কোন নক্ষত্রের জাতকদের জন্যে নীলা সৌভাগ্য প্রদানকারী রত্ন ?
শনির তিনটি নক্ষত্র | পূষ্যামি, অনুরাধা, উত্তরাভদ্রা | শনির রত্ন হল নীলা | নীলা ধারণে এই তিন নক্ষত্রের মানুষই উপকৃত হন |
পূষ্যামি – সাফল্য লাভের জন্য পূষ্যামি নক্ষত্রের জাতককে অবশ্যই তাদের জন্ম রত্ন নীলা ধারণ করতে হবে | নীলা ধারণে প্রচুর অর্থ লাভ, উন্নতি, ধনী হওয়া, নাম, যশ, বাড়িঘর , সম্পত্তি , যানবাহন ও বিলাসবহুল জীবনযাত্রা প্রদান করে |
এই নক্ষত্রে জাত ব্যক্তির রত্ন হল নীলা | রাশি অনুযায়ী সেটি হবে সাদা মুক্তা | পুষ্যা নক্ষত্রে জাত ব্যক্তির জন্মতারিখ যদি ১, ২, ৪, ৭, ৯ হয় তবে তাদের ধারণযোগ্য রত্ন হবে মুক্তা | ৫, ৬, ৮ তারিখে জন্মানো ব্যক্তি সাফল্যের জন্য নীলা ধারণ করবে | কিন্তু ৩ তারিখে জন্মানো ব্যক্তি উপরিউক্ত দুটি রত্ন ধারণ থেকে বিরত থাকবে | পরিবর্তে তারা তাদের নিজস্ব জন্ম রত্ন ব্যবহার করবে |
অনুরাধা – অনুরাধা নক্ষত্রের জাতক নীলা ধারণ করলে জীবন সুখের হয়, উন্নতি লাভ তো হবেই, তাছাড়া জাতক বুদ্ধিদীপ্ত হয় |
নক্ষত্র অনুযায়ী অনুরাধা নক্ষত্রে জাত ব্যক্তির রত্ন হবে নীলা | কিন্তু রাশি অনুযায়ী তা হবে লাল প্রবাল | ১, ৩, ৯ তারিখে জন্মানো ব্যক্তি লাল প্রবাল এবং ৫, ৬, ৭, ৮ তারিখে জন্মানো ব্যক্তির নীলা ব্যবহার
করা উচিত | কিন্তু ২, ও ৪ তারিখে জন্মানো ব্যক্তি নীলা ও লাল প্রবাল রত্ন দুটি ধারণ না করে তাদের জন্ম রত্ন ধারণ করবে |
উত্তরাভদ্রা – ব্যবসা ও পেশাদারী ক্ষেত্রে সাফল্য লাভের জন্য উত্তরাভদ্রা নক্ষত্রের জাতককে অবশ্যই নীলা ধারণ করতে হবে | জাতক বাড়ি ও জমিজমা অধিগ্রহণ করে থাকে, সমাজে নাম, যশ ও সন্মান বৃদ্ধি পায় |
উত্তরাভদ্রা নক্ষত্রে জাত ব্যক্তির নীলা ধারণ করা উচিত | কিন্তু রাশি অনুযায়ী তা হবে পোখরাজ | সংখ্যাতত্ত্ব অনুযায়ী ১, ৩, ৯ তারিখে জন্মানো ব্যক্তি পোখরাজ ধারণ করবে এবং ৫, ৬, ৭, ৮ তারিখে জন্মানো ব্যক্তির নীলা ধারণ করা উচিত | কিন্তু ২, ও ৪ তারিখে জন্মানো ব্যক্তি নীলা ও পোখরাজ ধারণ থেকে বিরত থাকবে এবং তারা তাদের জন্মরত্ন ব্যবহার করবে |
