হাত দেন তা করে ছাড়েন |গৃহ শিক্ষকতা বা কোচিং ক্লাস করলেও প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন | জীবনের শুরুতে  ব্যবসা বাণিজ্যে খুব একটা লাভ না হলেও পরবর্ত্তী কালে অবশ্যই হবে আশাতিরিক্ত |যে কোনো ধরণের পাথর ,কাঠ কাঠের আসবাবপত্র ,বালি ,সিমেন্ট ,ইট ,স্টোনচিপস ,ওষুধের ব্যাবসায়ে অতি দ্রুত ভাগ্যোন্নতি হতে পারে | রেশম ,পশম ,কাগজ ,চুন ,লোহা ,ইত্যাদির ব্যাবসাও ভালো হবে | খনিজ দ্রব্যের ব্যাবসায় শীঘ্র অর্থ উপার্জন বাড়বে | দালালি অংশীদারি কারবারেও দ্রুত মোটা টাকা লাভ পাবেন |

শুভ বছর : ১৮২০, ২৭২৯ , ৩৬৩৮, ৪৫৪৭, ৫৪৫৬, ৬৩৬৫, ৭২৭৪|

শুভ রং : বেদানা বর্ণ , সোনালী

 কন্যা রাশি :  রাশিচক্রের ষষ্ঠ রাশি হলো কন্যারাশি | বালক গ্রহ বুধের স্বক্ষেত্র হলো কন্যা রাশি | কন্যারাশিতে রাজকীয়ভাবে তাঁর গুনের অমৃত কুম্ভটি উজাড় করে দিয়েছেনঅফুরন্ত গঠনমূকল চিন্তা শক্তি ,সাহিত্য ,গনিতাদি ,বিভিন্ন শাস্ত্রজ্ঞান ,অতুলনিয় প্রতুৎপন্নমতির সব গুণরাশি | কন্যারাশির জাতক জাতিকা প্রচুর কল্পনাশক্তি ,চিন্তাশক্তি , বিচারবুদ্ধি প্রখর | এই সব বিশেষ গুনের মিলন মেলা অন্য রাশিতে পাওয়া দুস্কর | জাতক জাতিকার মাথায় যদি কোনো চিন্তা এলে তাঁর বাস্তবরূপ না দেয়া পর্যন্ত মনে শান্তি পায়না | এতগুন থাকা সত্ত্বেও জাতক জাতিকার অতি কাছের লোক মনের নাগাল পায় না | জীবনের শুরুতে অভাব দারিদ্রতা থাকে | আপনার দক্ষতা সাফল্য প্রশ্নাতীত | কখন ,কাকে দিয়ে ,কিভাবে কোন কাজ উদ্ধার করতে হবে আপনি সেটা খুব ভালো বোঝেন |সুচিকিৎসক রূপে আপনার মান ,সুনাম ,আর্থিক উন্নতি হবে অনেক বেশি এবং লেখক ,সাহিত্যিক রূপেও প্রচুর উপার্জন সুনাম পাবেন | জোতিষ ব্যবসা ,অভিনেতা ,সংগীতজ্ঞ ,শিক্ষক হিসাবে সুনাম অর্জন করবেন |

চাকরির ক্ষেত্রে খুব শুভ হবে |আয়কর ,বিক্রয়কর বিভাগ ,সরকারি  বা বেসরকারি জীবনবিমা ,সরকারিবেসরকারিসমবায় ব্যাঙ্ক  ,যে কোনো গোয়েন্দা সংস্থায় চাকরি করলে অতি দ্রুত ভাগ্যোন্নতি হবে | কর্ম ক্ষেত্রে বিশেষ কোনো ব্যাক্তি সব সময় আড়ালে বা সামনে শত্রুতা করবে | কন্যা রাশির ব্যবসা ভাগ্য অত্যান্ত শুভ | সাদা বস্তুর কারবার ,পোশাক পরিচ্ছদ ,সেন্ট ,মাছের ব্যবসা ,যন্ত্রপাতি ,পাট ,কাপড় ,জমি বাড়ি ক্রয়বিক্রয় প্রভৃতি ব্যাবসায় ভালো ফল পাবেন |

শুভ বছর : ১৭ ,২৩ ,২৪ ,২৬ ,৩২ ,৩৩ ,৩৫ ,৪১ ,৪২ ,৪৪ ,৫০ ,৫১ ,৫৩ ,৫০ ,৬০ ,৬২ ,৬৮ ,৬৯ ,৭১|

