কোন নক্ষত্রের লোকেদের বৃহস্পতি ঢেলে আশীর্বাদ দেন ?

কোন নক্ষত্রের লোকেদের বৃহস্পতি ঢেলে আশীর্বাদ দেন ?

বৃহস্পতির তিনটি নক্ষত্র | যেমনপুনর্বসু, বিশাখা, পূর্বভাদ্রা | বৃহস্পতির রত্ন পোখরাজ | তিনটি নক্ষত্রের ক্ষেত্রেই পোখরাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ

পুনর্বসুপোখরাজ পুনর্বসু নক্ষত্রের ব্যক্তিদের ক্ষেত্রে সৌভাগ্য বয়ে আনে | ইহা সাফল্য প্রদান করে, মনের সকল ইচ্ছা পূরণ করে, দেহ মন সুস্থ থাকে এবং ধনী ব্যক্তি তৈরী করে |

পুনর্বসু নক্ষত্রে জাত ব্যক্তিকে পোখরাজ ধারণ করতে হবে | রাশি অনুযায়ী পান্না ধারণ সমীচীন | পুনর্বসু নক্ষত্রে জাত ব্যক্তির জন্ম তারিখ যদি , , হয় তবে তিনি ধারণ করবেন পোখরাজ | আবার , , , , , তারিখে জন্মানো ব্যক্তি সাফল্য অর্জনের জন্য পান্না ধারণ করবে

বিশাখাবিশাখা নক্ষত্রের জাতক পোখরাজ ধারণ করলে রাজকীয় সন্মান লাভ হয়, আত্মসম্মান বৃদ্ধি পায় এবং সুস্বাস্থ্যের অধিকারী হয়

বিশাখা নক্ষত্রে জাত ব্যক্তির রত্ন হল পোখরাজ | কিন্তু রাশি অনুযায়ী হীরে ধারণ করা উচিত | , , তারিখে জন্মানো ব্যক্তির রত্ন হল পোখরাজ অথবা প্রবাল | , , , , , তারিখ যাদের জন্মতারিখ তাদের জীবনে সাফল্য অর্জনের জন্য হীরে ধারণ করা উচিত |

পূর্বভাদ্রাপূর্বভাদ্রা নক্ষত্রের জাতক পোখরাজ ধারণ করলে হারিয়ে যাওয়া সমৃদ্ধি বৃদ্ধি পায়, বাচ্চাদের কল্যান হয়, কর্মক্ষেত্রে উচ্চপদ লাভ হয় , পেশাদারী ক্ষেত্রে সুখ সাফল্য আসে |

এই নক্ষত্রে জাত ব্যক্তি পোখরাজ রত্নটি ধারণ করবে | রাশি অনুযায়ী রত্নটি হবে নীলা | যে সমস্ত ব্যক্তির জন্মতারিখ , , তারা পোখরাজ ধারণ করবে এবং যাদের জন্মতারিখ , , , তাদের নীলা ধারণ অবশ্য কর্তব্য | তারিখে জন্মানো ব্যক্তি নীলা এবং পোখরাজ রত্ন দুটি ধারণ থেকে বিরত থাকবে এবং তারা তাদের নিজেদের জন্ম রত্ন ব্যবহার করবে |

Author Bio

Related Posts