শুভ রং : সবুজ |

বৃশ্চিক রাশি : বৃশ্চিক রাশি হলো রাশিচক্রের অষ্টম রাশি |এটি অলি কৌজ নামেও পরিচিত | এটি মঙ্গলের স্বক্ষেত্র এবং মঙ্গল শক্তিধর পার্থিব গ্রহ | এই রাশির অধীশ্বর মঙ্গল তাঁর পাঁচ মুখ বা গতির সাহায্যে রাশিটি পরিভ্রমণ করেন | বক্র মঙ্গল এর ওপর নাম |জাতক জাতিকার তীক্ষ্ণ স্মৃতিশক্তি ,অপরিসীম সহ্যশক্তি ,প্রবল উচ্চাশা ভাগ্যকে উন্নতির শীর্ষে নিয়ে যাবে | সরকারি প্রতিষ্ঠানে উচ্চপদে সাফল্যের সঙ্গে চাকরি করতে পারবেন | পুলিশ বিভাগ ,আধা সামরিক বাহিনী ,সীমাসুরক্ষা বাহিনী গোয়েন্দা বিভাগ ,প্রভৃতি ক্ষেত্রে চাকরি করলে তাড়াতাড়ি সুনাম ,অর্থ সাফল্য পাবেন | সরকারিবেসরকারি বীমা প্রতিষ্ঠান ,বাং ইঞ্জিনিয়ারিং দ্রব্য তৈরী কারখানা ,এই সব জায়গায় সাফল্য ,উন্নতি ,অৰ্থ পাবেন |

এছাড়াও উপন্যাস ,গান রচনা ,শল্যচিকিৎসক রূপে ,রাজনীতিতেও শীর্ষে থাকবেন |কাজের জগতে প্রথম দিকে বাধা আসলেও পরবর্ত্তী কালে সাফল্য আসে | ব্যবসা ভাগ্য শুভ | অংশীদারি কারবার থেকে দূরে থাকায় শ্রেয় | সোনা ,তামা ,অন্য ধাতু ,ইট ,বালি ,পাথর ,সিমেন্ট ,ওষুধ সরবরাহ ,জমি সংক্রান্ত ব্যবসা ,এই বসব ক্ষেত্রে অর্থ উপার্জন বৃদ্ধি হয় |দালালিতে অর্থ প্রাপ্তি হতে পারে | শুভ বছর :১৮ ,১৯ ,২১ ,২৭ ,২৮ ,৩০ ,৩৬ ,৩৭ ,৩৯ ,৪৫ ,৪৬ ,৪৮ ,৫৪ ,৫৭ ,৬৩ | শুভ রং : লাল ,সাদা |

ধনু রাশি : এটি হলো রাশি চক্রের নবম রাশি |এই রাশির ওপর নাম হলো তৌক্ষিক |এই রাশির অধীশ্বর গ্রহ হলো সুরাচার্য বৃহস্পতি | ধনু রাশি কে অকৃপণ হস্তে দেন করেন |কুটিলতাহীন মুক্ত হৃদয় তাঁদের|জাতক জাতিকা কিছুটা কানপাতলা সেই জন্য লোকের কথা সহজে বিশ্বাস করেন | সেই কারণেই জাতক জাতিকার কর্ম জীবনে বাধার সৃষ্টি করবে | অনেক কষ্ট পরিশ্রম করে জীবনে প্রতিষ্ঠার মিনারে ওঠেন | আপনার অসাধারণ বাগ্মিতা ,শৌর্য বীর্য তাই ভাগ্য পরিবর্তনশীল| সরকারি বেসরকারি যে কোনো সংস্থার বড়োকর্ত্তা হয়ে সুষ্ঠ ভাবে কর্ম পরিচালিনা করবেন |পৌর সংস্থা ,খাদ্য ,জল সরবরাহ ,সব ধরণের ব্যাঙ্ক ,জীবন বীমা ,বস্ত্র কারখানা ,খনিজ শিল্প ,এই সব প্রতিষ্ঠানে প্রতিষ্ঠা আসে খুব তাড়াতাড়ি |

সমাজ সেবী সংগঠন সেবা কর্ম দ্বারা ভাগ্য উন্নতি হয় | রাজ্নৌতিক  নেতারূপে উন্নতি সাফল্য আসবে | ফাটকা  ,লটারি থেকে মোটা অর্থ আসবে | খাদ্যশস্য ব্যাবসায় ধনু রাশির ভাগ্য প্রতিষ্ঠার বন্ধ দরজা খুলে যাবে | চিত্র পরিচালক ,অভিনেতা ,নাবিক ,বিমানের নেভিগেটর ,চিকিৎসক ,ক্রিয়াবিদ ,প্রভৃতি ক্ষেত্রে মান ,অর্থ ,সাফল্য আসবে | শুভ বছর : ১৯ ,২১ , ২৩ ,২৮ ,৩০ ৩২ ,৩৭ ,৩৯ ,৪১ ,৪৬ ,৪৮ ,৫০ ,৫৫ ,৫৭ ,৫৯ ,৬৪ ,৬৬ ,৬৮ | শুভ রং : মিষ্টি উজ্জ্বল হলুদ |

মকর রাশি : রাশি চক্রে মকর রাশি দশম স্থান আছে  | এই রাশির অপর  নাম নক্র বা মৃগ | এই রাশি টির অধীশ্বর মহাগ্রহ শৌরি বা শনিদেব | সূর্যের স্বর নামের রশ্মি থেকে শনির পুষ্টিলাভ |মকর রাশির গাম্ভীর্য ,একনিষ্ঠতা ,পরিশ্রমের   ক্ষমতা ,চিন্তাশক্তি ,আত্মসংযম ,গোপনীয়তা ,আত্মসম্মান জ্ঞানের জীবন্ত বিগ্রহ | কোনো কাজ করার আগে অগ্রপশ্চাৎ বিবেচনা করে সির্ধান্ত নেন এবং সব কাজেই সাফল্য লাভ করেন |অচেনা কাউকে বিশ্বাস করেন না এবং বিস্বাষভাজনকেও অবিশ্বাস করেন না | এত গুন্ থাকা সত্বেও অশুভ যোগে জাতক শত্রুভাবাপন্ন ,নিজেকে জাহির করতে গিয়ে কর্ম ক্ষেত্রে বিপদ গ্রস্ত হতে পারেন | গানবাজনা , সরকারিবেসরকারি ব্যাঙ্ক ,ডক , জাহাজ তৈরির কারখানা ,মাছ ধরার ট্রলার ,কয়লা ,বিভিন্ন খনিতে কাজ করলে অর্থের উন্নতি হবে | কবি ,সাহিত্যিক ,সংবাদপত্র প্রভৃতি বিষয়ে শুভ যোগ আছে |

ইনজীবী ,চিকিৎসক ,ওষুধ ব্যাবসায়ী ,প্রভৃতি ব্যাবসায় শুভ হবে | অনেক সময় চাকরি সহায়ক দ্রব্যের ব্যবসাএই দুটি ক্ষেত্র থেকে আয় উন্নতি হবে | এছাড়া তুলে , কয়লা ,কাঠ ,ইট ,চা বাগান দোকান ,কাপড়ের ব্যাবসায় উন্নতির যোগ আছে | রাজনীতি তে সুনাম পাবেন প্রচুর |কোনও বিশেষ নারীর সাহায্যে ভাগ্য সুপরিবর্তন এর যোগ আছে |

শুভ বছর : ১৭ , ২২ , ২৬ , ৩১ , ৩৫ , ৪০ , ৪৪ , ৪৯ , ৫৩ , ৫৮ , ৬২ , ৭১ , ৭৬

শুভ রং : হালকা উজ্জ্বল আকাশি , সাদা|

কুম্ভ রাশি : রাশি চক্রের একাদশ রাশি এটি | এই রাশি হলো শনিদেবের স্বক্ষেত্র | কুম্ভ রাশির জাতকের ইচ্ছা কর্মের ওপরে তাঁর ভাগ্যোন্নতি নির্ভর করে আছে | এই ভাগ্যউন্নতি নির্ভর করে প্রাণপাত পরিশ্রম এর ওপর | তাড়াতাড়ি বড়োলোক হবার জন্য বিপদগামী হতে হবে এবং তাঁর জন্য শাস্তিও পাবেনমানসন্মান ,টাকা সব চলে যাবে | আপনি কল্পনাপ্রবণ ,তাই নতুন পরিকল্পনা পথের মাধ্যমে অর্থ আসবে |বহুবার কর্মক্ষেত্রে পরিবর্তন আসবে এবং উঁচুতলার সঙ্গে অনেক সময় মতবিরোধ সংঘাত হবে |

তবে কর্ম জগতে যথেষ্ট সুনাম পাবেন |রেল ,বন্দর ,কয়লা ,লোহা ,বিভিন্ন খনি ,পরভীতি ক্ষেত্রে দ্রুত উন্নতি | চিত্রপরিচালক ,থিয়েটার ,সিনেমা হল বা সংস্কৃতির প্রেক্ষাগৃহের মালিকরূপে অর্থ প্রাপ্তি হবে | দ্রুত সাফল্য আসবে অধ্যাপনা ,সেলসম্যান ,ইঞ্জিনিয়ার ,অডিটর এই সব কাজে | কাঠ , মাংস ,পাথর , বিভিন্ন প্রকার বিদেশী দ্রব্য ব্যাবসায় মোটা অংকের লাভ হবে | এছাড়া চাল , ডাল ,তিল এইসব ব্যাবসায় দ্রুত উন্নতি হবে | জীবনে প্রচুর উন্নতি হবে ৪২ বছর পর থেকে | ব্যাবসায় মাঝে মধ্যে ঝামেলা হতে পারে আবার কর্ম জীবনেও বিপর্যয় আসতে পারে | এত কিছুর পর আপনার ভূসম্পত্তি বাড়বে |

শুভ বছর : ১৭ ,২২ ,২৬ ,৩১ ,৩৫ ,৪০ ,৪৪ ,৪৯ ,৫৩ ,৫৮ ,৬২ ,৬৭ ,৭১ |

শুভ রং : হালকা আকাশি |

মীন রাশি : মীন রাশি হলো রাশি চক্রের শেষ রাশি |এই রাশির অধিপতি গ্রহ হলো বৃহস্পতি | এই বৃহস্পতির মহাগুন গুলি হলো বিশ্বমানবতা ,সাম্যবাদ , ক্ষমতাশীলতা ,সত্ত্বগুণী পরমধার্মিকতা | এইসব গুন্ গুলি আছে বলে মীনরাশির জাতক জাতিকার বিদ্যা বুদ্ধির গভীরতা অনেক বেশি | আপনি অনেক বেশি ভাবপ্রবণ ক্লান্তহীন পরিশ্রমী | চাকরি আর ব্যবসা দুটি ক্ষেত্রেই সাফল্য আসবে | আপনার সম্পত্তির পরিমান অনেকটা বাড়বে | নিজের চেষ্টা  পরিশ্রম দ্বারা নিজের ভাগ্য নিজেকেই গড়তে হয় |

নিজের ক্ষমতার দ্বারা চাকরি জীবনে সাধারণ পদ থেকে উচ্ছ পদে পৌঁছে যাবেন | খনিজ দ্রব্য ,ধাতুর কারখানা ,জাহাজ তৈরির কারখানা ,ব্যাঙ্ক জীবনবীমা ,বিমানবন্দর ,শেয়ার বাজার ,প্রভৃতি ক্ষেত্রে কাজ করলে আপনি প্রচুর উন্নতি করতে পারবেন |চাকরি জীবন উন্নতি হবে | আপনি চাকরি ক্ষেত্রে ওপর ওয়ালার প্রিয়পাত্র হয়ে থাকবেন এবং বার বার পরিবর্তন হবে কাজের জায়গা | সাহিত্য , গান বাজনা , অভিনয় ,সিনেমা ,ইঞ্জিনিয়ারিং বিদ্যার শিক্ষক ,চিকিৎসক ,অধ্যপক ,প্রভৃতি ক্ষেত্রে কাজ করলে শুভ ফল পাবেন সুনাম পাবেন | জাতকের ব্যবসা তেও ভালো উন্নতি হবে | ফাটকা জাতীয় কারবার , চাল ,গম , তৈলবীজ ,ডাল ,সবজি ,এই সব কারবারে নিজের বুদ্ধি বলে মোটা অংকের টাকা লাভ হবে |

শুভ বছর : ২১ , ২৩ , ২৪ , ৩০ , ৩২, ৩৫ , ৩৯ , ৪১ , ৪২ , ৪৮ , ৫০ , ৫১ |

শুভ রং : হলুদসাদা

Author Bio

Related Posts